বইদেশিক

বইদেশিক বইদেশিকের নিজস্ব প্রকাশনা সংক্রান্ত বিজ্ঞাপনী পেজ।

† আপনি চিড়িয়াখানা সিনেমায় প্রথম দৃশ্যে উত্তমকুমারের         হাত দিয়ে তাসের খেলা দেখিয়েছিলেন।•  ওর একটা শখ (hobby) হিসেবে...
03/09/2025

† আপনি চিড়িয়াখানা সিনেমায় প্রথম দৃশ্যে উত্তমকুমারের হাত দিয়ে তাসের খেলা দেখিয়েছিলেন।
• ওর একটা শখ (hobby) হিসেবে আমি দেখাতে চেয়েছিলাম যে বাড়ীতে যখন বসে থাকে তখন তাস নিয়ে হাত সাফাই করে। কিন্তু ও ঠিক এটা পারেনি কারণ ওর হাতে (flexibility) ছিল না এবং যা দেখিয়েছি সে নাম কা ওয়াস্তে।

(সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার থেকে)
***********************
আরও মজার কথা জানাই, আমার বড় মেয়ের বিয়েতে সোজা এসে বাবাকে জানালেন, "কাকাবাবু প্রভাতের মেয়ের বিয়ে, আমার কিছু কাজ করা চাই তো? তাহলে আমায় একটু কাজ দিন।"
-তোমাকে কী কাজ দিতে পারি বলো তো? তোমার মতো একটা কাজই আছে, প্রভাতের কুটুম বাড়ির যাঁরা আসছেন তাদের একটু অভ্যর্থনা করে বসাও।
সেইদিন আমার ছোট ভায়ারাভাই উত্তমকুমারও এসেছিল। একজন পৃথিবীখ্যাত লোককে দেখার তেমন আগ্রহ লোকের ছিল না, যেমন ছিল উত্তমকে দেখার, অবশ্য পি. সি. সরকার তো ম্যাজিশিয়ানের পোশাকে যাননি।
পি. সি. সরকারের বিখ্যাত জাদু ছিল স্টেজের ভিতর থেকে মানুষ সমেত গাড়ি উধাও করে দেওয়া।ভাগ্যক্রমে একদিন ম্যাজিকের ছবি তোলার জন্য আমাকে স্টেজেই যেতে হয়েছিল। সেদিন গাড়ির ভিতর বসে ছিলেন বিবেকানন্দ মুখোপাধ্যায়, শচীন দেব বর্মন, উত্তমকুমার আর কাননদেবী।
স্টেজের মাঝে একটা আলোর চমক জাগল আর সঙ্গে সঙ্গে লোক সমেত গাড়ি উধাও। এটা ঠিক ম্যাজিক বা হাতসাফাই নয়, বরং চোখের ধাঁধা।
আসল ঘটনাটা: ঠিক পিছনের ব্যাক গ্রাউন্ডের মতোই অবিকল আর একটা পর্দা গাড়ির সামনে এসে পড়ল। কাজটা এত দ্রুত যে আলোর চমকের সঙ্গেই ঘটে গেল।

**********

(দুটি লেখাই আমাদের প্রকাশিত নির্বাচিত ইন্দ্রজাল বইটি থেকে গৃহীত এবং ছবিটি বিস্কুট বইটির সাথে প্রদত্ত।)

প্রকাশের আগে থেকেই বোঝা যাচ্ছিল পাঠকমহলে বইটি গ্রহণীয় হয়ে উঠতে পারে। আপনারা সে পূর্বাভাস ব্যর্থ করে আমাদের অভিভূত করে ...
02/09/2025

প্রকাশের আগে থেকেই বোঝা যাচ্ছিল পাঠকমহলে বইটি গ্রহণীয় হয়ে উঠতে পারে। আপনারা সে পূর্বাভাস ব্যর্থ করে আমাদের অভিভূত করে দিয়েছেন।

