Duranta Barta

Duranta Barta For Bengali readers in India and beyond, Duranta Barta is a legacy. One of the leading print media

২১ জুলাই সকাল ৯টা থেকে ১১টা—মধ্য কলকাতায় যান চলাচল স্বাভাবিক রাখতে হাই কোর্টের নির্দেশ পুলিশের উদ্দেশে ,  ,  ,  ,  ,  , ...
18/07/2025

২১ জুলাই সকাল ৯টা থেকে ১১টা—মধ্য কলকাতায় যান চলাচল স্বাভাবিক রাখতে হাই কোর্টের নির্দেশ পুলিশের উদ্দেশে
, , , , , , , , , , , ,

The Calcutta High Court has issued strict orders to maintain normal traffic flow in the city on July 21. Processions can be held till 8 am,

শুক্রবার বাংলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ...
18/07/2025

শুক্রবার বাংলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন তিনি। একটি বার্তায় তিনি জানিয়েছেন, "১৮ই জুলাই, পশ্চিমবঙ্গের মানুষের মাঝে যাবার জন্যে উদগ্রীব হয়ে আছি। দুর্গাপুরে,একটি অনুষ্ঠানে, তেল, গ্যাস, বিদ্যুৎ, রেল এবং সড়ক ক্ষেত্রের বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করব এবং ৫০০০ কোটি টাকার বেশি বিনিয়োগের কয়েকটি প্রকল্পের উদবোধনও করব।"

পৃথক আরেকটি বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, "পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ অনেক আশা নিয়ে বিজেপি'র দিকে তাকিয়ে আছেন এবং তাঁরা নিশ্চিত যে একমাত্র বিজেপি-ই পারবে উন্নয়ন করতে।" সেইসঙ্গে এও জানান, "১৮ই জুলাই, দুর্গাপুরে একটি জনসভায় ভাষণ দেবো। যোগদান করুন!"

18/07/2025

Cleanest City | পশ্চিমবঙ্গের সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা পেল হুগলির বৈদ্যবাটি

হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানা দুটি বড় মামলায় বড় সাফল্য পেয়েছে। এই বিষয়ে বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় জ...
18/07/2025

হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানা দুটি বড় মামলায় বড় সাফল্য পেয়েছে। এই বিষয়ে বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে হাওড়া সিটি পুলিশ।

হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, একটি ডিজিটাল গ্রেফতারের অভিযোগ ছিল এবং আরেকটি বিনিয়োগ প্রতারণা। সম্প্রতি সাইবার ক্রাইম থানার একটি দল দিল্লি এবং কানপুর, উত্তর প্রদেশে অভিযান চালিয়েছে এবং এই প্রতারণাগুলির সঙ্গে জড়িত দুই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে প্রতারণায় ব্যাবহৃত মোবাইল ও সিম কার্ড। বর্তমানে ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চলছে এবং খতিয়ে দেখা হচ্ছে এই প্রতারণাগুলির সঙ্গে আরও কারা জড়িত আছে।

18/07/2025

ভবঘুরের মৃ*ত্যুর পর দেহ খুবলে খেল কুকুর? নাকি কুকুরেই কামড়ে মৃত্যু? অভিযোগ ঘিরে রহস্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।

18/07/2025

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ অভিভাবকদের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ বিহারের মোতিহারিতে ৭,২০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নম...
18/07/2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ বিহারের মোতিহারিতে ৭,২০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এক জনসভাতেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, "প্রধানমন্ত্রী রেল, সড়ক, গ্রামোন্নয়ন, মৎস্য, প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিহারে তিনি বেশ কয়েকটি রেল প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে সমস্তিপুর-বাছওয়ারা রেললাইন। এছাড়া, দ্বারভাঙ্গা-থালওয়ারা এবং সমস্তিপুর-রামভদ্রপুর রেললাইনের অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা ও রেলপথ ডাবলিং-এর কাজেরও উদ্বোধন করবেন। ৫৮০ কোটি টাকার এই প্রকল্পের উদ্বোধন হলে ট্রেন চলাচল ক্ষমতা বাড়বে এবং ট্রেন চলাচলে যে দেরি হয় তা রোধ করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী পাটলিপুত্রতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামো বিষয়ক প্রকল্পের উদ্বোধন করবেন। ভাতনি-ছাপরা গ্রামীণ রেললাইনের ১১৪ কিলোমিটার পথ অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে। দ্বারভাঙ্গা-নারকোতিয়াগঞ্জ রেললাইন ডাবলিং-এর প্রকল্পও উদ্বোধন করবেন তিনি। ৪,০৮০ কোটি টাকা মূল্যের এই প্রকল্প বাস্তবায়িত হলে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়বে, পাশাপাশি উত্তর বিহারের সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।

