
04/09/2025
বিরিঞ্চি বাবার সভা বসিবে আগামীকাল!🔥 নিবারণদা, সত্যব্রত, পরমার্থ, নিতাইদা এক্কেবারে উশখুশ করতেছে! 🤼♂️ প্রফেসর ননী আছেন নিজের এক্সপেরিমেন্ট নিয়া, ওদিকে বুঁচকির মনেও কিছু প্রশ্ন জমিতেছে। ওই, বিরিঞ্চি বাবার সভায়, সব সমস্যার সমাধান হইবে। আগামীকাল। রাত্রি ৯টায়। 9pm Friday. 😅🍀💕 আপনাদের মজার ঠিকানায় ।