Tollywood Talkies

Tollywood Talkies Tollywood Talkies (t2) The Most Popular Film Production & Media House of Tollywood Industry. https://en.wikipedia.org/wiki/Tollywood_Talkies
(511)

27/11/2025

ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে অভিনেত্রী পূজা ও ঋদ্ধিবান বিয়ের পিঁড়িতে!!

জট কেটেছে !!আগামীকাল বড়পর্দায় মুক্তি পাবে- দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস।নতুন করে পোস্টার ছাপিয়ে রিলিজ ডেট জানানোর বাজে...
20/11/2025

জট কেটেছে !!
আগামীকাল বড়পর্দায় মুক্তি পাবে- দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস।

নতুন করে পোস্টার ছাপিয়ে রিলিজ ডেট জানানোর বাজেট আমাদের আর নেই। আপনারা প্লিজ শেয়ার করে ছড়িয়ে দিন সবার কাছে এই খবর। যে যে হল আমাদের ছবি চালাতে চাইছে, তাদের শো টাইমিং গুলো আস্তে আস্তে আপডেট হয়ে যাবে বুক মাই শোতে। জানি না শেষ মুহূর্তে কত ভালো শো টাইম পাব আমরা।

ফেডারেশন আর প্রযোজনা সংস্থার সমস্যা ছিল সেটার সমাধান হয়েছে।অন্যান্য ছবির সমস্ত টেকনিশিয়ানদের যে পেমেন্ট বাকি ছিল, সেই সমস্ত টেকনিশিয়ান যাতে তাদের প্রাপ্য পান, আমাদের টিম সেটা নিশ্চিত করেছে গত তিনদিন ধরে।
ফেডারেশনের সভাপতি স্ত্রী স্বরূপ বিশ্বাস এবং ডিস্ট্রিবিউটার শতদ্বীপ সাহা আমাদের ছবি যাতে অন্যান্য ছবির মত ঠিক ঠাক ভাবে সিনেমা হলে রিলিজ হতে পারে তার সমস্ত ব্যবস্থা করবেন সেই আশ্বাস দিয়েছেন।

ধন্যবাদ সবাইকে , আপনদের সবার জন্যেই শেষ মেষ মুক্তি পাচ্ছে ছবি !
যারা পাশে ছিলেন , প্লিজ দেখুন ছবিটা ❤️
ভালো লাগলে ভালো, কিন্তু খারাপ লাগলে নির্দ্বিধায় খিস্তি করুন ! 🙏🙏🙏

দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা ও ওড়িয়া চলচ্চিত্রের মহোৎসব — “৫ স্টার ফিল্ম অ্যাওয়ার্ডস বাংলা ও ওড়িয়া সিনেমা ২০২৫...
31/10/2025

দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা ও ওড়িয়া চলচ্চিত্রের মহোৎসব — “৫ স্টার ফিল্ম অ্যাওয়ার্ডস বাংলা ও ওড়িয়া সিনেমা ২০২৫”

অনুষ্ঠানের তারিখ: ২৩ নভেম্বর ২০২৫
স্থান: শেখ রশিদ অডিটোরিয়াম, দুবাই

দুবাই এবার সাক্ষী হতে চলেছে এক ঐতিহাসিক সন্ধ্যার, যেখানে উদযাপন করা হবে বাংলা ও ওড়িয়া চলচ্চিত্রের উৎকর্ষতা। আগামী ২৩ নভেম্বর ২০২৫, মর্যাদাপূর্ণ শেখ রশিদ অডিটোরিয়াম, দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “৫ স্টার ফিল্ম অ্যাওয়ার্ডস বাংলা ও ওড়িয়া ২০২৫”।

সম্প্রতি কলকাতার দ্য স্প্রিং ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে আয়োজক সংস্থা আরআর ইভেন্টস ও সিনে প্রোডাকশন, এবং সহযোগী ভাবনা আজ ও কাল এই আন্তর্জাতিক অনুষ্ঠানের বিস্তারিত তথ্য শেয়ার করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও চলচ্চিত্র প্রযোজক শ্রী রমেশ বারিক, জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং শো ডিরেক্টর দেবরাজ ঘোষাল। তারা এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরেন — যেখানে দুই সংস্কৃতিমণ্ডিত চলচ্চিত্র শিল্প, বাংলা ও ওড়িশা, এক আন্তর্জাতিক মঞ্চে একত্রিত হতে চলেছে।

অনুষ্ঠানের গৌরব আরও বৃদ্ধি পায় বাংলা চলচ্চিত্র জগতের তারকাদের উপস্থিতিতে — জিত, ঋতুপর্ণা সেনগুপ্ত, পূজা বন্দ্যোপাধ্যায়, পায়েল সরকার, অনির্বাণ চক্রবর্তী, সুষ্মিতা চট্টোপাধ্যায়, ত্রিনা সাহা, সৌরাসিনী মৈত্র, বিশ্বনাথ বসু, কঞ্চন মল্লিক, লাহমা ভট্টাচার্য, পরিচালক রাজা চণ্ডা, জয়দীপ মুখার্জি, গায়িকা ইমন চক্রবর্তী, রথিজিত ভট্টাচার্য প্রমুখ।

