
18/02/2025
#ননসেন্স_ডায়েরি
বৈঠকী মানুষদের দেখেছেন ?যাঁদের উপস্থিতি, যাঁদের আমুদে কথাবার্তা, যাঁদের রসবোধ কোনও মজলিস মুহূর্তের মধ্যে জমিয়ে দিতে পারে?
সেই মানুষটি না আসা পর্যন্ত মানুষজন হা পিত্যেশ করে বসে থাকেন, কখন? কখন আসবেন তিনি!
এর কারণ হলো গল্প বলার ক্ষেত্রে তাঁদের ঘরোয়া স্বকীয়তা যা মানুষকে টানে। মানুষ জীবনের সঙ্গে রিলেট করতে পারে তাঁদের মজলিসি মস্তি।
গান ও লেখাজোখার ক্ষেত্রেও এরকম কিছু মানুষ থাকেন। যাঁরা ঘরোয়া ঢঙে মাটির গন্ধ জমিয়ে দেন শ্রোতা বা পাঠককে। মানুষ তাঁদের আপনজন করে নেন। এর মধ্যে প্রথা, প্রকরণ ও ব্যাকরণ খোঁজার চেষ্টা করা বৃথা। নিজ নিজ ক্ষেত্রে তাঁরা এক একজন ভিভ রিচার্ডস বা বীরেন্দ্র সেহবাগ।
বলছিলাম প্রভাত রঞ্জন ভট্টাচার্যের ননসেন্স ডায়েরি নামক বইটির কথা।
এ বইটিকে ঠিক গদ্য, পদ্য কোনও গোত্রেই ফেলা যাবে না, কিন্তু মানুষের মনের গভীরে প্রবেশ করার ক্ষেত্রে এর বাস্তব ঘটনা বিবরণগুলোর কোনও জুড়ি নেই।
যা আপনার জীবনে ঘটে, ঘটতে পারে বা ঘটবে বলে আপনি বিশ্বাস করেন তা যদি হঠাৎ করে বইয়ের আকারে আপনার কাছে এসে পৌঁছয় তাহলে যে ভাল লাগার অনুভূতি হয় আপনার মধ্যে, এই বই পড়ে ঠিক সেই অনুভূতিই হয়েছিল গত ২০২৪ বইমেলায় যেসব পাঠক এ বই সংগ্রহ করেছিলেন তাঁদের। পাঠ প্রতিক্রিয়া অন্তত তেমন কথাই বলে। Lmerick Lovers Publishers::লিমেরিক লাভার্স পাবলিশার্স নির্মাণ এই বইটি
আদতে লিমেরিক ঘরানা বলে দাবি করা হলেও এই বই আসলে সৃষ্টির প্রথার চেয়েও বেশি জীবনমুখী। তাই ২০২৪ বইমেলায় স্বাস্থ্য সচেতনতার বইগুলো বাদ দিলে এ বই আমাদের বেস্ট সেলার। এখনও পাওয়া যাচ্ছে আমাদের কাছে। বাড়িতে বসে হাতে পেতে গেলে ওয়াটস আপ নম্বর 9007748931 এ মেসেজ করতে হবে স্রেফ।