Maidan Update

Maidan Update Maidan update is a sports web portal cm digital channel
(2)

24/06/2025

কলকাতা ফুটবল লিগে সেকেন্ড ডিভিশনে রার্নাস হয়ে এই বছর লিগে প্রথম ডিভিশনে জায়গা করে নিয়েছে বিধাননগর মিউনিসিপা.....

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি বেন ডাকেটের, টেস্ট জয়ের পথে এগিয়ে ইংল্যান্ড। ইংল্যান্ডের স্কোর ২১৩ রানে ২ উইকেট। ...
24/06/2025

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি বেন ডাকেটের, টেস্ট জয়ের পথে এগিয়ে ইংল্যান্ড। ইংল্যান্ডের স্কোর ২১৩ রানে ২ উইকেট। জয়ের জন্য দরকার আর ১৫৮ রান।

কলকাতা ফুটবল লিগে সেকেন্ড ডিভিশনে রার্নাস হয়ে এই বছর লিগে প্রথম ডিভিশনে জায়গা করে নিয়েছে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস...
24/06/2025

কলকাতা ফুটবল লিগে সেকেন্ড ডিভিশনে রার্নাস হয়ে এই বছর লিগে প্রথম ডিভিশনে জায়গা করে নিয়েছে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমি। এই বছর তাদের লক্ষ্য ফার্স্ট ডিভিশনের চ্যাম্পিয়ন হয়ে পরের বছর প্রিমিয়ার ডিভিশনে জায়গা করে নেওয়া। আর সেই লক্ষ্য নিয়ে কোচ সুকান্ত বোসের নেতৃত্বে চলছে সল্টলেকের বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠে অনুশীলন। তাদের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্বে রয়েছেন প্রাক্তন ফুটবলার বাসুদেব মণ্ডল। একদল বাঙালি তরুণ ফুটবলারদের পাশাপাশি, দলে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ বিভিন্ন বড় ক্লাবের যুব লিগে খেলা ফুটবলাররা।

Indian Football Association - IFA

23/06/2025

এবার কলকাতা লিগে আইএফএর ম্যাসকট গোপাল ভাঁড়। সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন হল এই ম্যাসকটের। পাশাপাশি সন্তোষ ট্রফিতে এই বছরও সঞ্জয় সেনকে কোচ রাখার প্রস্তাব দিলেন ক্রীড়ামন্ত্রী।

Indian Football Association - IFA

23/06/2025

ক্যানিং এর কৃষক পরিবার থেকে উঠে এসে আজ কালীঘাট স্পোর্টস লাভার্সের অধিনায়ক, নাজবুলের স্বপ্ন ভারতীয় দলের জার্সি পরে খেলা।।

Indian Football Association - IFA

এবার কলকাতা লিগে আইএফএর ম্যাসকট গোপাল ভাঁড়। সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন হল এই ম্যাসকটের। পাশাপাশি উল্লেখ্য এই বছর কলকাতা ...
23/06/2025

এবার কলকাতা লিগে আইএফএর ম্যাসকট গোপাল ভাঁড়। সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন হল এই ম্যাসকটের। পাশাপাশি উল্লেখ্য এই বছর কলকাতা লিগে বিশেষ সম্মান জানিয়ে পিকে ব্যানার্জীকে উৎসর্গ করা হচ্ছে এই লিগ। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, সন্তোষ ট্রফি জয়ী কোচ সঞ্জয় সেন, সহ বহু প্রাক্তন ফুটবলার এবং আইএফএর কর্মকর্তারা।।

Indian Football Association - IFA

23/06/2025

কলকাতা লিগের আগে প্রস্তুতি ম্যাচে ১-১ গোলে ক্যালকাটা কাস্টমসের সঙ্গে ড্র করল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন।

Music:Drifting Through Stars
Musician:VN Video Editor

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নয়া নজির ঋষভ পন্থের।প্রথম ভারতীয় উইকেট কিপার-ব্যাটার হিসাবে এক টেস্ট ম্যাচের দুই ইনিংসেই শত...
23/06/2025

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নয়া নজির ঋষভ পন্থের।
প্রথম ভারতীয় উইকেট কিপার-ব্যাটার হিসাবে এক টেস্ট ম্যাচের দুই ইনিংসেই শতরান করার রেকর্ড গড়লেন পন্থ।


কলকাতা লিগের আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি কালীঘাট স্পোর্টস লাভার্স ও ক্যালকাটা কাস্টমস।১-১ গোলে ক্যালকাটা কাস্টমসের সঙ্...
23/06/2025

কলকাতা লিগের আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি কালীঘাট স্পোর্টস লাভার্স ও ক্যালকাটা কাস্টমস।১-১ গোলে ক্যালকাটা কাস্টমসের সঙ্গে ড্র করল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। দেখুন কিছু মুহূর্ত। ।

Indian Football Association - IFA

23/06/2025

কলকাতা লিগের আগে প্রস্তুতি ম্যাচে ১-১ গোলে ক্যালকাটা কাস্টমসের সঙ্গে ড্র করল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসি.....

কলকাতা লিগের আগে প্রস্তুতি ম্যাচে ১-১ গোলে ক্যালকাটা কাস্টমসের সঙ্গে ড্র করল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। এদি...
23/06/2025

কলকাতা লিগের আগে প্রস্তুতি ম্যাচে ১-১ গোলে ক্যালকাটা কাস্টমসের সঙ্গে ড্র করল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। এদিন ক্যালকাটা কাস্টমসের হয়ে গোল করে বিপ্লব ও কালীঘাট স্পোর্টস লাভার্সের হয়ে গোল করে সাগর।।

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন ও সাই কমপ্লেক্স, সল্টলেক, কলকাতাতে অনুষ্ঠিত ৭৩ তম ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্...
22/06/2025

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন ও সাই কমপ্লেক্স, সল্টলেক, কলকাতাতে অনুষ্ঠিত ৭৩ তম ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল ক্লাব I

জুনিয়র বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাপ্ত পয়েন্ট - ১৫৯, দ্বিতীয় মোহনবাগান এসি'র প্রাপ্ত পয়েন্ট - ১১০

সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাপ্ত পয়েন্ট - ৫৩০, দ্বিতীয় মোহনবাগান এসি'র প্রাপ্ত পয়েন্ট - ৩০০

সর্বমোট (জুনিয়র ও সিনিয়র) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাপ্ত পয়েন্ট - ৬৮৯, দ্বিতীয় মোহনবাগান এসি'র প্রাপ্ত পয়েন্ট - ৪১০

একনজরে বিভাগ অনুযায়ী ইস্টবেঙ্গল ক্লাব -

বালক অনূর্ধ্ব ১৮ - চ্যাম্পিয়ন
মেনস অনূর্ধ্ব ২০ - চ্যাম্পিয়ন
মেনস অনূর্ধ্ব ২৩ - চ্যাম্পিয়ন
মেনস বিভাগ চ্যাম্পিয়ন

বালিকা অনূর্ধ্ব ১৪ - রানার্স
বালিকা অনূর্ধ্ব ১৮ - চ্যাম্পিয়ন
গার্লস অনূর্ধ্ব ২০ - চ্যাম্পিয়ন
গার্লস অনূর্ধ্ব ২৩ - চ্যাম্পিয়ন
গার্লস রানার্স

Address

Baguiati
Kolkata
700157

Alerts

Be the first to know and let us send you an email when Maidan Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maidan Update:

Share