Celeb Digital

Celeb Digital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Celeb Digital, Video Creator, KOLKATA.

উইন্ডোজ প্রোডাকশন এর হোলি পার্টিতে বহু-প্রতীক্ষিত ফিল্ম আমার বস এর গান "বসন্ত ডেকেছে আমাকে" লঞ্চ করল।Song Link: https://...
11/03/2025

উইন্ডোজ প্রোডাকশন এর হোলি পার্টিতে বহু-প্রতীক্ষিত ফিল্ম আমার বস এর গান "বসন্ত ডেকেছে আমাকে" লঞ্চ করল।

Song Link: https://youtu.be/WHO-yDVDvhk?si=Z19_bAVzRF_Q3IVR

ল্যাপ অফ ল্যাপল্যান্ড এ ঘুরতে গেছে মিমি।From the Lap of Lapland.Photo Courtesy - Mimi Chakraborty,Facebook              ...
23/02/2025

ল্যাপ অফ ল্যাপল্যান্ড এ ঘুরতে গেছে মিমি।

From the Lap of Lapland.

Photo Courtesy - Mimi Chakraborty,Facebook

থ্রিলারের মোড়কে নতুন গল্প।প্রকাশ্যে ছবির নাম। একগুচ্ছ তারকা নিয়ে আসছে "মহরত"।এবারে সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে নতুন গল্প আনছ...
27/05/2024

থ্রিলারের মোড়কে নতুন গল্প।প্রকাশ্যে ছবির নাম। একগুচ্ছ তারকা নিয়ে আসছে "মহরত"।

এবারে সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে নতুন গল্প আনছে পরিচালক আতিউল ইসলাম। প্রকাশ্যে ছবির টিজার পোস্টার, ছবির নাম "মহরত"। একগুচ্ছ তারকা নিয়ে ইতিমধ্যে শ্যুটিং শেষ হয়েছে নতুন ছবি "মহরত" এর। মুখ্য চরিত্রে মীর আলম, রিত্তিকা সেন, দেবলীনা দত্ত, বিশ্বরুপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, হৃষি রাজ, অনিন্দিতা সোম, রাজু মজুমদার, হিয়া রায়, স্বরলিপী ঘোষ প্রমুখ।

কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্যুটিং এর প্রথমদিন, শ্যুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্র পরিচালক। ডিভোর্স এর প্রায় তিন বছর পরে শ্যুটিং ফ্লোরে দেখা হয়েছিল অপর্ণা মুখার্জি ও সৃজনের। কিন্তু সেখানেই খুন হয় অপর্ণা মুখার্জি। অন্যদিকে সিআইডির দুই দাপুটে তনন্দকারী অফিসারের হাতে আসে অপর্ণা মুখার্জির খুনের কেস। তদন্তের মধ্যে নাম উঠে আসে ওই সিনেমার হিরো সোহেল খান এর নাম, যিনি বাংলাদেশ থেকে কলকাতাতে এসেছেন। একদিকে সিআইডি আর অন্যদিকে মিডিয়া চ্যানেলের পেজ থ্রি এর ব্রেকিং নিউস, কোন দিকে যাবে ছবির মোড়! ছবির গতি যত এগোতে থাকে,ততই খুনের রহস্য উন্মোচনে মুখ্য ভূমিকা পালন করে মিডিয়া।

তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে নিজের জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কিভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেগুলোই ফুটে উঠতে থাকে।

ছবির স্ক্রিপ্ট লিখেছেন অনুভব ঘোষ। চলতি বছরে সালিমা খাতুন এর প্রযোজনাতে বড়ো পর্দায় মুক্তি পাবে ছবি "মহরত"।

প্রানীজগত আর জঙ্গল রক্ষার দায়িত্বে এবার বিক্রম চট্টোপাধ্যায়।জন্মদিনেই মুক্তি পেল পারিয়ার দ্বিতীয় ভাগের মোশান পোস্টার।এ ব...
24/05/2024

প্রানীজগত আর জঙ্গল রক্ষার দায়িত্বে এবার বিক্রম চট্টোপাধ্যায়।জন্মদিনেই মুক্তি পেল পারিয়ার দ্বিতীয় ভাগের মোশান পোস্টার।

এ বছর পারিয়া সিনেমার দূর্দান্ত সাফল্যের পর এই বছরের শেষেই শুরু হতে চলেছে 'পারিয়া টু' এর শ্যুটিং। 'পারিয়ার ভলিউম টু' নিয়ে ব্যস্ত পরিচালক তথাগত মুখোপাধ্যায়। ছবিতে মুখ্য চরিত্রে আবার অভিনেতা বিক্রম চ্যাটার্জি। পরিচালক তথাগত মুখোপাধ্যায় এর জন্মদিনে পরিচালক আভাস দিয়েছিল 'পারিয়া টু' আসছে। আর আজ অভিনেতা বিক্রম চ্যাটার্জির জন্মদিনে হাজির মাশালা মোশান পোস্টার। যেখানে এক কুকুরের মুখোশ পরে বন্দুক হাতে অভিনেতা বিক্রম চ্যাটার্জি।