হয়তো সংখ্যাটা সামান্য কিন্তু আমাদের কাছে এই সামান্যই বিশাল।

১৪ তারিখ বই হাতে পাওয়ার পর ৪ দিনে শেষ হয় প্রথম পঞ্চাশ কপি, ২৭ তারিখ শেষ হয় দ্বিতীয় পঞ্চাশ কপি।

এই ভালবাসা অক্ষুণ্ন থাকুক। জারি থাকুক আপনাদের সমর্থন।

 #শারদ_বই_পার্বণে_পাবেন_স্টল_নং_৯"রমাপদ চৌধুরি প্রথম গল্প লেখেন জাপানি পাইলট কলম দিয়ে। ১০ বছর ধরে ওই কলম দিয়েই লিখেছেন। ...
02/09/2025

#শারদ_বই_পার্বণে_পাবেন_স্টল_নং_৯

"রমাপদ চৌধুরি প্রথম গল্প লেখেন জাপানি পাইলট কলম দিয়ে। ১০ বছর ধরে ওই কলম দিয়েই লিখেছেন। তার পর লিখতে শুরু করেন ‘শেফার্স’ দিয়ে। তখন থেকেই সেই কলমের প্রেমে পড়ে যান। একবার ট্রামে যাওয়ার সময় সে সাধের কলম পকেটমারি হয়ে গেলে তিনি এত কষ্ট পেয়েছিলেন যে ‘শেফার্স’ দিয়ে লেখা ছেড়ে দেন। পরবর্তীকালে আমেরিকা থেকে তাঁর জামাই তাঁকে একটি ‘শেফার্স’ পেন এনে দেন। তিনিও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতোই একটি কলম দিয়ে কখনও দুটো উপন্যাস লেখেননি। তাঁর মনে হত, একই কলমে লিখলে নতুন উপন্যাসে আগের উপন্যাসের প্রভাব চলে আসবে।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাছে ডট পেন তাঁর দু’চক্ষের বিষ। স্কুল ফাইনাল পরীক্ষার সময় বাবা তাঁকে একটি ‘পার্কার জুনিয়র’ কলম কিনে দিয়েছিলেন। খুব যত্ন করে রেখেছিলেন সে কলম। পরবর্তীকালে সে কলম দিয়ে প্রচুর লেখা লেখেন। হঠাৎ একদিন হাত থেকে পড়ে সে কলমের নিব ভেঙে যায়। সারানোর পরও আগের ফ্লো আসেনি। কলমের খুব শখ থাকা সত্ত্বেও পয়সার অভাবে সেভাবে শখ মেটাতে পারেননি। তবে তাঁর সংগ্রহে মঁব্লঁ আছে। পছন্দের কালি ক্যামেলের কালো রঙা কালি। নীল রঙের কালি একেবারেই না-পসন্দ। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখার কোনও কোনও অক্ষর এক এক জায়গায় এতই সরু যে, বুঝতে সময় লাগে বিশেষ করে সেই সব শব্দ, যারা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নিজস্ব সম্পদ।

বাংলা সাহিত্যের আরেক দিকপাল খাগের কলম দিয়েই অমন ছাপার মতো লেখা লিখতেন। এমন কি কালিটাও নিজেই বানাতেন হরিতকি-হীরাকষে দিয়েই। এহেন ভদ্রলোকটি স্বয়ং গুরুদেবকে অব্দি বলেছিলেন ‘দেখবেন ব্যবহার করে, খুব সুন্দর লেখা হয়। অবিশ্যি খাগের কলম কাটাটা একটা আর্ট, ওর কায়দা আছে, চান তো কেটে দিচ্ছি দু-তিনটি খাগের কলম।”

