08/07/2025
বিজেপির নবনির্বাচিত সভাপতি সমীক ভট্টাচার্য বলছে জ্যতি বসু নাকি পার্টি লাইনের বাইরে গিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য তৈরিতে শ্যামা প্রসাদের সাথে সহমত পোষন করে ভোট দিয়েছিলেন । সমীক বাবু ঐ সময় পরিস্থিতির উপর বাংলার সমস্ত বুদ্ধিজীবী,রাজনৈতিক দল পশ্চিমবঙ্গ রাজ্যের পক্ষে মত দিয়েছিল। লোভী, খমতা লিপ্সু, বৃটিশের চাটুকার শ্যামা প্রসাদ বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার লালসায় বাংলা ভাগের পক্ষে - বিপক্ষে উভয় দিকেই ছিলেন। বিজেপি দল বাংলা ভাগের জন্য চিরদিন সিপিআইএম কেও দায়ী করে এসেছে। সেই ক্ষমতা লোভী, তৃণমূলের চোর জোচ্চোর , দূর্নীতি বাজদের নিয়ে মোদী-মমতা সেটিং করেচলা বিজেপির বর্তমান সভাপতি এখন বামভোট পাওয়ার লোভে জ্যোতি বসুর প্রশংসা করছেন। ময়লা যায় না ধূলে - স্বভাব যায় না মলে। ক্ষমতায় পৌছনোর জন্য আর এস এস ও বিজেপি করতে পারেনা এমন ঘটনা নেই। এজন্যই জ্যোতি বসু এদেরকে অসভ্য বর্ববরদের দল বলতো। সত্যিই কমিউনিস্টদের দূরদর্ষিতা আছে। এলেম - আছে - এলেম। জন্মদিবসে শ্রদ্ধা জানাই।