সড়ক পরিকাঠামো ক্ষেত্রে প্রধানমন্ত্রী ৩১৯ নম্বর জাতীয় সড়কটি চারলেনবিশিষ্ট করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও, পণ্য ও মানুষ চলাচলে স্বাচ্ছন্দ্য আনতে বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে যোগাযোগকারী সারওয়ান থেকে চাকাই পর্যন্ত সড়কপথের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।

দারভাঙ্গায় প্রধানমন্ত্রী নতুন সফটওয়্যার প্রযুক্তি পার্কের সূচনা করবেন। এটি তথ্যপ্রযুক্তি সফটওয়্যার ক্ষেত্রে সুবিধা প্রদানে সহায়ক হবে। মৎস্য ও কৃষিক্ষেত্রে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের সূচনা করবেন। এই প্রকল্পগুলির ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি মৎস্য উৎপাদন বাড়বে, বিহারের গ্রামীণ অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন হবে।

প্রধানমন্ত্রী পাটনার রাজেন্দ্রনগর থেকে নতুন দিল্লির মধ্যে চলাচলকারী চারটি নতুন অমৃত ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন। প্রধানমন্ত্রী বিহারের ৬১,৫০০টি স্বনির্ভর গোষ্ঠীর জন্য দীনদয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ আজীবিকা মিশনের আওতায় ৪০০ কোটি টাকা প্রদান করবেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর আওতায় ১২ হাজার সুবিধাপ্রাপকের হাতে বাড়ির চাবিও তুলে দেবেন শ্রী মোদী।"

'সায়ারা'র অভিষেকেই বাজিমাত! আহান-অনিতের জুটি নিয়ে দর্শকের উচ্ছ্বাস, আয় ছুঁতে পারে ১২ কোটি ,  ,  ,  ,  ,  ,  ,  ,  ,  ,  ...
18/07/2025

'সায়ারা'র অভিষেকেই বাজিমাত! আহান-অনিতের জুটি নিয়ে দর্শকের উচ্ছ্বাস, আয় ছুঁতে পারে ১২ কোটি
, , , , , , , , , , , ,

Directed by Mohit Suri, 'Sayara' has reached the theatres, there is already excitement surrounding Ahan and Anit's Bollywood debut, with the first reviews receiving praise. Singer Palak Muchhal, who attended the special screening of the film, called the film 'magic in one word'.

'ভারতে যে যেখানে ইচ্ছা যেতে পারে। সে তো ভারতীয় নাগরিক। যাকেই পারছে বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গ...
18/07/2025

'ভারতে যে যেখানে ইচ্ছা যেতে পারে। সে তো ভারতীয় নাগরিক। যাকেই পারছে বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা!' নিউটাউনে নিজন্ন-সুজন্ন আবাসন প্রকল্পের উদ্বোধনী মঞ্চে ফের গর্জে উঠলেন মমতা। কেন্দ্রকে মনে করালেন অতীত! মনে করালেন একাত্তরের বাংলাদেশের প্রসঙ্গও।দাগলেন তোপের পর তোপ। মমতার স্পষ্ট প্রশ্ন, "রোহিঙ্গা তো মায়ানমার। ওরা বাংলাটা জানল কোথা থেকে?"

ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আটক-হেনস্থা নিয়ে সুর চড়িয়েই চলেছে তৃণমূল। অন্যদিকে বাংলায় বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে ছেড়ে কথা বলতে নারাজ বিজেপি। 'রোহিঙ্গা' ইস্যুতে সুর চড়িয়েছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৬ জুলাই বাঙালি পরিযায়ী হেনস্থার প্রতিবাদে তৃণমূলের মিছিলে মমতার হাঁটা নিয়ে তোপ দেগে বলেছিলেন, "মমতা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের সাপোর্ট করে। কোনও রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার লিস্টে থাকতে পারে না। বিহারে যদি ৩০ লাখ বাদ চলে যায়, এখানে ৯০ লক্ষ আছে।" এবার মুখ খুলতে দেখা গেল মমতাকে।নিউটাউনের উদ্বোধনী মঞ্চ থেকে বিজেপি শাসিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়ে মমতা বলেন, "ভারতে যে যেখানে ইচ্ছা যেতে পারে। সে তো ভারতীয় নাগরিক। যাকেই পারছে বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা! কোথা থেকে এল রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার। ওরা বাংলাটা জানল কোথা থেকে?" এরপরই ইতিহাস মনে করিয়ে বলেন, "আর বাংলাদেশের লাস্ট চ্যাপ্টার ১৯৭১ মার্চ। ইন্দিরা-মুজিব চুক্তি হয়েছিল। রিফিউজিরা এসেছিল। সব হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল সব হারিয়ে। তাঁরা তো ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন। এখন আসতে পারে না।" এরপরই শোনা যায় মমতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য। বলেন, "এখন আসতে না পারলেও অতিথি করে কয়েকজনকে রেখেছে ভারত সরকার। আমি কী না বলেছি? রাজনৈতিক কারণ আছে। ভারত সরকারের অন্য কারণ আছে। কই আমরা তো কখনও বলি না! আপনারা কেন বলবেন! বাংলাদেশে কথা বললেই বাংলাদেশি হয়ে গেল! আগে যখন বাংলাদেশে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল। তাঁদের অভ্যাসটা রয়ে গিয়েছে কথা বলার। কিন্তু তাঁরা বাংলাদেশি নয়।"

এ যেন গ্যাংস অব পটনা! হাসপাতালে ঢুকে আইসিইউ-তে শুয়ে থাকা রোগীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে চলে গেল ৫ ব্যক্তি। নাহ, কোনও সিনে...
18/07/2025

এ যেন গ্যাংস অব পটনা! হাসপাতালে ঢুকে আইসিইউ-তে শুয়ে থাকা রোগীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে চলে গেল ৫ ব্যক্তি। নাহ, কোনও সিনেমার দৃশ্যপট নয়। এটাই বাস্তবে ঘটেছে বিহারে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে।বিহারের পটনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন চন্দন মিশ্র নামক এক ব্যক্তি।তিনি একজন অপরাধী। তাঁর বিরুদ্ধে ডজন খানেক খুনের মামলা রয়েছে। বক্সারের জেলে বন্দি ছিলেন তিনি। পরে তাঁকে ভাগলপুরের জেলে স্থানান্তরিত করা হয়। সম্প্রতি মেডিক্যাল গ্রাউন্ডে তিনি প্যারোলে মুক্তি পান। পটনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।

আজ, বৃহস্পতিবার সকালে ৫ ব্যক্তি হাসপাতালে আসেন। তারা সোজা হাসপাতালের আইসিইউ-তে ঢোকেন এবং এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা করে দেন চন্দনকে। এরপরে তারা পালিয়েও যায়।পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান প্রতিপক্ষ কোনও গ্যাং এই হামলা চালিয়েছে। ঘটনায় হাসপাতালের নিরাপত্তারক্ষীরা জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এই ঘটনায় আরও একবার বিহারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই প্রশ্ন উঠেছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই বিহারে পরপর একাধিক খুনের ঘটনা ঘটেছে যেখানে বিজেপি নেতা থেকে আইনজীবী, ব্যবসায়ী খুন হয়েছেন। বিরোধী দল, আরজেডির নেতা তেজস্বী যাদব এই বিষয়ে বলেন, "হাসপাতালের আইসিইউ-র ভিতরে ঢুকে খুন করা হচ্ছে। বিহারে কি কেউ কোথাও সুরক্ষিত?"

