03/10/2025
ভুল মানেই সব শেষ নয়,
ভুল অনেক সময় হয় নতুন শুরুর উপায়।
কারণ ভুল শেখায়- কে আপন, কে পর, কে ভালবাসে নিঃস্বার্থভাবে, ভালোবাসে শুধু প্রয়োজন মেটাতে।
ভুল আমাদের ভেঙে দেয় ঠিকই,
কিন্তু আবার গড়েও তোলে-
আরও শক্তভাবে, আরও সচেতনভাবে।
ভুলগুলোই শেখায় কিভাবে দাঁড়াতে হয় নিজের উপর ভর করে।
তাই ভুল করলে ভয় নেই, শুধু শিখে নিও-
কারণ ভুল মানেই ক্ষতি নয়, ভুল মানেই শিক্ষা!🌺🖤
゚