নানারঙ - Rozanu

নানারঙ - Rozanu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নানারঙ - Rozanu, Digital creator, KOLKATA.

03/06/2023

দীর্ঘদিন একই রাস্তায় চলাচল করলে সেই রাস্তার ধারেকাছের বিল্ডিং থেকে শুরু করে প্রতিটা দোকান চেনা হয়ে যায়। মুখস্থ হয়ে যায় কোথায় কি আছে।

দীর্ঘদিন একই জুতা পড়ার পর হুবহু আরেকটা জুতো ভুলবশত পায়ে দিলেও দেখার আগেই টের পাওয়া যায় অনুভব করা যায় জুতা জোড়া অন্য কারো।

কিন্তু বহুবছর ধরে মার্বেল আকৃতির দুইটা চোখের দিকে তাকাবার পরও মানুষ চেনা যায় না।

মানুষ চেনা অসম্ভব; একেবারেই অসম্ভব, অসম্ভব রকম অসম্ভব।

#কালেক্টেড

03/06/2023

Aww so sweet....

রেস্টুরেন্টে  মুরগির মাংস খেতে খেতে এক কাস্টমার রেস্টুরেন্টের মালিককে বললেন :---  বাহঃ ! মুরগির মাংসটাতো বেশ নরম আর সুস্...
03/06/2023

রেস্টুরেন্টে মুরগির মাংস খেতে খেতে এক কাস্টমার রেস্টুরেন্টের মালিককে বললেন :
--- বাহঃ ! মুরগির মাংসটাতো বেশ নরম আর সুস্বাদু ।

--- হবেনা কেন স্যার , পোষা মুরগি , আর রোজ কাজু , কিসমিস , প্রোটিনেক্স খাওয়াই l

--- কি ? মুরগি কে কাজু কিসমিস ? ব্ল্যাক মানি রাখার আর জায়গা পাচ্ছেননা বুঝি ? দেখি আপনার সব হিসাবের খাতা পত্তর দেখান , আমি ইনকাম ট্যাক্স অফিসার l

কাস্টমার মুরগির মাংসের দাম তো দিলেনইনা , উল্টে দুই হাজার টাকা পকেটে পুরে চলে গেলেন l

কয়েক দিন পর আরেকজন কাস্টমার মুরগির মাংস খেয়ে খুব খুশি হয়ে বললেন :
--- বাহঃ ! পোষা মুরগি বুঝি ? তা কি খাওয়ান এদেরকে ?

রেস্টুরেন্ট মালিক এখন অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাবধান হয়ে গেছেন , বললেন :
--- আজ্ঞে , ভালো কিছু তো আর খাওয়াতে পারিনা , ওই পোকামাকড় , আরশোলা এসবই খাওয়াই ।

--- কি ? মুরগিকে পোকামাকড় খাওয়ান ? জানেন আমি , " প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু এডিবল বার্ডস " এর আধিকারিক ! একথা উর্দ্ধতন মহলকে জানালে আপনার ভিটেতে মুরগির বদলে ঘুঘু চড়বে ।

এবারও আরো দুই হাজার টাকা গেল মালিকের ।

কয়েক দিন পর আরেকজন কাস্টমার এর একই প্রশ্নে রেস্টুরেন্ট মালিকের সোজা সাপ্টা জবাব :
--- একদম বলতে পারবোনা স্যার । রোজ সকালে প্রত্যেক মুরগির হাতে পাঁচ টাকা করে দিয়ে দিই । কে কি কিনে খায় জানি না।

#স্টোরি

ইন্টারভিউ চলছে......পিয়ন লিস্ট অনুযায়ী এক এক করে নাম ডাকছে।এবার গলা হেঁকে ডাকলো: টিয়া বারিক।আরও একবার ডাকলো: টিয়া বার...
02/06/2023

ইন্টারভিউ চলছে......

