
07/06/2025
কলকাতার রাস্তায় চলা ট্রাম এক সময় ছিল শহরের গর্ব, ঐতিহ্য আর পরিচয়ের প্রতীক। এই ট্রাম কখন কোথায় থামবে, তা যাত্রীদের জানানোর জন্য একসময় নির্দিষ্ট কিছু জ্ঞাপনপত্র বা পোষ্টার ট্রাম স্টপে লাগানো থাকত। এই পোষ্টগুলি ছিল একধরনের তথ্যবাহী নিদর্শন, যেখানে ট্রামের রুট, স্টপেজ, সময়সূচি, এমনকি কখন কোন ট্রাম আসবে, তাও লেখা থাকত। অনেক সময় এসব পোষ্টে ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা থাকত যাতে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারেন। এই পোষ্টগুলি শুধু সময়সূচির ঘোষণাই নয়, একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরত। সাদা কাগজে কালো ছাপা অক্ষরে লেখা থাকত ট্রাম রুট নম্বর, শুরুর ও শেষ গন্তব্য, এবং মাঝপথের স্টপগুলির নাম। কখনও কখনও এসব পোষ্টে সরকারি বিজ্ঞপ্তিও থাকত—যেমন রুট পরিবর্তন, কোন নির্দিষ্ট দিনে ট্রাম চলাচল বন্ধ থাকবে কি না, বা কোনো উৎসব উপলক্ষে বিশেষ ট্রাম চালানো হবে কিনা, তার বিস্তারিত। এই ধরনের পোষ্টগুলি একসময় ট্রামযাত্রীদের জন্য দিকনির্দেশনার অন্যতম ভরসা ছিল। আজকের ডিজিটাল যুগে যখন অ্যাপ ও মোবাইলের মাধ্যমে সব তথ্য পাওয়া যায়, তখন এই পুরনো কাগজের পোষ্টগুলি যেন একফালি নস্টালজিয়া হয়ে দাঁড়িয়েছে। যারা পুরনো কলকাতাকে ভালবাসেন, তারা জানেন এই পোষ্টগুলি শুধুমাত্র তথ্যের বাহক নয়, বরং এক এক টুকরো শহরের স্মৃতি। আজ আর সেসব পোস্ট তেমন দেখা যায় না, তবে হ্যারিসন রোড বা এসপ্ল্যানেডের আশপাশে গেলে এখনও কোথাও কোথাও রয়ে গেছে পুরনো দিনের কিছু ট্রাম স্টপ, যেখানে বিবর্ণ হয়ে যাওয়া সেই পোষ্টগুলি অতীতের গল্প শোনায়। কলকাতার ট্রাম শুধু একযুগের বাহন নয়, তার সঙ্গে জড়িয়ে আছে শহরের ইতিহাস, নান্দনিকতা আর জনজীবনের এক অমূল্য অধ্যায়, আর এই পোষ্টগুলিই ছিল সেই অধ্যায়ের নিঃশব্দ সাক্ষী।