sine me সিনেমা

sine me সিনেমা Only Film, filmy n cinema

🔥💥
30/10/2024

🔥💥

ফিরছে হিন্দি টেলিভিশনে জনপ্রিয় সিরিয়াল CID এটা আমরা আগেই জানিয়েছি। ‘সিআইডি’! শেষবার ২০১৮ সালের ২৭ অক্টোবর এই জনপ্রিয় টে...
25/10/2024

ফিরছে হিন্দি টেলিভিশনে জনপ্রিয় সিরিয়াল CID এটা আমরা আগেই জানিয়েছি।

‘সিআইডি’! শেষবার ২০১৮ সালের ২৭ অক্টোবর এই জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকের শেষ পর্বের সম্প্রচার হয়েছিল। টানা ২০ বছর ধরে চলেছে এই শো। ১৫৪৭টি পর্ব হয়েছিল এই ধারাবাহিকের। 'সিআইডি' দেশের সবথেকে দীর্ঘ সময়ব্যাপী চলা শো-এর তকমা পেয়েছিল ‘সিআইডি’। কেন ৬ বছর পর নির্মাতারা ফের ফিরিয়ে আনল 'এসিপি প্রদ্যুম্ন', 'দয়া' এবং 'অভিজিৎ'কে? জানা গিয়েছে, নেপথ্যে রয়েছে এই ধারাবাহিক ঘিরে দর্শকের না কমা আগ্রহ।

গতকাল 'সিআইডি'র নির্মাতাদের তরফে একটি ঝলক প্রকাশ করা হয়েছে। একটি পুলিশের গাড়ি থেকে উত্তেজিত অবস্থায় নামতে দেখা যাচ্ছে 'এসিপি প্রদ্যুম্ন'কে! নিকষ কালো অন্ধকার রাত তখন চিরে দিচ্ছে গাড়ির হেডলাইটের আলো। পড়ছে মুষলধারে বৃষ্টি। ছাতা মাথায়, কালো ওভারকোট পরা 'এসিপি প্রদ্যুম্ন'কে দেখার পাশাপাশি ভিডিওর আবহে শোনা যাচ্ছে 'সিআইডি' ধারাবাহিকের সেই ক্লাসিক থিম মিউজিক। এবং ঝলকের একেবারে শেষে একটা গুলির শব্দ শোনা যায়। ইঙ্গিত পরিষ্কার। এবার এই দ্বিতীয় সিজনে আরও অ্যাকশনে ভরপুর থাকবে 'সিআইডি'। এই ঝলক দেখামাত্রই হইচই শুরু হয়েছে সমাজমাধ্যমে।

সত্যি বলতে "ছোটবেলা ফিরে এল' "উত্তেজনার পারদ চরমে। শৈশবের স্মৃতি উস্কে দিল এই ঝলক।

14/10/2024

❝ দুই পৃথিবী ❞ সিনেমার ১৪ বছর

----------------------------------------

◑ ওপেনিং ⇨ 𝖡𝗎𝗆𝗉𝖾𝗋 + 𝖱𝖾𝖼𝗈𝗋𝖽
◑ বাজেট ⇨ ৩.৫ কোটি
◑ ডমেস্টিক নেট ⇨ ৬.৫২ কোটি
◑ ডমেস্টিক গ্রোস ⇨ ৮.৯ কোটি

🌐 𝖵𝖤𝖱𝖣𝖨𝖢𝖳 ⇨ 𝖡𝖫𝖮𝖢𝖪𝖡𝖴𝖲𝖳𝖤𝖱

----------------------------------------

1️⃣ প্রথম এবং শেষ বারের মতন বাংলার দুই বিগেস্ট সুপারস্টারকে একসাথে ফিল্মে দেখা গেছিল।

2️⃣ এটি 𝖠𝗅𝗅𝖺𝗋𝗂 𝖭𝖺𝗋𝖾𝗌𝗁 ও 𝖲𝗁𝖺𝗋𝗐𝖺𝗇𝖺𝗇𝖽 অভিনীত তেলুগু ছবি 𝖦𝖺𝗆𝗒𝖺𝗆 এর রিমেক।

3️⃣ বাংলার অল টাইম রেকর্ড ওপেনিং, রেকর্ড উইকেন্ড, রেকর্ড ফার্স্ট উইক।

4️⃣ প্রথম বাংলা ফিল্ম যা ৬০ লাখ নেট ওপেনিং তুলেছিল।

5️⃣ ২০১০ সালের হায়েস্ট গ্রোসিং ফিল্ম।

6️⃣ সেই সময়ে টালিগঞ্জের সবথেকে ব্যয়বহুল ছবি।

7️⃣ জিৎ এবং দেবের উভয়েরই ৩য় ৫ কোটি নেট।

8️⃣ সিনেমাটি কলকাতায় ৫০ দিন চললেও তার বাইরে বেশ কিছু জায়গায় গোল্ডেন জুবিলী পার করেছিল।

9️⃣ প্রথম বাংলা ফিল্ম যা ইতালিতে শুট হয়েছিল, ২য় মেইনস্ট্রিম বাংলা ফিল্ম যা ইউরোপে শুট হয়েছে।

🔟 ছবিটি স্টার জলসায় ১৩ই ফেব্রুয়ারী ২০১১ তে প্রিমিয়ার হয়ে সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দেয়।

1️⃣1️⃣ ছবিটির অ্যালবামের প্রত্যেকটি গান ছিল চার্টবাস্টার যার মধ্যে ❝বল না আর❞, ❝ইটস অনলি প্যায়ার❞ ও ❝দুই পৃথিবী টাইটেল ট্র্যাক❞ গান ৩টি আমার ভীষণ ফেভরিট।

✍️ 𝗠𝗮𝘃𝗲𝗿𝗶𝗰𝗸 |

29/07/2024

শুভ সকাল

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when sine me সিনেমা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share