পিয়ন লিস্ট অনুযায়ী এক এক করে নাম ডাকছে।
এবার গলা হেঁকে ডাকলো: টিয়া বারিক।
আরও একবার ডাকলো: টিয়া বারিক।
কিন্তু, কারোর কোনো পাত্তা নেই।
বারেবারে টিয়া বারিক, কিন্তু না, খবর নাই।
বস'কে জানালে...
বস বললেন: হয়তো পরে আসতে পারে, কিছুক্ষণ পরে আবার ডাক দিও।
একঘন্টা পরে পিয়ন মহাশয় আবার: টিয়া বারিক।
ইন্টারভিউ প্রায় শেষ পর্যায়ে, আবারও পিয়ন ডাকলেন: টিয়া বারিক। কারো সারা নাই।
বস এবার স্বয়ং বেরিয়ে এসে ডাকতে শুরু করলেন: টিয়া বারিক। কারো সারা শব্দ নেই।
বাধ্য হয়ে বস এবার নামটি কাটবার জন্য পিয়নের হাত থেকে লিস্টটি নিয়ে টিয়া বারিকের সিরিয়াল নম্বর দেখিয়ে দিতে বললেন।
পিয়ন মহাশয় সিরিয়াল দেখালেন।
নামটি দেখে বসের চক্ষু চড়কগাছ,
লিস্টের মাঝ বরাবর লেখা রয়েছে....TEA BREAK

02/06/2023

02/06/2023

02/06/2023

02/06/2023

বিলাসিতার কি শেষ আছে!!!!!সিংগাপুরের  সাত চল্লিশ বছর বয়ষ্ক মিলিয়নিয়ার একজন একটি বইতে লিখেছেন, 'আমাকে প্রায়ই বিদেশ যেতে হয়...
02/06/2023

বিলাসিতার কি শেষ আছে!!!!!

সিংগাপুরের সাত চল্লিশ বছর বয়ষ্ক মিলিয়নিয়ার একজন একটি বইতে লিখেছেন, 'আমাকে প্রায়ই বিদেশ যেতে হয় এবং আমি ফ্লাই করি ইকোনমি ক্লাশে। একজন আমাকে জিজ্ঞেস করলেন, এত ধনী হওয়ার পরও আপনি কেন ইকোনমি ক্লাশে ভ্রমন করেন? আমি উত্তর দেই, এ জন্যই তো আমি সিংগাপুরের সেরা ধনী।'

আরেকটি অতি মূল্যবান কথা তিনি বলেছেন, তাহলো, 'বিলাসিতার আসলে শেষ নেই। কোনো বিলাসিতাই আপনার তৃপ্তি শেষ করতে পারবে না।যেমন, একটি 'গুচি' ব্যাগ কিনলেন, কেনা অব্দি আপনার আনন্দ। এরপর কিন্তু আপনার আরেকটি দামি ব্যাগ পছন্দ হবে, আপনি তাও কিনবেন, তারপর আরেকটা-- এটা আসলে নেভার এন্ডিং প্রসেস।'

আমি এ লেখা লিখছি, নিজের জন্য। আমরা মধ্যবিত্তরা যখন একটু বিত্তের মুখ দেখি, তখন সেটা দিয়ে জীবনের অনেক অপূর্ণ ইচ্ছে পূরণ করে ফেলতে চাই। আমার মধ্যেও এ সমস্যা আছে।

আমাদের অনেকের আছে।

আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হই। তারপর কষ্ট করে মোটামুটি দাঁড়াই। তখন মনে হয়, জীবন তো একটাই; অতএব, মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা কিনতে পারিনি, সেগুলো এবার কেনা যাক। এটা শুধু আমার নয়, অনেকের সমস্যা।

এখন মনে হচ্ছে, এটা হচ্ছে জীবনের বড় ভুলের একটি। কারণ কোনো 'কেনাই' আসলে কারো চূড়ান্ত তৃপ্তি আনতে পারবে না। 'গুচি' জুতোর পর আমাদের 'আরমানি' কিনতে ইচ্ছে করবে। আরমানির পর 'বারবারি'। আই ফোন ১২ কিনলে পরের বছর আই ফোন ১৩ কিনতে চাইব।

