
04/06/2025
যদি বলি তোমার খোলা চুলের বৃষ্টি থামিও না আর
ভিজবো খুব ভিজবো যদি আসো তুমি আমার হয়ে।
যদি বলো ভালোবাসি আমার এই নিঃশ্বাসের উষ্ণ বাতাস বারবার তোমারে চাইবো।
এই বসন্তের কোকিল হয়ে তুমি আসবে আমার কাছে গাইবে গান ভালোবাসা ওগো বাসা, শুধুই তোমার ভালোবাসা, ❤️