Kolkatanewsdiary

Kolkatanewsdiary Kolkata News Diary is a News and Information Based Page for People, This Page create by Creative Arts

  কলকাতা নিউজ ডায়রির সকল বন্ধুদের জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।সাথে থাকুন এগিয়ে চলুন।
21/09/2025


কলকাতা নিউজ ডায়রির সকল বন্ধুদের জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
সাথে থাকুন এগিয়ে চলুন।

    #এবার_এসি_লোকাল__পেতে_চলেছে_শ্যামনগরপুজোর আর বাকি মাত্র ২৭ দিন, আর এর মধ্যেই এল সেই সুখবর যার জন্য সমগ্র শ্যামনগর বা...
01/09/2025



#এবার_এসি_লোকাল__পেতে_চলেছে_শ্যামনগর
পুজোর আর বাকি মাত্র ২৭ দিন, আর এর মধ্যেই এল সেই সুখবর যার জন্য সমগ্র শ্যামনগর বাসী অপেক্ষায় ছিল। এমনিতে যখন শিয়ালদহ রানাঘাট এসি লোকাল উদ্বোধন হয় তখন দেখা যায় সেই ট্রেনের স্টপেজ নেই ঐতিহাসিক শহর শ্যামনগরে, স্বভাবতই মন খারাপ হয়ে যায় শ্যামনগর ও লাগোয়া অঞ্চলের মানুষদের। কিন্তু এবার শিয়ালদহ ডিভিশনের ডিয়ারেম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দূর্গা পূজোর আগেই শিয়ালদহ ও কৃষ্ণনগরের মধ্যে শুরু হতে চলেছে নতুন এসি লোকাল পরিষেবা। আর এই লোকাল শ্যামনগর স্টেশনে থামবে। এই পরিষেবার জন্য দুটি নতুন রেক আনা হচ্ছে বলেও জানান তিনি। আরেকটি এসি রেক শিয়ালদহ ও বনগাঁ শাখার মধ্যে চলবে।শিয়ালদহ থেকে শ্যামনগরের ভাড়া পড়বে ৮৫ টাকা। তবে মাসিক টিকিটের মুল্য এখন জানা যায় নি। তবে এই আনন্দের খবরে উচ্ছসিত সকল শ্যামনগর বাসী।
শ্যামনগর থেকে শান্তনুর রিপোর্ট, কলকাতা নিউজ ডায়রি।

08/08/2025



কলকাতা নিউজ ডায়রির পাতায় নতুন অনুষ্ঠানের শুভারম্ভ হলো। এই অনুষ্ঠানের প্রথম পর্বে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন স্বল্প দৈর্ঘ্যের নির্মাতা, পরিচালক ও অভিনেত্রী সুজাতা ভট্টাচার্য্য। তিনি আমাদের সঙ্গে ভাগ করে নিলেন ছবি ফিরে দেখা নিয়ে তার অভিজ্ঞতা। কথায় কথায় উঠে এলো ফিল্ম ফেস্টিভ্যাল, পরিচালকের দায়িত্বের কঠিন পরিস্থিতি, ছোট ছবির ব্যবসার অবনতি ও নানাবিধ প্রসঙ্গ।
এই অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত্রি ৯ টায় সম্প্রসারিত হবে কলকাতা নিউজ ডায়রির ডিজিট্যাল পাতায়।

Please Follow the Page

     কলকাতা নিউজ ডায়রির পাতায় কলকাতা সিনেমা টকস এর মঞ্চে আজ অতিথির আসনে থাকছেন স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাতা ও প...
08/08/2025




কলকাতা নিউজ ডায়রির পাতায় কলকাতা সিনেমা টকস এর মঞ্চে আজ অতিথির আসনে থাকছেন স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক সুজাতা ভট্টাচার্য্য।
আলাপচারিতায় উঠে এলো ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ছোট ছবি নির্মানের কঠিন চ্যালেঞ্জের পরিস্থিতির কথা।
দেখুন #ফিরে_দেখা_পরিচালকের_নজরে আজ রাত ৯ টায় শুধুমাত্র কলকাতা নিউজ ডায়রির পাতায়।

30/06/2025

আজ তৃতীয় বার ডাবগ্রাম ৩ নম্বর এরিয়া কমিটি অন্তর্গত ওয়ার্ড নম্বর ৪০ আশরাফ নগরের বহু মানুষ শাসক দল তৃণমূল কংগ্রেস ত্যাগ করে সিপিআই (এম)-এ যোগ দিয়েছেন।

20/06/2025

লিভারের সমস্যায় ভুগছেন শিশুরা। বাঁচার উপায় কি? জানালেন তাহলে হচ্ছে শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর নিলাম মোহন।

13/06/2025

মোবাইল রিপেয়ারিং শিখুন – হার্ডওয়্যার, সফটওয়্যার আর প্রোগ্রামিং একসাথে!

