01/07/2025
একসাথে বড় হওয়া ওদের,শিল্পা আর রূপঙ্কর।দুজনেই অনেক ছোট থেকে সপ্তকের ক্লাসে আসে।এখন রবীন্দ্রভারতী থেকে মিউজিকে স্নাতক শিল্পা আর রূপঙ্কর মন দিয়ে শিখছে প্রায় ৮বছর ধরে।কে কত বড় শিল্পী হতে পারবে বা আগামীতে জীবন কোন পথে এগোবে তা জানা নেই..শুধু ওদের এই একভাবে ভালোবেসে সুরের আশ্রয়ে বড় হওয়াটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব হতো না । আমরা এই সুরের ছায়ায় একসাথে সবাই ভালো আছি ♥️
9749447182.7908727344.