Lmerick Lovers Publishers::লিমেরিক লাভার্স পাবলিশার্স

  • Home
  • India
  • KOLKATA
  • Lmerick Lovers Publishers::লিমেরিক লাভার্স পাবলিশার্স

Lmerick Lovers Publishers::লিমেরিক লাভার্স পাবলিশার্স This is a Publishing House. We are interested in Quality matters whether it is in the domain of Fact

 #ননসেন্স_ডায়েরি বৈঠকী মানুষদের দেখেছেন ?যাঁদের উপস্থিতি, যাঁদের আমুদে কথাবার্তা, যাঁদের রসবোধ কোনও মজলিস মুহূর্তের মধ্...
18/02/2025

#ননসেন্স_ডায়েরি

বৈঠকী মানুষদের দেখেছেন ?যাঁদের উপস্থিতি, যাঁদের আমুদে কথাবার্তা, যাঁদের রসবোধ কোনও মজলিস মুহূর্তের মধ্যে জমিয়ে দিতে পারে?
সেই মানুষটি না আসা পর্যন্ত মানুষজন হা পিত্যেশ করে বসে থাকেন, কখন? কখন আসবেন তিনি!
এর কারণ হলো গল্প বলার ক্ষেত্রে তাঁদের ঘরোয়া স্বকীয়তা যা মানুষকে টানে। মানুষ জীবনের সঙ্গে রিলেট করতে পারে তাঁদের মজলিসি মস্তি।
গান ও লেখাজোখার ক্ষেত্রেও এরকম কিছু মানুষ থাকেন। যাঁরা ঘরোয়া ঢঙে মাটির গন্ধ জমিয়ে দেন শ্রোতা বা পাঠককে। মানুষ তাঁদের আপনজন করে নেন। এর মধ্যে প্রথা, প্রকরণ ও ব্যাকরণ খোঁজার চেষ্টা করা বৃথা। নিজ নিজ ক্ষেত্রে তাঁরা এক একজন ভিভ রিচার্ডস বা বীরেন্দ্র সেহবাগ।
বলছিলাম প্রভাত রঞ্জন ভট্টাচার্যের ননসেন্স ডায়েরি নামক বইটির কথা।
এ বইটিকে ঠিক গদ্য, পদ্য কোনও গোত্রেই ফেলা যাবে না, কিন্তু মানুষের মনের গভীরে প্রবেশ করার ক্ষেত্রে এর বাস্তব ঘটনা বিবরণগুলোর কোনও জুড়ি নেই।
যা আপনার জীবনে ঘটে, ঘটতে পারে বা ঘটবে বলে আপনি বিশ্বাস করেন তা যদি হঠাৎ করে বইয়ের আকারে আপনার কাছে এসে পৌঁছয় তাহলে যে ভাল লাগার অনুভূতি হয় আপনার মধ্যে, এই বই পড়ে ঠিক সেই অনুভূতিই হয়েছিল গত ২০২৪ বইমেলায় যেসব পাঠক এ বই সংগ্রহ করেছিলেন তাঁদের। পাঠ প্রতিক্রিয়া অন্তত তেমন কথাই বলে। Lmerick Lovers Publishers::লিমেরিক লাভার্স পাবলিশার্স নির্মাণ এই বইটি
আদতে লিমেরিক ঘরানা বলে দাবি করা হলেও এই বই আসলে সৃষ্টির প্রথার চেয়েও বেশি জীবনমুখী। তাই ২০২৪ বইমেলায় স্বাস্থ্য সচেতনতার বইগুলো বাদ দিলে এ বই আমাদের বেস্ট সেলার। এখনও পাওয়া যাচ্ছে আমাদের কাছে। বাড়িতে বসে হাতে পেতে গেলে ওয়াটস আপ নম্বর 9007748931 এ মেসেজ করতে হবে স্রেফ।

সাধারণ মানুষের কথা। তাঁর অধিকার, কর্তব্য ও তাঁর প্রতি বঞ্চনার কথা। গল্পের বই নয়, জীবনের জলছবি। প্রকাশক ও পরিবেশক, রংমিল...
17/01/2025

