BKL Network

BKL Network সর্বদা সত্যের খোঁজে...
সুস্থ সংস্কৃতির সাথে ও পাশে সর্বদা...
নতুন আবিস্কারের মুখ...
যুক্ত হওয়ার জন্য যোগাযোগ করুন👉8240168370

26/06/2025

🔴EXCLUSIVE UPDATE🔴
এবার ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীতে। মঙ্গলবার সন্ধে ৭টা ২৫ মিনিট নাগাদ আচমকা রিঠালার একটি রাসায়নিক কারখানায়কায় আগুন লেগে য়ায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন।

26/06/2025

🔴EXCLUSIVE UPDATE🔴
ওস্ত্রাভা গোল্ডেন স্পাইকে ৮৫.২৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে প্রথম হলেন নীরজ চোপড়া। প্রসঙ্গত, গত মাসেই দোহা ডায়মন্ড লিগে প্রথমবার ৯০ মিটারের গণ্ডি পেরিয়েছিলেন ভারতের এই সোনার ছেলে।

26/06/2025

🔴EXCLUSIVE UPDATE🔴
প্রয়াত ভারত ও বাংলার প্রাক্তন বাঁহাতি স্পিনার দিলীপ দোশি

রানা চক্রবর্তী, বলো কলকাতা নিউজ ডেস্ক:

ভারত ও বাংলার প্রাক্তন বাঁহাতি স্পিনার দিলীপ দোশি হৃদরোগে আক্রান্ত হয়ে, ইংল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭।
গুজরাটের লোক হলেও দোশি বেশিরভাগ সময়, বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। প্রতিভা থাকা সত্ত্বেও ৩০ বছর বয়সে তিনি ভারতের জার্সি গায়ে দেন এবং ৩৩ টি টেস্ট খেলেন। আসলে দুর্ভাগ্য দিলীপ দোশি যখন খেলছেন সেই সময় ভারতের স্পিনের স্বর্ণযুগ। দেশের হয়ে তখন খেলছেন বিশেন সিং বেদি, ভগবৎ চন্দ্রশেখর, এরাপল্লী প্রসন্ন, ভেঙ্কাটরাঘবানের মত খেলোয়ারা। যার ফলে দিলীপ দোশি, পদ্মাকর শিভালকারের মত প্রতিভা দেশের জার্সি পড়তে পারছিলেন না।
শিভালকার সুযোগ না পেলেও দোশি, দেরিতে হলেও, ভারতীয় দলে সুযোগ পেলেন এবং স্বল্প সময়ের মধ্যেই তিনি ১০০ উইকেটের বেশি তুলে নেন। ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি দেশের জার্সি পরে খেলেছেন। ১৯৭৯ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্টে প্রথম ইনিংসে ছয় উইকেট এবং দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নেন দোশি। অভিষেক টেস্টেই তিনি সেরা বোলারের পুরস্কার পান। এরপরে ইডেন গার্ডেনে ৭০ হাজার দর্শকের সামনে দোশির শিকার ছিল চার। এরপরেই ভারতীয় দলে দোশির জায়গা পাকা হয়ে যায়।
১৯৮০-৮১ সালে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে, একদিনের ক্রিকেটে অভিষেক হয় দোশির। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেরা বোলিং ৩০ রানে চার উইকেট।
সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি খেলা শুরু করলেও পরবর্তীতে তিনি বেশিরভাগ সময় বাংলার হয়ে খেলেছেন। ১৯৭৪ সালে আসামের বিরুদ্ধে তিনি, প্রথম শ্রেণীর ক্রিকেটে, রেকর্ড করেন ৬ রানে ৬ উইকেট নিয়ে। রঞ্জি ট্রফি প্রতিযোগিতায় তাঁর শিকারের সংখ্যা মোট ৩১৮। আন্তর্জাতিক ক্রিকেট তিনি বেশিদিন খেলতে পারেননি। প্রতিভা অনুযায়ী আরো বেশি দিন খেলা উচিত ছিল তাঁর। দিলীপ দোশির মৃত্যুতে বাংলার ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে আসে।

26/06/2025

🔴EXCLUSIVE UPDATE🔴
আইএসএল নিয়ে ধোঁয়াশা। বিরাট আর্থিক ক্ষতি কিভাবে সামাল দেবে ক্লাবগুলি?

