
31/07/2025
🔴 Emergency Medical Fundraiser for Soumyadeep Roy Chowdhury 🔴
আমাদের খুব কাছের বন্ধু Soumyadeep Roy Chowdhury (বয়স ২৬) বর্তমানে Apollo Multispeciality Hospitals, Kolkata-তে ভর্তি। তাঁর লিভারে গুরুতর সমস্যা (Transaminitis) এবং রক্তে দুটি গুরুত্বপূর্ণ কণিকার ঘাটতি (Bicytopenia) ধরা পড়েছে। অবস্থা অত্যন্ত জটিল, তাই তাঁকে বর্তমানে ICU-তে রেখে চিকিৎসা চলছে।
ইতিমধ্যেই চিকিৎসার জন্য প্রায় ₹৩.৪২ লক্ষ টাকা খরচ হয়েছে এবং আগামী ১০ দিনের ICU চিকিৎসা সহ অন্যান্য খরচ মিলে আনুমানিক মোট খরচ দাঁড়াতে পারে ₹৮.৮২ লক্ষ টাকা।
এই মুহূর্তে পরিবারটির পক্ষে এই বিশাল পরিমাণ খরচ একা বহন করা খুব কঠিন হয়ে পড়েছে। আমরা, ওর বন্ধুদের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ করছি—
🙏 আপনার ছোট্ট সাহায্যটুকুও ওর জীবনের জন্য অনেক বড় ভরসা হয়ে উঠতে পারে।
⚫Bone Marrow রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি আসলে আমারা Attach করে দেবো
---
📌 Donation Details:
Account Holder Name: SHUBHAM GHOSH
Account Number: 42830100007960
IFSC Code: BARB0DAKSHI
Bank Name: BANK OF BARODA