Cholo_ Pala_ Apna

Cholo_ Pala_ Apna Collect Moments not things��

দেওঘর: একটি আধ্যাত্মিক যাত্রা – আমার ব্যক্তিগত অভিজ্ঞতা 🌄*****  প্রথমে "howrah থেকে ট্রেন ধরে jasidih" আসুন। স্টেশন থেকে...
25/10/2024

দেওঘর: একটি আধ্যাত্মিক যাত্রা – আমার ব্যক্তিগত অভিজ্ঞতা 🌄
***** প্রথমে "howrah থেকে ট্রেন ধরে jasidih" আসুন। স্টেশন থেকে বেরিয়ে অনেক অটো পেয়ে যাবেন, হোটেল আগে থেকে বুকিং থাকলে গাড়ি রিজার্ভ করে হোটেলে চলে আসুন (১৫০ - ২০০ টাকা নেবে)।
চেষ্টা করবেন সন্ধ্যে বা রাতের মধ্যে আসার তাহলে পরের দিন ভোরে পূজো দিতে সুবিধা হবে।

প্রথম দিন :- বাবা বৈদ্যনাথ মন্দির দর্শন

আমাদের প্রথম গন্তব্য হবে বিখ্যাত বাবা বৈদ্যনাথ মন্দির। ভোরবেলায় জেনারেল লাইন এ দাঁড়িয়ে যান ( ৩টে - ৪টে এর মধ্য), এছাড়াও ভিআইপি লাইন( ভোর ৬টায় লাইন দিতে হবে)এর ব্যবস্থা ও আছে( pp - ৫০০-১০০০ টাকা)। মন্দির খুলবে ভোর ৬টায়।
এরপর পুজো দিয়ে বেরিয়ে Basukinath এর উদ্দেশ্যে রওনা হন, বেরিয়ে ম্যাজিক/অটো পেয়ে যাবেন, (pp - ৭০টাকা- ৮০ টাকা নেবে)।

দ্বিতীয় দিন: আগের দিন গাড়ি/আটো/ বুকিং করে রাখুন। অটো - ৮০০/- --- ১২০০টাকা নেবে, বারগেডিং করে নেবেন। চেষ্টা করুন একদম সকালে বেড়িয়ে যাওয়া,
Spot gulo -
1. Trikuta Pahar
2. Naulakha tample
3. Tapaban
4. Baiju tample
5. Maa sh*tala tample
6. Sri Sri Anukul Chandra satsang ashram
7. Pagla Baba ashram
8. Nandan Pahar

সন্ধ্যে বেলায় মন্দির এর সামনে কেনাকাটা করে নিন, এবং পায়ে হেঁটে মন্দিরের আশে পাশে ঘুরে হোটেলে চলে আসুন।

তৃতীয় দিন: সকালে আপনাদের ট্রেন এর টাইমিং এর অনুযায়ী হোটেলে চেক আউট করে নিন। একটি অটো রিজার্ভ করে স্টেশন চলে আসুন।

ভ্রমণ টিপস:

1. সেরা সময়: অক্টোবর থেকে মার্চ আদর্শ, কারণ আবহাওয়া মনোরম থাকে।

2. স্থানীয় খাবার: স্থানীয় পেদা এবং বিভিন্ন নিরামিষ খাবার চেষ্টা করতে ভুলবেন না।

3. থাকার ব্যবস্থা: বাবা বৈদ্যনাথ মন্দির এলাকার কাছাকাছি অনেক বাজেট এবং মধ্যম-শ্রেণীর হোটেল রয়েছে। আগে থেকে বুকিং করার প্রয়োজন নেই, তবে শ্রাবণ মাসে আসলে অগ্রিম বুকিং করে আসবেন

4. স্থানীয় পরিবহন: স্থানীয় দর্শনীয় স্থানের জন্য অটো-রিকশা এবং সাইকেল-রিকশা সুবিধাজনক।

5. স্থানীয় প্রথা সম্মান করুন: মন্দির পরিদর্শনের সময় শালীন পোশাক পরুন এবং স্থানীয় প্রথা ও ঐতিহ্যকে সম্মান করুন।

একটি মসৃণ যাত্রার জন্য কয়েকটি অতিরিক্ত টিপস:

হাইড্রেশন: আপনার এক্সপ্লোরেশনগুলির সময় জল বোতল নিয়ে যান যাতে আপনি হাইড্রেটেড থাকেন।

নগদ: কিছু নগদ সঙ্গে রাখুন কারণ ছোট দোকান এবং খাবারের দোকানগুলি কার্ড গ্রহণ নাও করতে পারে।

দেওঘরের আধ্যাত্মিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের মিশ্রণ একটি অনন্য এবং সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করে। আমি আশা করি আমার যাত্রা আপনাকে আপনার নিজের যাত্রা শুরু করতে এবং এই ঐশ্বরিক গন্তব্যের যাদু আবিষ্কার করতে অনুপ্রাণিত করবে।

