Galper Sangsar

Galper Sangsar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Galper Sangsar, Music production studio, Mahul Studio, 1/37, Colony, Graham's Land, Shantigarh, India, KOLKATA.

শুভ নববর্ষের শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সক্কলে খুব ভালো থাকুন 🙏
14/04/2024

শুভ নববর্ষের শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। সক্কলে খুব ভালো থাকুন 🙏

বখতিয়ার খলজীর কাছে রাজা লক্ষ্মণ সেন যেদিন হেরে গেলেন, সেদিন থেকে বাংলায় একটা ভালোরকম ওলটপালট ঘটে গেল, না না। স্বাধীন হিন...
13/04/2024

বখতিয়ার খলজীর কাছে রাজা লক্ষ্মণ সেন যেদিন হেরে গেলেন, সেদিন থেকে বাংলায় একটা ভালোরকম ওলটপালট ঘটে গেল, না না। স্বাধীন হিন্দু রাজত্ব ধ্বসে পড়ার কথা বলছি না। সে ব্যাপারটা তো আছেই। সেই সঙ্গে সমাজে আরও একটা মারাত্মক বদল দেখা দিল। সেই বদলটা কতটা মঙ্গলের জন্যে হয়েছিল, বলতে পারি না; তবে মঙ্গল কাব্যটা কিন্তু তার ওপর ভিত্তি করেই লেখা হয়েছিল। সেই বদলের রেশ এসে পড়েছিল প্রাচীন কলকাতাতেও। কী হল এরপর? বাকিটা পাবেন কমেন্ট বক্সের লিঙ্কে।

মজা করে কথাটা অনেকেই বলেছিলেন বটে, তবে এবার নৃবিজ্ঞানীরা সেটা প্রমাণও করে দেখিয়েছেন। দেশের অন্যান্য জাতির সঙ্গে বাঙালিদে...
30/03/2024

মজা করে কথাটা অনেকেই বলেছিলেন বটে, তবে এবার নৃবিজ্ঞানীরা সেটা প্রমাণও করে দেখিয়েছেন। দেশের অন্যান্য জাতির সঙ্গে বাঙালিদের একটা মস্ত তফাৎ রয়েছে। কী সেই তফাৎ, জানেন? আসুন, মাটিচাপা প্রমাণ উদ্ধার করে ইতিহাস কী বলছে, শোনা যাক। কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া রইল।

আর কোনও WRONG নয়, জীবনে এবার রং আসুক...
25/03/2024

আর কোনও WRONG নয়, জীবনে এবার রং আসুক...

আইআইটি খড়গপুরের বাঙালি গবেষকরা জানিয়ে দিয়েছেন যে, ভারতের সভ্যতা মোটেই পাঁচ হাজার বছরের নয়, অন্তত ৮ থেকে ৯ হাজার বছরের পু...
23/03/2024

আইআইটি খড়গপুরের বাঙালি গবেষকরা জানিয়ে দিয়েছেন যে, ভারতের সভ্যতা মোটেই পাঁচ হাজার বছরের নয়, অন্তত ৮ থেকে ৯ হাজার বছরের পুরনো। তবে সে সভ্যতাই যে সিন্ধু সভ্যতা ছিল, এমন কথা অবশ্য দিয়ে বলা হচ্ছে না। সেই অজানা সভ্যতার কথা শুনুন কমেন্ট বক্সের লিঙ্কে...

ভূত দেখবেন? জঙ্গলের মধ্যে একটা সাজানো গোছানো বাড়ি। কোনো জনমানুষ দেখা যাচ্ছে না, কিন্তু মানুষের বসবাসের চিহ্ন স্পষ্ট। এ ...
22/03/2024

ভূত দেখবেন?

জঙ্গলের মধ্যে একটা সাজানো গোছানো বাড়ি। কোনো জনমানুষ দেখা যাচ্ছে না, কিন্তু মানুষের বসবাসের চিহ্ন স্পষ্ট। এ কেমন করে হয়? সুকোমল আর বিপিন কী দেখেছিল সেই বাড়িতে? আর ওই আওয়াজটাই বা কার! বিপিনের পা টলছে…মাথা টলছে…শূন্যে হাত বাড়িয়ে কী যেন ধরতে চেষ্টা করল সে…আর তারপর…তারপরে তার আর কিচ্ছু মনে নেই! হেমেন্দ্র কুমার রায়ের লেখা শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দেওয়া এক গল্প রইল কমেন্ট বক্সের লিঙ্কে

রবীন্দ্রনাথ আলাপ করতে চাইলেন বনফুলের সঙ্গে। বনফুল সটান বলে দিলেন, বিনা নিমন্ত্রণে কোথাও যান না তিনি। সেই বনফুল, রেগে গেল...
19/03/2024

রবীন্দ্রনাথ আলাপ করতে চাইলেন বনফুলের সঙ্গে। বনফুল সটান বলে দিলেন, বিনা নিমন্ত্রণে কোথাও যান না তিনি। সেই বনফুল, রেগে গেলে যিনি কাপ-প্লেট ছুড়ে ফেলেন, সেই মানুষটি যখন রবীন্দ্রনাথের সামনে গিয়ে দাঁড়ালেন, তখন এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। এমন অদ্ভুত এক সম্পর্কের কথা এর আগে আর কেউ জানতেন না! কী হল সেখানে? বাকিটা পাবেন comment box-এর Link'এ

