Moromia

Moromia “Movies will make you famous; Television will make you rich; But theatre will make you good.”

মরমিয়ার দলঘর ❤️নতুন বছরে নতুন অভিনেতা তৈরির প্রস্তুতি চলছে!অভিনয় শিখতে আগ্রহী থাকলে যোগাযোগ করুন এই নম্বরে - 801759535...
07/01/2026

মরমিয়ার দলঘর ❤️
নতুন বছরে নতুন অভিনেতা তৈরির প্রস্তুতি চলছে!
অভিনয় শিখতে আগ্রহী থাকলে যোগাযোগ করুন এই নম্বরে - 8017595356






06/01/2026

ভোলাভালা মুখ তার,
কাদা মনে নেই সাদা।
যতটা না বোঝা যায়
তার চেয়ে থোরা জ্যাদা!
এতদিন একা একা
কাটছিলো বেলা যার,
সঙ্গতে সঙ্গতে
হয়ে যাবে খেয়া পার!
জীবনের মঞ্চে
মুছে যাক সব ক্লেদ।
দিনে রাতে ভালো থাক
ঝরে যাক সব মেদ!
ভালো থাক, ভালো রাখ
সুখী হ জীবনে!
জোয়ারের খেলা হোক
নিজ চির ভবনে!

মরমিয়া পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা স্বাগত ❤️ Swagata Mallick

ভালো থাক, ভালো রাখ, থিয়েটারে থাক ❤️

03/01/2026

নতুন বছরে স্বাধীনতা পাক অন্তরের পরাধীন ইচ্ছে। শীতের শেষে বসন্ত নিয়ে আসুক রামধনুর সাত রঙ, রাঙিয়ে দিক সব অস্বীকৃত প্রেমকে। ভালবাসা খুঁজে নিক নিজের পছন্দের ঠিকানা!

মরমিয়া পরিবারের তরফ থেকে রইলো শুভ কামনা!

ছবি : মরমিয়া প্রযোজিত 'কাম সারসে' নাটকের কিছু মুহূর্ত!

#কামসারসে



এই মঞ্চটাকে সারা বছর ধরে সাজিয়ে রাখাই আমাদের কাজ, তাই বছরের প্রথম দিনে এই অঙ্গীকার করি, যেন গোটা বছর ধরে থিয়েটারে থাকত...
01/01/2026

এই মঞ্চটাকে সারা বছর ধরে সাজিয়ে রাখাই আমাদের কাজ, তাই বছরের প্রথম দিনে এই অঙ্গীকার করি, যেন গোটা বছর ধরে থিয়েটারে থাকতে পারি, আর থিয়েটারে রাখতে পারি!

নতুন বছরে এক রাশ নতুন উপহার নিয়ে আসছে মরমিয়া!
দেখা হবে মঞ্চে, নতুন ভাবে, নতুন রূপে ❤️
শুভ হোক ২০২৬❤️

যেখানেই আছেন, ভালো থাকবেন স্যার! শুভ জন্মদিন 🙏🙏
28/12/2025

যেখানেই আছেন, ভালো থাকবেন স্যার!
শুভ জন্মদিন 🙏🙏

26/12/2025

কোথায় ছিলে গুরু ?
এই তো সবে শুরু !
চলতে হবে অনেক পথ
পথের মাঝে ভিন্নমত !
এড়িয়ে সকল বাধা
মিটিয়ে সকল ধাঁধা ।
এই তো সবে শুরু
কোথায় ছিলে গুরু ?

প্রতিভা বিকশিত হোক তোমার
মরমিয়া পরিবারের পক্ষ থেকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ❤️
ভালো থেকো, ভালো রেখো , থিয়েটারে থেকো ❤️
Anuran Dobey

11/12/2025

স্মৃতির সরণী ধরে
ফিরে ফিরে আসো!
আজকেও মঞ্চের
গন্ধ তে ভাসো!

বহুদূর বহুদূর
কোথায় সে স্মৃতি,
বেঁচে আছে থাকবেও
সব রীতিনীতি!

খুশি হবে শুনে তুমি
বেশ ভালো আছি।
মরমিয়া এখনও
মাটির কাছাকাছি !

যে স্বপ্ন দেখেছিলে
তোমরা সে রাতে,
আমরা রেখেছি তাকে
আজও দুধে ভাতে!

গজেন কাকার সাথে
কত কথা বাকি!
রুদ্র অবনী সেন
বাড়ি আছো নাকি?

শুভ জন্মদিন সাত্ত্বিক ❤️
Sattik Chatterjee
জীবন মঞ্চে রঙিন হও ❤️

14/11/2025

তড়িৎ ..... মরমিয়া পরিবারের এমন এক সদস্য, যার তুলনা একমাত্র সে নিজে! ২০১৯-২০২৫, এই ছ'টা বছরে তুই মরমিয়ার দালানের সেই থামটা হয়ে উঠেছিলি, যাতে শীতের দুপুরে ঠেস দিয়ে গা এলিয়ে হাল্কা রোদ পোহালে, মুছে যায় সব কষ্ট। আবার ঝড় বৃষ্টির রাতে সেই থামই হয়ে ওঠে নতুন করে বেঁচে থাকার একমাত্র ভরসা। তড়িৎ, তুই তড়িৎ হয়েই থাক! আর সেই বিদ্যুতের ঝলকে বারবার ঝলসে উঠুক মঞ্চ....শুভ জন্মদিন সেনাপতি! Tarit Byabarta

"তেপান্তরের মাঠ পেরোবে কবে?"...যেদিন সত্যিকারের ভোর হবে!!A still from "Ekti Oleek Bhorer Khnoje" , a Moromia Production!
11/11/2025

"তেপান্তরের মাঠ পেরোবে কবে?"...যেদিন সত্যিকারের ভোর হবে!!
A still from "Ekti Oleek Bhorer Khnoje" , a Moromia Production!

09/11/2025

Arjya Banerjee , You will be missed till the very last day ❤️❤️❤️
BUT THE SHOW MUST GO ON!!!!

তোর জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না আর্য্যা! তুই মরমিয়ান ছিলিস, আছিস, আর থাকবি! সব পাওয়ার দেশে ভালো থাকিস বনি!
31/10/2025

তোর জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না আর্য্যা! তুই মরমিয়ান ছিলিস, আছিস, আর থাকবি! সব পাওয়ার দেশে ভালো থাকিস বনি!

অভিরূপ, অতিরূপকিম্বা সে বহুরূপ,মারফিতে গুঁজে ধূপ,ঘুরে যায় একই লুপ!সেই লুপও ক্লান্তব্রহ্মা কি জানতো?নইলে কি ধরাধামে,গদাই...
27/10/2025

অভিরূপ, অতিরূপ
কিম্বা সে বহুরূপ,
মারফিতে গুঁজে ধূপ,
ঘুরে যায় একই লুপ!
সেই লুপও ক্লান্ত
ব্রহ্মা কি জানতো?
নইলে কি ধরাধামে,
গদাইকে আনতো?

শুভ জন্মদিন গদাই ❤️
মরমিয়া পরিবারের পক্ষ থেকে অনেক ভালোবাসা ❤️

Address

FD 452 A/2
Kolkata
700106

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moromia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moromia:

Share