
05/09/2025
শাসনে , আদরে
চোখ দুটো ভরা ,
আমাদের গুরু নাকি
খুব বেশি কড়া !
কড়া পাকে মাখামাখি
আমরা সবাই ,
ঘাড়ে চড়ে লাফালাফি
ডিগবাজি খাই !
তবে তিনি রাগি ঠিক
চোখ করে গোল ,
বকা দেন ঢিমে তালে
মুখে ফোটে বোল !
তবে আজ তার নাম
তারই গান গাই ,
ও গুরু ! সাথে আছি ,
প্রণাম জানাই