kuhu O Keka

kuhu O Keka উপন্যাস ছেড়ে দিলেই যদি ছাড় পাওয়া যেত তবে
" উপন্যাসের " শেষ পাতায় সবাই সুখ খুঁজে পেত!

25/05/2025

একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।

আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে পাবে না। একটা আক্ষেপ জন্ম নিবে তোমার ভিতরে।

রাত গভীর হলে আমার ফেইসবুক ওয়াল ঘুরতে মন চাইবে। হয়তো সব বাঁধা ভেঙ্গে, মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে। হাসবে। রাগ করবে। কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না। এর চেয়ে আর বড় কি কষ্ট থাকতে পারে?

কোন এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙ্গে ফোন চেক করে দেখবে আমার কোন টেক্সট আছে কি না। আমাকে না পেয়ে তোমার যেই দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল। আমি তো কোন অন্যায় করি নি।

এখন যার সাথে আছ তাকে নিয়ে যতই সুখে থাক, যতই ভাল থাক আমি জানি আমাকে তোমার মনে পড়বেই। কারন আমি তোমাকে ঠকাই নি। তার সাথে কাটানো প্রতিটি সুখময় মুহুর্তে আমি থাকবো তোমার মস্তিষ্কের একটা কোনায়। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে?

আমাকে কষ্ট দেয়ার প্রতিটি পাপ তোমাকে ঘিরে ধরবে। একদিন তুমিও অসুখী হবে। একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাবে। কিন্তু চোখের পানি আর আসবে না।

এক শীতে সমুদ্র স্নান করতে যাবে। সাথে প্রিয় মানুষটা থাকবে। অথচ সেখানে আমার থাকার কথা ছিল।

এক জোৎস্নার রাতে আকাশ দেখে তোমার চোখের কোনায় পানি জমবে। এত সুন্দর রুপালি জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে আর কষ্ট তোমাকে জাপ্টে ধরবে না তা হবে না।

একদিন আমাকে দেখার জন্য আকুল হবে। রাস্তায় খুঁজবে। পাবে না। সেদিন আঘাত লাগবে। সেদিন বুঝবে কি অন্যায় করেছ। একদিন বুঝবে ভাল একটা সম্পর্ক শেষ করে কেউ ভাল থাকে না। একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায়। সেদিন চাইলেও আর নিজেকে ভাল রাখতে পারবে না।

একদিন আমিও সুখী হব। কিন্তু সেই আমি আর তোমার মাঝে সুখ খুঁজব না। তোমার দেয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে। কিন্তু আমি আর তোমাকে

মনে করবো না!

25/05/2025

যে সব বাবা মায়েরা চান তাদের সন্তানেরা চিকিৎসক হোক তাদের বাস্তব পরিস্থিতিটা জানা দরকার। ডাক্তারিটা একটা পেশা, রোজগার করে সংসার চালাতে হবে। দুই প্রজন্মের দুজনের লেখা শেয়ার করলাম।

অবস্হা খুব খুব খারাপ , বললেন ডাঃ সমুদ্র গুপ্তু।এতটাই খারাপ যে বেকার ডাক্তার রা নিজেদের সংগঠন ও তৈরি করেছেন।এম বি বি এস কে আমাদের সময় আজ থেকে 20 কিম্বা 25 বছর আগে ব্যঙ্গ করে বলা হতো "মা বাবার বেকার সন্তান"! এতদিনে তা বাস্তব। এম বি বি এস ছাড়ুন এম ডি এমন কি ডি এম করেও ঘুরে বেড়াচ্ছে , ফোন করছে স্যার আপনার চেম্বারে জুনিয়র ডাক্তার লাগবে স্যার?? ডাক্তারি চ্যান্স পেয়ে গেল মানে লাইফ জিঙ্গালালা এরকম আর এখন একদম ই নেই।নতুন পাশ করা চিকিৎসকদের কাছে ডাক্তারি পেশা এখন অর্থনৈতিক এবং বাকি সমস্ত দিক থেকেই অন্তত কঠিন।

