Souren Panja Official

Souren Panja Official ᵂᵉˡᶜᵒᵐᵉ🙏..
ᶠᵒˡˡᵒʷ ᵐᵉ ᶠⁱʳˢᵗ, ʸᵒᵘʳ ᵐⁱⁿᵈ ᶜᵃⁿ ᶠᵒˡˡᵒʷ ˡᵃᵗᵉʳ!
ᴵ ʰᵃᵛᵉ ᵇᵒʳⁿ ᵗᵒ ᵇᵉ ᵗʳᵘᵉ, ⁿᵒᵗ ᵗᵒ ᵇᵉ ᵖᵉʳᶠᵉᶜᵗ!!

19/09/2024

হানার একদম সোজা সামনের পাড়া গুলির অবস্থা 😢
প্রবল স্রোতে যেখানে কোনো সাহায্যকারী দল পৌঁছাতে পারছে না বা সম্ভব হচ্ছে না !!

ভিডিও টি ওখানে আটকে পড়া এক ব্যক্তি করে পাঠিয়েছে ...

পাঁজা পাড়া, মন্ডল পাড়া ও সাঁতরা পাড়ার অবস্থা খুবই খারাপ ....একাধিক বাড়ি আর নেই !
সব জলের তলায় তলিয়ে গেছে ..

হানা ( কাকনান, পোড়ে পাড়া - ধান্যঘোরী , বন্দর, খানাকুল -2 ) শিলাবতী, দ্বারকেশ্বর ও রূপনারায়ণের মিলনস্থল ।

18/09/2024

কীভাবে সমস্ত বাড়ি ঘর প্রবল স্রোতে তলিয়ে যাচ্ছে !!
নিকটস্থ পোড়ে পাড়ার বাড়িগুলো আর একটিও নেই ...
এবং প্রবল স্রোত সোজা গিয়ে ধাক্কা মারছে পাঁজা পাড়া , মন্ডল ও সাঁতরা পাড়াতে। এবং বাড়িঘরগুলোকে ক্ষতিগ্রস্থ করছে , তলিয়ে নিয়ে যাচ্ছে একের পর এক !!

ভেতরের মানুষজন প্রচন্ড আতঙ্কজনক অবস্থায় ,তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না !!!

হানা ( কাকনান , পোড়ে পাড়া- ধন্যাঘোরী , বন্দর , খানাকুল-2)

18/09/2024

হানার ভয়াবহ অবস্থা !
সময়ের সাথে সাথে এর বিশালতা ও ধ্বংসলীলা বেড়েই চলছে !!

নিকটস্থ পোড়ে পাড়ার আর একটি বাড়িও অবশিষ্ট নেই 😢
এবং ভেতরের পাঁজা পাড়ার মানুষ ও বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ !! অনেক বাড়িঘর তলিয়ে গেছে !
মানুষজন আতঙ্কিত খুব এখানের !

দ্রুত সাহায্য পৌঁছানোর করছি আবেদন প্রশাসনের কাছে 🙏

17/09/2024

দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলনস্থল এবং রূপনারায়ণ থেকে কিছুটা দূরে বন্দর খুঁটে পাড়া তথা পোড়ে পাড়া সংলগ্ন নদী বাঁধ ভাঙ্গন ।

হু হু করে প্রবল জলের স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বালিপাতা কাকনান সহ পারিপার্শ্বিক গ্রামের বহু বাড়িঘর 🥺😢

এখানের মানুষজনের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ।

09/08/2023

𝙏𝙖𝙧𝙖𝙠𝙚𝙨𝙬𝙖𝙧 𝙏𝙚𝙢𝙥𝙡𝙚। তারকেশ্বর মন্দির।
।।মহাদেব🚩 🔱। ।
তারকেশ্বরে প্রতিবছর শ্রাবন মাসে লক্ষ লক্ষ মানুষ ভীড় করে আসে কেন জল ঢালতে....


#

Address

Kolkata

Telephone

+6291106490

Website

Alerts

Be the first to know and let us send you an email when Souren Panja Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Souren Panja Official:

Share

Category