রানা চক্রবর্তী, বলো কলকাতা নিউজ ডেস্ক:

আইএসএল নিয়ে অনিশ্চয়তা কাটছেনা। এই পরিস্থিতিতে বেশ কিছু আইএসএল ক্লাব তাদের প্রি সিজন অনুশীলন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিচ্ছে। আগামী ৪ জুলাই, রাষ্ট্রপতি ভবনে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতেই ডুরান্ড কাপ উন্মোচন হওয়ার কথা। তার আগেই গোয়া, হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরুর মত ক্লাব গুলি জানিয়ে দিয়েছে তারা ডুরান্ড কাপ খেলতে আগ্রহী নয়। ওডিশা এফ সিও সম্ভবত একই রাস্তায় হাঁটবে।
আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলার সুযোগ পাবার আশায় ফেডারেশনের বিরুদ্ধে আইনি যুদ্ধে নেমেছে ইন্টার কাশি। এদিকে এফএসডিএল নয়া প্রস্তাবে জানিয়ে দিয়েছে আগামী ১০ বছর কোন অবনমন নেই। আই লিগ চ্যাম্পিয়ন হলেই আইএসএল খেলা যাবে না। আই লিগ চ্যাম্পিয়ন টিমের বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর। যদি আইএসএল হয় এবার তাহলে এই নিয়মের বেড়াজালে ইন্টার কাশি খেলতে পারবে না। সেই ক্ষেত্রে উত্তর প্রদেশে এই ক্লাব আর ফুটবল নিয়ে আগ্রহ দেখাবে বলে মনে হয় না।
এই অন্ধকার পরিস্থিতি দূর করতে আগামী ২ জুলাই কল্যান চৌবে এক্সিকিউটিভ কমিটি মিটিং ডেকেছেন। কিন্তু সমস্যার সমাধান হওয়া মুশকিল কারণ এফএসডিএল এই কমিটির সাথে কোন রকম আলোচনায় যেতে চাইছে না। নতুন কমিটি গঠন করা হবে সুপ্রিম কোর্টের রায়ের পর। সেই কমিটি হতে সময় লাগবে এবং সে ক্ষেত্রে ১৪ সেপ্টেম্বর কোনমতেই আইএসএল খেলা শুরু করা যাবে না।
নতুন কমিটি যদি মাস্টার রাইটস সই করে তাহলেও সেটি আবার আদালতে চলে যাবে। এফএসডিএল কোন অবনমন রাখছে না আগামী ১০ বছর। অপরদিকে ২০১৯ সালে যখন এআইএফএফ আইএসএল কে দেশের সর্বোচ্চ লীগের মর্যাদা দেয় তখন এএফসি রোড ম্যাপ মেনে তারা ঘোষণা করে ২০২৪-২৫ মরশুম থেকে অবনমন চালু হবে। কিন্তু এই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রিলায়েন্স এখনো অবনমন চালু করেনি। সব মিলিয়ে এই মরশুমে আইএসএল শুরু হওয়া বিশ বাঁও জলে। এর ফলে ক্লাবগুলো, বিশেষত যারা তাদের খেলোয়ারদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে, বিরাট আর্থিক ক্ষতির সামনে পড়বে। ফুটবলারদের বেতন মেটাতেই হবে আইএসএল খেলা না হলেও।
এই পরিস্থিতিতে ক্লাবগুলো ফুটবলারদের চুক্তির একটা ক্লজ খুঁজে বার করেছে। সেই ক্লজ হল "ফোর্স ম্যাজিউর"। যদি নিয়ন্ত্রণের বাইরে কোন পরিস্থিতি তৈরি হয় সে ক্ষেত্রে ফুটবলারদের বেতনের একটা বড় অংশ কেটে নেওয়া হবে। কতটা কাটা হবে সেটা নির্ভর করছে সংশ্লিষ্ট ফুটবলারের বেতনের উপর। আইএসএল না হলে অথবা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেলে ফোর্স ম্যাজিউর এখন ক্লাবগুলো একমাত্র বাঁচার রাস্তা।

26/06/2025

🔴EXCLUSIVE UPDATE🔴
ইরান-ইসরায়েলের অর্থনীতির মেরুদণ্ডে মারাত্মক প্রভাব ফেলছে, উভয় দেশের মধ্যে চলমান সংঘাত

বলো কলকাতা নিউজ ডেস্ক :


ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে উভয় দেশের অর্থনীতির মেরুদণ্ডেও মারাত্মক প্রভাব ফেলছে। ইসরায়েলের প্রতিদিন কোটি কোটি ডলারের ক্ষতি হচ্ছে, অন্যদিকে ইরানের অর্থনীতি আরও চাপের মধ্যে চলে এসেছে।ইসরায়েলের অর্থনীতি মূলত উচ্চ প্রযুক্তির শিল্পের উপর নির্ভরশীল। গুগল, ইন্টেল এবং মাইক্রোসফটের মতো বহুজাতিক সংস্থার গবেষণা কেন্দ্র ইসরায়েলে অবস্থিত। এছাড়াও, হীরা কাটা এবং পালিশ শিল্প ইসরায়েলের রপ্তানিতে বড় অবদান রাখে, পাশাপাশি ইরানের অর্থনীতির বড় অংশ তেল এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানির উপর নির্ভর করে। এছাড়াও কৃষি এবং উৎপাদন খাতও রাজস্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও তাদের প্রভাব তেলের মতো ব্যাপক নয়। জিডিপির ভিত্তিতে ইসরায়েলের অর্থনীতি ৫৮৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে আইএমএফের প্রতিবেদন অনুসারে, ইরানের জিডিপি ২০২৫ সালে ৪৬৩ বিলিয়ন ডলারের কাছাকাছি। ইসরায়েলের মুদ্রাস্ফীতি হার যেখানে ৩ শতাংশের কাছাকাছি, সেখানে ইরানে এটি ২৯.৫ শতাংশ। ইসরায়েলের উপর বৈদেশিক ঋণের বিশাল বোঝা রয়েছে, যা জিডিপির প্রায় ১০৫ শতাংশ। সেখানে ইরানের বৈদেশিক ঋণ জিডিপির মাত্র ১.৮ শতাংশ।ইসরায়েলের জন্য যুদ্ধের সরাসরি অর্থনৈতিক ব্যয় অত্যন্ত বেশি।ইরানের উপর প্রথম ক্ষেপণাস্ত্র হামলার খরচই ৫৯৩ মিলিয়ন ডলার অনুমান করা হয়েছিল।শিল্প উৎপাদনে ব্যাপক পতন ঘটেছে। বিমানবন্দর বন্ধ হওয়ার কারণে পর্যটন এবং রপ্তানিও ধাক্কা খেয়েছে।ইরানের পরিস্থিতিও গুরুতর। ইরানের অর্থনীতি মার্কিন নিষেধাজ্ঞার কারণে আগে থেকেই চাপের মধ্যেই ছিল, এখন যুদ্ধের কারণে তেল রপ্তানিও ঝুঁকির মধ্যে পড়েছে।ইরানি মুদ্রা 'রিয়াল'-এর অবমূল্যায়ন দ্রুত হচ্ছে। ২০২৪ সালে এর মূল্যে ৫০ শতাংশ পতন রেকর্ড করা হয়েছিল, যা আরও বাড়তে পারে।এর কারণ হিসেবে বলা যেতে পারে যে, যুদ্ধের কারণে যদি তেল পাইপলাইন বা শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়, তবে এই রাজস্ব উৎসও বন্ধ হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে যুদ্ধ এক মাসের বেশি চললে শুধুমাত্র সামরিক খরচই ১২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এর ফলে ইসরায়েলের বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশে পৌঁছাতে পারে।ইরানের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। ইরানের চলতি হিসাবের উদ্বৃত্ত ১৩.৯ বিলিয়ন ডলার পর্যন্ত থাকার আশা করা হচ্ছে।তবে এই সব ততক্ষণই সম্ভব যতক্ষণ না তার তেল অবকাঠামোতে কোনো গুরুতর ক্ষতি হয়। যদি যুদ্ধের কারণে শোধনাগার বা গ্যাস ক্ষেত্রগুলোতে হামলা হয়, তবে রাজস্বে ৪০ শতাংশ পর্যন্ত পতন আসতে পারে।স্বল্পমেয়াদী ক্ষতির দিক থেকে ইসরায়েল বেশি অরক্ষিত অবস্থায় আছে।ইরানের অর্থনীতি আগে থেকেই চাপের মধ্যে আছে, কিন্তু তারা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার সাথে মানিয়ে চলেছে। তাই তার তাৎক্ষণিক ধাক্কা কিছুটা কম অনুভূত হতে পারে। তবে, যদি যুদ্ধ তার তেল উৎপাদন কাঠামো ধ্বংস করে দেয় তবে তাকে পুনর্গঠনে শত শত কোটি ডলার খরচ করতে হতে পারে এবং তার জিডিপিতে ৭ শতাংশ পর্যন্ত পতন আসতে পারে।