আজ দুর্গাপুরে জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী। তার জন্য প্রস্তুতিও রয়েছে জোরকদমে। এরই মধ্যে আবার দিলীপ ঘোষ নিজেই জানিয়ে দি...
18/07/2025

আজ দুর্গাপুরে জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী। তার জন্য প্রস্তুতিও রয়েছে জোরকদমে। এরই মধ্যে আবার দিলীপ ঘোষ নিজেই জানিয়ে দিলেন, মোদির সভায় তিনি থাকছেন না। এদিকে বিজেপির নতুন রাজ্য সভাপতি মোদির সভায় আসার জন্য দুর্গাপুরে বাড়ি বাড়ি গিয়ে বিলি করে এলেন আমন্ত্রণপত্র।আমন্ত্রণপত্রের কয়েকটি শব্দ আলাদা করে নজর কেড়েছে রাজনৈতিক মহলের। এদিকে আগামীকাল রাজ্যে আসার আগে সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী পোস্ট করেছেন, পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে। যা নিয়ে পাল্টা নিশানা করেছে তৃণমূল।বুধবার রাজপথে নেমেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়!আর শুক্রবার দুর্গাপুরে সভা করবেন নরেন্দ্র মোদি। জমজমাট মেগা রাজনৈতিক সপ্তাহ! প্রধানমন্ত্রীর সভা ঘিরে বিজেপির নেতা-কর্মী-সমর্থকদের মধ্য়ে প্রবল উৎসাহ। কিন্তু সভার প্রাক মুহূর্তে মন পরিবর্তন করলেন দিলীপ ঘোষ। জানিয়ে দিলেন নরেন্দ্র মোদির সভায় তিনি উপস্থিত থাকছেন না। প্রধানমন্ত্রীর সভায় বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতিকে আমন্ত্রণ জানায়নি দলের রাজ্য় নেতৃত্ব। তবে জল্পনা চলছিল, কর্মীদের অনুরোধে দর্শকাসনে থাকতে পারেন তিনি। তবে শেষ মুহূর্তে দিলীপ ঘোষ জানালেন, প্রধানমন্ত্রীর সভায় তিনি থাকছেন না। কারণ দলীয় নেতৃত্বকে তিনি অস্বস্তিতে ফেলতে চাইছেন না। এর আগে নরেন্দ্র মোদির আলিপুরদুয়ারের সভাতেও আমন্ত্রিত ছিলেন না দিলীপ ঘোষ।সদ্য় নির্বাচিত রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্যের সম্বর্ধনা অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়নি।পরে অবশ্য় দলীয় অফিসে গিয়ে শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিলেন দিলীপ ঘোষ। ফলে তাঁর মূল স্রোতে ফেরা নিয়ে জল্পনা চলছিল। কিন্তু শেষ অবধি নরেন্দ্র মোদির সভায় উপস্থিত থাকছেন না তিনি। শুক্রবার দুর্গাপুরে জোড়া সভা করবেন নরেন্দ্র মোদি।শুক্রবার দুপুর ২ টো ৩৫-এ অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে গাড়িতে প্রায় ১৬ কিলোমিটার দূরে নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন তিনি। সেখানে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। এরপর পাশের মঞ্চেই রাজনৈতিক সভা করবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সভার একদিন আগে সেখানে পৌঁছে গেছেন নব নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মোদির সভায় সভায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে দুর্গাপুরের পলাশডিহায় বাড়ি বাড়ি কার্ড বিলি করেন তিনি। অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল, আমন্ত্রণপত্রের ওপরে একই সারিতে লেখা, ভারত মাতার জয়, জয় মা দুর্গা, জয় মা কালী। তাহলে কি মা দুর্গা-মা কালীর মাধ্য়মে বাঙালি মন জয়েরই চেষ্টা করছেন বিজেপির নতুন রাজ্য় সভাপতি? রাজনৈতিক কৌশল হিসাবেই কি জয় শ্রীরাম স্লোগান অপেক্ষা, মা দুর্গা-মা কালীর দিকে ঝুঁকছে রাজ্য় বিজেপি?সভা উপলক্ষ্য়ে সোশাল মিডিয়ায় নরেন্দ্র মোদি লিখেছেন, 'পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে। মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছেন এবং তাঁরা নিশ্চিত যে একমাত্র বিজেপিই পারবে উন্নয়ন করতে। ১৮ জুলাই দুর্গাপুরে একটি জনসভায় ভাষণ দেব। যোগদান করুন। 'প্রধানমন্ত্রীর সভার ঠিক আগের দিন আক্রমণ শানিয়েছেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ। যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। বর্ধমান-দুর্গাপুর তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ বলেন, পশ্চিম বাংলার সঙ্গে আপনি(মোদি) বিমাতৃসুলভ আচরণ করেন। এইজন্যই না? যে পশ্চিম বাংলার মানুষ আপনাকে ফিরিয়ে দেয়? কাল দুর্গাপুর আসুন, অন্তত সত্যিটা বলুন। মিথ্যে বলবেন না। কারণ আপনার জুমলা আর আপনার স্বভাব লোক জেনে গেছে। বিজেপিকে জেনে গেছে।'

