19/09/2023
(2)
সৌ আর তরী টেবিল এর দুদিকে বসে একসাথে coffee খাচ্ছিল...
সৌ কিছু বলতেই যাচ্ছিল..তখনই তরী একটা শান্ত এবং আবেগ মিশ্রিত গলা নিয়ে বললো.."কেমন আছিস?"
সৌ নিজের কথাটাকে একটা বদ্ধ হলঘরের মধ্যে বন্দী রেখে একটু শান্ত হয়ে বললো..."হ্যাঁ যেমন থাকার..!"
তরী প্রথম এসে ওকে "কিরে" বলতে ও চমকেই গেছিলো...
কিন্তু, মেঘলাদিনে মেঘলা আকাশের মধ্যে দিয়ে অল্প এক সূর্যের কনার মতন ওর মনেও যেনো কোথাও একটা আশা প্রস্ফুটিত হয়েছিল যে, এরকম একটা ঘটনা ঘটতেই পারে!!
নিজের ভাবনা কে থামিয়ে সৌ বলে উঠলো...
"রাত তো হয়েছে...বৃষ্টি টাও প্রায় থেমেই এসেছে,বাড়ি যাবি তো?...বেশি দেরি করিস না"
তরী হালকা ভাবে বললো "হ্যাঁ"
আচ্ছা...তোকে তো আমি চা খেতে দেখলাম,আমি আসলাম বলে তুই আবার coffee নিলি?..আমি এসে ঠিক করলাম তো?
-- ...আরে তাতে কি আছে...একদম ঠিক করেছিস!
বেশি কিছু কথা বারালনা সৌ
তরী -- জানিস বাবা তোর কথা মাঝের মধ্যেই বলে.. যে ছেলেটা ঠিক আছে তো?আসলে বাবা তোকে তো নিজের ছেলের মতোই দেখতো...
সৌ -- হুমম...
কিছুক্ষন দুজনের মধ্যেই এক পরিচিত স্তব্ধতার সৃষ্টি হলো...কথা কেউই বলছে না,নিজের মনের কোনো জটিল ভাবনার মধ্যেই বুদ হয়ে আছে দুজনেই..
স্তব্ধতার কোলাহল কাটিয়ে... সৌ বলে উঠলো..
"দেখ বাবা মারা যাওয়ার পর,প্রায় পাঁচ বছর হতে চললো...
তারপর থেকে মা ছাড়া আপন বলে তেমন কেউ নেই...তুই ও চলে গেছিলি...তাই এই জীবনের সাথে মানিয়ে নিয়ে চলার দায়িত্ব টাও নিজেকেই নিতে হয়...
কাকু আমার কাছেও ভীষণ আপন এবং আছেন ও হয়তো...কিন্তু বহুদিন কথাও তো হয়নি...সেই আরকি...
আর সত্যি বলতে গেলে তোর সাথে দেখা হবে এটাও আমি ভাবিনি।
তরী মন দিয়ে কথা গুলো শুনছিল...শীতল মাটির কলসিতে জল ভর্তি হওয়ার পর যেরকম ভাবে জল চুইয়েঁ পরে..হয়তো সৌ এর অবস্থটাও সেরকম...
তরী বুঝতে পারছিলনা ও কি বলবে,বললো
"কাকিমা কেমন আছেন?"
সৌ উত্তরে বললো..."ওই যেমন থাকার,ঠিকঠাকই..."
তরী -- আচ্ছা কি মুশকিল বলতো, সবই যদি বলিস যেমন থাকার ...তাহলে বুঝবো কি করে?! ভালো না খরাপ,কি করছেন বলবি তো!..
সৌ একটু অবাকই হলো...প্রায় সাড়ে চার বছর পরে এসে তরী এরকম ব্যবহার ও ভাবতে পারেনি।মনে মনে একটু রাগই হচ্ছিল ওর...
অফিসের কাঁচে বৃষ্টি জল পড়ার সত্বেও কাঁচের উপরিস্থিত ধুলোর পরদ তখনও ওঠেনি..সৌ এর মনের অবস্থাটা হয়তো সেরকমই!
একটু চুপ করে থেকে সৌ বললো ...চল এবার। এরপর বেরোলে taxi পেতে একটু সমস্যা হতে পারে।
অফিসের ঘড়িতে তখনও ৮ টা ৩০ বাজতে যায়..
"আমার সাথেই বেরোবি তো?"...রাত হয়ে গেছে আমিই ছেড়ে আসি তোকে চল।অবশ্য যদি তোর কোন সমস্যা না থাকে তো!"
--"না না সমস্যা থাকবে কেনো!বরং আমিই তোকে বলতাম যে একসাথে যাবো।"
তরী তখনও পার্স আর ফোনটা ব্যাগে ঢোকাচ্ছিল ....
সৌ তরী এর দিকে ধীর পলকে একবার তাকালো,যদিও কথা বলার সময় ও একবারও তরী এর দিকে ঠিক ভেবে তাকায়নি।
হালকা ভাবে জিজ্ঞাসা করলো.."আচ্ছা তুই এখানে,এই অফিসে হঠাৎ কি কারণে এসেছিস রে?"
সৌ এখনও তরী এর দিকে সেই হালকা মায়াভরা জিজ্ঞাস্য চোখ নিয়ে তাকিয়ে রয়েছে..
তরী উত্তর দিলো..."আসলে অফিসের ম্যাগাজিনের একটা কাজে আমাকে এখানে আসতে হলো।আজকেই শেষ দিন ,কালই ফিরে যাবো।
আজ শেষদিন বলেই তো...."
Written by: Sw****ka Bag
Art by: Biswadeep Das
Read the first part here: 👇
https://www.facebook.com/61551101790946/posts/122103655682036726/?app=fbl