26/06/2025

🔴EXCLUSIVE UPDATE🔴
"আমাদের আবার যুদ্ধে নামতে হবে", সিন্ধু জলচুক্তি স্থগিতাদেশে নিয়ে, হুঙ্কার বিলাওয়াল ভুট্টোর

বলো কলকাতা নিউজ ডেস্ক :


পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর গলায় হুঁশিয়ারি। সিন্ধু জলচুক্তিতে ভারত ইসলামাবাদকে তার ভাগের জল না দিলে যুদ্ধে নামবে পাকিস্তান।সংসদে বক্তব্য রাখার সময়, বিলাওয়াল বলেন, ভারত যদি জল দিতে রাজি না হয়, "আমাদের আবার যুদ্ধে নামতে হবে।" "চুক্তির অবৈধ স্থগিতাদেশকে" প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। তিনি আরো বলেন, ভারতের সামনে দু'টি পথ খোলা আছে, ন্যায্য ভাবে জল ভাগাভাগি করা, অথবা আমরা ছয়টি নদীর সবকটি থেকে নিজেদের কাছে জল পৌঁছে দেব।" সিন্ধু অববাহিকার ছয়টি নদীর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "সিন্ধুর (সিন্ধু নদী) উপর আক্রমণ এবং ভারতের দাবি যে সিন্ধু জল চুক্তি শেষ হয়ে গেছে, এবং এটি স্থগিত রয়েছে। প্রথমত, এটি অবৈধ, কারণ আইডব্লিউটি স্থগিত নেই, এটি পাকিস্তান এবং ভারতের জন্য বাধ্যতামূলক, জাতিসংঘের সনদ অনুসারে জল বন্ধ করার হুমকি অবৈধ।" পাকিস্তানের টানা ভারত-বিদ্বেষী হামলা এবার জলের অভাব তৈরি করেছে প্রতিবেশী দেশে। ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করতেই জল সংকটের মুখোমুখি হয়েছে পাকিস্তান। যে কারণে নয়াদিল্লিকে চারবার চিঠি লিখেছে শরিফের সরকার।

21/06/2025

🔴EXCLUSIVE UPDATE🔴
ইরান-ইজরায়েল সংঘাতের মধ্যেই যুদ্ধের প্রস্তুতি শুরু করল তুরস্ক

বলো কলকাতা নিউজ ডেস্ক :

ইরান-ইজরায়েল সংঘাত চড়ছে, হাত গুটিয়ে বসে নেই মুসলিম বিশ্বের মসিহা তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ানও। ইতিমধ্যেই তিনি তুরস্কের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সঙ্কেত পেয়ে গত শুক্রবার থেকে ইরানে হামলা শুরু করেছে ইজরায়েল। গত সাত দিন ধরে চলছে দু'দেশের পাল্টাপাল্টি হামলা। চিন-রাশিয়া সহ বিশ্বের একাধিক দেশ অবিলম্বে যুদ্ধ থামানোর কথা বললেও তাতে কর্ণপাত করছেন না ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগুনে ঘি দিয়ে উস্কে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ান, ইজরায়েলের প্রধানমন্ত্রীকে নব্য হিটলার বলেও আক্রমণ করেছেন। শুধু ইজরায়েলের বিরুদ্ধে সুর-ই চড়াননি, সম্ভাব্য যুদ্ধেরও প্রস্তুতি নিতে শুরু করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। এমনকি ইজরায়েলি কোনও যুদ্ধবিমান যাতে তুরস্কের আকাশে প্রবেশ করতে না পারে তার জন্য কুইক রিঅ্যাকশন অ্যালার্ট বাহিনীর যুদ্ধ বিমানকে আকাশ পাহারায় নামানো হয়েছে।

21/06/2025

🔴EXCLUSIVE UPDATE🔴
আনোয়ার আলীর বিকৃত ছবি পোস্ট করায় তোলপাড় ফুটবল দুনিয়া! রঞ্জিত বাজাজের হুঁশিয়ারি।

