Mahafuj Media

Mahafuj Media page islamic speech content creator
[ এই পেজ শুধু ইসলামিক বক্তব্য পেতে Follow করুন ]

26/06/2025

গ্যাস ব্যবহারকারী এবং গ্যাস পরিবহনকারী সাবধানতা অবলম্বন করুন।

24/06/2025

ভারতের সবথেকে বৃহত্তম রাজ্যের নাম কি

19/06/2025

তোমার জন্য বৃষ্টির দিন ভালো নাকি রৌদ্র গরম ভালো

18/06/2025

আজকে কি তোমাদের এলাকায় বৃষ্টি ..?

10/06/2025

কোন নবীর মাছের পেটের মধ্যে ছিল

06/06/2025

07/06/2025
শনিবার ইদুজ্জোহা
উপলক্ষে সবাইকে ঈদ মোবারক

31/05/2025

তোমার হিন্দু বন্ধুকে কোরবানির মাংস দেওয়া যাবে কিনা ?

31/05/2025

কুরবানীর প্রথম কোন পশুর দিয়ে শুরু হয় ?

31/05/2025

কোরবানির বিধান মূলত কোন নবীর উপর নাযিল হয় ?

30/05/2025

কুরবানী ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি নির্দিষ্ট কিছু প্রাণী দ্বারা এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে আদায় করতে হয়।
কুরবানীর জন্য সঠিক প্রাণীসমূহ:
ইসলামী শরীয়ত অনুযায়ী শুধুমাত্র নিম্নলিখিত গৃহপালিত চতুষ্পদ জন্তু দ্বারা কুরবানী করা জায়েজ:
* উট
* গরু
* মহিষ
* ছাগল
* ভেড়া
* দুম্বা
এই ছয় প্রকার প্রাণী ছাড়া অন্য কোনো পশু, যেমন হরিণ, মুরগি, হাঁস ইত্যাদি দ্বারা কুরবানী করা জায়েজ নয়।
কুরবানীর পশুর বয়সসীমা:
কুরবানীর জন্য নির্দিষ্ট বয়সের পশু হওয়া জরুরি। এটি বিশুদ্ধ কুরবানীর অন্যতম শর্ত।
* উট: কমপক্ষে ৫ বছর পূর্ণ হতে হবে।
* গরু ও মহিষ: কমপক্ষে ২ বছর পূর্ণ হতে হবে।
* ছাগল: কমপক্ষে ১ বছর পূর্ণ হতে হবে।
* ভেড়া ও দুম্বা: কমপক্ষে ১ বছর পূর্ণ হতে হবে। তবে, যদি ভেড়া বা দুম্বা ৬ মাসের বেশি বয়সের হয় এবং দেখতে এক বছরের মতো হৃষ্টপুষ্ট ও মোটাতাজা মনে হয়, তাহলে তা দ্বারা কুরবানী করা জায়েজ। তবে ৬ মাসের কম হলে জায়েজ হবে না। (উল্লেখ্য, ছাগলের বয়স ১ বছরের কম হলে কোনো অবস্থাতেই কুরবানী জায়েজ হবে না।)
কুরবানীর পশুর ত্রুটিমুক্ততা:
কুরবানীর পশু বড় ধরনের দোষ-ত্রুটি থেকে মুক্ত হওয়া আবশ্যক। যে ত্রুটিগুলোর কারণে কুরবানী জায়েজ হয় না, সেগুলো হলো:
* স্পষ্ট খোঁড়া: যে পশুর খোঁড়ামি এত স্পষ্ট যে, সে স্বাভাবিকভাবে চলতে পারে না।
* স্পষ্ট অসুস্থ: যে পশুর অসুস্থতা এত স্পষ্ট যে, তার জীবনের আশঙ্কা থাকে বা রোগ গুরুতর।
* স্পষ্ট কানা: যে পশুর এক বা উভয় চোখ সম্পূর্ণ কানা বা দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।
* অত্যন্ত দুর্বল বা জীর্ণশীর্ণ: যে পশু এত দুর্বল যে, তার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে বা সে দাঁড়াতে বা হেঁটে কুরবানীর স্থান পর্যন্ত যেতে পারে না।
* শিং ভাঙ্গা বা শিংহীন: যদিও সম্পূর্ণ শিং ভাঙ্গা বা শিংহীন পশু দ্বারা কুরবানী জায়েজ, তবে মুস্তাহাব হল নিখুঁত শিংওয়ালা পশু। তবে যদি শিং একেবারে গোড়া থেকে ভেঙে যায় এবং মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায়, তবে সেই পশু দ্বারা কুরবানী জায়েজ হবে না।
* কান কাটা বা লেজ কাটা: যে পশুর কানের বা লেজের এক-তৃতীয়াংশ বা তার বেশি অংশ কাটা, সে পশু দ্বারা কুরবানী জায়েজ নয়।
একটি পশুতে কয়জন শরিক হতে পারে:
* ছাগল, ভেড়া, দুম্বা: এই তিনটি প্রাণী দ্বারা শুধুমাত্র একজন ব্যক্তি কুরবানী দিতে পারে।
* উট, গরু, মহিষ: এই তিনটি প্রাণী দ্বারা সর্বোচ্চ ৭ জন ব্যক্তি শরিক হয়ে কুরবানী দিতে পারে। তবে অংশীদারি ১, ২, ৩, ৪, ৫, ৬ বা ৭ হতে পারে, অর্থাৎ ১ বা ৭ এর মধ্যে যেকোনো সংখ্যক শরিক হতে পারে।
সারসংক্ষেপ:
কুরবানীর জন্য উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা এই ছয় প্রকারের প্রাণী নির্দিষ্ট বয়সসীমা মেনে এবং বড় কোনো ত্রুটিমুক্ত অবস্থায় কুরবানী করা শরীয়তসম্মত। সবচেয়ে উত্তম হলো হৃষ্টপুষ্ট, সুস্থ এবং নিখুঁত পশু দ্বারা কুরবানী করা।

21/05/2025

লাখ টাকার কোরবানি দেওয়ার চেয়ে ১ টাকার পাওনা শোধ করা উত্তম

কোন সময়ে কত রাকাত নামাজ ,সঠিক নিয়ম
02/03/2025

কোন সময়ে কত রাকাত নামাজ ,সঠিক নিয়ম

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Mahafuj Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category