এনার সম্পর্কে নারায়ণ গঙ্গোপাধ্যায় এক প্রবন্ধে লিখেছিলেন – “নামে পরশুরাম, কিন্তু মাতৃঘাতী কুঠার নেই, আছে জলদেবতার দেওয়া সোনার কুঠার। তাতে ভয়ের ভান আছে। কিন্তু ভয় নেই। বাড়তির ভেতর আছে তার অপূর্ব ঐজ্জল্য-দীপ্তি আর দুর্মূল্যতায় তা চিরদিন সঞ্চয় করে রাখার মতো ঐশ্বর্য।”
ইনি হলেন সেকালের বেঙ্গল কেমিক্যালস কোম্পানির ম্যানেজার, গড্ডলিকা, কজ্জলী, চলন্তিকা অভিধান, হনুমানের স্বপ্ন, লঘুগুরু ইত্যাদি বইয়ের লেখক রাজশেখর বসু যিনি ‘পরশুরাম’ ছদ্মনামেও বাঙালির অতি প্রিয় এক সাহিত্যিক।"

শুধু ঝরনা কলম নয়, পারফিউম, সিঁড়ি, হাওয়াই চটি, আম্বাসেডার, লেটার বক্স, কাশী,দীঘা, চলন্তিকা বোর্ডিং হাউস, সম্মোহন,বাঙালির সার্কাস ও কোজাগরী লক্ষ্মীপূজা বিষয়ক বারোটি প্রবন্ধের সংকলন -

গন্ধের গন্ধমাদন ও অন্যান্য
গৌতম দত্ত
বইদেশিক
মূল্য ৫৫০ টাকা

গতকাল  প্রকাশিত হয়েছে বেলুড় মঠের দুর্গাপুজো, শ্রদ্ধেয় পাঠকের হাতে তার ২৭ তম বইটি। আরেকটি বই নিয়ে আলাদা পোস্ট আসবে। আ...
01/09/2025

গতকাল প্রকাশিত হয়েছে বেলুড় মঠের দুর্গাপুজো, শ্রদ্ধেয় পাঠকের হাতে তার ২৭ তম বইটি।

আরেকটি বই নিয়ে আলাদা পোস্ট আসবে। আমরা অভিভূত ।
বইদেশিক এর আর কোন বই এত অল্প সময়ে এত সমাদর পায়নি।

"শুধু একা হাঁটার পাগলপারা সাহস না পরোয়ানা..."
01/09/2025

"শুধু একা হাঁটার পাগলপারা সাহস না পরোয়ানা..."

এসে গেছে তিনটি নতুন বই যার দুটি নতুন পকেট বুক।  ভারতে নাগপ্রতীক ও মনসাপূজার ঐতিহ্য    মহারাজ নন্দকুমারের ফাঁসি    এবং   ...
31/08/2025

এসে গেছে তিনটি নতুন বই যার দুটি নতুন পকেট বুক।

ভারতে নাগপ্রতীক ও মনসাপূজার ঐতিহ্য
মহারাজ নন্দকুমারের ফাঁসি
এবং
বেলুড় মঠের দুর্গাপুজো।

আপনিও আসুন।

আমাদের প্রকাশিত সব বই পাওয়া যাবে শারদ বই পার্বণে শব্দ প্রকাশনের ৯ নং স্টলে। থাকছে আকর্ষণীয় ছাড়। আজ থেকেই থাকছে আমাদের...
30/08/2025

আমাদের প্রকাশিত সব বই পাওয়া যাবে শারদ বই পার্বণে শব্দ প্রকাশনের ৯ নং স্টলে।

থাকছে আকর্ষণীয় ছাড়।

আজ থেকেই থাকছে আমাদের নতুন তিনটি বই।

আসুন , দেখা হোক তবে বই পার্বণে...

