সৃষ্টি প্রকাশনী

সৃষ্টি প্রকাশনী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সৃষ্টি প্রকাশনী, Publisher, 77B, Pataldanga Street, KOLKATA.

গল্প শুরুর আগেও অনেক গল্প থাকে৷ বইয়ের গল্পে প্রবেশ করার আগে না হয় সেই গল্পগাছা হোক একটু। লেখালেখির জগতে আমি একেবারেই ন...
24/08/2024

গল্প শুরুর আগেও অনেক গল্প থাকে৷ বইয়ের গল্পে প্রবেশ করার আগে না হয় সেই গল্পগাছা হোক একটু। লেখালেখির জগতে আমি একেবারেই নবীশ। মনের ভিতর উড়ে বেড়ানো অনুভূতির মেঘ থেকে অঝোর শ্রাবণ নামাতে শিখিনি এখনও, তবে মনখারাপের একলা দুপুরে কাঙ্ক্ষিত এক পশলা বৃষ্টির অনুভব মিশে আছে অন্তর জাতকের গল্পগুলোতে।
'অন্তর জাতক'! যে কোনো সৃজনই তো স্রষ্টার অন্তর-জাতক, তা সে রক্তমাংসের প্রাণ হোক, কিংবা এই কাগুজে আখরবিলাস। এই যে আপনি হাতে তুলে নিলেন এই কাগুজে ভালোবাসা; তারপর পুরনো অভ্যাসবশত হয়ত নাকের কাছে তুলে ধরে 'ঘ্রাণ' নেবেন৷ মনে পড়বে সেই কবে নতুন সহজ পাঠের পাতা উল্টে হয়ত এমন করেই ঘ্রাণ নিয়েছিলেন। হয়ত বা মনে পড়বে অন্য কোনো স্মৃতি। এই ঘ্রাণের সঙ্গেই তো জুড়ে থাকে আমাদের কত নাছোড় স্মৃতি।

বইয়ের নাম - অন্তর জাতক
লেখকের নাম - পিয়ালী ঘোষ
প্রকাশক - সৃষ্টি প্রকাশনী
দাম - 211

সংগ্রহ করতে যোগাযোগ করুন 9432676256 নম্বরে

ইতিহাসের প্রথম ফ্যান-ফিকশন সংখ্যা হওয়ার দরুন এই পত্রিকাকে হতে হবে সত্যিই মজবুত এবং বাকি সবার থেকে পৃথক। দীর্ঘদিন যাতে স...
23/08/2024

ইতিহাসের প্রথম ফ্যান-ফিকশন সংখ্যা হওয়ার দরুন এই পত্রিকাকে হতে হবে সত্যিই মজবুত এবং বাকি সবার থেকে পৃথক। দীর্ঘদিন যাতে সংগ্রাহক নিজের সংগ্রহে সযত্নে নিশ্চিন্তে রেখে দিতে পারেন এই পত্রিকাটি, সেদিকে আমাদের নজর রাখা হয়েছে বিশেষভাবে। পাঠকের কাছে রুচিসম্মত লেখা এবং একটি দীর্ঘজীবী পত্রিকা হিসেবে একে বাঁচিয়ে রাখাই মূল লক্ষ্য। এটি শুধুমাত্র একটি পত্রিকা নয়, একটি আবেগ, একটি দীর্ঘ অবহেলাকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা।

এসবের সাথে পাঠকের কাছে ফ্যান-ফিকশন বিষয়টিকে স্পষ্টভাবে তুলে ধরার প্রয়োজনীয়তা এখানেই দিয়ে রাখি। ফ্যানফিকশন শুধু মাত্র কোন জীবন্ত চরিত্রকে নিয়ে নয়, যে কোন ভাষা সাহিত্যের জড় বা জীব, যেকোন চরিত্রকে মূল চরিত্রে রেখে অথবা কোন পার্শ্বচরিত্র হিসেবে গল্পের বিনির্মাণ করা যায়। এক্ষেত্রে “কোন বিশেষ চরিত্রের উল্লেখ, ক্রসওভার, এক বা একাধিক চরিত্রের মুখোমুখি সংঘাত অথবা সহাবস্থান, কোন চরিত্রের ভবিষ্যৎ কল্পনা” ফ্যান-ফিকশন সাহিত্যের মধ্যে পরিগণিত হয়।

একটা উদাহরণ দি, আমাদের প্রায় সকলেই ইংরেজী সাহিত্যে “গালিভার্স ট্রাভেলস” পড়েছি। এটি ইতিহাসের সবথেকে জনপ্রিয় ফ্যান -ফিকশন, যা আমাদের আনন্দ দেয়, সাথে শিক্ষাক্ষেত্রেও এই উপন্যাস তথা ফ্যান-ফিকশনটি পড়তেই হয়।