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, 'দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রতিশ্রুতি দিয়েছিলেন, এত বছর ১৫ বছর হতে চলল, একটা প্রতিশ্রুতিতে উনি কাজ করেননি। প্রত্যেকটা জিনিস ফেলিওর হয়েছে। সেখানে তাঁর এই সাংসদের এইসব কথা আমার মনে হয় মুখে মানায় না। আর উনি তো বাইরের লোক। উনি তো জানেনই না। উনি বাংলা ভাষাটাই জানেন না। উনি কী করে জানবেন বাংলায় কী হচ্ছে? বাঙালি অস্মিতাকে সামনে রেখে পথে নেমেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তীব্র আক্রমণ করেছেন তৃণমূলকে। এবার পাল্টা নরেন্দ্র মোদি কী বলেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সম্প্রতি নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যেক জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের BLO Duty দেওয়ার নির্দেশ এসেছে। এই নির্দে...
18/07/2025

সম্প্রতি নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যেক জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের BLO Duty দেওয়ার নির্দেশ এসেছে। এই নির্দেশ না মানলে আইনি পদক্ষেপ নেওয়ার ও অভিযোগ এসেছে শিক্ষকদের মধ্য থেকে। নির্বাচন কমিশনের কাজ অর্থাৎ ন্যাশনাল ডিউটি। কিন্তু এইভাবে শিক্ষকদের বাধ্যতামূলক ভাবে কি ভোটের ডিউটির মতো BLO Duty ও দেওয়া যায়?প্রশ্ন উঠছে খোদ শিক্ষক মহল থেকে। প্রচুর স্কুলে একজন শিক্ষক বা ২ জন করে শিক্ষক রয়েছেন। এই ভাবে শিক্ষকদের BLO এর কাজে দিনের পর দিন নিযুক্ত রাখলে পড়াশোনার কি হবে? প্রশ্ন উঠছে।

BLO Duty কি? এনাদের কাজ কি?