এভাবেই আসলে ধ্বংস হয় নিজের আর্থিক সংগতি। ধ্বংস হয় আত্মার শুদ্ধতা। এগুলো কেনার টাকা জোগাড় করার জন্য অশুদ্ধ দৌড় শুরু হয়, যার কোন ফিনিশিং পয়েন্ট নেই। অথচ একটি বিলাসের খরচ যদি আমি একজন বিপন্ন শিক্ষার্থীর পেছনে খরচ করতাম- সেটা হয়তো শত বছর অবদান রাখত। একজন রোগীর পেছনে খরচ করতাম, তিনি হয় তো তাঁর বাচ্চাগুলোকে গুছিয়ে যাওয়ার জন্য আর ক'দিন সময় পেতেন। অথচ, আমি ফালতু জামা, জুতো, কলম, ঘড়ি, চশমা এগুলোর পেছনে ছুটেছি।

মানুষের পেছনে ছুটিনি।

আসলে কোনো টাকাই নিজের নয়, তা সমাজের টাকা। তাই পাই-পয়সা খরচের সময়ও আমাদের ভাবা উচিত, এ পয়সাটি কীভাবে খরচ করলে শুধু আমি না, আমরা সবাই উপকৃত হবো।

তিনি আমাকে নিজের কাছে নিজেকে 'ভিলেন' বানিয়ে দিলেন!

কিছু মানুষ অকারণেই অনলাইনে থাকে।খুব ভোরবেলা, অনেক গভীর রাত, দুপুর, বিকাল বেশিরভাগ সময় এদের অনলাইনে পাওয়া যায়।এরা কাউকে ম...
02/06/2023

কিছু মানুষ অকারণেই অনলাইনে থাকে।খুব ভোরবেলা, অনেক গভীর রাত, দুপুর, বিকাল বেশিরভাগ সময় এদের অনলাইনে পাওয়া যায়।
এরা কাউকে মেসেজ দেয় না। ফেসবুকের নিউজফিডে স্ক্রল করতে করতে ক্লান্ত হয় না। একবার নিউজ ফিড, একবার মেসেঞ্জার পালাক্রমে ঘুরে বেড়ায়। কিন্তু কাউকে নক করে না।

এই মানুষ গুলোর জন্য কেউ অনলাইনে অপেক্ষা করে না। কেউ কখনো তাদের খোঁজই নেয় না। তবুও এরা অনলাইনে আসে।
কিছু যেন একটা আকর্ষণ এখানে আছে। কিন্তু কি আছে, তারা এটাও জানে না।এরা জানে শুধু ফেসবুক স্ক্রল করতে, ঘন্টার পর ঘন্টা অন্যের ডে দেখে সময় পার করতে।

এরা কারা জানেন? ভিতর থেকে খুব নিসঙ্গ, খুব একা।অনলাইনে জগতে তাদের আহামরি টাইপ বন্ধু নেই, প্রেমিকা নেই, প্রেমিক নেই।

তবুও তারা অনলাইনে আসে। কারো মেসেজের আশা এরা করে না। কেউ এদের থেকেও মেসেজের আশা করে না। অনেকে মনে করে, এরা হয়ত সারাক্ষণ অনলাইনে প্রেম করতে আসে, অন্যকে ইনবক্সে বিরক্ত করার জন্য এক্টিভ থাকে।

কিন্তু প্রকৃতপক্ষে, তারা প্রেম থেকেও দূরে থাকে।
একাকীত্ব নিয়ে তারা যেমন অনলাইনের একোণ ওকোণ ঘুরে বেড়ায়, ঠিক সেই একাকীত্ব কেই সঙ্গ করে ঘুমিয়ে যায়।

কেউ তাদের না,
তারা কারো না।
তারা শুধু প্রচন্ডরকম নিসঙ্গ।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when নানারঙ - Rozanu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share