AHM Official

AHM Official আমি একজন ভারতীয় নাগরিক �। সমসাময়িক ঘটে চলা বিষয়গুলো নিয়ে কনটেন্ট বানায় । ধন্যবাদ।

🟩 সরকারের মুসলমানদের প্রতি অবিচার — একটি বাস্তব চিত্রআজ আমরা এক গভীর বাস্তবতার মুখোমুখি — পশ্চিমবঙ্গের সরকার কি সত্যিই স...
16/10/2025

🟩 সরকারের মুসলমানদের প্রতি অবিচার — একটি বাস্তব চিত্র

আজ আমরা এক গভীর বাস্তবতার মুখোমুখি — পশ্চিমবঙ্গের সরকার কি সত্যিই সমগ্র রাজ্যের জনগণের জন্য কাজ করছে, নাকি বিশেষ সম্প্রদায়ের মন জয়ের রাজনীতি করছে?
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিন্দু সম্প্রদায়ের পূজা-পার্বণ, মন্দির নির্মাণ কিংবা পুজো কমিটিগুলিকে অর্থসাহায্য প্রদানের ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগী — এটি আমরা সকলেই প্রত্যক্ষ করছি। কিন্তু প্রশ্ন জাগে, তিনি কি কেবলমাত্র হিন্দু সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী? নাকি সমগ্র পশ্চিমবঙ্গবাসীর?

বিজেপির “ভূতের ভয়” দেখিয়ে বছরের পর বছর মুসলমানদের ভোট অর্জন করা কি ন্যায্য রাজনীতি? ভোটের সময় মুসলমান সমাজকে “ধর্মনিরপেক্ষতার ঢাল” হিসেবে ব্যবহার করা হলেও, বাস্তবে তাদের শিক্ষা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবস্থা অত্যন্ত শোচনীয়।

বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দুরবস্থা এখন লজ্জাজনক পর্যায়ে পৌঁছেছে। বহু মাদ্রাসায় পর্যাপ্ত শিক্ষক নেই, নেই উপযুক্ত পরিকাঠামো। পাঠ্যক্রম আধুনিকীকরণের প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি।
আরও বিস্ময়ের বিষয় হলো, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কয়েকটি মাদ্রাসায় স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠদান চলছে, সেগুলি আজও কলেজে রূপান্তরিত করা হয়নি।

প্রশ্ন ওঠে — ভারতের আর কোনো রাজ্যে কি এমন উদাহরণ আছে, যেখানে একটি স্কুলসম মর্যাদাপ্রাপ্ত প্রতিষ্ঠানেই বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রদান করা হচ্ছে? এটি নিঃসন্দেহে শিক্ষাব্যবস্থার প্রতি অবিচার এবং মুসলমান সমাজের প্রতি স্পষ্ট অবহেলার পরিচয়।

মাদ্রাসাগুলির ছাত্রছাত্রীরা যারা একদিন দেশের মূলধারায় যুক্ত হতে চায়, তাদের ভবিষ্যৎ আজ অনিশ্চিত। সরকারের উচিত ছিল এই প্রতিষ্ঠানগুলিকে পূর্ণ মর্যাদা দিয়ে কলেজে উন্নীত করা, আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করা, এবং যোগ্য শিক্ষক নিয়োগের মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা।

যদি সরকার সত্যিই “সবার মুখ্যমন্ত্রী” হতে চান, তবে তাঁকে ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে কেবল নির্বাচনের রাজনীতি না করে বাস্তব সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
মুসলমান সমাজের শিক্ষাগত উন্নয়ন, কর্মসংস্থান, এবং সামাজিক মর্যাদা — এগুলিই হবে প্রকৃত উন্নয়নের পরিচয়।

এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কি?

Alert!
16/10/2025

Alert!

ধর্ষক- দূর্বৃত্তদের যারা জাত-ধর্ম খোঁজে তারাও আসলে সমাজবিরোধী।
14/10/2025

ধর্ষক- দূর্বৃত্তদের যারা জাত-ধর্ম খোঁজে তারাও আসলে সমাজবিরোধী।

মিশন সফল – একজনও প্রকৃত OBC-A শ্রেণির ছাত্র খুঁজে পাওয়া গেল না। এটি শুধু এই বিশ্ববিদ্যালয়ের চিত্র নয়, প্রায় সব কলেজ ...
14/10/2025

মিশন সফল – একজনও প্রকৃত OBC-A শ্রেণির ছাত্র খুঁজে পাওয়া গেল না। এটি শুধু এই বিশ্ববিদ্যালয়ের চিত্র নয়, প্রায় সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অবস্থাই একই রকম।

নিজে পড়ুন ও অন্যকে পড়ার সুযোগ করে দিন। বেশি বেশি করে শেয়ার করে মুসলিম উম্মাহকে সচেতন করার অংশীদার হিসেবে শামিল থাকুন।...
20/09/2025

নিজে পড়ুন ও অন্যকে পড়ার সুযোগ করে দিন। বেশি বেশি করে শেয়ার করে মুসলিম উম্মাহকে সচেতন করার অংশীদার হিসেবে শামিল থাকুন।

🔴 ইতিহাস লিখবে, মিসরের ছিল নীল নদী আর গাজা তৃষ্ণায় মারা গিয়েছিল।

ইতিহাস লিখবে, সৌদি আরব আর আমিরাতের ছিল তেলের মহাসাগর, অথচ গাজার হাসপাতাল কিংবা অ্যাম্বুলেন্স চালানোর মতো জ্বালানিও ছিল না।

ইতিহাস লিখবে, মুসলমানদের ছিল ৫০ মিলিয়নের বেশি সেনা, তবুও গাজায় একজন সেনাও পাঠানো হয়নি, গণহত্যা থামানো হয়নি।

