Dara - দাড়া

Dara - দাড়া দেশ দুনিয়ার নিত্য নতুন খবর, ভাবনা, অনুভূতি আর গল্পে গড়া আমাদের এই ছোট্ট জগৎ। চলুন একসাথে হই পথচলার সঙ্গী। দাড়া পেজে আপনাকে স্বাগত🙏 Dara!!!!! Isn't it?

What an awkward name! Do you think that? If yes... Please don't. Because most of the "Legend" live here!

শান্ত হও প্রকৃতি এবার 🤲
06/10/2025

শান্ত হও প্রকৃতি এবার 🤲

🫡🙏
02/10/2025

🫡🙏

শাহরুখ খানের নাম শুনলেই প্রথমেই যে ছবিটা চোখের সামনে ভেসে ওঠে তা হলো—বলিউডের কিং খান, কোটি ভক্তের হৃদয়ের রাজা। কিন্তু তাঁর স্ত্রী গৌরী খানের গল্পটা একেবারেই আলাদা।

একসময় তাঁকে মানুষ চিনতো শুধু নায়ক শাহরুখ খানের স্ত্রী হিসেবে। সেই পরিচয় নিঃসন্দেহে গৌরবের, কিন্তু একইসাথে অস্বস্তিরও। কারণ, একজন নারী হিসেবে তাঁর নিজের অস্তিত্ব, নিজের স্বপ্ন, নিজের প্রতিভাকে তুলে ধরা তখন অনেক কঠিন ছিলো।

গৌরী ছোটবেলা থেকেই শিল্পকলা ও ফ্যাশনের প্রতি আকৃষ্ট ছিলেন। বিয়ের পর মুম্বাইয়ের ব্যস্ত জীবনে এসে তিনি বুঝলেন, কেবলমাত্র সুপারস্টারের স্ত্রী হয়ে বেঁচে থাকা তাঁর জন্য যথেষ্ট নয়। ভেতরে ভেতরে তাঁকে তাড়িত করছিলো নিজের কিছু গড়ার তাগিদ। তাই তিনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে “Gauri Khan Designs” নামে নিজের প্রতিষ্ঠান দাঁড় করান।

শাহরুখ খানের মতো তারকার স্ত্রী হওয়া যেমন একটি সুবিধা, তেমনি এটি এক ধরনের চাপও বটে। চারপাশের সবার কৌতূহল ছিল, “নায়কের স্ত্রী কাজ করলে সেটা কেমন হয়?”

অনেকে ভেবেছিলেন হয়তো কেবল নাম আর প্রভাবেই এগোবেন গৌরী। কিন্তু তিনি সময়ের সাথে প্রমাণ করেছেন যে তাঁর জায়গা তিনি প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই অর্জন করেছেন।

আজ গৌরী খান ভারতের অন্যতম সেরা ইন্টেরিয়র ডিজাইনার। তাঁর কাজের প্রশংসা করেন শুধু সাধারণ মানুষ নন, বলিউডের প্রথম সারির তারকারাও।

করণ জোহর, রণবীর কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, ক্যাটরিনা কাইফসহ অসংখ্য তারকার বাড়ির অন্দরসজ্জা করেছেন তিনি। শুধু সেলিব্রিটি নয়, মুম্বাইয়ের নামকরা অফিস ও রেস্তোরাঁগুলিও তাঁর কাজের সাক্ষী।

গৌরীর কাজের চাহিদা এতটাই বেড়েছে যে আজ তাঁর পরামর্শ ফি-ই ৬ লাখ টাকা। যদি ফ্ল্যাট সাজাতে হয়, তবে খরচ দাঁড়ায় ৬০ লাখ থেকে ৩ কোটি টাকার মধ্যে। আর বাংলো সাজানোর জন্য তিনি নেন ১০ কোটি টাকা পর্যন্ত। এত বিপুল পারিশ্রমিক কোনো কাকতালীয় ব্যাপার নয়। এর পেছনে আছে প্রায় দুই দশকের শ্রম, দৃষ্টিভঙ্গি, আর নিজের স্বতন্ত্র স্টাইল।

তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি হয়তো বিশ্বের শ্রেষ্ঠ ডিজাইনার হতে পারবো না। তবে আমি একটা কিছু হতে চেয়েছিলাম, সেটা হয়তো পেরেছি। একজন নারীর আত্মসম্মান বোধ থাকা জরুরি।”

