Duranta Barta

Duranta Barta For Bengali readers in India and beyond, Duranta Barta is a legacy. One of the leading print media

প্রধানমন্ত্রীর বঙ্গ সফর পিছিয়ে গেল, কবে আসবেন মোদি কলকাতায়? ,  ,  ,  ,  ,  ,  ,  ,  ,
11/08/2025

প্রধানমন্ত্রীর বঙ্গ সফর পিছিয়ে গেল, কবে আসবেন মোদি কলকাতায়?
, , , , , , , , ,

Prime Minister Narendra Modi's visit to West Bengal may be delayed by two days from the scheduled date this month.

শুভশ্রীকে জড়িয়ে নাচ ও খোলামেলা মন্তব্য, তবুও কেন মঞ্চে ক্ষমা চাইতে হল দেবকে?
11/08/2025

শুভশ্রীকে জড়িয়ে নাচ ও খোলামেলা মন্তব্য, তবুও কেন মঞ্চে ক্ষমা চাইতে হল দেবকে?

After a long decade, Dev and Subhasree Gangopadhyay were once again captured in the same frame, and that reunion was made possible by the hand of 'Dhoomketu'.

:‘দ্য ইন্টার্ন’ ছবির রিমেকে অন্যরকম চরিত্রে দীপিকা, ৮ ঘণ্টা কাজ বিতর্কের মাঝেও নিলেন বড় সিদ্ধান্ত ,  ,  ,  ,  ,  ,  ,  ...
11/08/2025

:‘দ্য ইন্টার্ন’ ছবির রিমেকে অন্যরকম চরিত্রে দীপিকা, ৮ ঘণ্টা কাজ বিতর্কের মাঝেও নিলেন বড় সিদ্ধান্ত
, , , , , , , , ,

There is a lot of tension in Bollywood regarding working hours. The statement made by 'Mastani' girl Deepika Padukone regarding the demand that shooting should not exceed 8 hours has sparked a heated discussion in the industry.

‘গুনে গুনে ১০ পা দূরে’, মৃত্যুর হুমকির মাঝেই মুম্বইয়ে কাকে দেখে রেগে গেলেন সলমন?
11/08/2025

‘গুনে গুনে ১০ পা দূরে’, মৃত্যুর হুমকির মাঝেই মুম্বইয়ে কাকে দেখে রেগে গেলেন সলমন?

Salman Khan seems to be living in fear. Death threats have been his constant companion since the beginning of last year.

অ্যাডভান্স বুকিংয়ে হু হু করে ‘ওয়ার ২’, নতুন প্রোমোতে আরও বাড়ল উত্তেজনা ,  ,  ,  ,  ,  ,  ,  ,  ,
11/08/2025

অ্যাডভান্স বুকিংয়ে হু হু করে ‘ওয়ার ২’, নতুন প্রোমোতে আরও বাড়ল উত্তেজনা
, , , , , , , , ,

The mega budget film 'War 2' is set to release on August 4. The pair of Hrithik Roshan and Jr. NTR are waiting to face the audience.

শুরু হল উত্তর প্রদেশ বিধানসভার অধিবেশন। সোমবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে বিরোধীদের কাছে সহযোগিতার আহ্বান জ...
11/08/2025

শুরু হল উত্তর প্রদেশ বিধানসভার অধিবেশন। সোমবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে বিরোধীদের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, "সোমবার থেকে উত্তর প্রদেশ বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশনে যোগ দিতে এখানে আসা সমস্ত সদস্যদের আমি স্বাগত জানাই।উত্তর প্রদেশ বিধানসভা দেশের বৃহত্তম রাজ্য বিধানসভা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। এই অধিবেশনেও রাজ্যের ২৫ কোটি মানুষের জন্য আলোচনা হবে।"