ডাঃ সৈকত কুণ্ডুর লিখলেন;
এটা হওয়ারই ছিল। যেখানে কিছু বছর আগেও হাউস্টাফ্শিপ এর জন্য ডেকে ডেকেও ডাক্তার পাওয়া যেত না, সেখানে এখন 27 টা সিট এর জন্য 431 টা আবেদন। ডিমান্ড এর থেকে সাপ্লাই যখন অনেক বেশি হয়ে যায়, স্বাভাবিক ভাবেই এরকম ছবি দেখতে পাওয়া যায় তখন। মাত্র 4-5 বছরে কি আমূল পরিবর্তন হয়ে গেছে ডাক্তারি ফিল্ডে। সরকারি রিক্রুটমেন্ট(GDMO) বন্ধ 4 বছর। বছর বছর নতুন নতুন মেডিকেল কলেজ খুলছে, সিট বাড়ছে, এত সংখ্যক MBBS ডাক্তার বেরোচ্ছে অথচ কাজ এর জায়গা বাড়ছে না সেই অনুপাতে। ইঞ্জিনিয়ারীং এর মত ক্যাম্পাসিং এর কোন সুযোগ না থাকায়, MBBS পাশ করে কাজ এর জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে। সেখানেও আর এক জ্বালা। ছোটোখাটো নার্সিংহোম গুলোতে যে RMOship করবে সেখানেও দালালি ভোরে গেছে। "ক্যাচ" না থাকলে ডাক পাচ্ছে না। RMO recruitment এর মাথায় বসে আছে কোন এক দালাল। ঘটনাচক্রে সে আবার "ডাক্তার"। তার কাজ হল ফাঁকায় RMO দের ডেইলি ওয়েজ থেকে একটা সারটেইন অ্যামাউন্ট টাকা ঝাঁপা। শুনতে খারাপ লাগলেও এরা আমার চোখে দেখা সবচেয়ে নিকৃষ্ট প্রজাতির ডাক্তার। সে আবার টেনে টুনে ক্লাস টেন পাশ দু'চারজনকে পুষে রেখেছে যাদের কাজ হল সেই নার্সিংহোম থেকে যখন কেউ ছুটিতে থাকে তখন গ্যাটিজ দেওয়ার জন্য অন্য MBBS ডাক্তারকে এক দুদিনের জন্য ভাড়া করা। চক্রাকারে চলছে আর কি। ফলত নতুন পাশ করলেই যে কাজ পেয়ে যাবে সেই দিন অনেক আগেই ফুরিয়ে গেছে। "ক্যাচ" থাকলে হবে, নাহলে বাড়ি বসে ড্রপ দিয়ে NEET PG র জন্য পড়ো। এই হচ্ছে সিনারিও।
এইসবের পরেও খারাপ লাগে যখন দেখি বাবা-মা রা এখনও ছেলে-মেয়েকে ডাক্তারি পড়াবে বলে লাখ লাখ টাকা ঢালছে। নিজের শেষ সঞ্চয় দিয়ে নামি দামি ইন্সটিটিউটে ভর্তি করাচ্ছে। বহু মানুষের সাথে কথা বলে এটাই বুজেছি তাদের ধারণা একবার NEET লাগিয়ে দিলেই লাইফ সেট। স্টেশন এর সামনে দিয়ে যখন যাই, দেখি গার্ডিয়ানরা বসে আছে Aakash institute এর নিচে। কত আশা তাদের চোখে মুখে। আই উইশ তারা যদি জানতো এই গ্রাউন্ড রিয়েলিটি!

