
01/07/2025
কাল ঠিক রাত দশটায় আসছে এমন ও হয় একদম নতুন সিরিজ স্বল্প হলেও সত্যি। জাপানের গভীর জঙ্গল আওকিগাহারার অভ্যন্তরে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর রহস্য যা যুগের পর যুগ ধরে দুঃসাহসী অভিযাত্রীদের তাড়া করে চলেছে। এই জঙ্গলের আরেক নাম সুইসাইড ফরেস্ট। এই জঙ্গল এর চারপাশে ঘুরতে থাকে অদৃশ্য ফিসফিসানি, গাছে গাছে ঝুলে থাকা অদ্ভুত পুতুল, আর ছায়ারা যেন মানুষ কে তার অভন্তরে টেনে আনে।
অবশ্যই শুনবেন ভালো লাগবে