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, "গত সাড়ে ৮ বছরে, উত্তর প্রদেশ বিধানসভা অনেক সাফল্য অর্জন করেছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। জনসাধারণের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলির উপর অর্থপূর্ণ আলোচনা এগিয়ে নেওয়ার কাজ করা হয়েছে। আমরা এই বর্ষাকালীন অধিবেশনে এই সমস্ত বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে এসেছি। সোমবার থেকে অধিবেশন শুরু হবে এবং অধিবেশনের সঙ্গে সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে যেখানে সদস্যরা জনসাধারণের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর প্রশ্ন জিজ্ঞাসা করবেন এবং সরকারও তাদের সকলের অর্থপূর্ণ উত্তর দেবে।"

এবার কলকাতায় মিলল বিভাস অধিকারীর ‘ডেরা’র হদিশ। রবিবার দিল্লির গৌতমবুদ্ধ নগর থানা এলাকা থেকে বীরভূমের বাসিন্দা বিভাস অধিক...
11/08/2025

এবার কলকাতায় মিলল বিভাস অধিকারীর ‘ডেরা’র হদিশ। রবিবার দিল্লির গৌতমবুদ্ধ নগর থানা এলাকা থেকে বীরভূমের বাসিন্দা বিভাস অধিকারী, তাঁর ছেলে-সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতানোর অভিযোগ রয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই বেলেঘাটার বাসিন্দাদের মুখে শোনা গেল আরও এক চাঞ্চল্যকর তথ্য—বেলেঘাটা থানার সিআইটি রোডে নকল ‘থানা’ খুলেছিলেন বিভাস, যা অনেকে ‘অফিস’ বলেও চিনতেন। অভিযোগ, আসল থানার একেবারে কাছাকাছি, প্রায় ঢিল ছোড়া দূরত্বে, গড়ে তুলেছিলেন এই ভুয়ো ডেরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক সময়ে এলাকার একটি বাড়ির নীচে দাঁড়িয়ে এলাকার ছেলেরা গল্প করতেন, আড্ডা দিতেন। মাসখানেক আগে সেখানে আড্ডা দেওয়া বন্ধের নির্দেশ আসে। কারণ, ওই বাড়িতে একটি অফিস ভাড়া নেওয়া হয়। সকাল থেকে লোকজনের ভিড় লেগে থাকত সেখানে। বড় বড় গাড়ি, কোনও গাড়ির মাথায় আবার নীলবাতি লাগানো।
এখানেই বাড়ি সুপ্রিয় ঘোষ নামে এক যুবকের। সোমবার তিনি বলেন, ‘এই বাড়ির নীচের দোকানে আমরা আড্ডা দিতাম। একদিন নীল বাতির গাড়ি চড়ে সশস্ত্র দেহরক্ষী নিয়ে একজন এলেন। পাঞ্জাবি সিকিউরিটির কোমরে আগ্নেয়াস্ত্র। এর পরেই আমাদের এখানে দাঁড়ানো বন্ধ হয়ে যায়। আমরা ভাবতাম সরকারি লোকজন, তাই কিছুই কোনও দিন বলিনি। রবিবার জানলাম এই ঘটনা।’
এরই মধ্যে গত পরশু রাতে ওই অফিসের সামনে ঝোলানো বোর্ড খুলে ফেলা হয়। ঘরও ফাঁকা। এ নিয়ে বাড়ির মালিক অবশ্য কিছু বলতে চাননি। কিন্তু প্রশ্ন উঠছে বেলেঘাটা থানার নাকের ডগায় এমন ভাবে নকল থানা চলত কী ভাবে?
নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর। বীরভূমের বিভাস প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বেশ ঘনিষ্ঠ ছিলেন। ইডি, সিবিআইয়ের স্ক্যানারে নাম ছিল বিভাসের। সেই বিভাসকে আর এক জালিয়াতি মামলার রবিবার গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।
অভিযোগ, ‘ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো’ নামে অফিস খুলে জালিয়াতি করতেন বিভাস ও তাঁর শাগরেদরা। আন্তর্জাতিক তদন্ত সংস্থা বলে দাবি করে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নামে ডেকে এনে টাকা তোলা হতো। নয়ডা থেকে চলত সেই ভুয়ো ‘থানা’। এ বার তেমনই ‘থানা’ বেলেঘাটায়।
এ দিকে বিভাস গ্রেপ্তার হতেই নতুন করে বীরভূমের নলহাটি-২ ব্লকের শ্রীকৃষ্ণপুরে চর্চা শুরু হয়েছে। এখানেই বিভাসের বাড়ি, ‘রাজপাট’। গ্রামের বাসিন্দারা জানান, গ্রামে প্রচুর সম্পত্তি বিভাসের। এ ছাড়াও নামে বেনামে রয়েছে সম্পত্তি। অভিযোগ, সিউড়ি বিধানসভার হরিপুর গ্রামেও বিঘার পর বিঘা জমি নিয়ে বিভাসের আয়ুর্বেদিক কলেজের নির্মাণ কাজ চলছে। রয়েছে বিরাট বিল্ডিং। ট্রাস্টের চেয়ারম্যানও বিভাস অধিকারীই।

