জ্যোতিষ সাথী - Jotish Sathi

জ্যোতিষ সাথী - Jotish Sathi সঠিক জ্যোতিষী ও তান্ত্রিকের খবর
(3)

09/12/2025

त्वयि भैरवो जायताम्। 🙏 🕉️🚩🙏

30/11/2025

ধন নয়, দৌলত নয়—
আমার শুধু কাল ভৈরব বাবার কৃপা চাই।

29/11/2025

त्वयि भैरवो जायताम्।

28/11/2025

Jai Shree Kal Bhairav 🕉️🔱🌹 🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

27/11/2025

জয় ভৈরব বাবা 🙏🏻

কাল ভৈরবের যুগ: প্রতিটি ভারতীয় সনাতনীর অন্তরে জাগরণভারতের আধ্যাত্মিক পরিমণ্ডলে আজ এক নতুন জাগরণের সময়। এটি সেই যুগ, যখন...
26/11/2025

কাল ভৈরবের যুগ: প্রতিটি ভারতীয় সনাতনীর অন্তরে জাগরণ

ভারতের আধ্যাত্মিক পরিমণ্ডলে আজ এক নতুন জাগরণের সময়। এটি সেই যুগ, যখন কাল ভৈরবের শক্তি ও সুরক্ষা প্রতিটি ভারতীয় সনাতনীর হৃদয়ে নতুন করে উদ্ভাসিত হচ্ছে। ভক্তির পথ হোক বা দৈনন্দিন জীবনের সংগ্রাম—সর্বত্র অনুভূত হচ্ছে ভৈরব বাবার উপস্থিতি, তাঁর সতর্ক দৃষ্টি ও রক্ষাকবচ।

এই জাগরণ শুধু ধর্মীয় অনুভূতি নয়, বরং সাহস, শক্তি ও ন্যায়ের পথে চলার এক অভ্যন্তরীণ প্রেরণা।
ভারত আবার ফিরছে তার চিরন্তন ধর্মশক্তির দিকে, আর সেই পথপ্রদর্শকই হলেন মহাকাল ভৈরব।

25/11/2025

যখন অশুভ শক্তি মাথা তোলে, তখন কাল ভৈরব বাবা তাঁর প্রলয়রূপে রক্ষা করেন এই পবিত্র ভারতভূমিকে।
তাঁর আশীর্বাদেই ভারত থাকে অটল, অদম্য ও শক্তিতে ভরপুর।
দেশপ্রেম হৃদয়ে, ভক্তি আত্মায় — জয় হোক কাল ভৈরব বাবার, জয় হোক মাতৃভূমির! 🚩🇮🇳

🙏 জয় কালভৈরব 🙏বর্তমান সময়ের অনিশ্চয়তার মাঝে আমরা সবাই একত্রে প্রার্থনা করি—ভৈরব বাবা যেন আমাদের দেশের প্রতিটি প্রান্ত...
13/11/2025

🙏 জয় কালভৈরব 🙏

বর্তমান সময়ের অনিশ্চয়তার মাঝে আমরা সবাই একত্রে প্রার্থনা করি—
ভৈরব বাবা যেন আমাদের দেশের প্রতিটি প্রান্তে, প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের উপর তাঁর অখণ্ড সুরক্ষা বিস্তার করেন।

যেখানে ভয়ের অস্তিত্ব,
সেখানে ভৈরবের করুণ দৃষ্টি শান্তি ও শক্তির আলো হয়ে উঠুক।
দেশের মঙ্গল, মানুষের নিরাপত্তা ও সকলের কল্যাণে—
আজ এই প্রার্থনা নিবেদন করি তাঁর চরণে।

🕉️ “ভৈরবং আশ্রয়ে নিত্যং, শঙ্কার নাশনং শুভম্।” 🕉️

জয় ভৈরব বাবা। 🔱
সকলের জীবনে শান্তি, শক্তি ও নিরাপত্তা ফিরে আসুক।

🕉️✨ শুভ কাল ভৈরব জয়ন্তী! ✨🕉️আজ মহাদেবের এক ভয়ংকর অথচ করুণাময় রূপ ভগবান কাল ভৈরবের আবির্ভাব দিবস।যিনি ধর্ম রক্ষার জন্য...
11/11/2025

🕉️✨ শুভ কাল ভৈরব জয়ন্তী! ✨🕉️

আজ মহাদেবের এক ভয়ংকর অথচ করুণাময় রূপ ভগবান কাল ভৈরবের আবির্ভাব দিবস।
যিনি ধর্ম রক্ষার জন্য, অন্যায় ও অন্ধকার দূর করতে ন্যায়ের আলো জ্বালিয়েছিলেন।

🙏 এই শুভ দিনে, ভগবান ভৈরবের আশীর্বাদে আপনার জীবনে আসুক
শক্তি, সাহস, জ্ঞান ও সুরক্ষা।
দূর হোক সকল বাধা-বিপত্তি ও ভয়।

🕯️ জপ করুন — “ওঁ হ্রীং বটুকায় আপদুদ্ধারণায় কুরু কুরু বটুকায় হ্রীং ওঁ নমঃ”
আর ভৈরবের কৃপায় পূর্ণ হোক দিনটি।

🔱 জয় কাল ভৈরব! 🔱

✨ আলোয় আলোকিত হোক জীবন, দূর হোক অন্ধকার।শুভ কালীপূজা ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা 🌼🪔
20/10/2025

✨ আলোয় আলোকিত হোক জীবন, দূর হোক অন্ধকার।
শুভ কালীপূজা ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা 🌼🪔

শুভ কোজাগরী লক্ষ্মী পূজা!মা লক্ষ্মীর করুণায় আপনার জীবনে আসুক অশেষ সমৃদ্ধি, শান্তি ও সুখ।
06/10/2025

শুভ কোজাগরী লক্ষ্মী পূজা!
মা লক্ষ্মীর করুণায় আপনার জীবনে আসুক অশেষ সমৃদ্ধি, শান্তি ও সুখ।

Address

Kolkata
700078

Website

Alerts

Be the first to know and let us send you an email when জ্যোতিষ সাথী - Jotish Sathi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share