28/07/2025
মৌসুনি দ্বীপের ভয়ঙ্কর রূপের পর, এবার আপনাদের জন্য নিয়ে এসেছি এই দ্বীপের এক আনন্দময়ী গল্প! অবিশ্বাস্য সৌন্দর্যের পাশাপাশি অসাধারণ আতিথেয়তা আর জিভে জল আনা খাবারের এক দারুণ প্যাকেজ!
কীভাবে আমরা এই স্বপ্নীল দ্বীপে পৌঁছলাম, আর পা রাখার সাথে সাথেই স্বাগত পানীয় হিসেবে পেলাম মিষ্টি ডাবের জল, সেই মুহূর্ত থেকে শুরু করে আমাদের এই ১ রাত ২ দিনের ভ্রমণ ছিল শুধুই আনন্দের।
দিনের বেলায় ছিল এলাহি আয়োজন! দুপুরের খাবারে ছিল ডাল, ঝুরি আলু ভাজা, আলু পটোলের তরকারি, মুখে জল আনা চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট মাছের কারি, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি দই আর শেষ পাতে সুস্বাদু রসগোল্লা! এত কিছুর স্বাদ ভোলার নয়।
খাওয়া দাওয়ার পর আমরা গেলাম সমুদ্রের ধারে, দেখা হলো পরিশ্রমী জেলে ভাইদের সাথে। তারা কীভাবে জাল ফেলে মাছ ধরে, আর তাদের কষ্টার্জিত তাজা মাছের সম্ভার—সবটাই ছিল এক দারুণ অভিজ্ঞতা।
সন্ধ্যা নামতেই চলল মন মাতানো আড্ডা আর দারুণ স্ন্যাক্স। গরম গরম পকোড়া আর মুচমুচে ভোলা মাছ ভাজা দিয়ে মুড়ি মাখা, আহা! এরপর রাতের খাবারে ছিল ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, সালাদ আর সুস্বাদু মটনের পদ!
পরের দিন সকালে ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর সেদ্ধ ডিম। এত সব আয়োজন, এত আনন্দ, এত সুন্দর পরিবেশ— এই পুরো ১ রাত ২ দিনের প্যাকেজটি প্রতিজন মাত্র ১০০০ টাকায়! এখানকার ঘরগুলো আর আতিথেয়তা সত্যিই প্রশংসার যোগ্য। আমরা মৌসুনি দ্বীপে অসাধারণ সময় কাটিয়েছি, যা আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত!
এই স্বপ্নের ভ্রমণের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন!https://youtu.be/Nd-dFv31sFo?si=OwkdSaseyTKCVjkj