একই ভাবে এই সংখ্যায় আমরা রেখেছি ২১টি গল্প এবং ১টি উপন্যাস। গল্পগুলিতে আমরা পেয়ে যাব বিভিন্ন 'জড়-জীব' সাহিত্যগত এবং ঐতিহাসিক চরিত্রের ফ্যান-ফিকশন। সাথে উপন্যাসটি বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম “মুদ্রিত হ্যারি পটার ফ্যান-ফিকশন ক্রসওভার”।

বইয়ের নাম - ফ্যান ফিকশন সংকলন ১
প্রকাশক - সৃষ্টি প্রকাশনী
দাম - 519/-

বইটি আপনারা পেয়ে যাবেন 40% ডিসকাউন্টে

অর্ডার করতে যোগাযোগ করুন 9432676256

বৈপ্লবিক চিন্তা ব্যতীত ‘বিপ্লব' হয় না। হতে পারে না। তেমনি বিপ্লবী চিন্তানায়ক ব্যতীত বৈপ্লবিক চিন্তা সম্ভব হয় না। মাও ...
17/08/2024

বৈপ্লবিক চিন্তা ব্যতীত ‘বিপ্লব' হয় না। হতে পারে না। তেমনি বিপ্লবী চিন্তানায়ক ব্যতীত বৈপ্লবিক চিন্তা সম্ভব হয় না। মাও সে তুং-কে বাদ দিয়ে কি চিনের বিপ্লবের কথা ভাবা যায়? লেনিন ছাড়া রুশ বিপ্লব? মাৎসিনি ছাড়া ইতালীর তেমনি ভারতেও একসময় চিন্তানায়ক হয়ে উঠেছিলেন গান্ধিজী, তার আগে ছিলেন শ্রীঅরবিন্দ। ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক শ্রীঅরবিন্দ ঘোষের জন্ম কলকাতায়। ১৮৭২ সালের ১৫ই আগস্ট। ১৮৭২ থেকে ১৮৯২—এই বিশ বছর দার্জিলিং আর লন্ডন হয়ে শ্রীঅরবিন্দ ভারতে ফেরেন। যোগ দেন গুজরাট প্রদেশের বরোদার মহারাজা গাইকোয়াড়ের চাকরিতে। ১৯০১ সালে মৃণালিনী দেবীর সঙ্গে বিবাহ। তারপরে ১৯১০ সালে পণ্ডিচেরি গমন। এই ২৮ বছরের মধ্যেই শ্রীঅরবিন্দ তৎকালীন রাজনীতিতে এক ঝড় তুলেছিলেন। শ্রীঅরবিন্দ পশ্চিমবঙ্গের তথা তাঁর সমগ্র জীবনে কোন কোন বাড়িতে ছিলেন এবং কোন কোন সময়ে, শুধু সেই বিষয়েই কিছু তথ্য এইখানে আমরা সন্নিবেশিত করার চেষ্টা করেছি।

বইয়ের নাম - শ্রী অরবিন্দ স্মৃতিতীর্থ (জীবনের প্রতিটি বাসস্থান)
লেখকের নাম - গৌতম রঞ্জন বসু
প্রকাশক - এরা পাবলিকেশন
দাম - ১৯৯/-

সংগ্রহ করতে যোগাযোগ করুন 9432676256

“...ওরা বীর, ওরা আকাশে জাগাত ঝড় ওদের কাহিনী, বিদেশীর খুনে গুলি বন্দুক বোমার আগুনে আজও রোমাঞ্চকর..."এই চারটি লাইন মনে কর...
16/08/2024

“...ওরা বীর, ওরা আকাশে জাগাত ঝড় ওদের কাহিনী, বিদেশীর খুনে গুলি বন্দুক বোমার আগুনে আজও রোমাঞ্চকর..."

এই চারটি লাইন মনে করিয়ে দেয়, সেই সকল বীরদের কথা। যারা হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছেন, কেউ বা দ্বীপান্তরে বন্দি হয়েছেন। অনেক রক্ত ঝরিয়ে এসেছিল আমাদের স্বাধীনতা।

এই বইটিতে তুলে ধরা হয়েছে
সেই সকল বীরদের সঙ্গে কিছু বিশ্বাসঘাতক ও অত্যাচারী ব্রিটিশদের কথা৷ যে সকল বিপ্লবী এই বিশ্বাসঘাতক ও অত্যাচারী ব্রিটিশদের হত্যাকাণ্ডে সফল হয়েছিল।

দাম ৩১১/-

ক্ষমা নেই দেশদ্রোহী
প্রকাশ রায়

সংগ্রহ করুন সরাসরি 9432676256 নম্বর থেকে...