প্রাচীন ভারতে হাতি সম্পর্কিত প্রথম আইনটি কৌটিল্য কর্তৃক অর্থশাস্ত্রে লেখা হয়েছিল। অভয়ারণ্যের মধ্যে কেউ হাতি হত্যা করলে ত...
28/08/2025

প্রাচীন ভারতে হাতি সম্পর্কিত প্রথম আইনটি কৌটিল্য কর্তৃক অর্থশাস্ত্রে লেখা হয়েছিল। অভয়ারণ্যের মধ্যে কেউ হাতি হত্যা করলে তার মৃত্যুদণ্ড হত। সম্রাট অশোকের রাজত্বকালে হাতি হয়ে ওঠে বৌদ্ধধর্মের প্রতীক। জগদ্ধাত্রীকল্পে পরাজিত হাতির ওপরে সিংহ কী আসলে হিন্দুদের কাছে বৌদ্ধদের পরাজয়ের প্রতীকি রূপ?

ব্যবসায়ীরা তাদের দোকানে সিঁদুর দিয়ে শুভ আর লাভ লিখে রাখেন কেন?

সারাভারতের সর্বত্র বৃদ্ধ বিশ্বকর্মা উপবিষ্ট থাকে হংসে। কিন্তু বাংলায় তার যুবকরূপ, বাহন হাতি।

এমন বিষয়গুলি উঠে এসেছে পরবর্তী পকেটবুকে।

বাংলার ধর্মীয় সংস্কৃতিতে হাতি
(দেবতারূপে, বাহনরূপে, অসুররূপে)
সৌভিক দে
চিন্ময় মুখোপাধ্যায়

#প্রকাশিতব্য #পকেটবুক #হাতি

পথ চলার শুরুর দিনগুলি থেকে আজ অবধি  আমাদের অন্যতম সাপোর্ট সিস্টেম জয়দীপ চট্টোপাধ্যায় । তিনি এক মননশীল পাঠক। উনি নিয়মি...
25/08/2025

পথ চলার শুরুর দিনগুলি থেকে আজ অবধি আমাদের অন্যতম সাপোর্ট সিস্টেম জয়দীপ চট্টোপাধ্যায় । তিনি এক মননশীল পাঠক। উনি নিয়মিত খোঁজ রাখেন আমাদের কাজের। বইমেলায় কিছুক্ষণের জন্য হলেও এসে দেখা করে যান। বিপদে মাঝরাতে অনায়াসে ফোন করে কথা বলেন ঘন্টাখানেক।

শুরুর দিনগুলিতে অন্য প্রকাশনার বই অর্ডার দিতেন,
গত শনিবার বইপাড়ায় এসে নিয়ে গেলেন আমাদের প্রকাশিত দুটি বই।

ধন্যবাদ উত্তরণের সঙ্গী, ধন্যবাদ জয়দীপদা...

Joydeep Chatterjee

সুশোভন রায় একজন একনিষ্ঠ পাঠক । শুধু তাই নয় অনলাইনে বাংলা বই বিক্রির প্রায় শুরুর দিকের অন্যতম এক বিক্রেতা যিনি আজও কাজ...
21/08/2025

সুশোভন রায় একজন একনিষ্ঠ পাঠক । শুধু তাই নয় অনলাইনে বাংলা বই বিক্রির প্রায় শুরুর দিকের অন্যতম এক বিক্রেতা যিনি আজও কাজ চালিয়ে যাচ্ছেন।
এবারের কলকাতা বইমেলায় প্রকাশিত জনপ্রিয় বইটি তার ভালো লেগেছে জেনে আমরা কৃতজ্ঞ।

কলকাতার বারোয়ারি বারোয়ারির কলকাতা
গৌতম দত্ত
মূল্য ৫০০/-

কলেজ স্ট্রিট এবং অনলাইনে পাওয়া যাচ্ছে সর্বত্র।

মোহনলাল বক্সী জাতিতে মুসলমান, তাহার প্রকৃত নাম রহিমবক্স, ঢাকায় তার বাড়ী, ডাকাতি মামলায় ধরা পড়ে, তার পর জেল ভেঙে পালিয়ে এ...
19/08/2025