ইতিহাস লিখবে, বিলিয়ন ডলার খরচ হয়েছে নাচের আসরে, অথচ গাজায় ছিল না রুটি, ছিল না পানি।

ইতিহাস লিখে রাখবে, তুরস্ক ইসলামের নাম প্রচুর ব্যবহার করেছে, কিন্তু গাজার হত্যাযজ্ঞ থামাতে কিছুই করেনি।

ইতিহাস সাক্ষ্য দেবে, উম্মাহ শাসকদের দোষারোপ করেছে, কিন্তু পেপসি-কোকা কোলা পান বন্ধ করেনি, শত্রুর পণ্য বয়কটও করেনি।

ইতিহাস লিখবে, পশ্চিমারা (অধিকাংশ খ্রিস্টান) গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, অথচ মুসলমান আর তাদের আলেমরা ঘরে বসে ছিল—আলোচনা করছিল সেই নারীর ঘটনা নিয়ে, যে একটি বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছিল। তারা গাজায় হাজারো মৃত্যুর প্রসঙ্গে আলোচনা করেনি।

ইতিহাস তোমাদের কাউকে ক্ষমা করবে না, না শাসককে, না শাসিতকে - গাজার ধ্বংস আর এর মানুষদের হত্যাযজ্ঞের পর। কিয়ামতের দিন সবাইকে হিসাব দিতে হবে, আর সেদিনই জানা যাবে আসলে কে জিতেছিল।

❛ শেয়ার করুন, কারণ নীরবতা হলো বিশ্বাসঘাতকতা।
🤺 শেয়ার করতে থামবেন না, কারণ দুনিয়া জেগে উঠছে। ❜

20/09/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

এ কেমন সেকুলারিজম ? 1) মাদ্রাসা তৈরি করবে কারা ?=› মুসলিমরা। 2) মাদ্রাসায় নিয়োগ নেই। আন্দোলন করবে কারা ?=› মুসলিমরা। 3) ...
17/09/2025

এ কেমন সেকুলারিজম ?
1) মাদ্রাসা তৈরি করবে কারা ?
=› মুসলিমরা।
2) মাদ্রাসায় নিয়োগ নেই। আন্দোলন করবে কারা ?
=› মুসলিমরা।
3) মাদ্রাসায় বেশিরভাগ পড়ে কারা ?
=› মুসলিম ছেলেমেয়েরা।
আর মাদ্রাসায় শিক্ষক নিয়োগে 40% থেকে 60% শিক্ষক হয় কারা ?
=› অমুসলিমরা।
বলি মাদ্রাসায় চাকরি করা অমুসলিম শিক্ষকরা মাদ্রাসা ব্যাপারে সোচ্চার হয় না কেন ? তাহলে এই সেকুলারিজম কি লোক দেখানো ? বলি রামকৃষ্ণ মিশন, সারদা মিশনে কত % মুসলিম শিক্ষক আছে ?
আমরা যতই সেকুলারিজমের গল্প বলি না কেন কাল শেষে নিজেদের অধিকার নিজেদেরকেই আদায় করে নিতে হবে।
চুপ প্রশ্ন করো না। প্রশ্ন করলে কমিউন্যাল হয়ে যাবেন। প্রশ্ন করলে রাজ্যে বিজেপি চলে আসবে। প্রশ্ন করলে সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। আসলে আমার আপনার একটাই বড় অপরাধ আমরা সংখ্যালঘু হয়ে জন্মেছি।

রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে গনতান্ত্রিক দেশে বিনা বিচারে 5 বছর থেকে জেলে খাটছেন গবেষক ও সমাজকর্মী JNU এর প্রাক্তন...
16/09/2025

রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে গনতান্ত্রিক দেশে বিনা বিচারে 5 বছর থেকে জেলে খাটছেন গবেষক ও সমাজকর্মী JNU এর প্রাক্তন ছাত্র ওমর খালিদ !


AHM Official

শাসকের চোখে চোখ রেখে কথা বলা দের শেষ আশ্রয় স্থল আদালত!অলরেডি অনেক অবিচার হয়েছে, আর নয়।আশারাখি আজ জামিন পাবেন।
02/09/2025

শাসকের চোখে চোখ রেখে কথা বলা দের শেষ আশ্রয় স্থল আদালত!
অলরেডি অনেক অবিচার হয়েছে, আর নয়।
আশারাখি আজ জামিন পাবেন।

ছবিতে যাকে দেখছেনএনার নাম সুপ্রিয় মুখার্জি,প্রচুর আগ্নেয়াস্ত্র সহ রাজস্থান পুলিশের হাতে ধরা পড়েছে।শুধু তাই নয় সে যে গাড়...
28/08/2025

ছবিতে যাকে দেখছেন
এনার নাম সুপ্রিয় মুখার্জি,
প্রচুর আগ্নেয়াস্ত্র সহ রাজস্থান পুলিশের হাতে ধরা পড়েছে।
শুধু তাই নয় সে যে গাড়িতে অস্ত্র বহন করছিল সেটি একটি লাল বাতি লাগানো গাড়ি।
এখানে শেষ নয়, সে নিজেকে পশ্চিমবঙ্গের এডিশনাল ডিরেক্টর জেনারেল (এডিজি)পরিচয় লাগিয়ে অস্ত্র চালান করছিল।
শুধুমাত্র নামের কারণে খবরটা মেনস্ট্রিম মিডিয়া এড়িয়ে গেছে।
সুপ্রিয় না হয়ে সুরাবদ্দিন হলে মিডিয়া এতক্ষণে জঙ্গি যোগের গল্প ফেঁদে প্রচার শুরু করে দিতো।

Copy from Saifuddin gain




Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when AHM Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AHM Official:

Share