ওড়িয়া চলচ্চিত্র জগত থেকে উপস্থিত থাকবেন বিশিষ্ট তারকা কুনা ত্রিপাঠি, সীতল পাত্র, শিবানী সঙ্গীতা, ভূমিকা, সূর্যময়ী, দিয়া, অপ্সরা রাণী, শ্রীতম দাস, দেবাশীষ পার্তা, এবং গায়ক সত্যজিৎ প্রধন ও ভাগ্যশ্রী মহান্তি।

ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রী মুনমুন সেন ও ওড়িয়ার জনপ্রিয় অভিনেত্রী মহেশ্বেতা রায়-কে প্রদান করা হবে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’, তাঁদের অসাধারণ সৌন্দর্য, গ্ল্যামার ও শিল্পসফলতার প্রতি শ্রদ্ধা জানিয়ে, যা একসময় ভারতীয় সিনেমার সোনালি যুগকে সংজ্ঞায়িত করেছিল।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন খ্যাতনামা কোরিওগ্রাফার ও শো ডিরেক্টর মি. দেবরাজ ঘোষাল।

দুবাইয়ের এই মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী মদন মিত্র, মাননীয় বিধায়ক, পাশাপাশি উপস্থিত থাকবেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা — শ্রী রমেশ বারিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবরাজ ঘোষাল (শো ডিরেক্টর), চলচ্চিত্র নির্মাতা প্রেমেন্দু বিকাশ চাকি, মৃণ্ময় কাঁজিলাল, অর্ণব সাহা, এবং বাংলা ও ওড়িয়া উভয় ইন্ডাস্ট্রির আরও বহু খ্যাতনামা পরিচালক, প্রযোজক ও শিল্পী।

আরআর ইভেন্টস ও সিনে প্রোডাকশন, যারা পূর্বে দুবাই ও সিঙ্গাপুরে একাধিক সফল আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করেছে, তারা ঘোষণা করেছে যে, আগামী মে ২০২৬-এ যুক্তরাজ্যে তাদের পরবর্তী বৃহৎ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে, প্রযোজক শ্রী রমেশ বারিকের নেতৃত্বে।

“৫ স্টার ফিল্ম অ্যাওয়ার্ডস বাংলা ও ওড়িয়া ২০২৫” হবে এক অসাধারণ সাংস্কৃতিক সেতুবন্ধন, যেখানে আন্তর্জাতিক মঞ্চে উদযাপিত হবে দুই রাজ্যের চলচ্চিত্র শিল্পের সৃষ্টিশীলতা, প্রতিভা ও নান্দনিকতা।

23/10/2025

মা শুভশ্রী গাঙ্গুলির কোলে বসে আধো আধো গলায় দাদা ইউভানকে ভাইফোঁটা দিল বোন ইয়ালিনী !!

10/10/2025
10/10/2025

কলকাতায় আজ শান -এর লাইভ কনসার্ট ২৫ বছর সেলিব্রেশনে!!

10/10/2025

আজ শহরের এক অনুষ্ঠানে Shaan 🎤🎧🎵

09/10/2025

শহরের এক অনুষ্ঠানে মহারাজ সৌরভ গাঙ্গুলি !!

আজ সাউথ সিটি মল এ দেবী চৌধুরানী সিনেমা দেখতে সবাই হাজির
07/10/2025

আজ সাউথ সিটি মল এ দেবী চৌধুরানী সিনেমা দেখতে সবাই হাজির

06/10/2025

Chief Minister Extends Best Wishes to Team Devi Chowdhurani Ahead of Grand Release

Kolkata, 25th September 2025: On the eve of its much-awaited release, the Hon’ble Chief Minister has extended heartfelt congratulations and best wishes to the entire cast and crew of Devi Chowdhurani. The message has added a wave of excitement and encouragement for the team as they prepare to bring this historic saga to audiences across the country.

Directed by Subhrajit Mitra, Devi Chowdhurani is based on Bankim Chandra Chattopadhyay’s iconic novel, tracing the extraordinary journey of Prafulla, who transforms into the legendary rebel leader Devi Chowdhurani during the 18th-century Sannyasi-Fakir Rebellion.

The film features Prosenjit Chatterjee as Bhavani Charan Pathak and Srabanti Chatterjee in the titular role, along with stellar performances by Sabyasachi Chakrabarty, Arjun Chakrabarty, Kinjal Nanda, Bibriti Chatterjee and Darshana Banik.

With the Chief Minister’s good wishes resonating strongly, Devi Chowdhurani is set for its nationwide theatrical release tomorrow, 26th September, 2025.

02/10/2025

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আগে নাতি কে পাশে নিয়ে ডাকের তালে নাচলেন রঞ্জিত মল্লিক !!

02/10/2025

শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তী !!

Address

15/2 Jodhpur Garden (57), 1st Floor
Kolkata
700045

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Saturday 10am - 6pm

Telephone

+919062626272

Alerts

Be the first to know and let us send you an email when Tollywood Talkies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tollywood Talkies:

Share