Hotel :-
***New Milan palace,
pH - 9102970971, 9999191501
*** Milan palace,
pH - 9523012010
*** Relaxe hotel ,
pH - 9431396168
*** Mahadev palace,
pH - 9234207708/ 9234605435

***অটো রিক্সা,
pH- 9353986458(Pankaj roy)

*** Basukinath tample pandit ji,
pH - 7004598625 ( Uttam Pandey)

****Trikuta Pahar guide,
pH - 7250509922 ( manaj Kumar )

***🚆 Train
Howrah - Amritsar mail 19:15 - 23: 29
Howrah - Vande Bharat 15:50 - 19:11
Howrah - janasatabdi express 14:05 -18:19
Sealdah - balia express 13:40 - 18:29
Kolkata - purvanchal express 14:35 - 20:07
Shalimar - Duronto express 21:55 - 02:29



Cholo_ Pala_ Apna

News18 Jharkhand
Deoghar

পশ্চিমবঙ্গ তথা কলকাতাতে প্রথম পুরীর আদলে গড়ে উঠেছে ভগবান জগন্নাথ মন্দির। 🕉️সময় এর অভাবে এবং কাজের ব্যস্ততায় পুরীর মন্...
05/03/2024

পশ্চিমবঙ্গ তথা কলকাতাতে প্রথম পুরীর আদলে গড়ে উঠেছে ভগবান জগন্নাথ মন্দির। 🕉️
সময় এর অভাবে এবং কাজের ব্যস্ততায় পুরীর মন্দির যাওয়া হয়না অনেকের, তাই এই মন্দির গড়ে উঠেছে তাদের জন্য। সন্ধের আরতী যা আপনাকে অনুমুগ্ধ করবে। 🔱🙏

🕹️ Location:- G8M8+R9C, Dock Eastern Boundary Rd, Tikiapara, Mominpore, Kolkata, West Bengal 700023

এসো মা আবার 🙏
25/10/2023

এসো মা আবার 🙏

দেবীর বোধন 🙏 শুভ ষষ্ঠী 🙇
20/10/2023

দেবীর বোধন 🙏 শুভ ষষ্ঠী 🙇

চর্লস জন ক্যানিং, ১ম আর্ল ক্যানিং  (১৪ ডিসেম্বর ১৮১২ থেকে ১৭ জুন ১৮৬২), দ্যা ভিসি কাউন্ট ক্যানিং নামেও পরিচিত। ১৮৩৭ থেকে...
09/10/2023

চর্লস জন ক্যানিং, ১ম আর্ল ক্যানিং (১৪ ডিসেম্বর ১৮১২ থেকে ১৭ জুন ১৮৬২), দ্যা ভিসি কাউন্ট ক্যানিং নামেও পরিচিত। ১৮৩৭ থেকে ১৮৫৯ সাল পর্যন্ত সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্ণর-জেনারেল ছিলেন।

চার্লস জন আর্ল (লর্ড) ক্যানিং 1856 থেকে 1862 পর্যন্ত প্রথম দুই বছর ভারতের গভর্নর জেনারেন ছিলেন । বলা হয় লর্ড ক্যানিং এর বাড়ী নামেই পরিচিত। বলা হয় লর্ড ক্যানিং এই বাড়িতেই কিছু সময় কাটিয়েছেন এবং সিপাহী বিদ্রোহ এর সময় এই বাড়ীতেই তার কার্যকলাপ ছিলো।মাতলা নদীর ধারে এই বাড়ীটি অবস্থিত ।। বাড়িটি নির্মাণের সঠিক তারিখ জানা না গেলেও আড়াইশো বছর আগে যে নথিপত্র দেখে তা অনুমান করা যায়।

📍 সুন্দরবনের হেরিটেজ লর্ড ক্যানিং-এর বাসভূমির ভগ্নদশার চিত্র স্পষ্ট। কিছু বছর আগে ঐতিহাসিক এই সৌধটি সরকারি ভাবে হেরিটেজ ঘোষণা করা হয়। বেশ কিছুদিন আগে এই হেরিটেজ সৌধটির জমির চারিদিকে লোহার খুঁটি পুঁতে লোহার তার-কাঁটা দিয়ে সীমানাও তৈরি করা হয়। বর্তমানে সৌধটির সংস্কার করার জন্য তোড়জোড় শুরু হয়েছে রাজ্য হেরিটেজ দফতরের উদ্যোগে।

📍ক্যানিং রেলওয়ে স্টেশন থেকে মাত্র ৫ মিনিট এর দূরত্বে অবস্থিত। এবং স্থানীয়দের মতে এইটি একটি ভূতের বাড়ি বলেও পরিচিত 👹👺

Address

Calcutta Bara Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Cholo_ Pala_ Apna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share