01/06/2025
রঙ্গের প্রভাকর , ওহে প্রভাকর!
গুণবান মহীয়ান হে বঙ্গ নটবর!
সৃষ্টিতে অতুল তুমি ঈশ্বর গুপ্ত সম,
নট-সেনা প্রস্তুত কালে তুমি নিরুপম !
এই যে অনুপ্রাস থেকে অনুপ্রাণিত হয়ে হালকা প্যারোডি স্টাইলে প্রায় একপ্রকার স্তুতি বন্দনা করলাম আমরা , কেউ যদি চোখ পাকিয়ে জিজ্ঞাসা করতে আসে , " কোত্থেকে শেখা হচ্ছে এসব ?"
বিশ্বাস করো আমরা কিন্তু সত্যি সত্যিই, সত্যি কথা বলবো না! এই বারো বছরে যাকে কদর করে আদরে বাঁদর হয়ে উঠেছি তাকে ফাঁসালে চলে রে , পাগলা !
কিন্তু আমরা তো আমরাই ! আমাদের ব্যাপারটাই আলাদা ! মার খেতে খেতে , মার খেতে খেতে এমন মোটা হয়ে গেছে গায়ের চামড়া এখন আর ছোটো খাটো ঝড় ঝাপটা গায়েই লাগে না ! এও এক সভ্যতার নিদর্শন! এও গুরু তোমার থেকেই শেখা !
ইশ ! আবার এক জোরালো সত্যি কথা বলে ফেললাম! তাতে অবশ্য ক্ষতি নেই ! কারণ সবাই জানে আমরা সত্যি কথাই বলি ! তারা এর মধ্যে জেনে গেছে " নট-সেনা প্রস্তুত কালে তুমি নিরুপম !" আর তারা এও জানে " সৃষ্টিতে অতুল তুমি ঈশ্বর গুপ্ত সম " ! সুতরাং উড়ে আসা ছোটোখাটো মন্তব্যগুলো উড়ে আসা খড়কুটোর মতো! ঝেড়ে ফেলে এগিয়ে যাই চলো তো !
শুধু একটাই বিষয় বুড়ো ! এই যা বুড়ো টা আগেই লিখে ফেললাম তো ! Don't worry ! এও চরম সত্য! বুড়ো হয়ে যাচ্ছো ! তবে সৃষ্টিতে বুড়িয়ে যেয়ো , সৃষ্টি যেন বুড়িয়ে না যায় ! বাকি তো আমরা আছি!
তোমার আদরে বাঁদর হয়ে ওঠা মরমিয়ানস ।
অনেক বাজে লিখেছি ! এবার আসি আসল কথায়!
শুভ জন্মদিন বুড়ো দা , মানে সমু দা ... ইয়ে মানে সাগ্নিক চ্যাটার্জি মহাশয় ❤️ ( এই বিষয়টা কিন্তু খাচ্ছে ভালো - মহাশয় )
তোমার স্বপ্নের পরিবার মরমিয়ার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ❤️
কী আর বলি !
ভালো থেকো , ভালো রেখো , সৃষ্টিতে বাঁচো ❤️