Bini Sutoy Bandha

Bini Sutoy Bandha "Playing dress-up begins at age five and never truly ends." —Kate Spade

30/01/2023

লেখা:

আমি অভিমানী নই,তবে প্রতিবাদী বলা যেতে পারে।
আমি রূপসী নই, তবে সাহসী বলা যেতে পারে।
আমি তেজশিল নই, তবে শান্ত বলা যেতে পারে।
আমি অতিবিদ্যান নই, তবে বুদ্ধিমতী বলা যেতে পারে।
আমি অষ্ঠরম্ভা নই, তবে সাংসারিক বলা যেতে পারে।

তবে কোন খামতি তে আমাদের সমাজ আপন করে লজ্জিত হয়?? বাবা মায়ের শিক্ষা র থেকে বড় কিছু হতে পারে? কেনো তাহলে তোমরা বলো আমরা চরিত্রহীন? সমাজে আমাদের কেনো এখনও স্থান পেছনের অঙ্কে রয়েছে? আজ ২০২৩ সাল কিন্তু তোমাদের সকলের মানসিকতা আজও আদিম যুগে আটকে। মরছে ধরে রয়েছে, লাল থেকে কালো হতে ধরেছে। মুখে অ্যাসিড ফেলে কি প্রমাণ করতে চাও তোমরা তাবড় তাবড় মানুষ। না তোমরা মানুষ হতে পারো না, কারণ মানুষ এর বিবেক বলে কিছু আছে যেটা তোমরা হারিয়ে ফেলেছো। ধিক্কার জানাই তোমাদের।।

" কেউ ব্যাক্তিগত ভাবে আঘাত হলে ক্ষমা চাইবো না বলবো, বিবেক কে জাগিয়ে তলো। এই লেখা টা তাদের জন্যে যারা আজও বিচার এর অপেক্ষায় একরাশ ভীড়ে দাড়িয়ে একটা আশার আলো স্বপ্ন বুনতে বাধ্য।🙏

23/01/2023

না তুমি শুধু করে যাও!
সকালে কোমরে কাজের তালিকার গিঠ বেধে যন্ত্রচালিত রোবট এর মতো " তুমি শুধু করা যাও"।

না না তোমার বিশ্রাম নেই,কই ওই তালিকায় তো বিশ্রাম বলে কোনো লেখা নেই। শুধু কাজের তালিকার সাথে যুক্ত" তুমি শুধু করে যাও"।
তুমি দু হাত জুড়ে মুঠো করে এগিয়ে দাও, তারা তোমার তৈরী পরিশ্রম কে নিজের ইচ্ছে মতো নিতে সক্ষম। কিন্তু সেই মুঠো খালি করে ফিরিয়ে দেবে তোমায় " ফাঁকা", শুধু ভেসে আসবে একটি কথা," তুমি শুধু করে যাও"।

তুমি শুধু করে যাও, দিন রাত। থামলেই তুমি হয়ে উঠবে অকেজো , জং ধরা আবর্জনা।✍️✍️

23/01/2023

পরিশ্রম কিন্তু কোনো দাড়িপাল্লা তে মাপার বস্তু নয়। কোনো মেলায় কিনতে পাওয়া পণ্য নয়। হ্যাঁ পরিশ্রম এর রো এক রকম এর স্বাদ আছে। যারা দিনরাত শারীরিক ও মানসিক ভাবে অকথ্য পরিশ্রম করে চলেছে তারাই জানে প্রকৃত পক্ষে পরিশ্রম এর স্বাদ। তপ্ত গরমে বা কনকনে ঠান্ডায় যারা দিনরাত নিজের রক্ত কে জল করে চলছে শুধু নিজের আর পরিবার এর বর্তমান আর ভবিষৎ এর সুখের সিড়ি জোগাতে। এক ফোঁটা দু ফোঁটা বা দর দর করে মাথা গা বেয়ে যে লবণাক্ত জলের বিন্দু মাটি তে পরে ,কিন্তু মেরুদন্ড তখন ও বেকিয়ে কাজ এ মাথা গুঁজে। হ্যাঁ এই হলো পরিশ্রম এর আসল বিশ্লেষণ। তাই পরিশ্রমের এর আর নতুন কোনো সংজ্ঞা হতে পারেনা । সবাই নিজের মতো ভাবে কষ্ট করে। তাই বলা মুশকিল কার পরিশ্রম ভিড়ে সবার প্রথমে আর কার সবার শেষে। ✍️

23/01/2023

✍️

23/01/2023

সকল কে জানাই আন্তরিক ভালোবাসা। এই পেজ এ আমরা কিছু ভালো লেখা পোষ্ট করবো। যারা লিখিতে কম বেশী ভালো বাশেন।

বাংলা কে আরো এগিয়ে নিয়ে যাবো।🙏

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bini Sutoy Bandha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share