Rhythm & Reality

Rhythm & Reality আমরা পৌঁছে দেই বিশ্ব ও দেশের সর্বশেষ খবর, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে। সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ—আপনার হাতের মুঠোয়।

15/08/2025

🤡

১০ আগস্ট রাত ৯ টায় ৪০ মিনিটে, মুন্সীগঞ্জ সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিমতলা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ...
12/08/2025

১০ আগস্ট রাত ৯ টায় ৪০ মিনিটে, মুন্সীগঞ্জ সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিমতলা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় ১ জন নিহত, আহত ৩ জনের অবস্থা আশংকাজনক।

ডিজিটাল বাংলাদেশ!!🔥
07/08/2025

ডিজিটাল বাংলাদেশ!!🔥

05/08/2025

বন্ধু যখন সাংবাদিক🙂

04/08/2025

🕊️ আসুন, নিয়মিত নেক কাজের অভ্যাস গড়ে তুলি। হয়তো এটাই হবে আমাদের অদেখা বিপদের প্রতিরক্ষা।
#নেককাজ #ভালোবাসা #মানবতা

ফোনে কথা বলার খরচ বেড়েছে বহুগুণ, অনেকেই বলছেন – অটো ভাড়া দিয়ে গিয়ে কথা বলাই এখন সস্তা!
04/08/2025

ফোনে কথা বলার খরচ বেড়েছে বহুগুণ, অনেকেই বলছেন – অটো ভাড়া দিয়ে গিয়ে কথা বলাই এখন সস্তা!

01/08/2025

কিসের আন্দোলন জানে না, তবুও এসেছে আন্দোলনে।
পতাকা মাথায়, চেতনা ভেজা!

01/08/2025

🛑ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সং'ঘ'র্ষে নি'হ'ত ৬, বাসে আ'গু'ন

ময়মনসিংহের ফুলপুরে বাস-মাহিন্দ্রা মুখোমুখি সং'ঘ'র্ষে ৬ জন নি'হত হয়েছে। এ ঘটনায় আ'হ'ত হয়েছেন আরো অন্তত ৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২০ জুন) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফুলপুর ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা ইন্দিরাপাড় বাঁশবাড়ি এলাকায় হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলীবাংলা পরিবহনের যাত্রিবাহী বাসের সাথে একটি মাহিন্দ্রার সাথে মুখোমুখি সং'ঘ'র্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা'রা যায় ৫ জন। ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বাসে আ'গুন ধরিয়ে দেয়।

বিস্তারিত পরবর্তী পোস্টে!!দৈনন্দিন খবরাখবর ও বিনোদন পেতে ফলো করুন -  - Rhythm & Reality
01/08/2025

বিস্তারিত পরবর্তী পোস্টে!!

দৈনন্দিন খবরাখবর ও বিনোদন পেতে ফলো করুন - - Rhythm & Reality

পলক বলেন - ডিম নাকি আগে থেকেই দেওয়া থাকে!(Fun Post)
01/08/2025

পলক বলেন - ডিম নাকি আগে থেকেই দেওয়া থাকে!
(Fun Post)

31/07/2025

🛑 ধানমন্ডিতে গাছ উপড়ে সিএনজি ও অটোরিকশার উপর পড়ে – আহত ৩ জন
📍 স্থান: ধানমন্ডি, ঢাকা
🕒 সময়: আজ দুপুর

আজ দুপুরে ঢাকার ধানমন্ডি এলাকায় একটি পুরাতন ও বিশাল আকৃতির গাছ হঠাৎ করে উপড়ে পড়ে একটি সিএনজি ও একটি অটোরিকশার উপর। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হন, যাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, গাছটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। রাস্তার নিচে ড্রেন নির্মাণের সময় শিকড় কেটে ফেলার ফলে গাছটির ভিত্তি দুর্বল হয়ে পড়ে। আজকের ঝোড়ো বাতাসে ভারসাম্য হারিয়ে গাছটি উপড়ে পড়ে যানবাহনের উপর।

ঢাকার অনেক রাস্তার পাশেই এ ধরনের পুরাতন গাছ রয়েছে, যেগুলোর শিকড় কাটা বা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো এখন দুর্ঘটনার ঝুঁকিতে। এ ধরনের ঘটনা যে কোনো সময় আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Revenge of Nature বা প্রকৃতির প্রতিশোধ !ঢাকা বাংলাদেশের ব্যস্ততম একটি শহর, যেখানে প্রায় ২ কোটি ৪৭ লাখ (আনুমানিক) মানুষে...
31/07/2025

Revenge of Nature বা প্রকৃতির প্রতিশোধ !

ঢাকা বাংলাদেশের ব্যস্ততম একটি শহর, যেখানে প্রায় ২ কোটি ৪৭ লাখ (আনুমানিক) মানুষের বসবাস। এই শহরের কিছুসংখ্যক রাস্তার পাশে রয়েছে বিশাল আকৃতির বিভিন্ন পুরাতন গাছ, যার এক পাশে ফুইপাথ ও একপাশে রাস্তা এবং এই রাস্তার নিচেই ড্রেন বা নালার লাইন যার ফলে গাছের শিকড় ও মাটি সরিয়ে এই ড্রেন লাইন তৈরি করা হয়। এর ফলে গাছের গোড়া দুর্বল হয়ে পড়ে এবং এ সকল রাস্তা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ ও যেকোনো সময় রাস্তায় চলাচলকারী যানবাহন ও মানুষের উপর গাছ উপরে পড়তে পারে।
ঠিক এমন একটি ঘটনাই ঘটেছে ঢাকার ধানমন্ডিতে একটি বয়স্ক গাছ যা হঠাৎ ভেঙে পড়ে একটি সিএনজির ও অটোরিক্সার উপর।
ঘটনা সূত্রে জানা যায় ৩ জন আহত।

বিস্তারিত পরবর্তী পোস্টে জানানো হবে।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rhythm & Reality posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share