22/07/2025
হ্যালো!!
আজকের টিফিন বক্স, বল বল কেমন লাগছে ??
চলো তাহলে রেসিপিটা শেয়ার করা যাক তোমাদের সঙ্গে....
আজ টিফিন বক্সে ছিল পরোটা এবং আলুর দম।
দেখতে পাচ্ছ ওটা সিদ্ধ ডিম , ওই অবস্থায় টিফিন বক্সে রাখা ছিল মাত্র। এটা কিন্তু ডিম কষা নয়। তাহলে এবার রান্নায় আসি.....
রান্নার ব্যাপারে আমি বেশি মাত্রায় খাটতে একেবারে নারাজ আর সেই জন্য ঘরে থাকা বিভিন্ন জিনিসগুলোর সঠিক ব্যবহার করলাম।
প্রথমেই ঝুড়ি থেকে পাঁচটা বড় বড় আলু ছুলে নিয়ে ফটাফট কেটে ডুবোন্ত তেলে বেশ খানিকক্ষণ ধরে ঢেকে ঢেকে ৭০% মত সিদ্ধ হয়ে গেল তাতে এড করলাম নুন এবং হলুদ ,তারপর আরও খানিকক্ষণ ভেজে নেওয়ার পর আলুগুলোকে তুলে একটা জায়গায় রেখে দিলাম, তারপর একটা চাটু গরম করে তার মধ্যে এক চামচ জিরে দু চামচ ধনে, চারটা শুকনো লঙ্কা, চারটে লবঙ্গ, একটা দারচিনি দিয়ে ভালো করে একটু শুকনো খোলায় ভেজে নিলাম, ব্যাস তারপর সেগুলো মিক্সিতে ঘুরিয়ে নিলাম, মসলাটা বার করে তারপর ওর মধ্যে দুটো টমেটো , চারটে কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি আদা ,পাঁচটা কাজু বাদাম নিয়ে আবারও একবার ঘুরিয়ে নিলাম, দ্বিতীয় মশলা রেডি করে ফেলেছি, এবার যে কড়াতে আলু গুলো ভেজেছিলাম সেই বাড়তি তেলে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ হলুদ ও এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে সেটাকে নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সেই যে কাজু টমেটো বাটাটা, এরপর খানিকক্ষণ নাড়িয়ে ওতে দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা তারপর খানিকক্ষণ ওটা কষে নিলাম। এরপর সেই ব্যবহার করা মীক্সির মধ্যে খানিকটা দই, (দু আড়াই চামচ) আর দুই চামচ চিনি দিয়ে ওটা কে একবার ঘুরে এলাম। তাহলে জলের সঙ্গে দই চিনি এগুলো খুব ভালো করে গুলে গেল এবার ওই জলটা ওই কষানো মশলার মধ্যে দিয়ে নেড়ে তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর যখন আলুগুলো ১০০% সেদ্ধ হয়ে গেল তখন গ্যাস অফ করে তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ও ঘি। চার-৫ মিনিট রাখার পর পাত্রে নামিয়ে রাখলাম।
এরপরে আসি পরোটার পালায়,পরোটাটা বানানোর জন্য ময়দার সাথে অল্প নুন ,অল্প চিনি ও দুই চামচ দই মেখে এই পাঁচ মিনিট মত রেখে দিয়েছি, তারপর লেচি করে যেমন নরমাল পরোটা করে তেমন করে করে নিলাম ।
এবার ছেলে বলল ভেজ নেব না তাই একটা ডিম সেদ্ধ করে টিফিন বক্সের পাশে দিয়ে দিয়েছি।
বল বল তোমাদের কেমন লাগলো !!
#ফুড