21/07/2025
❤️মুড়ো চচ্চড়ি ❤️
#রেসিপি❤️
🌿প্রতি সপ্তাহে যে মাছ বাড়িতে আসে,সেই সব মাছের মাথা অনেক গুলো আমার ফ্রিজ এ পড়ে ছিল। আর সেই মাছের মাথা দিয়েই করেছিলাম মুড়ো চচ্চড়ি।দারুণ লাগবেই একবার ট্রাই করুন।খুব সহজ রেসিপি,আর খেতে ও দারুণ হয়েছিল জাস্ট অসাধারণ এইরকম করে একবার ট্রাই করুন। এবার বলি কিভাবে বানালাম.....
🌻উপকরণ
মাছের মাথা- 4 পিস🐡
পিঁয়াজ - 1 টা🧅
টমেটো- 1 টা🍅
কাঁচালঙ্কা - 1 টা🌶
নুন - স্বাদ মত
হলুদ - পরিমাণ মতন
জিরে -1 চামচ
ধনে-1 চামচ
সর্ষে নারকেল পেস্ট-1 চামচ
লঙ্কা - 1 চামচ 🌶
চিনি- 1 চামচ
গরম মশলা- 1/2 চামচ
সর্ষে তেল পরিমাণ মতন
🌻প্রণালী
প্রথমে মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে নেব।তারপর পেঁয়াজ ও টমেটো ,কাঁচালঙ্কা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব।এবার একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছের মাথা গুলো লাল লাল করে ভেজে তুলে নেব।
মাছ ভাজার যে তেলটি পড়ে আছে তাতে পেঁয়াজ টমেটো কাঁচালঙ্কা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ভাজবো, যদি প্রয়োজন হয় ঢাকা দিয়ে ভাজতে পারেন তাহলে পেঁয়াজ টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে।
এবার পরিমাণ মতো বেসিক মশলা গুলো এক এক করে দিয়ে দেব, স্বাদমতো নুন, পরিমাণ মত হলুদ ,সামান্য জিরেগুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য গরমমশলা ,আর দিয়েছি সামান্য চিনি,
একটু কষিয়ে নিয়ে তারপর সর্ষে ও নারকেলের পেস্ট এক চামচ দেব,খুব ভালো করে কষাব। প্রয়োজন হলে অল্প জল দিয়ে কষাতে পারেন, তাহলে মশলার কষানো খুব ভালো হয় আর তাড়াতাড়ি মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। তারপর অল্প জল দেব, এবার ভাজা মাছের মাখা গুলো দেব, আর খুনতি দিয়ে মাছের মাথা গুলো একটু ভেঙে দেব ।তারপর নুন ও ঝাল টেষ্ট করব তারপর গামাখা হলে নামিয়ে নিলেই রেড়ি মুড়ো চচ্চড়ি। দারুণ লাগবেই একবার ট্রাই করুন জাস্ট অসাধারণ স্বাদ হয়েছিল।
রেসিপি ভাল লাগলে like , ও Share করে টাইমলাইন এ রেখে দেবেন। যাতে পরে খুঁজে পান।
এইরকম ভাল ভাল রান্নার স্বাদ পেতে পেজ টি কে Follow করে রেখে দিন।
কেউ copy pest করবেন না । অনেক কষ্ট করে লেখা।
#মুড়োচচ্চড়ি #মাছেরমাথা
lover