30/01/2023
লেখা:
আমি অভিমানী নই,তবে প্রতিবাদী বলা যেতে পারে।
আমি রূপসী নই, তবে সাহসী বলা যেতে পারে।
আমি তেজশিল নই, তবে শান্ত বলা যেতে পারে।
আমি অতিবিদ্যান নই, তবে বুদ্ধিমতী বলা যেতে পারে।
আমি অষ্ঠরম্ভা নই, তবে সাংসারিক বলা যেতে পারে।
তবে কোন খামতি তে আমাদের সমাজ আপন করে লজ্জিত হয়?? বাবা মায়ের শিক্ষা র থেকে বড় কিছু হতে পারে? কেনো তাহলে তোমরা বলো আমরা চরিত্রহীন? সমাজে আমাদের কেনো এখনও স্থান পেছনের অঙ্কে রয়েছে? আজ ২০২৩ সাল কিন্তু তোমাদের সকলের মানসিকতা আজও আদিম যুগে আটকে। মরছে ধরে রয়েছে, লাল থেকে কালো হতে ধরেছে। মুখে অ্যাসিড ফেলে কি প্রমাণ করতে চাও তোমরা তাবড় তাবড় মানুষ। না তোমরা মানুষ হতে পারো না, কারণ মানুষ এর বিবেক বলে কিছু আছে যেটা তোমরা হারিয়ে ফেলেছো। ধিক্কার জানাই তোমাদের।।
" কেউ ব্যাক্তিগত ভাবে আঘাত হলে ক্ষমা চাইবো না বলবো, বিবেক কে জাগিয়ে তলো। এই লেখা টা তাদের জন্যে যারা আজও বিচার এর অপেক্ষায় একরাশ ভীড়ে দাড়িয়ে একটা আশার আলো স্বপ্ন বুনতে বাধ্য।🙏