14/05/2023
সত্যি বলতে দিদি ব্যান না করলে হয়তো দেখা হত না।
হাহা🤣
দিদির মুভি ব্যান করতে গিয়ে তো মুভি টা আরও প্রমোট করে দিল।যদি পশ্চিমবঙ্গে 5 লাখ লোক দেখতো তাহলে এখন অন্ততপক্ষে 5 কোটি মানুষ দেখবে দিদির এই সিদ্ধান্তের পর।।
কেরালায় যেটা এত বছর চলছে সেটা আজকে পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জানা দরকার।
মুখ্যমন্ত্রী নিজের সমস্ত জোর লাগিয়ে দিক তা সত্ত্বেও সাধারণ মানুষকে এই সিনেমা দেখা থেকে আটকাতে পারবেন না।।✌️