মোহনলাল বক্সী জাতিতে মুসলমান, তাহার প্রকৃত নাম রহিমবক্স, ঢাকায় তার বাড়ী, ডাকাতি মামলায় ধরা পড়ে, তার পর জেল ভেঙে পালিয়ে এই মুরশিদাবাদে বাস কচ্ছিল। বেটা বাংলা কথা ক'য়ে বাঙ্গালীদের সঙ্গে ঠিক মিশতে পার্ব্বে না বোলে, হিন্দুস্থানী ঢঙ রেখেছিলো। ওঃ কি ভয়ানক কথা! বেটা কত হিন্দুর জাত মেরেছে। আমিই তো বলরাম ঠাকুরের আখড়ায় এই ফুলমণির আনীত বাতাসা ও জল গ্রহণ করিয়াছিলাম, বেটা একজন পাকা প্রেমাত্মা খেলোয়াড় ব'লে; হরকিশোর বাবু জেনে শুনে দলে নিয়েছিলো, হরকিশোর বাবুর বাড়ী জোয়াখেলার একটা আড্ডা ছিল। সেইখানে বড় মানুষের ছেলেদের ভুলিয়ে এনে যে রকমে হোক সঙ্গে যা থাকতো, সব কেড়ে নিতো, বক্সী বেটা সেই কাজের দালাল ছিল। হতভাগ্য মনোহরকে এই বেটাই মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে খেলতে হবে ব'লে ডেকে আনে, তার পর যা যা ঘটেছিল, তাতো আমি স্বচক্ষেই দেখিয়াছিলাম। ফুলমণিকে বেটা দেশ থেকে নিয়ে আসে, কারণ তখন তার হাতে তিন চার হাজার টাকা ছিল; তার পর সর্বস্ব নিয়ে এখন ফেলে পিণ্ডারি নামক বিখ্যাত দস্যুদলে মিশিয়াছে। হরকিশোরের বাড়ী যে বেটা খুন হয়েছিল, সেই আজিমোল্লা ফুলমণির সম্পর্কে ভাই হ'তো, কাজেই বক্সী তার মুরুব্বি হ'য়েছিল। সর্বদা খুব গোপনে সাহায্য করিত; কিন্তু প্রকাশ্যে কেহ কাহারও পরিচিত বলিয়া বোধ হইত না। পাপাত্মা নিজে যেমন মোহনলাল বক্সী নাম গ্রহণ করিয়াছিল, তেমনি উলফুত বিবির নাম ফুলমণি রাখিয়াছিল।..যে সময় সিরাজউদ্দৌলা বাঙ্গালার সুবেদার, সেই সময় আমার গুরুদেব মীরকাসিমের ভাগ্য গণনা করিয়া বলেন যে, চারি বৎসরের মধ্যে বাঙ্গালার রাজসিংহাসনে তুমি উপবিষ্ট হইবে। মীরকাসিমের সিংহাসন প্রাপ্তির কোন সম্ভাবনা ছিল না; সেইজন্য তখন সে কথা তাঁহার বিশ্বাস হয় নাই। তার পর ঘটনা স্রোতে সেই অঘটন ঘটিলে পর, আমার গুরুদেবের উপর নবাব বাহাদুরের অচলা ভক্তি হয়; হিন্দুদের জ্যোতিষ সত্য বলিয়া বিশ্বাস করেন।

নবীন সন্ন্যাসীর গুপ্তকথা
পঞ্চানন রায়চৌধুরী
মূল্য ৩০০/-

কলেজ স্ট্রিটে দেবুকস্টোর, রুপায়নি গল্পগুচ্ছ, ক্রান্তিক, বুকফ্রেন্ড ইত্যাদি দোকানে এবং অনলাইনে বইঘর, বইদেশিক, বইপিওন,বুকমার্ক , বইকথা ইত্যাদি সাইটে।

সোদপুরে - পাপাঙ্গুলের ঘর
বেহালায় - বইবিশ্ব
বারাসাতে - কথক গ্রন্থবিপণিতে

Address

105, N. S. Road
Kolkata
700149

Alerts

Be the first to know and let us send you an email when বইদেশিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইদেশিক:

Share

Category