15/05/2025

*শ্রী শ্রী একাডেমী বিদ্যালয় ২০২৫ সালের সি বি এস ই দশম এবং দ্বাদশ শ্রেণী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো।*

  𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 𝗡𝗘𝗪𝗦 #লাল_বলের_ফরম্যাট_থেকে_অবসর_হিটম্যানেরআইপিএলের শেষ লগ্নেই বোমা ফাটালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। টেস...
07/05/2025


𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 𝗡𝗘𝗪𝗦
#লাল_বলের_ফরম্যাট_থেকে_অবসর_হিটম্যানের
আইপিএলের শেষ লগ্নেই বোমা ফাটালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন হিটম্যান। আগামি মাসেই ইংল্যান্ড সফরে টেস্ট খেলতে যাওয়ার কথা ভারতীয় দলের আর এমন সময় টেস্ট থেকে সরে গেলেন রোহিত। রোহিত এখন অব্দি ৬৭ টি টেস্টে মোট ৪৩০১ রান করেছেন যার মধ্যে ১২ টি শতরান ও ১৮ টি অর্ধ শতরান করেছেন। এই সিদ্ধান্তের ফলে নির্বাচকদের সামনে এক কঠিন পরিস্থিতির নির্মান হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে জসপ্রিত বুমরার উপরেই অধিনায়কত্বের ভার দিতে পারে বিসিসিআই। এখন দেখার একদিনের ফরম্যাটে কি রোহিতের উপরেই অধিনায়কের দ্বায়িত্ব বজায় থাকে কিনা। কারন ভারতের ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনো তিন ফরম্যাটে তিন জন অধিনায়ক নির্বাচিত হন নি।
নিউজ ডেস্ক, কলকাতা নিউজ ডায়রি।

24/04/2025


#বাংলাদেশে_চলছে_হিন্দুদের_উপর_অত্যাচার
শেখ হাসিনা চলে যাওয়ার পরেই ইউনিস সরকার এই অত্যাচার চালাচ্ছে। অতিষ্ঠ ভয়ে সর্বস্ব সম্পত্তি বিক্রি করে এক লাখ আশি হাজার দিয়ে দালালের মাধ্যমে
অবৈধভাবে কাঁটা তারের বেড়া টপকে ভারতে এসে গ্রেফতার হোলো ৯ বাংলাদেশি*৷ গ্রেপ্তার করা হলো বাড়ির মালিকেও। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির সংলগ্ন ফকদইবাড়িতে একটি বাড়িতে হানা দিয়ে আটক করে । এই দশজনের মধ্যে ৯ জন বাংলাদেশি দুটি পরিবারের এবং আরেকজন বাড়ির মালিক। এরমধ্যে তিনজন বাংলাদেশি নাবালক রয়েছে। প্রত্যেকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসা করে গ্রেফতার করা হয়।
পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পার। তিন সপ্তাহ আগে এরা বাংলাদেশের সমস্ত সম্পত্তি বিক্রি করে ফুলবাড়ী সীমান্ত দিয়ে তারের বেড়া টোপকে ভারতে এসে প্রেবেশ করে শিলিগুড়ির ফকদই বাড়িতে একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিল এরা প্রত্যেকেই একই পরিবারের বাংলাদেশের রংপু ডিস্ট্রিকের বাসিন্দা।
শিলিগুড়ি থেকে বাপি অধিকারীর রিপোর্ট, কলকাতা নিউজ ডায়রি।

