Golpo Kutir

Golpo Kutir Golpo Kutir is a content publisher & online bookseller based in Kolkata, India.
(1774)

Golpo Kutir is Bengal’s first ever online fictional content publisher with 7 million readers per month and focuses mainly on Bengali tales. We are one of the ultimate destinations for all the happenings in the Bengali cultural world.

একটি বৃষ্টির দিনলিখছেন, মীনাক্ষী সিনহা।
23/07/2025

একটি বৃষ্টির দিন
লিখছেন, মীনাক্ষী সিনহা।

অভ্যাস। লিখেছেন চন্দ্রা শীল।
22/07/2025

অভ্যাস।
লিখেছেন চন্দ্রা শীল।

"দিদিমণি আমার আয়রন ট্যাবলেট দিব্য নিয়ে নিয়েছে।" ফার্স্ট বেঞ্চের একদম কোণে বসে আছে শ্যামলা ছোটখাটো প্রথম শ্রেণীর ছেলেট...
21/07/2025

"দিদিমণি আমার আয়রন ট্যাবলেট দিব্য নিয়ে নিয়েছে।" ফার্স্ট বেঞ্চের একদম কোণে বসে আছে শ্যামলা ছোটখাটো প্রথম শ্রেণীর ছেলেটা। অভিযোগের তীরটা তার দিকেই।
অর্পণের দেখাদেখি আরো দু'-তিনটে বাচ্চা নালিশ জানাল, "আমাদের আয়রন ট্যাবলেটও কেড়ে নিয়েছে।" ভয়ে জড়োসড়ো হয়ে বসে আছে ছেলেটি।
আমি ওর কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, "তোকে স্কুল থেকে ট্যাবলেট দেওয়া হয়নি?"
মাথা নিচু করে ছেলেটি বলল, "পেয়েছি দিদিমণি।"
"তবে?"
ছেলেটির ঠান্ডা দৃষ্টি দিয়ে আমার চোখের দিকে চেয়ে রইল, কাঁপা কাঁপা ঠোঁটে বলল, "আমার বাবার খুব অসুখ! কাজে যেতে পারছে না। দু'দিন ধরে বাড়িতে ভাত হয় নাই। তাই আমি ওদের থেকে ওষুধ নিয়ে নিয়েছি। বাবাকে দেব বলে।"
বলার মতো কিছুই নেই আমার কাছে। আমি দেখে চলেছি এক সন্তানকে। আমি দেখে চলেছি এক পৃথিবী ভালোবাসা। আমি দেখে চলেছি এক নিষ্পাপ-পবিত্র শিশুমন। যাকে উচিত অনুচিত-এর সীমারেখায় বেঁধে রাখা কোনো দিদিমনির সাধ্য নেই!

গান-টান।লিখেছেন অনিন্দিতা দাশ।
18/07/2025

গান-টান।
লিখেছেন অনিন্দিতা দাশ।

মায়া।লিখেছেন অদিতি চ্যাটার্জী।
18/07/2025

মায়া।
লিখেছেন অদিতি চ্যাটার্জী।

অস্থায়ী। লিখেছেন সঞ্জয় দাঁ।
18/07/2025

অস্থায়ী।
লিখেছেন সঞ্জয় দাঁ।

ভিখারি।লিখেছেন অমিতাভ গুপ্ত।
17/07/2025

ভিখারি।
লিখেছেন অমিতাভ গুপ্ত।

"হঠাৎ করে তোমায় যে কী ভূতে পেল! তুমি আর কিছু খুঁজে পেলে না মা? শেষে কিনা একজন রিটায়ার্ড স্কুলটিচার থেকে একজন ইউটিউবার তা...
17/07/2025

"হঠাৎ করে তোমায় যে কী ভূতে পেল! তুমি আর কিছু খুঁজে পেলে না মা? শেষে কিনা একজন রিটায়ার্ড স্কুলটিচার থেকে একজন ইউটিউবার তাও আবার কী, রান্নাবান্না করে দেখাও..." কথাটা শেষ করতেই একমাত্র ছেলের উদ্দেশ্যে প্রতিভাদেবী বলে ওঠেন, "কেন? এতে অসুবিধেটা কোথায়? আমার যা বয়স তাতে এখন বাইরে বেরিয়ে নতুন করে জীবনের মানে খুঁজে বেড়ানো আমার পক্ষে সম্ভব নয়। তোমরা যে যার কাজ নিয়ে ব্যস্ত, তার মানে এটা ভেবো না যে আমি কোনো অভিযোগ করছি। এখন তোমাদের কর্মব্যস্ততারই বয়স। তবে কী জানো তো, আমি এই বেঁচে থাকাটা সেলিব্রেট করে বাঁচতে চাই। কোনো ডিপ্রেশন নিয়ে নয়। চোখের জন্য এখন একটানা বই পড়তে অসুবিধে হয় আর দীর্ঘসময় বসে ছাত্র পড়াতেও অসুবিধে হয় তাই এই ইউটিউবে রান্নার চ্যানেলটার মধ্যে দিয়ে আমি অসংখ্য মানুষের সঙ্গে কানেক্ট করতে পারি। আমার নিউট্রিশন সম্বন্ধে যেটুকু জ্ঞান আছে সেটা এই রান্নার মধ্যে দিয়ে সবার সঙ্গে ভাগ করে নিতে পারি— এর থেকে ভালো আর কী হতে পারে? তবে হ্যাঁ, একটা কথা আমি আজ স্বীকার করছি আমি আমার অগণিত ছাত্রছাত্রী তৈরি করেছি, এই চ্যানেলের মাধ্যমে অসংখ্য বন্ধু তৈরি করেছি সফলভাবে। তবে একজন সংকীর্ণতামুক্ত মনের মানুষ তৈরি করতে আমি অক্ষম হয়েছি— এটা আজ না বললেই নয়।"

