12/12/2025
দক্ষিণ দিনাজপুরে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার প্রাচীন কালভৈরবের মূর্তি 💥
তপন থানার ভাইওর থেকে মাটি খুঁড়তে গিয়ে একটি বিরল প্রস্থর মূর্তি উঠে আসে। মূর্তিটি নিয়ে বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে। মূর্তিতাত্বিক দিক থেকে বিশ্লেষণ করলে অনুমিত হয় এটি ভৈরব বা কাল ভৈরবের মূর্তি।মূর্তিটি আনুমানিক চার ফুট উচ্চতা বিশিষ্ট এবং প্রস্থ আনুমানিক দুই ফিট। ত্রি মস্তক যুক্ত চতুর্মুখী ভৈরব বা কাল ভৈরবের মূর্তি। দ্বাদশ বাহু।দ্বাদশ হস্তেই রয়েছে হস্ত বলয় ও বাহু বন্ধ। কিছু হস্ত ভগ্ন থাকায় হস্ত উপাদান গুলো পরিষ্কার বোঝা যায়নি। মূর্তিটি কোষ্ঠি পাথরের (Black Stone) নির্মিত। হস্তে বিভিন্ন রকমের অস্ত্র রয়েছে যেমন তীর, ধনুক, খড়গ, ডোমরু সহ আরো অন্যান্য উপাদান। মূর্তিটি একটি পুরুষমূর্তির উপর দণ্ডায়মান অবস্থায় রয়েছে। নগ্ন পদদ্বয়ের নিম্নে রয়েছে প্রস্ফুটিত পদ্ম। তার নিম্নে রয়েছে নৌকা এবং কচ্ছপ। একটি স্ফীত প্রস্তরখণ্ড কে দেবমূর্তির রূপদান করা হয়েছে। মূর্তিটিতে রয়েছে বাহু বন্ধ, কোমর বন্ধ, কন্ঠে কন্ঠহার, দেহে রয়েছে সূক্ষ্ম বস্ত্র। কর্ণে রত্ন কুন্তল, মস্তকে মুকুট ও মুণ্ডমালা পরিহিত।কোমরে কটিভূষণ ও জানু পর্যন্ত বস্ত্র পরিহিত অবস্থায় দৃশ্যমান। মূর্তিটিতে শৈব প্রভাব রয়েছে। মূর্তিটির মুখমণ্ডলের দাড়ি রয়েছে এবং তন্ত্র-প্রভাবিত।attending deity হিসেবে একটি নারী ও পুরুষমূর্তি দুই পার্শ্বে রয়েছে। দুটো মূর্তিই প্রস্ফুটিত পদ্মের ওপর দন্ডায়মান অবস্থায় রয়েছে পুরুষ মূর্তিটির মুখ মন্ডল ভগ্ন। হস্তে পদ্ম ধারণ করে আছেন। মূর্তিটির পাদবেদী নকশা যুক্ত এবং বিভিন্ন কারুকার্য রয়েছে। মূর্তিটি সম্ভবত পাল যুগের এবং এটি একাদশ দ্বাদশ শতকে তৈরি বলেই অনুমিত হয়।পাল যুগের দুই বিখ্যাত শিল্পী ধীমান ও বিট পালের অনেক শিল্পকর্ম বরেন্দ্রভূমির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এটি তাদেরই হাতে তৈরি কিনা আগামী দিনের গবেষণায় এই মূর্তি সম্পর্কে আরও নানা তথ্য উঠে আসবে।মূর্তিটির চতুর্দিকের পাদবেদীতে কোন শিলালেখ (Inscription) চোখে পড়েনি। একদম পাদবেদীর তলদেশে যদি কোন শিলালেখ থাকে তবে এই মূর্তি সম্পর্কে নানা তথ্য উন্মোচিত হতে পারে।