এবারে দুটো টাইমলাইন উঠে আসবে ছবিতে৷ একদিকে বিক্রম চ্যাটার্জি অভিনীত লুব্ধকের ব্যাকস্টোরি দেখানো হবে, অন্যদিকে 'পারিয়া' যেখানে শেষ হয়েছিল,সেখান থেকে শুরু হবে লুব্ধকের জার্নি। নর্থ-ইস্টের জঙ্গল ও প্রানিজগত ধরা দেবে এবারে।

'পারিয়া ওয়ান' এ শুধু কুকুরদের কথা বলা হয়েছিল, এবার শুধু কুকুরদের জন্য নয়,বরং পুরো প্রানিজগতের অস্তিত্বের রক্ষার লড়াই তুলে ধরবে 'পারিয়া টু'।

পরিচালক তথাগত মুখোপাধ্যায় এর কথায় "মানুষ আজ পশুপাখির জগতে ঢুকে পড়েছে। জঙ্গল কেটে রাস্তা তৈরি করছে,ইমারত তৈরি করছে।সেই সব প্রশ্ন তুলবে 'পারিয়া টু'। কুকুরের মতোন অনান্য জীব জন্তুদের ওপর যে ক্রমাগত অত্যাচার করে চলেছে মানুষ তার বিরুদ্ধে লড়াইয়ের কাহিনী থাকবে পারিয়ার এই ভাগে।

অভিনেতা বিক্রম চ্যাটার্জি জানান "পারিয়া ওয়ান এর জন্য নিজের লুক পুরো পাল্টে ফেলেছিলাম। এবারে আরো খাটনি থাকবে। এবার যেহেতু দুটো টাইমলাইন থাকবে, একবার ওজন বাড়াতে হবে, একবার ওজন কমাতে হবে। খাওয়াদাওয়ার পরিবর্তন ও প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে"।

"পারিয়া টু" তে বিক্রম চ্যাটার্জি ছাড়া থাকবেন অঙ্গনা রায়,দেবাশীষ রায়,বিমল গিরি,দেবপ্রসাদ হালদার ইত্যাদিরা।যারা পারিয়ার প্রথম ভাগে জিবীত ছিলেন। তবে খলনায়কের চরিত্রে থাকবে আরো বড়ো চমক।থাকবে আরো নানান নতুন চরিত্র আর নতুন অভিনেতারা। এই বছরের পুজোর শেষে শুরু হবে "পারিয়া টু" এর শ্যুটিং।

নতুন মিউজিক ভিডিওতে প্রিয়াংকনা, ধ্রুব ও অঙ্কিতা। একসাথে জুটিতে আসছে তিনজনের নতুন গান "চল হাতটা ধর"।এবারে প্রিয়াংকনা শিলা...
22/05/2024

নতুন মিউজিক ভিডিওতে প্রিয়াংকনা, ধ্রুব ও অঙ্কিতা। একসাথে জুটিতে আসছে তিনজনের নতুন গান "চল হাতটা ধর"।

এবারে প্রিয়াংকনা শিলাদিত্য এর কন্ঠে আসছে নতুন গান।মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, প্রিয়াংকনা শিলাদিত্য ,অভিনেত্রী অঙ্কিতা মজুমদার এবং ধ্রুবজ্যোতি সরকার ! প্রিয়াংকনা শিলাদিত্য এর নিজের লেখা ও সুরে এবং ওনার নিজের কন্ঠে আসবে এই গান, গানের নাম "চল হাতটা ধর"। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সুব্রত শর্মা।

প্রতিটি মানুষ ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায়। ভালোবাসাই হলো প্রতিটি মানুষের জীবনে বেচে থাকার রসদ। কিন্তু সব ভালোবাসা কি পূর্নতা পায় ? মানুষের মন সবসময় সেটাই পেতে চায়, যেটা সে জানে কোনদিন পাবেনা ! এমন এক ত্রিকোন প্রেমের গল্প ফুটে উঠবে এই গানে। পরিচালক সুব্রত শর্মা গানের প্রতিটি লাইনের মানে তুলে ধরেছেন এই গানের ভিডিও টি তে। গানটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে।

খুব তাড়াতাড়ি মুক্তি পাবে প্রযোজক বিশ্বজিৎ পালের প্রযোজনাতে " প্রিয়াংকনা এন্ড বিশ্বজিৎ মোশান পিকচার্স" এর ব্যানারে।

তারকাদের হাটের গল্প !সম্প্রতি টলী পাড়ার নক্ষত্ররা দেখতে এলেন এটা আমাদের গল্প সিনেমার "স্পেশাল স্ক্রীনিং"।এসেছিলেন "ইন্ড...
21/05/2024

তারকাদের হাটের গল্প !

সম্প্রতি টলী পাড়ার নক্ষত্ররা দেখতে এলেন এটা আমাদের গল্প সিনেমার "স্পেশাল স্ক্রীনিং"।এসেছিলেন "ইন্ডাস্ট্রি" প্রসেনজিৎ চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি, অপরাজিতা আঢ্য, ছবির কলা কুশলী, ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং তারীণ জাহান ও. ছোটো ও বড় পর্দার বহু শিল্পী এসেছিলেন পরিচালক মানসী সিনহা, প্রযোজক শুভঙ্কর মিত্র, সুভাষ বেরা, তাদের সহযোগী সতীর্থ বাপ্পা, রানা বসু ঠাকুর, শতদীপ সাহা, প্রাঞ্জল দাস...সবার সাথে আনন্দ ভাগ করে নিতে!

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Celeb Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Celeb Digital:

Share

Category