সাধারণ মানুষের কথা। তাঁর অধিকার, কর্তব্য ও তাঁর প্রতি বঞ্চনার কথা। গল্পের বই নয়, জীবনের জলছবি। প্রকাশক ও পরিবেশক, রংমিলান্তি প্রকাশনী । সহ পরিবেশক,লিমেরিক লাভার্স পাবলিশার্স।
ওয়াটস আপ:9007748931

 #কলকাতা_আন্তর্জাতিক_বইমেলা #লিমেরিক_লাভার্স_পাবলিশার্স ্যান্টনমেন্ট সভ্যতা, আচারবিচার, সংস্কৃতি, অভ্যাস একটা ঘূর্ণায়মা...
12/01/2025

#কলকাতা_আন্তর্জাতিক_বইমেলা
#লিমেরিক_লাভার্স_পাবলিশার্স
্যান্টনমেন্ট


সভ্যতা, আচারবিচার, সংস্কৃতি, অভ্যাস একটা ঘূর্ণায়মান চাকার মত। আজ যা প্রাসঙ্গিক,কাল তা অপ্রাসঙ্গিক। তাই সত্যি ও মিথ্যের মধ্যে পার্থক্যও কিছু ক্ষেত্রে সূক্ষ্ম।
যেমন মানুষের ভার্চুয়াল থেকে বাস্তবে ফিরে আসার উদ্যোগ। গেজেট নির্ভরতা ছেড়ে কিছু ক্ষেত্রে ম্যানুয়াল হওয়া। নেট সার্ফিং থেকে পাঠের অভ্যাসে আসা।কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে মস্তিষ্ক ও হৃদয়প্রসূত বুদ্ধিমত্তায় ফেরা।
মানুষের বই পাঠের অভ্যাস আবার বাড়তে শুরু করেছে করোনা কালের পর থেকে। তাই ভালো বই তৈরি করার দায়িত্ব বেড়েছে ছোট,বড় বই সকল নির্মাণকারীদের। উদ্যোগ বেড়েছে ট্র্যাস ও পাতি বইয়ের পাশাপাশি ভালো বই তৈরির। যে বই ভাবায়, যে বই থেকে শেখা যায়। দর্শন, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভ্রমণ, টেকনিক্যাল ব্যাপারস্যাপার।
আমরা তেমনই এক সাধারণ বই নির্মাণকারী সংস্থা। লিমেরিক লাভার্স পাবলিশার্স । অল্প অল্প করে ভালো বই তৈরির চেষ্টা করি। বিশাল চিৎকারে জাহির করে নয়, নীরবে। কারণ আমরা বিশ্বাস করি, আমরা গত দশ বছরে দেখেছি, মানুষ ভালো বই খোঁজে। এবং সুলভে। আর ঠিক এই কারণে আমাদের পরিচিতি ও পাঠকবৃত্ত বেড়েছে। বাড়ছে।
গোটা বছর আমরা মানুষের বাড়ি বই পৌঁছে দি। কলকাতা বইমেলায় তাঁরা আমাদের সঙ্গে আলাপ করতে আসেন সময় ও সুযোগে। অন্য বইমেলায় এখনও পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। আরও খানিক বড় হয়ে উঠলে হয়তো যাওয়া যাবে।
আসুন পাঠক, আসুন বন্ধু এবং যাঁরা এখনও আমাদের দেখেননি চেনেননি তাঁরা। আমাদের হার্দিক আমন্ত্রণ রইল। মানুষ ছাড়া নির্মাণ বৃথা।
দেখাশোনা না হলে মানুষ যাচাই করে চেনা যায় না। বই যাচাই করে কেনা যায় না।
করুণাময়ী মেলা প্রাঙ্গণ। চার নম্বর গেট দিয়ে ঢুকে ১৭০ নম্বর স্টল। ২৮শে জানুয়ারি থেকে থেকে শুরু। ৯ই ফেব্রুয়ারি শেষ। দুপুর ১২টা থেকে রাত ৮টা। দিক নির্দেশের সহজ ম্যাপ ও আমাদের কিছু বইয়ের কোলাজ নিচে ছবিতে।

