Happy Life

Happy  Life Please like comment share my page

21/05/2025

Good night

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Manisha Roy Ghosh, Biswrup Das, Moutusi S...
30/03/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Manisha Roy Ghosh, Biswrup Das, Moutusi Sur

আমার নতুন রাইজিং ফ্যানেদের জন্য অনেক ধন্যবাদ! Manisha Roy Ghosh
30/03/2025

আমার নতুন রাইজিং ফ্যানেদের জন্য অনেক ধন্যবাদ! Manisha Roy Ghosh

23/03/2025

📌খেলছিল দুই শিশু, ঘটনাবলী খুবই মর্মান্তিক। আরো খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে নিন
✍️মনসারাম কর, সাংবাদিক, ঘাটাল।
♦️ঘটনাবলী খুবই মর্মান্তিক, একজন মারা যায়, অন্যজন এখন চিকিৎসাধীন। গতকাল ক্ষীরপাই এর কাশীগঞ্জ বেড়াবেড়িয়া গ্রামের দুই শিশুকন্যা খেলার ছলে হাতের কাছে কীটনাশক ওষুধের বোতল পেয়ে যায়। অজান্তেই বোতল খুলে জলে দিতেই দুধের মত সাদা হয় জল। ওদের ধারণা হয় এটা দুধ। তারপর দুজনেই দুধ ভেবে বিষ মেশানো জল খেয়ে নেয়। পরিবারের লোকজন তখন অন্য কাজে ব্যস্ত। খেয়াল করেনি ওই ঘটনা। কিছুক্ষণ পর বমি শুরু হয় ওদের। তারপরেই পরিবার নজর করে তাদের কোলের দুই শিশু বিষ খেয়ে ফেলেছে। মাথার উপর আকাশ ভেঙে পড়ে। তড়িঘড়ি তাদের প্রথমে ক্ষীরপাই গ্রামীন হাসপাতাল, পরে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল তারপর মেদিনীপুর মেডিক্যাল কলেজে রেফার করেন ডাক্তারবাবুরা। যন্ত্রণা পেতে পেতে সন্ধ্যায় বড় শিশু আরোসীর মৃত্যু হয়। ছোট শিশুটি নিশা গতকাল থেকেই মেদিনীপুরে চিকিৎসাধীন, আজ সকালের খবর সে অনেকটা ভালো আছে। তবে এখনো বিপদমুক্ত নয়। শিশুদের হাতের নাগালে কীটনাশক ওষুধ রাখাটা বড় ভুল হয়েছিল পরিবারের। শোকাহত অবস্থায় শিশুদুটির মা ও পরিবারও এখন চিকিৎসাধীন।
নিশা দ্রুত সুস্থ হয়ে উঠুক। তবে এই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়। পরিবারে যতই কাজ থাকুক হাজার কাজ ফেলে শিশুদের উপর নজর রাখুন। অনেক সময় দেখা যায় মায়ের চোখের নজর এড়িয়ে অনেক দুর্ঘটনা ঘটে যায়, কখনও পুকুরের জলে পড়ে গিয়ে শিশুর মৃত্যু, কখনও বাথরুমে বালতির জলে পড়ে হামাগুড়ি দেওয়া শিশুর মৃত্যু। খুবই দুঃখজনক। আপন মনে তারা খেলে, খেলার সময় তাদের চোখের সামনেই রাখতে হবে। ক্ষীরপাই এর এই ঘটনায় শোকাহত সকলেই। শোকাহত আমরাও।

Address

Kolkata
700073

Alerts

Be the first to know and let us send you an email when Happy Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share