রানা চক্রবর্তী, বলো কলকাতা নিউজ ডেস্ক:

জাতীয় দলের এবং ইস্টবেঙ্গল ক্লাবের নির্ভরযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলীর গায়ে পাকিস্তানি জার্সি। না এটা তিনি নিজে যেচে পড়েননি, কোন এক বুদ্ধি ভ্রষ্ট ব্যক্তি এই ছবি বিকৃত করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
গত মরশুমে আনোয়ার আলীর একটি ছবি ছিল ইস্টবেঙ্গল জার্সি গায়ে এবং হাতে দলের পতাকা নিয়ে টানটান হয়ে দাঁড়িয়ে আছেন। পাকিস্তানের জার্সি গায়ে ছবিটি পাশে রাখলেই বোঝাই যাচ্ছে ছবিটি বিকৃত।
সোশ্যাল মিডিয়া ঘেঁটে জানা গেছে সাগ্নিক নামক এক ব্যক্তি এই বিকৃত কর্মটি করেছেন। হংকং এবং থাইল্যান্ডের কাছে ভারতীয় দলের পরাজয়ের পরে ভারতীয় বংশোদ্ভূত বিদেশী খেলোয়াড় দলে ঢোকানো নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই আবাহে এইরকম বিকৃত ছবি পোস্ট করে বাহাদুরি নিতে চেয়েছিলেন সাগ্নিক।
পাকিস্তানের জার্সি গায়ে আনোয়ার আলীর ছবি পোস্ট করায় বেজায় ক্ষুব্ধ লাল হলুদ জনতা। সমাজের বড় একটি অংশ এই বিষয়ে বিরোধিতা করেছেন। ভারতীয় দলের ফুটবলারকে নিয়ে এরকম বিকৃত পোস্ট বহু ফুটবল বিশেষজ্ঞই মেনে নিতে পারছেন না। পাঞ্জাবের রঞ্জিত বাজাজ বলেছেন, "২২ ঘণ্টার মধ্যে এই ছবি ডিলিট না করলে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

21/06/2025

🔴EXCLUSIVE UPDATE🔴
২৪ জুনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে হাসিনাকে, নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

বলো কলকাতা নিউজ ডেস্ক :


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে। গত বছরের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের উপরে গুলি চালানোর ঘটনায় মূল ষড়যন্ত্রী হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধেই মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। নাম রয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তৎকালীন পুলিশ কর্তা (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী ২৪ জুন এই মামলার শুনানি। ঐ দিন ট্রাইব্যুনালের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনের মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে এই নির্দেশ দেওয়া হয়। এই নিয়ে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।পুলিশ ওই মামলার শুনানিতে জানিয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন তিনি। হাসিনার বাড়ি থেকে সম্ভাব্য একাধিক স্থানে তল্লাশি চালানো হয়েছে। তবে তাঁর খোঁজ মেলেনি।

21/06/2025
20/06/2025

🔴EXCLUSIVE UPDATE🔴
বাংলা সাহিত্যের নক্ষত্র পতন, "কেয়া পাতার নৌকা"- য় অমৃত লোকের পথে পাড়ি দিলেন সাহিত্য স্রষ্টা প্রফুল্ল রায়

বলো কলকাতা নিউজ ডেস্ক :