আজকেই জজ সাহেব রায় ঘোষণা করবেন, ডিভোর্সটা মনে হয় আজকেই হয়ে যাবে। ছ'টা মাস ধরে কোটের চক্কর কাটতে কাটতে জীবনটাকে যেন সত...
17/07/2025

আজকেই জজ সাহেব রায় ঘোষণা করবেন, ডিভোর্সটা মনে হয় আজকেই হয়ে যাবে। ছ'টা মাস ধরে কোটের চক্কর কাটতে কাটতে জীবনটাকে যেন সত্য-মিথ্যার কাঠগড়া বানিয়ে ফেলেছিলাম! আজকে ফাইনাল হিয়ারিংটা মিটে গেলে তারপরে আবার স্বাধীন, ফ্রী, মুক্ত।
"উঃ কী যে আনন্দ হচ্ছে মনে মনে বলে বোঝানো সম্ভব নয়..." নিজেই নিজেকে একথা জানিয়ে হেসে ওঠার মুহূর্তেই সিগনালে আটকানো পাশের গাড়িটির দিকে চোখ চলে গেল দময়ন্তীর। ফুটফুটে ছোট্ট ছোট্ট মেয়েটাকে কী যত্ন করেই না তার বাবা মুখের চারপাশে লেগে থাকা ক্যাডবেরি রুমাল দিয়ে মুছিয়ে দিচ্ছে। আর ছোট্ট মেয়েটি বারবার বলে উঠছে, "লাভ ইউ পাপা, লাভ ইউ পাপা।"
নিজের অজান্তেই দময়ন্তীর হাত চলে যায় তার পেটে, সাত মাসের ছোট্ট প্রাণটা যেন বলতে চাইছে— লাভ ইউ বোথ মাম্মা-পাপা। তোমাদের দু'জনকেই ভালবাসি, তোমাদের দু'জনকেই চাই।
আদালতের রায় সম্পূর্ণরূপে অস্বীকার করে দময়ন্তী জজ সাহেবের কাছে আবেদন করে, "ফের একটিবার আমি চেষ্টা করে দেখতে চাই, স্যার। আমার বাচ্চাটার যে একটা পরিবার চাই আর বাবা-মা— দু'জনকেই সে চায় সেই পরিবারে। ভেবেছিলাম চাকরি করি বলে, আর্থিক সঙ্গতি আছে বলে আমি আমার বাচ্চাটাকে পুরোপুরি খেয়াল রাখতে পারব। কিন্তু উপলব্ধি করলাম বাচ্চাটাকে হয়তো আমি টেক কেয়ার করতে পারব, কতটা কী তার বাবার জায়গাটা পূরণ করে মানুষ করতে পারব তা জানা নেই!" জজ সাহেব হেসে সম্মতি সূচক ঘাড় নাড়লেন।

আত্মসম্মানবোধ। লিখেছেন চন্দ্রা শীল।
17/07/2025

আত্মসম্মানবোধ।
লিখেছেন চন্দ্রা শীল।

টিপ। লিখেছেন সেবন্তী ব্যানার্জী।
16/07/2025

টিপ।
লিখেছেন সেবন্তী ব্যানার্জী।

 #গুরুবচন।
16/07/2025

#গুরুবচন।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Golpo Kutir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golpo Kutir:

Share

Who are we

Golpo Kutir is Bengal’s first ever digital story telling platform with 1 million readers (as of now) which has its focus mainly on Bengali tales. With that, Feature stories, film reviews, celebrity interviews, live chat shows, short entertaining videos on social media trendings as well as exclusive articles - Golpo Kutir is that package of entertainment to the millions of Bengali youths across the world. We are one of the ultimate destination to all the happenings in the Bengali cultural world.