10/11/2023
চ্যাম্পিয়ন ট্রফিতে কোয়ালিফাই করতে বাংলাদেশে এখন কঠিন চ্যালেঞ্জএর সামনে। নেদারল্যান্ডসের বিপক্ষে বড় ব্যবধানে জিতে ইংল্যান্ড ১০ নাম্বার থেকে এক লাফে চলে গেছে ৭ নাম্বারে।
চ্যাম্পিয়ন ট্রফিতে পয়েন্ট টেবিলের সেরা ৮ দল কোয়ালিফাই করবে। বাংলাদেশের বর্তমান অবস্থানও ৮ নাম্বারে। এই দৌড়ে এখনো টিকে আছে ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। এই চার দলের মধ্যে যেকোনো দুই দল খেলবে চ্যাম্পিয়ন ট্রফি। এই চারটা দলই জিতেছে দুই ম্যাচ, যাদের সবার পয়েন্ট সমান এবং প্রত্যেক দলের বাকি আছে আর একটা করে ম্যাচ। শ্রীলঙ্কার শেষ ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বাংলাদেশের শেষ ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের শেষ ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান, নেদারল্যান্ডসর শেষ ম্যাচে প্রতিপক্ষ ভারত।
চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ তাতে শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলে মোটামুটি কোনো সমীকরণ ছাড়াই সেরা আটের মধ্যে থেকে বিশ্বকাপ শেষ করবে বাংলাদেশ এবং চ্যাম্পিয়ন ট্রফিতে কোয়ালিফাই করবে। তবে আপাতত দৃষ্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশের পক্ষ্যে যে সহজ না সেটা সবার জানা। বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় তবে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস ম্যাচের ফলাফল ও নেট রান রেটের দিকে চেয়ে থাকতে হবে।
নিউজিল্যান্ডের সেমিফাইনালের সমীকরণ মিলাতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে, নিউজিল্যান্ড সেমিফাইনালের রাস্তা পরিষ্কার করতে বড় ব্যবধানেই জিততে চাইবে। পাকিস্তানের সেমিফাইনালের পথ কঠিন তবে ইংল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে জয়ে তাদেরও সম্ভাবনা তৈরি হতে পারে সুতরাং পাকিস্তানও চাইবে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিতে। শক্তিমত্তারর বিচারে স্বাগতিক ভারতের বিপক্ষে নেদারল্যান্ডসের জয় পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সুতরাং এরকম হলে বাংলাদেশের কপাল খুলে যাবে। তবে ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা, এখানে যেকোনো সময় যেকোনো কিছুই হতে পারে।
শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায়, নেদারল্যান্ডস যদি ভারতের বিপক্ষে যেকোনো ব্যবধানে হেরে যায় তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ব্যবধান কমিয়ে হারলেও সেরা আট দলের মধ্যে থেকে কোয়ালিফাই করে ফেলবে চ্যাম্পিয়ন ট্রফিতে।
অথবা শ্রীলঙ্কা বা নেদারল্যান্ডসের মধ্যে যেকোনো দল যদি শেষ ম্যাচ জিতে যায় এবং ইংল্যান্ড যদি পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারে সেক্ষেত্রেও বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যবধান কমিয়ে হারলেও সমস্যা হবে না। তবে যেকোনো দুই দল তাদের শেষ ম্যাচে জিতে গেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ছাড়া উপাই থাকবে না বাংলাদেশের।