
24/08/2024
গল্প শুরুর আগেও অনেক গল্প থাকে৷ বইয়ের গল্পে প্রবেশ করার আগে না হয় সেই গল্পগাছা হোক একটু। লেখালেখির জগতে আমি একেবারেই নবীশ। মনের ভিতর উড়ে বেড়ানো অনুভূতির মেঘ থেকে অঝোর শ্রাবণ নামাতে শিখিনি এখনও, তবে মনখারাপের একলা দুপুরে কাঙ্ক্ষিত এক পশলা বৃষ্টির অনুভব মিশে আছে অন্তর জাতকের গল্পগুলোতে।
'অন্তর জাতক'! যে কোনো সৃজনই তো স্রষ্টার অন্তর-জাতক, তা সে রক্তমাংসের প্রাণ হোক, কিংবা এই কাগুজে আখরবিলাস। এই যে আপনি হাতে তুলে নিলেন এই কাগুজে ভালোবাসা; তারপর পুরনো অভ্যাসবশত হয়ত নাকের কাছে তুলে ধরে 'ঘ্রাণ' নেবেন৷ মনে পড়বে সেই কবে নতুন সহজ পাঠের পাতা উল্টে হয়ত এমন করেই ঘ্রাণ নিয়েছিলেন। হয়ত বা মনে পড়বে অন্য কোনো স্মৃতি। এই ঘ্রাণের সঙ্গেই তো জুড়ে থাকে আমাদের কত নাছোড় স্মৃতি।
বইয়ের নাম - অন্তর জাতক
লেখকের নাম - পিয়ালী ঘোষ
প্রকাশক - সৃষ্টি প্রকাশনী
দাম - 211
সংগ্রহ করতে যোগাযোগ করুন 9432676256 নম্বরে