
02/02/2025
সরস্বতী পুজো মানেই একটা নস্টালজিক অনুভূতি, মায়ের শাড়ি পরে স্কুল কলেজের পুজোতে যাওয়ার তাড়া, স্কুলের খিচুড়ি। বন্ধুদের সাথে কোচিং সেন্টারে গিয়ে খাওয়া, যেন আলাদাই অনুভূতি। কিন্তু এই জীবনের বয়সে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটে না, তাই ঘরে পরিবারের সাথে এই পুজোতে আনন্দ করলাম। সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা 🙏♥️♥️
Debika Barua Debika & Mom Fan Club