BLO এর ফুল ফর্ম Booth Level Officer. নির্বাচন কমিশনের নির্দেশে যারা বুথ স্তরে ভোটার তালিকা সংশোধন ও ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কাজ করে থাকেন তাদের বুথ লেভেল অফিসার বলা হয়। প্রত্যেক বুথে আগে থেকেই BLO Officer নিয়োগ করা থাকে। সাধারণত কোনও বুথের অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্ব শিক্ষক, SSK MSK ও চুক্তিভিত্তিক শিক্ষকেরা বিএলও ডিউটি করে থাকেন। কিন্তু নির্বাচনের আগে এই মুহূর্তে সারা রাজ্যের ভোটার তালিকা সংশোধন ও প্রচুর ভুয়ো নাম বাদ পড়ার কথা শোনা যাচ্ছে, তাই এবার এক সাথে প্রচুর কর্মীর প্রয়োজন পড়ছে। তাই স্কুল শিক্ষকদের এই কাজে নিযুক্ত করা হচ্ছে।সম্প্রতি মুর্শিদাবাদের DM ও জেলা নির্বাচন কার্যালয় থেকে একটি নির্দেশিকায় সমস্ত সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিএলও হিসাবে নিয়োগ করার কথা বলা হয়েছে। কিছু শিক্ষক এই দায়িত্ব গ্রহণে বা পালনে অনীহা দেখাচ্ছেন বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে। প্রশাসন এটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এই আচরণকে বিধিবদ্ধ দায়িত্বের লঙ্ঘন হিসেবে গণ্য করছে। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, BLO Duty এর দায়িত্ব পালন বাধ্যতামূলক এবং এতে কোনও অবহেলা সহ্য করা হবে না।যদি কোনও শিক্ষক বিএলও-র দায়িত্ব পালনে অস্বীকৃতি জানান বা অবহেলা করেন, তবে তা সরকারি দায়িত্ব লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এই ক্ষেত্রে, The Representation of the People Act, 1950-এর ধারা ৩২ অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দোষী সাব্যস্ত হলে এক বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে।জেলা নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বুথ লেভেল অফিসার (বিএলও ডিউটি) হিসেবে নিয়োগ করা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ধারা ১৩বি(২) অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। ভারতীয় নির্বাচন কমিশনের ১৯৫০-এর ধারা ১৩বি(২) অনুযায়ী:

রাজ্য বা স্থানীয় সরকারের গ্রুপ সি বা তার উপরের পদে কর্মরত নিয়মিত কর্মচারীদের বিএলও হিসেবে নিয়োগে প্রাধান্য দেওয়া হয়।
এই ধরনের কর্মচারী না পাওয়া গেলে, অঙ্গনওয়াড়ি কর্মী, চুক্তিভিত্তিক শিক্ষক বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ করা যেতে পারে।
তবে, বাস্তবে এই নিয়মের লঙ্ঘন দেখা যায়। অনেক ক্ষেত্রে শিক্ষকদের তাদের জেলার বাইরে বা যে বুথের বাসিন্দা তারা নন, সেখানে নিয়োগ করা হচ্ছে, যা আইনের পরিপন্থী।শিক্ষকদের মধ্যে ধারণা রয়েছে যে বিএলও দায়িত্ব অস্বীকার করলে কঠোর শাস্তি হতে পারে। তবে, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০ এর ধারা ৩২ ভোটার তালিকা প্রস্তুতিতে যদি ভুল হয়, সেখানে শাস্তির নিদান রয়েছে। তবে ডিউটি না করলে বা দায়িত্ব প্রত্যাখ্যানের ক্ষেত্রে কি হবে, সেই বিষয়ে কিছু স্পষ্ট করে বলা নেই। ফলে, বিএলও দায়িত্ব অস্বীকার করলে সরাসরি জেল বা জরিমানার সম্ভাবনা রয়েছে কিনা, তা কেবলমাত্র আইনি বিকল্পই সিদ্ধান্ত নিতে পারে।সারা রাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজ একসাথে এসে পড়ায় সম্প্রতি নির্বাচন কমিশনের উপর চাপ অনেকটাই বেড়ে গেছে। তাই এক সাথে প্রচুর সংখ্যক BLO নিয়োগের প্রয়োজন হয়েছে। এই কারণে প্রচুর শিক্ষক এই সংক্রান্ত নির্দেশিকা পেয়েছেন। তবে প্রচুর শিক্ষক এই কাজ সাদরে গ্রহণ করলেও, শিক্ষকদের একাংশ BLO Duty করতে রাজি নন। এই ব্যাপারে ইতিমধ্যেই আদালতে মামলা দায়ের করা হচ্ছে। এবার এটাই দেখার শেষমেশ কি সিদ্ধান্ত হয়।

Address

1B Blakburn Lane 3rd Floor Room No 93
Calcutta Bara Bazar
700012`

Alerts

Be the first to know and let us send you an email when Duranta Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Duranta Barta:

Share