
26/07/2025
বাজিব পর আবারও বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন জিৎ এবং মিমি চক্রবর্তী, তবে চমক এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে এই ছবিতে আরও এক নতুন নায়িকাকে দেখতে চলেছেন দর্শকেরা, যাঁর বয়স বেশ কম। তবে তিনি কে? সেটা নিয়ে অবশ্য এর চেয়ে বেশি কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে ছবির নাম ‘লায়ন’। এত বছর পর জিৎ মিমি জুটিকে দেখতেও যে দর্শকদের মধ্যে উদ্দীপনা থাকবে তা বলাই বাহুল্য। সম্ভবত শেষবার বাজি ছবিতে দেখা গিয়েছিল এই জুটিকে। তবে শোনা যাচ্ছে মিমির পাশাপাশি এক নবাগত নায়িকাকে দেখা যাবে এই ছবিতে। ইতিমধ্যে নাকি নায়িকার অভিনয় শিক্ষার ট্রেনিং শুরু হয়ে গেছে। সম্ভবত একজন গ্রামের সাধারণ পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে, যদিও চরিত্রের নাম এখনও জানা যায়নি।
সূত্র:- আজকাল পত্রিকা