এই কথাগুলো তাঁর জীবনদর্শনের প্রতিফলন। তিনি সহজেই পারতেন শাহরুখ খানের স্ত্রী হিসেবে বিলাসিতায় দিন কাটাতে। কিন্তু গৌরী বেছে নিয়েছেন কঠিন পথ যেখানে আছে শ্রম, চ্যালেঞ্জ, আর স্বপ্ন পূরণের আনন্দ।

২০০২ সালের পর থেকে তিনি কাজ শুরু করেছিলেন। তবে সত্যিকার অর্থে স্বীকৃতি পেতে তাঁর সময় লেগেছে প্রায় ২০ বছর। শেষ তিন-চার বছরে তাঁর কাজ দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে। এই ধৈর্য, এই অধ্যবসায়ই তাঁকে আজকের জায়গায় নিয়ে এসেছে।

গৌরীর সাফল্যের গল্প নারীদের জন্য এক অনুপ্রেরণা। কারণ এখানে আছে স্পষ্ট বার্তা—আপনি যদি নিজেকে প্রমাণ করতে চান, তাহলে কোনো পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকার দরকার নেই। পরিবার, সমাজ, কিংবা চারপাশের চাপ যাই থাকুক, নিজের পরিচয় গড়ে তোলা সম্ভব।

গৌরীর জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো—কেউ যদি চায়, তবে যে কোনো অবস্থান থেকে নতুন পথ তৈরি করা যায়। শুধু সাহস থাকতে হবে। তিনি দেখিয়েছেন, একজন নারী শুধুমাত্র সংসারের রানী হয়েই নয়, শিল্প ও সৃজনশীলতার মাধ্যমে নিজের নামও অমর করে রাখতে পারেন।

আজ গৌরী খান শুধু শাহরুখ খানের স্ত্রী নন, তিনি নিজেই একটি ব্র্যান্ড, একটি নাম, একটি আস্থা।

©️ An Animesh

পোস্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন please
🚨 অনুমতি ছাড়া লেখা কপি পেস্ট করবেন না।

#গৌরীখান #ইন্টেরিয়রডিজাইন #নারীশক্তি

একসময় কলা বিক্রি করে সংসার চালাতেন।ঘরে ছিল স্ত্রী আর একমাত্র ছেলে।সংসার ভালো মতনই চলছিল চিরঞ্জিত সেনগুপ্তর।হঠাৎই ছন্দপতন...
28/09/2025

একসময় কলা বিক্রি করে সংসার চালাতেন।ঘরে ছিল স্ত্রী আর একমাত্র ছেলে।সংসার ভালো মতনই চলছিল চিরঞ্জিত সেনগুপ্তর।হঠাৎই ছন্দপতন।স্ত্রী হৃদরোগে মা*রা যাওয়ার পরই একমাত্র ছেলে হৃদরোগে মা*রা যান।আর তাঁর ক্যা*ন্সার ধরা পড়ে।কোনদিকে যাবে ভেবে উঠতে না পেরে একসময় আ*ত্মহ*ত্যা করবেন বলে ঠিক করেন।এরপর তিনি ভাবেন ছেলে বউ তো চলে গেছে তাহলে তাঁর নাতনিকে কে দেখবে?তিনি আজ অসুস্থ শরীর নিয়ে রাস্তায় রাস্তায় সাহায্য চেয়ে বেড়াচ্ছেন।দুর্গাপুজোতে ভিড়ে পা রাখার জায়গা নেই হাতিবাগানে, আর সেই জায়গায় বিনোদিনী সিনেমা হলের সামনে দেখা গেল হাতে বাটি নিয়ে পা ঘষতে ঘষতে লাঠি নিয়ে হাঁটছেন এক বৃদ্ধ। মহাচতুর্থীর রাতে এমনই দৃশ্য দেখা গেল।যেখানে দেবী দুর্গাকে দেখতে লক্ষ লক্ষ দর্শনার্থীরা নতুন জামা পরে ঘুরছেন সেখানে এই প্রৌঢ় মানুষের কাছে সাহায্য চেয়ে বেড়াচ্ছেন।পরিস্থিতি কার কখন কোন দিকে যাবে সত্যিই কেউ বলতে পারে না।

বাংলা প্রবাদ গুলো বাস্তবে যেমন দেখতে লাগতো 😁সংগৃহিত হাবিব ভাইয়ার wall থেকে
28/09/2025

বাংলা প্রবাদ গুলো বাস্তবে যেমন দেখতে লাগতো 😁

সংগৃহিত হাবিব ভাইয়ার wall থেকে

সব উমারা পুজোয় বাড়ি ফিরবে না। 🥺🙏
24/09/2025

সব উমারা পুজোয় বাড়ি ফিরবে না। 🥺🙏

ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচে এইরকম Celebration এর অর্থ কি?
22/09/2025

ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচে এইরকম Celebration এর অর্থ কি?