এমন মানুষ আর একটিও নেই--বাজিযদিও বাংলা বাজারে তখন বিপুল চাহিদা। দরজায় প্রকাশকদের দীর্ঘ লাইন। কারণ সে সময় এমন বই বাংলায় আ...
12/03/2024

এমন মানুষ আর একটিও নেই--বাজি

যদিও বাংলা বাজারে তখন বিপুল চাহিদা। দরজায় প্রকাশকদের দীর্ঘ লাইন। কারণ সে সময় এমন বই বাংলায় আর বিশেষ নেই। কিন্তু না। রাজশেখর তাঁর পাণ্ডুলিপিতে বড় বড় করে লিখেই দিলেন যে, এই বইটি বিক্রির জন্য নয়।
কেন নয়? এর উত্তর খুঁজতে গিয়েই এক অন্য রাজশেখরকে দেখতে পাব আমরা। সেই রাজশেখরের শান্ত নির্বিকার মুখখানা চিতার আগুনের পাশে যেন উজ্জ্বল হয়ে উঠেছে। তাঁর জামাই অমরনাথ আর একমাত্র মেয়ে প্রতিমার মৃত্যু হয়েছে একই দিনে। অমরনাথ হয় ক্যানসারে, কিংবা যক্ষ্মায় মারা গেছেন। আর সেই আঘাত সইতে না পেরে কয়েক ঘণ্টার মধ্যেই চলে গেলেন তাঁর স্ত্রী–রাজশেখর বসুর একমাত্র সন্তান, যাকে তিনি নিজের চেয়েও বেশি ভালোবাসতেন... আর তারপর? পাবেন কমেন্ট বক্সের Link এ

Link রইল কমেন্ট বক্সে ছোট্ট গ্রামটায় একের পর এক বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে। আশপাশে ঘন জঙ্গল আর পাহাড়। বাচ্চাগুলো যে কোথায় ...
08/03/2024

Link রইল কমেন্ট বক্সে

ছোট্ট গ্রামটায় একের পর এক বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে। আশপাশে ঘন জঙ্গল আর পাহাড়। বাচ্চাগুলো যে কোথায় যাচ্ছে, তার কোনও খোঁজ নেই। সরল ভীতু সেই গ্রামে কখনও পুলিশ আসে না। তিন বাঙালি বন্ধু সেখানে বেড়াতে এসে তাদের ভয় আর অসহায়তার সঙ্গে জড়িয়ে গেল। আর তারপর যা দেখে ফেলল তারা, নিজের চোখকেও বিশ্বাস করতে পারল না--এও সম্ভব! ভয়ে আতঙ্কে এক পা-ও নড়তে পারল না তারা। তিন বন্ধু ঠিক কী দেখল? আসুন, শোনা যাক সেই গল্প।

কথায় দূরত্ব থাককাজে নয়...
08/03/2024

কথায় দূরত্ব থাক
কাজে নয়...

লীলা মজুমদার, যিনি এতখানি সহজ, সরল, ছোটদের মনের কত কাছাকাছি বাস করেন যে মানুষটি...সেই তাঁরই কিনা এতখানি অভিমান! নিজের সব...
05/03/2024

লীলা মজুমদার, যিনি এতখানি সহজ, সরল, ছোটদের মনের কত কাছাকাছি বাস করেন যে মানুষটি...সেই তাঁরই কিনা এতখানি অভিমান! নিজের সবচেয়ে কাছের মানুষের থেকে চিরকালের মতো দূরে চলে গেলেন তিনি! কে সেই মানুষ? কেন সরে গেলেন লীলা? সব জানতে পারবেন কমেন্ট বক্সে দেওয়া Link-এই

Link রইল কমেন্ট বক্সেজীবনানন্দ সত্যিই কোনো প্রতিভা কিনা, সে ব্যাপারে তাঁর নিজের ঘরেই যে কতটা সন্দেহ ছিল, সে কথা যদি জানত...
27/02/2024

Link রইল কমেন্ট বক্সে

জীবনানন্দ সত্যিই কোনো প্রতিভা কিনা, সে ব্যাপারে তাঁর নিজের ঘরেই যে কতটা সন্দেহ ছিল, সে কথা যদি জানতেন! মানুষটি নিজেও সে সব বুঝতেন। তাই হয়তো নিজেকে সবকিছু থেকে ক্রমশ গুটিয়ে ফেলেছেন। একা থেকে আরো একা হয়ে গেছেন! কিন্তু কেন? যিনি সম্রাট হতে পারতেন, তিনি এমন সর্বহারার মতো চলে গেলেন কেন? শুরুর ধাক্কাটা ঠিক কে দিলেন? রবীন্দ্রনাথ? নাকি লাবণ্যপ্রভা?
আসুন, অনাদরের সেই কাহিনিটাই আপনাকে শোনাই আজ।

Address

Mahul Studio, 1/37, Colony, Graham's Land, Shantigarh, India
Kolkata
700040

Alerts

Be the first to know and let us send you an email when Galper Sangsar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Galper Sangsar:

Share