23/04/2025


𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 𝗡𝗘𝗪𝗦
𝗟𝗜𝗩𝗘
#জঙ্গি_হামলার_পর_অনন্তনাগে_অমিত_শাহ
পহেলগামে নিরিহ পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার নিন্দা করেছে গোটা দেশবাসী। ধর্ম নির্বাচন করে ২৬ জন পর্যটকদের নিহত করে জঙ্গিরা। আজ সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনন্ত নাগের বৈসরান তৃণভূমিতে পৌঁছান। আপনারা দেখছেন সেই ছবি শুধুমাত্র কলকাতা নিউজ ডায়রির পাতায়। প্রায় ১২ নাগাদ অমিত শাহর হেলিকপ্টার অবতরন করে অনন্ত নাগে। তিনি আজ নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন বলেও জানা যাচ্ছে। অমিত শাহ একটি প্রতিবাদি মিছিলেও অংশ নিতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই যাত্রা। এখন দেখার এই স্বরাষ্ট্রমন্ত্রীর যাত্রা ঘিরে কতটা হাল ফেরে পাহাড়ে।
নিউজ ডেস্ক, কলকাতা নিউজ ডায়রি।

18/04/2025


#সামাজিক_প্রথার_বিরুদ্ধে_পথে_এবার_জাগরণী
সমাজের কিছু প্রথার বিরুদ্ধে জ্বলে ওঠার কাহিনী নিয়ে বড় পর্দায় আসতে চলেছে "জাগরণী"। সম্প্রতি ঝাড়গ্রাম সংলগ্ন গিধনীতে শেষ হয় ছবির দৃশ্যায়ন। চলচ্চিত্রের পরিচালনার দায়িত্ব সামলেছেন সোমনাথ গুপ্ত। পরিচালক যথেষ্টই আশাবাদী তার এই নতুন গল্প নিয়ে।
দীর্ঘদিন ধরে টলিউডে লাইট সাপ্লাই লাইন জগতে সম্মানের সঙ্গে কাজ করে আসছে টি এম এন্টারপ্রাইজ। এখন থেকে চলচ্চিত্র প্রযোজনায় নিযুক্ত হলেন সংস্থার কর্ণধার মিলন মিত্র। তিনি জানান বাংলা ছবির দুর্দিনেও তিনি এই ছবি নির্মাণের দারা প্রমাণ করে দেখাবেন যে ছোট বাজেটেও সৎ উদ্দেশ্য নিয়ে ছবি নির্মান করলে লাভের মুখ দেখা যায়। মুল গল্পের রুপকার স্বপন‌ সেনগুপ্ত আমাদের জানান স্থানীয় এলাকায় যে সমস্ত ঘটনা তার মনকে নারীয়ে দিয়েছে সেইসব ঘটনাকে সম্মিলিত করেই এই চলচ্চিত্র নির্মান করা হচ্ছে, তিনি এও বলেন দর্শক এক অন্য স্বাদের চলচ্চিত্র দেখতে পাবেন।
ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী বৈশাখী আচার্য কে। শুটিং শেষে তিনি আমাদের জানান সমাজের এই রক্ষণশীল কট্টর প্রথার বিরুদ্ধে লড়াই করতেই হবে কারণ মেয়েদের উত্থান অবশ্যই দরকার আর সেই উদ্দেশ্য সফলের এক ছোট্ট কারিগর হতে পেরে তিনি গর্বিত।
এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে টলিউডের স্বনামধন্য অভিনেতা দেবাশিষ গাঙ্গুলীকে ও। জাগরণী চলচ্চিত্রের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অরিন্দম সেনগুপ্ত, চিত্র গ্রহণের দায়িত্ব সামলেছেন শুভাশিষ গোলে। প্রধান সহকারি পরিচালনা করেছেন শঙ্কু ভট্টাচার্য ও সঙ্গীত দিয়েছেন শ্রীকান্ত মন্ডল। ছবির সাফল্য নিয়ে প্রযোজক থেকে পরিচালক যতই আশাবাদী হোক না কেন তার সম্পূর্ণ সাফল্য নির্ভর করে আম জনতার উপর, আর তাই আমাদের উচিৎ প্রেক্ষাগৃহে গিয়ে এই ধরনের প্রচেষ্টাকে সফল করা কারণ ছবি চললেই প্রযোজক আমার আপনার মনোরঞ্জনের জন্য চলচ্চিত্র নির্মাণ করবেন।
ঝাড়গ্রাম থেকে সুপ্রীতি বর্মনের রিপোর্ট, কলকাতা নিউজ ডায়রি।

Address

Shyamnagar
Kolkata
743128

Alerts

Be the first to know and let us send you an email when Kolkatanewsdiary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kolkatanewsdiary:

Share

KOLKATA NEWS DIARY

This is a Daily News Based Web-Portal and That is Our Official Face Book Page.

We Start Our Main Web Page www.kolkatanewsdiary.in Quickly, So Please Like Our Official Page For Update News Contains.