Dr Saikat Kundu

15/05/2025

পুরুষ হতে গেলে আকাশের মতো অসীম হতে হয়, বটবৃক্ষের মতো ছায়াময় হতে হয়, মনের মধ্যে সমুদ্রের গভীরতা রাখতে হয়, পাহাড়ের উচ্চতার মতো ধৈ'র্য ধরতে হয়;

নীলকন্ঠের মতো সব বি'ষ নিজের ভেতর ধারণ করতে হয়, চোখের জল বুকের ভেতর লুকিয়ে রাখতে হয়;

সখ - আহ্লাদ গুলোকে বাক্সবন্দী করে পরিবারের দ্বায়িত্ব পালন করতে হয়; নিজের হাজার স্বপ্ন বি'স'র্জ'ন দিয়ে ছোট ভাই-বোন কিংবা ছেলে-মেয়ের স্বপ্নদ্রষ্টা হতে হয়;

পুরুষ হতে গেলে কা'ন্না মিশিয়ে দিতে হয় বৃষ্টির জলে,
পুরুষ হতে গেলে সুখ বি'স'র্জ'ন দিতে হয় হাসি মুখে, পুরুষ হতে গেলে নিজেকে পরিনত করতে হয় নারিকেলে।

পুরুষ হচ্ছে গ্রীষ্মের কাঠ-ফাটা রোদ্দুরে নারীর বটবৃক্ষের ছায়া আর হাত পাখার শীতল হাওয়া, বর্ষায় মাথার উপর ছাতা, শরতে সাদা নীল রঙের মেলায় প্রকৃতি উপভো'গের অপার আনন্দ, হেমন্তের সকালে শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশা প্রকৃতিতে মেলায় ঘোরার সঙ্গী, শীতে গায়ের কাঁথা আর বসন্তে প্রেমের জোয়ারে ভাসানো ঢেউ;

পুরুষ তো সে, যে অন্ধকার রাস্তায় নারীর দিকে লা'ল'সা'র হাত না বাড়িয়ে, দ্বায়িত্বের হাত বাড়ায়,
পুরুষ তো সে, যে ভীর বাসে অচেনা নারীকে সিট ছেড়ে দিয়ে, আগলে রাখতে সিটের পাশে দাঁড়ায়, পুরুষ তো সে, যে বন্ধুটা হাজার বার সুযোগ পেয়েও বান্ধবীর অন্ধ বিশ্বাসের মূল্যায়ন করতে জানে, পুরুষ তো সে, যে সংসারে সুখ অবিচল রাখতে নিজেকে বি'লি'য়ে দেয়;

পুরুষ তো সে, যে সকল পরিস্থিতে পছন্দের নারীর হাতটা শ'ক্ত করে ধরে রাখে, পুরুষ তো সে, যে আসলে একটা মানুষ হয়েও মেশিনের মতো অবিরত চলে, পুরুষ তো সে, যে নিজের সকল ব্য'থা - বে'দ'না লুকিয়ে সবাইকে ভালো রাখার ব্রতী নিয়েছে;

পুরুষ হচ্ছে পথ হা'রানোর নারীর পথ দেখানো নাবিক
পুরুষ হচ্ছে নারীর জীবনের ভরা ডু'বি'তে জাদুকরী এক খেয়া, পুরুষ হচ্ছে নারীর সুন্দর সাবলীল দিন, পুরুষ হচ্ছে নারীর মানসিক সুখ - শান্তির ঠিকানা।

পুরুষ কুলে জন্ম নিলেই পুরুষ হওয়া যায় না, পুরুষ তো সে, যে নারীকে ভো'গে'র বস্তু কিংবা খেলনা মনে করে না, যে নারীকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখার চেষ্টা করে না, যে নারীকে সম্পত্তি মনে করে না;

পুরুষ হওয়া সহজ নয়, পুরুষ আসলে সে, যে নারীকে আগলে রাখতে জানে, যেকোনো পরিস্থিতিতে নারীকে সম্মান করতে জানে, যে নারীকে সম্পদ মনে করে।

"পুরুষ হওয়া সহজ নয়”

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when kuhu O Keka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share