পলাশ বন্দ্যোপাধ্যায়
১২.০১.২০২৫

 #ব্যবসায়_উদ্যোগী_তুমিশুভ্র দত্ত একটিলিমেরিক লাভার্স পাবলিশার্স উদ্যোগ।বহুমুখী প্রতিভা সম্পন্ন শুভ্র দত্ত আমাদের প্রকাশ...
10/01/2025

#ব্যবসায়_উদ্যোগী_তুমি
শুভ্র দত্ত
একটি
লিমেরিক লাভার্স পাবলিশার্স
উদ্যোগ।

বহুমুখী প্রতিভা সম্পন্ন শুভ্র দত্ত আমাদের প্রকাশনীর জন্মলগ্ন থেকে
আমাদের সঙ্গে আছেন। পরামর্শে, বই নির্মাণে, আড্ডায়।
এতদিন পর্যন্ত প্রকাশিত আমাদের বিভিন্ন কিসিমের বইগুলোর মধ্যে তাঁর একটা বেস্ট সেলার লিমেরিক বই পাঁচের প্যাঁচেও আছে।
এবার উনি মনে করেছেন , ঢের হয়েছে, এবার বাঙালির আরও বেশি করে ব্যবসায় উদ্যোগী হওয়া উচিত।
আর যেমন ভাবা তেমন লিখে ফেলেছেন আস্ত একটা বই, ব্যবসায় উদ্যোগী তুমি।
এ বইয়ের টিজার তাঁর নিজেরই লেখা। দেখুন, তিনি কি বলছেন...
"আপনি কি ব্যবসায়ে উৎসাহী? কোনো বাণিজ্যিক উদ্যোগ শুরু করার কথা চিন্তা করছেন?

আপনার মূলধন ২৫,০০০ টাকা, ২,৫০,০০০ টাকা বা ২৫,০০,০০০ টাকা যা-ই হোক না কেন, তার মধ্যে অনন্ত সম্ভবনা লুকিয়ে আছে। সেই মূলধনের যথাযোগ্য সদ্ব্যবহার করে তাকে পরিপূর্ণভাবে বিকশিত করে তুলতে সহায়তা করাই এই ২৫০ টাকা দামের বইটির উদ্দেশ্য।"
ব্যবসায় উদ্যোগী তুমি
একটি
আসছে বইমেলার আগেই। আরও জানতে ও বাড়িতে বসে পেতে আমাদের সরাসরি ওয়াটস আপ করতে পারেন 9007748931 নম্বরে।

পলাশ বন্দ্যোপাধ্যায়
১০.০১.২০২৫

 #ননসেন্স_ডায়েরি  #লিমেরিক_বইPrabhat Ranjan Bhattacharyya লিমেরিক লাভার্স পাবলিশার্স প্রভাত রঞ্জন ভট্টাচার্য একজন স্বভা...
07/01/2025

#ননসেন্স_ডায়েরি
#লিমেরিক_বই
Prabhat Ranjan Bhattacharyya
লিমেরিক লাভার্স পাবলিশার্স

