16/09/2025
অনলাইন ক্লাসের ছাত্রী সানাই USA তে থাকে।পাশ্চাত্য সংগীত গায়,লেখে।আমাদের ভারতীয় সঙ্গীতের প্রতিও ওর ভালোবাসা আগ্রহ অত্যন্ত বেশি।সেই ভালোবাসার টানে ওর সপ্তকের অনলাইন ক্লাসে জুড়ে যাওয়া ।ও বাংলা বলতে পারে না,বুঝতে পারে অল্প।ওর জন্য এই উচ্চারণ আয়ত্ত করা এবং সুর শেখা খুবই কঠিন।কিন্তু সানাইয়ের আন্তরিক প্রচেষ্টা ছিলো,ধৈর্য্য ছিলো,যা ওকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে ।
সবাই আশীর্বাদ করবেন আমাদের সানাইকে ♥️
7908727344