RITU

RITU vlogs.

01/06/2025

ভোরবেলা হাওড়া স্টেশনে নামার পর থেকেই প্রহর গুনছিলাম কতোক্ষণে নন্দনে পৌঁছবো। আসলে এই সিনেমাটা প্রথমদিনে প্রথম শোয়ে দেখার খুব ইচ্ছে ছিল। দীর্ঘ প্রায় ১ বছর অপেক্ষা করেছি। রোজই দাদাকে জিজ্ঞেস করতাম কবে মুক্তি পাচ্ছে। আর যখন মুক্তির সময় এলো পূর্বপরিকল্পিত তারিখ পিছিয়ে যাওয়ায় ভাবনায় পরিবর্তন ঘটাতে বাধ্য হই। সৌরভদা আমার কাছে একজন পথপ্রদর্শক। নিজের ভাইয়ের মতো আগলে রাখে। ছোট থেকে মানুষটার ভক্ত ছিলাম দূরদর্শনের পর্দায় দেখে আর এখন তো স্বয়ং সাক্ষাৎ পাই। “অঙ্ক কি কঠিন” সৌরভদার এতো দিনের কাজগুলোর মধ্যে অন্যতম সেরা। সিনেমাজগতে এইভাবে পা দিতে অনেকেই পারে না। আমাদের কথা তুলে ধরেছে এই সিনেমা।
লকডাউন, পড়াশোনা বন্ধ, স্কুলে তালা পরে যাওয়ার পর আর না খোলা, নিম্ন মধ্যবিত্তদের রোজগারে ভাটা। তার মধ্যেও স্বপ্ন দেখে কিছু “বস্তির ক্ষুদে”। বস্তি কথাটা উল্লেখ করলাম কারণ বস্তি শুনলেই অনেকে নাক উঁচু করে, বস্তি থেকেও যে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা যায় আর সেটা বাস্তবায়িত করা যায় সেটার জ্বলন্ত উদাহরণ বাবিন, টায়ার ও ডলি। “সবসময় সবকিছু ব্যবহার করতে নেই। কিছু বাঁচিয়ে রাখতে হয়। পরে কাজে লাগে।” অনেক কিছু শিক্ষা দেয় কথাগুলো।

অনেকদিন পর এমন একটা সিনেমা দেখলাম যা এই একঘেয়েমির বাইরে গিয়ে অন্যরকম অনুভূতি দিলো। Saurav দা, তুমি গুরু ভালো। অভিনয়ে ক্ষুদেগুলো, Krishnendu দা, বুদ্ধদা, Prosun, Ushasie দি, parno দি, Sankar জেঠু অনবদ্য। সাথে বাকিদের যোগ্য সঙ্গত। এই সিনেমায় এক অন্য প্রসুনকে দেখলাম। এতোদিন নাটকের মঞ্চে খুব কাছ থেকে ওর অভিনয় দেখেছি। বেশ নজর কাড়তো। এবার বড়পর্দায় যেন একদম “পারফেক্ট”। এই ছবির অঘোষিত নায়ক ও। সাথে Debdeep দার লেখা ও সুরে গানগুলো। আহাঃ।

এই ছবি সবার ছবি। এই ছবি তোমার আমার ছবি। একবার দেখার আর্জি জানালাম সবাইকে। কথা দিচ্ছি এক অন্যরকম অনুভূতিতে প্রেক্ষাগৃহ ছাড়বেন।

এভাবেই “ইচ্ছেমতো” এগিয়ে চলুক এই স্বপ্নের ফেরিওয়ালা।

14/01/2025

Pre- wedding 🤭✨️

ফুটবল ও বাস্কেটবল মাঠের দস্যিপনা থেকে ছাদনাতলায়.... 🤩

অপেক্ষা আর মাত্র ৩০ দিন। ❤️🤝🏻

ছবি ও ভিডিও- Moment capture
ভাবনা- সায়ন, সৌরভদা, অর্ঘ্য, পরমা ও শুভাশীষ
বিশেষ ধন্যবাদ- Saurav Palodhi 😉


❤️অর্ঘ্য 🤝🏻 পরমা❤️

30/07/2024

Jibone prothom bar gelam.
Khub vlo lglo 😊❤️

08/03/2024

✨Happy women's day ✨

আজ প্রায় সব ছেলেরাই তাদের প্রিয় মহিলাদের women's day wish করেছে।
পুরো বছরে এই একটা দিন মেয়েদের এত সম্মান দেওয়া হয় ।
কই ৩৬৪ দিন তো মেয়েদের নিয়েই ছেলেদের কত নোংরা মন্তব্য। নিজের গার্লফ্রেন্ডকে ও ছাড়েনা।
মা এর নামে কত খিস্তি। বউ ঠিক মতন কিছু না করলে তার গায়ে হাত তুলতে তাদের কষ্ট হয়না।
অনেক জায়গায় তো মেয়েরা শান্তিতে রাস্তায় চলতে পারেনা। মেয়েদের এই একটা দিন সম্মান দিয়ে নিজেকে পুরুষ বলে প্রমাণ করে কি লাভ । সারা বছর তো এদের একটুও শান্তি দেওয়া হয়না।

পারলে প্রতিটা দিন women's day এর মত সম্মান আর ভালোবাসা দিও।

04/02/2024

Happiest birthday Man❤️ Cristiano Ronaldo

You might be getting older, but you are still a legend ❤️
U r my first reason to love football ⚽😍

**Siuuuu**

ইচ্ছেমতো পার্বণ☺️💖গত চার বছর ধরে এই পার্বণ চলছে। কাল রাতের পার্বণ নিয়ে পাঁচ বছর পূর্ণ হলো। শত মানুষের ভালোবাসা নিয়ে তৈ...
01/01/2024

ইচ্ছেমতো পার্বণ☺️💖

গত চার বছর ধরে এই পার্বণ চলছে।
কাল রাতের পার্বণ নিয়ে পাঁচ বছর পূর্ণ হলো। শত মানুষের ভালোবাসা নিয়ে তৈরি এই থিয়েটার। কাল রাতটা প্রিয় মানুষের সাথে এই থিয়েটার এই কাটালাম।

প্রথমে - উদ্বোধনী পার্বণ
নাটক শুরু হলো
প্রথম নাটক - যত্নে রেখো
দ্বিতীয় নাটক - হত্যা এক্ আকার কি
তৃতীয় নাটক - স্টোন ৩
চতুর্থ নাটক - রাবণের চুমু
শেষে - কাব্যে গানে

প্রতিটা নাটক অসাধারণ হয়েছে l
খুব সুন্দর ভাবে অনুষ্ঠিত এই নাটক। আশা করি এই পার্বণ আমরা যেনো প্রতিটা বছর দেখতে পারি।
কয়েকজন প্রিয় মানুষের সাথে ছবিও তুলতে পারলাম।
সেই মানুষগুলো হচ্ছে:-
Anindya Sengupta
MK Raina
Pramod Singh
Dipsita Joyi
Debdeep Mukherjee

অসংখ্য ধন্যবাদ Saurav Palodhi Baidya Arghya ❤️

06/07/2023

Happy Birthday the man of the cricket...
You are the best captain, best wicket keeper, best finisher 🥺❤️
A gentleman with "Zero" haters 😊....

Address

Kolkata
700108

Website

Alerts

Be the first to know and let us send you an email when RITU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RITU:

Share