ভারতের স্বাধীনতা দিবসে সকল ভারতবাসী এবং পুস্ককপ্রেমী পাঠক-পাঠিকাদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা।
15/08/2024

ভারতের স্বাধীনতা দিবসে সকল ভারতবাসী এবং পুস্ককপ্রেমী পাঠক-পাঠিকাদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা।

বৈপ্লবিক চিন্তা ব্যতীত ‘বিপ্লব' হয় না। হতে পারে না। তেমনি বিপ্লবী চিন্তানায়ক ব্যতীত বৈপ্লবিক চিন্তা সম্ভব হয় না। মাও ...
25/07/2024

বৈপ্লবিক চিন্তা ব্যতীত ‘বিপ্লব' হয় না। হতে পারে না। তেমনি বিপ্লবী চিন্তানায়ক ব্যতীত বৈপ্লবিক চিন্তা সম্ভব হয় না। মাও সে তুংকে বাদ দিয়ে কি চিনের বিপ্লবের কথা ভাবা যায়? লেনিন ছাড়া রুশ বিপ্লব? মাসিনি ছাড়া ইতালীর তেমনি ভারতেও একসময় চিন্তানায়ক হয়ে উঠেছিলেন গান্ধিজী, তার আগে ছিলেন শ্রীঅরবিন্দ। ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক শ্রীঅরবিন্দ ঘোষের জন্ম কলকাতায়। ১৮৭২ সালের ১৫ই আগস্ট। ১৮৭২ থেকে ১৮৯২ - এই বিশ বছর দার্জিলিং আর লন্ডন হয়ে শ্রীঅরবিন্দ ভারতে ফেরেন। যোগ দেন গুজরাট প্রদেশের বরোদার মহারাজা গাইকোয়াড়ের চাকরিতে। ১৯০১ সালে মৃণালিনী দেবীর সঙ্গে বিবাহ। তারপরে ১৯১০ সালে পণ্ডিচেরিগমন। এই ২৮ বছরের মধ্যেই শ্রীঅরবিন্দ তৎকালীন রাজনীতিতে এক ঝড় তুলেছিলেন। শ্রীঅরবিন্দ পশ্চিমবঙ্গের তথা তাঁর সমগ্র জীবনে কোন কোন বাড়িতে ছিলেন এবং কোন কোন সময়ে, শুধু সেই বিষয়েই কিছু তথ্য এইখানে আমরা সন্নিবেশিত করার চেষ্টা করেছি।

বই - শ্রীঅরবিন্দের স্মৃতিতীর্থ
লেখক - গৌতমরঞ্জন বসু
প্রকাশক - এরা পাবলিকেশন
মূল্য - ১৯৯.০০

সংগ্রহ করতে যোগাযোগ করুন আপনার পছন্দের যেকোনো পুস্তক বিক্রেতার সঙ্গে, অথবা 079802 41869 নম্বরে।
সারা ভারতে মাত্র 50 টাকা ডেলিভারি চার্জ এবং 20% ডিসকাউন্ট।

12/06/2024
সুদীর্ঘ কয়েক বছর পর আবার আসতে চলেছে "দশম কক্ষপথ"বাংলা সাহিত্যে প্রতিবাদী লেখার একটি অন্যতম নাম দশম কক্ষপথ। এই পত্রিকায়...
11/06/2024

সুদীর্ঘ কয়েক বছর পর আবার আসতে চলেছে "দশম কক্ষপথ"
বাংলা সাহিত্যে প্রতিবাদী লেখার একটি অন্যতম নাম দশম কক্ষপথ। এই পত্রিকায় আগামী পূজোর সংখ্যার জন্য লেখা আহ্বান করা হচ্ছে। দেওয়া যাবে প্রবন্ধ, নিবন্ধ, উপন্যাস, গল্প এবং কবিতা। কোন ক্ষেত্রেই থাকছে না শব্দ সংখ্যার বেষ্টনী। লিখুন নিজের মতো করে সম্পূর্ণ প্রতিবাদী লেখাগুলি। নির্বাচিত লেখনীর জন্য থাকবে সৌজন্য সংখ্যা।

লেখা পাঠান [email protected]
আমাদের ঠিকানা ৭৭ বি, পটলডাঙ্গা স্ট্রিট, কলকাতা ৭০০০০৯
যোগাযোগ করতে পারেন ৭৯৮০২৪১৮৬৯

Pre-Book soonWhatsApp on 9432676256
26/05/2024

Pre-Book soon

WhatsApp on 9432676256

Address

77B, Pataldanga Street
Kolkata
700009

Opening Hours

Monday 12am - 7pm
Tuesday 12am - 7pm
Wednesday 12am - 7pm
Thursday 12am - 7pm
Friday 12am - 7pm
Saturday 12am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when সৃষ্টি প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সৃষ্টি প্রকাশনী:

Share

Category