
03/09/2025
† আপনি চিড়িয়াখানা সিনেমায় প্রথম দৃশ্যে উত্তমকুমারের হাত দিয়ে তাসের খেলা দেখিয়েছিলেন।
• ওর একটা শখ (hobby) হিসেবে আমি দেখাতে চেয়েছিলাম যে বাড়ীতে যখন বসে থাকে তখন তাস নিয়ে হাত সাফাই করে। কিন্তু ও ঠিক এটা পারেনি কারণ ওর হাতে (flexibility) ছিল না এবং যা দেখিয়েছি সে নাম কা ওয়াস্তে।
(সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার থেকে)
***********************
আরও মজার কথা জানাই, আমার বড় মেয়ের বিয়েতে সোজা এসে বাবাকে জানালেন, "কাকাবাবু প্রভাতের মেয়ের বিয়ে, আমার কিছু কাজ করা চাই তো? তাহলে আমায় একটু কাজ দিন।"
-তোমাকে কী কাজ দিতে পারি বলো তো? তোমার মতো একটা কাজই আছে, প্রভাতের কুটুম বাড়ির যাঁরা আসছেন তাদের একটু অভ্যর্থনা করে বসাও।
সেইদিন আমার ছোট ভায়ারাভাই উত্তমকুমারও এসেছিল। একজন পৃথিবীখ্যাত লোককে দেখার তেমন আগ্রহ লোকের ছিল না, যেমন ছিল উত্তমকে দেখার, অবশ্য পি. সি. সরকার তো ম্যাজিশিয়ানের পোশাকে যাননি।
পি. সি. সরকারের বিখ্যাত জাদু ছিল স্টেজের ভিতর থেকে মানুষ সমেত গাড়ি উধাও করে দেওয়া।ভাগ্যক্রমে একদিন ম্যাজিকের ছবি তোলার জন্য আমাকে স্টেজেই যেতে হয়েছিল। সেদিন গাড়ির ভিতর বসে ছিলেন বিবেকানন্দ মুখোপাধ্যায়, শচীন দেব বর্মন, উত্তমকুমার আর কাননদেবী।
স্টেজের মাঝে একটা আলোর চমক জাগল আর সঙ্গে সঙ্গে লোক সমেত গাড়ি উধাও। এটা ঠিক ম্যাজিক বা হাতসাফাই নয়, বরং চোখের ধাঁধা।
আসল ঘটনাটা: ঠিক পিছনের ব্যাক গ্রাউন্ডের মতোই অবিকল আর একটা পর্দা গাড়ির সামনে এসে পড়ল। কাজটা এত দ্রুত যে আলোর চমকের সঙ্গেই ঘটে গেল।
**********
(দুটি লেখাই আমাদের প্রকাশিত নির্বাচিত ইন্দ্রজাল বইটি থেকে গৃহীত এবং ছবিটি বিস্কুট বইটির সাথে প্রদত্ত।)