প্রভাত রঞ্জন ভট্টাচার্য একজন স্বভাব বোহেমিয়ান হুল্লোড়ে মানুষ। মাটির কবি, স্বভাবকবি ও আবৃত্তিকার। তার কবিতায় মাটির মাটির গন্ধ। মাটির সারল্য। তাতে কোনও কষ্ট কল্পনা নেই। অনাবশ্যক ছান্দিক ঝনঝনানি নেই। কিন্তু প্রকৃতির কথা আছে। মানুষের সুখদুঃখ ও জীবনবোধের কথা আছে তাঁর নিজের শৈলী ও গঠনগত বৈচিত্র্যে, যা পড়লে মনে হয় একটা যুগ বা একটা সময়ের নিটোল গল্প পড়ছি। চেনা যায় , সে লেখা কোন কবির।
বলা হয়, আজকের লেখক পাঠক জগতের ইকুয়েশনটা উল্টে পাঠকের থেকে লেখকের সংখ্যা হয়ে গেছে বেশি। এ নিরীক্ষণ খুব একটা ভুল নয়। যেমন ভুল নয় এখন অনেক লেখকই লেখার আগে সে বিষয় সম্পর্কে হোমওয়ার্ক করার প্রয়োজনীয়তা বোধ করেন না।
বাস্তবিক সত্যি যা, তা হলো একজন নিমগ্ন পাঠকই কেবলমাত্র পাঠকপ্রিয় লেখক হতে পারেন, তিনি কতখানি জ্ঞানঋদ্ধ তার উপর নয়। এ ব্যাপারে কবি প্রভাত রঞ্জনকে ফুলমার্কস দিতেই হবে। তাঁর কোনও লেখাই বাস্তবতার উল্টো স্রোতে বওয়া নয়। জীবনের থেকে দূরের নয়।
গত কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রাক্কালে তিনি লিমেরিকের মতো কঠিন এক জনার নিয়ে আস্ত একটি বই করে দিয়েছিলেন আমাদের জন্য। নাম রেখেছিলেন ননসেন্স ডায়েরি। বইয়ের নাম দেখে কবিতাগুলো ননসেন্স ভাবলে মস্ত ভুল হবে। আসলে তিনি জীবনের হাসি কান্না সুখ দুঃখের মতো দর্শনগুলোকে তাঁর স্বকীয় বোধ ও মননের মাধ্যমে লিখে গেছেন ক্যাজুয়াল ননসেন্সিয়ানা দিয়ে , যা পড়লে পাঠক সেগুলোর সঙ্গে একাত্ম হবেনই। কখনও সুখ আবার কখনও দুঃখের মোড়কে ললিত এই কতিতাগুলো পড়ার শেষে তাঁর অনুভূতি হবেই, আরে !, এগুলো তো আমার কথা! আমার জীবনের কথা! আমি তো লিখতে পারিনি!
পাঁচ লাইনের আদর্শ লিমেরিক, লিমেরিক ঘরাণার কবিতা, অনুবাদ লিমেরিক, এক বিষয় একাধিক লিমেরিক সাব হেডিং দিয়ে সযত্নে বুনন করা এই বইটি বইমেলায় আত্মপ্রকাশ করেই শেষ হয়ে গেছিল দু'হাজার চব্বিশে, এতই ছিল এর পাঠক ক্রেজ। তারপর সে বই আমরা আবার ছেপেছি, আবার ফুরিয়ে গেছে। আমাদের প্রকাশনীর এক অন্যতম বেস্ট সেলারের তকমা পেয়েছে অনায়াসে।
আনন্দের খবর যেটা, তা হলো, আসন্ন দু'হাজার পঁচিশের কলকাতা আন্তর্জাতিক বইমেলতেও এই বই নিয়ে হাজির থাকছে লিমেরিক লাভার্স পাবলিশার্স। কবি নিজেও অনেকটা সময় থাকছেন আমাদের সঙ্গে।
লেখার মান নির্ণায়ক ফ্যাক্টর যেগুলো, তার মধ্যে অন্যতম হলো সে বই মানুষ চাইছেন কেমন। আর আমরা এবং কবি প্রভাত রঞ্জন মানুষের চাহিদার প্রতি সর্বদা শ্রদ্ধাশীল, বলার অপেক্ষা রাখে না।
মেলার আগে সরাসরি ডাকযোগে বাড়িতে বসে বই পেতে পাঠক আমাদের ওয়াটস আপ নম্বর, 9007748931 এ যোগাযোগ করতে পারেন।

পলাশ বন্দ্যোপাধ্যায়
০৭.০১.২০২৫

Address

RBC Road. DUM DUM CANTONMENT
Kolkata

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+919830317790

Alerts

Be the first to know and let us send you an email when Lmerick Lovers Publishers::লিমেরিক লাভার্স পাবলিশার্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lmerick Lovers Publishers::লিমেরিক লাভার্স পাবলিশার্স:

Share

Category