না ফেরার দেশে পাড়ি দিলেন "কেয়া পাতার নৌকা" র স্রষ্টা প্রফুল্ল রায। প্রফুল্ল রায় একজন বিখ্যাত বাঙালি লেখক, যিনি তার উপন্যাস এবং ছোট গল্পের জন্য পরিচিত। তার লেখা "কেয়া পাতার নৌকা" উপন্যাসটি দেশভাগ এবং স্বাধীনতা-পরবর্তী সময়ের প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত রচনা। ১৯৩৪ সালে প্রাক্তন পূর্ব বাংলার ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন।তাঁর প্রথম উপন্যাস ছিল "পূর্ব পার্বতী"। ‘শত ধারায় বয়ে যায়’ (২০০৮), ‘উত্তাল সময়ের ইতিকথা’ (২০১৪), ‘নোনা জল মিঠে মাটি’ (বাং ১৩৬৬) ইত্যাদি। 'কেয়া পাতার নৌকো’ (২০০৩), ‘শত ধারায় বয়ে যায়’, ‘উত্তাল সময়ের ইতিকথা’ আকারে এবং নামে আলাদা হলেও আসলে তিনটি উপন্যাস মিলেই একটি ত্রয়ী উপন্যাস।উপন্যাস রচনার জন্য প্রফুল্ল রায় সারা জীবন অনেক পুরস্কার পেয়েছেন। ২০০১ সালে 'মুক্তিযোদ্ধা কাজি ফয়জল' উপন্যাসের জন্য বাংলাদেশ সরকার তাকে দিয়েছে একুশে সাহিত্য পদক। 'ক্রান্তিকাল' এর জন্য ২০০৩ এ সাহিত্য অকাদেমি পুরস্কার। 'আকাশের নিচে মানুষ'র জন্য ১৯৮৫ তে 'বঙ্কিম পুরস্কার', এছাড়াও 'রামকুমার ভুয়ালকা', পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড এর 'লাইফ টাইম অ্যাচিভমেন্ট', 'শরৎস্মৃতি', 'বি কে জে এ' ইত্যাদি সম্মানে ভূষিত হয়েছেন। তার গল্প উপন্যাস অবলম্বনে ৪৫টির মতো টেলিফিল্ম, টেলি-ধারাবাহিক, ফিচার-ফিল্ম নির্মিত হয়েছে। তার মধ্যে এখানে পিঞ্জর (১৯৭১), বাঘবন্দী খেলা (১৯৭৫), 'মোহনার দিকে' (১৯৮৪), 'আদমি আউর আউরত' (১৯৮৪), 'একান্ত আপন'(১৯৮৭), 'চরাচর'(১৯৯৪), 'টার্গেট' (১৯৯৭), 'মন্দ মেয়ের উপাখ্যান' (২০০৩), 'ক্রান্তিকাল' (২০০৫) ইত্যাদি উল্লেখযোগ্য।

20/06/2025

🔴EXCLUSIVE UPDATE🔴
আর শালিমার নয়, যাত্রী সুবিধার্থে হাওড়া স্টেশন থেকে ছাড়বে ধৌলী ও করমণ্ডল এক্সপ্রেস

বলো কলকাতা নিউজ ডেস্ক :


দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ থেকে ওড়িশার পুরী এবং তামিলনাড়ুর চেন্নাই যাওয়া দুটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু স্টেশন বদলের ঘোষণা করেছে। শালিমার স্টেশনের বদলে আগামী ২৫ অগস্ট থেকে এই দুই ট্রেন হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করবে। বর্তমানে পুরী গামী ১২৮২১ আপ ধৌলি এক্সপ্রেস ছাড়ে শালিমার স্টেশন থেকে। ফিরতি পথে পুরী থেকে আসে শালিমার পর্যন্ত। আপ ধৌলি এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে ছাড়ে সকাল ৯ টা ১৫ মিনিটে, এবার থেকে সেটি ছাড়বে সকাল ৯ টা ১০ মিনিটে হাওড়া থেকে। ১২৮২২ ডাউন ধৌলি এক্সপ্রেস হাওড়ায় পৌঁছবে সন্ধে সাড়ে সাতটায়। অন্যদিকে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস বিকেল ৩ টে ১৫ মিনিটে ছাড়ে। প্রান্তিক স্টেশনের বদল এলে ৩ টে ১০ মিনিটে ছাড়বে ট্রেনটি। ১২৮৪২ডাউন এক্সপ্রেসটি হাওড়ায় পৌঁছবে বেলা ১১টায়। এতদিন তা পৌঁছাতো বেলা ১১টা ৫ মিনিটে। রেল সুত্রে জানাগেছে, “প্রান্তিক স্টেশনে বদল আসছে, তা নিশ্চিত। তবে দিনক্ষণ এখনই ঠিক হয়নি। শালিমার থেকে ট্রেন চালাতে কোনও অসুবিধা হচ্ছে না। কিছু র‌্যাশনাল পরিবর্তন করা হচ্ছে। তাই এই বদল।” শালিমার থেকে হাওড়া স্টেশনে স্থানান্তর মূলত যাত্রীদের সুবিধার্থেই নেওয়া হয়েছে বলে ধারণা যাত্রীদের।

Address

Jadavpur
Kolkata
700078

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+918240168370

Alerts

Be the first to know and let us send you an email when BKL Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BKL Network:

Share