11/08/2025

কেষ্টপুর খালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃ*তদেহ উদ্ধার

নবান্ন অভিযানে বিশৃঙ্খলা, আদালতের নির্দেশ অমান্য—লালবাজারে পাঁচটি এফআইআর ,  ,  ,  ,  ,  ,  ,  ,  ,
11/08/2025

নবান্ন অভিযানে বিশৃঙ্খলা, আদালতের নির্দেশ অমান্য—লালবাজারে পাঁচটি এফআইআর

, , , , , , , , ,

A total of five FIRs have been filed in Lalbazar for alleged disorder during the Nabanna drive, disobeying High Court orders, and assaulting a police constable. Although no arrests have been made yet, the investigation is ongoing.

11/08/2025

প্রত্যেক মাসে হয় জন্মদিন,কেক কাটা হয়,উপহারও থাকে,মিড ডে মিলে থাকে স্পেশাল মেনু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সকালে নতুন দিল্লির বাবা খড়ক সিং মার্গে সাংসদদের জন্য ১৮৪টি নবনির্মিত টাইপ-৭ বহুতল ভব...
11/08/2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সকালে নতুন দিল্লির বাবা খড়ক সিং মার্গে সাংসদদের জন্য ১৮৪টি নবনির্মিত টাইপ-৭ বহুতল ভবনের উদ্বোধন করেছেন। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী ভবন প্রাঙ্গণে একটি সিঁদুর গাছও রোপণ করেছেন। শ্রমজীবীদের সঙ্গে মতবিনিময়ও করেন প্রধানমন্ত্রী। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী, উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রমুখ।

প্রতিটি আবাসিক ইউনিটে প্রায় পাঁচ হাজার বর্গফুট কার্পেট এলাকা রয়েছে, যা আবাসিক এবং সরকারী উভয় অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত জায়গা প্রদান করে। অফিস, কর্মীদের থাকার ব্যবস্থা এবং একটি কমিউনিটি সেন্টারের জন্য এলাকা রয়েছে, যা সাংসদদের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনে সহায়তা করবে। কমপ্লেক্সের মধ্যে সমস্ত ভবন আধুনিক কাঠামোগত নকশার নিয়ম অনুসারে ভূমিকম্প-প্রতিরোধী হিসাবে নির্মিত। ভবনে ব্যাপক এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে। সাংসদদের জন্য পর্যাপ্ত আবাসনের অভাবের কারণেই এই প্রকল্পটির উন্নয়ন প্রয়োজন ছিল।

11/08/2025

Kunal Ghosh LIVE : সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ

Address

1B Blakburn Lane 3rd Floor Room No 93
Kolkata
700012`

Alerts

Be the first to know and let us send you an email when Duranta Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Duranta Barta:

Share