জ়ুবিন গর্গকে শেষ শ্রদ্ধা— অসমে থেমে গেল Swiggy, Zomato, Blinkit-এর ডেলিভারিজ়ুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে অসম সরকার ঘোষ...
22/09/2025

জ়ুবিন গর্গকে শেষ শ্রদ্ধা— অসমে থেমে গেল Swiggy, Zomato, Blinkit-এর ডেলিভারি

জ়ুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে অসম সরকার ঘোষণা করেছে তিন দিনের রাজ্য শোক, ২০ থেকে ২২ সেপ্টেম্বর।

জ়ুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে অসম জুড়ে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে Swiggy, Zomato এবং Blinkit-এর পরিষেবা।

Swiggy-তে লেখা, ‘দুঃখিত! রেস্তোরাঁগুলি এই মুহূর্তে অর্ডার গ্রহণ করছে না। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।’Zomato অ্যাপে দেখা যায়, ‘অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার দেখুন।’ Blinkit আবার সাফ জানিয়ে দেয়, ‘বর্তমানে উপলব্ধ নয়।’

মৃত্যুর পরেও বিশ্ব রেকর্ড "লিমকা বুক অফ রেকর্ডস" - "জুবিন গার্গ"  যার শেষ যাত্রা-র ক্ষেত্রে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ বৃহৎ...
22/09/2025

মৃত্যুর পরেও বিশ্ব রেকর্ড "লিমকা বুক অফ রেকর্ডস" - "জুবিন গার্গ" যার শেষ যাত্রা-র ক্ষেত্রে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ বৃহৎ জন সমাবেশ আসামের গুয়াহাটিতে✅
প্রায় ১৫ লক্ষ মানুষের সমাগম...

21/09/2025
বিসলারি ৫০০ মিলি এর‌ এই জলের বোতল এতদিন এই কোম্পানি 10 টাকায় বিক্রি করেছে।আম্বানি নামক একজন  ব্যক্তি কিছুদিন পূর্বে Ind...
19/09/2025

বিসলারি ৫০০ মিলি এর‌ এই জলের বোতল এতদিন এই কোম্পানি 10 টাকায় বিক্রি করেছে।আম্বানি নামক একজন ব্যক্তি কিছুদিন পূর্বে Independence নামক এক জলের বোতল 750 মিলি 10 টাকায় বিক্রি করা আরম্ভ করেছেন..

ঠিক তখনই Bisleri সহ অন্যান্য কোম্পানিও 750 মিলি জল দশ টাকায় বিক্রি আরম্ভ করে দিয়েছে..

তাহলে প্রশ্ন হল দীর্ঘদিন Bisleri সহ অন্যান্য কোম্পানিগুলো আমাদের কিভাবে ঠকিয়েছে ?

এখন যদি 750 মিলি ওরা 10 টাকায় দিতে পারছে তাহলে আগে কেন পারল না ?

মর্মান্তিক মৃত্যু গায়ক জুবিন গর্গের। RIP 🙏
19/09/2025

মর্মান্তিক মৃত্যু গায়ক জুবিন গর্গের। RIP 🙏

সৌরভ গাঙ্গুলিকে  খেলোয়াড় হিসাবে খুব সম্মান করা  গেলেও মানুষ হিসাবে করা যায় কি ? জীবনে এতো  ধরনের বিজ্ঞাপন করেন গেঞ্জি জা...
18/09/2025

সৌরভ গাঙ্গুলিকে খেলোয়াড় হিসাবে খুব সম্মান করা গেলেও মানুষ হিসাবে করা যায় কি ?

জীবনে এতো ধরনের বিজ্ঞাপন করেন গেঞ্জি জাঙ্গিয়ার কোম্পানি থেকে শুরু করে তেল , স্টিল রড ,গ্যাসের হজমে সিরাপ , ধূপকাঠি বিস্কুট কোনো কিছুই বাদ যায়নি। এমনকি ক্রিকেট বেটিং কোম্পনির ও প্রমোশন করেছেন যেগুলো এখন ভারত সরকার নিষিদ্ধ করেছে।

কিছুদিন আগে আবার ফ্যাশন শো তে ramp walk ও করলেন। সব করলেন শুধু ইস্পাত শিল্প আর হলো না 😁

Address

Kolkata
743337

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dara - দাড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share