Muktijodhya News Paper

Muktijodhya News Paper Bengali News Paper. RNI - WBBEN 2012/48655 ( Govt. of India)

সকলের মঙ্গল কামনায়
17/11/2024

সকলের মঙ্গল কামনায়

উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বারাসাত শহরে ফ্ল্যাট বিক্রি করার নাম করে বিভিন্ন মানুষের থেকে লক্ষাধিক টাকা আত্মসাৎ করলেন ...
17/11/2024

উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বারাসাত শহরে ফ্ল্যাট বিক্রি করার নাম করে বিভিন্ন মানুষের থেকে লক্ষাধিক টাকা আত্মসাৎ করলেন এই মৌসুমী সুর নামে মহিলাটি!!!!!

উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত নিউ ব্যারাকপুর পৌরসভা আজ সিন্ডিকেট রাজে পরিণত খবর দেখতে চোখ রাখুন মুক্তিযোদ্ধা পত্রিকার পে...
17/11/2024

উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত নিউ ব্যারাকপুর পৌরসভা আজ সিন্ডিকেট রাজে পরিণত খবর দেখতে চোখ রাখুন মুক্তিযোদ্ধা পত্রিকার পেজে!!!?

29/07/2024

মুক্তিযোদ্ধা সংবাদ জনগণের প্রতিবাদের মূল মঞ্চ- এবার আসছি সরাসরি সেই মানুষদের যাহারা সমাজের কোনো কাজের নয় ভালো মুখোশের আড়ালে সমাজকে নষ্ট করে চলেছে সেই মুখোশ খুলবো আমরা.....

উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে ফ্লাট দেখিয়ে কয়েক লক্ষ টাকা প্রতারণা করেছেন। মহিলার নাম মৌসুমী সুর।।
21/07/2024

উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে ফ্লাট দেখিয়ে কয়েক লক্ষ টাকা প্রতারণা করেছেন।
মহিলার নাম মৌসুমী সুর।।

20/07/2024

প্রয়োজনীয় বিশেষ বার্তা-- বন্ধুরা উচ্চ শিক্ষার জন্য কলারশিপ প্রয়োজন কোন সংস্থা অথবা ব্যক্তির সন্ধান জানা থাকলে আমাদের জানান....

30/03/2024
মন্ত্রীদের রেয়াত করা হয়নি, শেখ শাহজাহান সম্পর্কে কোন বার্তা দিল তৃণমূল...         মুক্তিযোদ্ধাঃ শেখ শাহজাহানের মাথার উপর...
12/03/2024

মন্ত্রীদের রেয়াত করা হয়নি, শেখ শাহজাহান সম্পর্কে কোন বার্তা দিল তৃণমূল...

মুক্তিযোদ্ধাঃ শেখ শাহজাহানের মাথার উপর থেকে কী তাহলে দল হাত সরিয়ে নিচ্ছে? সেই প্রশ্ন আরও জোরদার হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্ত্রী ব্রাত্য বসু ও দলের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করেন, সেখানে আরও বেশি এই বিষয়ে সবুজ সংকেত পাওয়া যাচ্ছে।
মন্ত্রীকেও রেয়াত করা হয়নি-শেখ শাহজাহান প্রসঙ্গে বক্তব্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।
শেখ শাহজাহান মন্ত্রী নয়, সম্মেলনে বুঝিয়ে দেওয়া হল আর তাই নিয়েই শুরু হয়ে গেল জোর গুঞ্জন।
মন্ত্রী ব্রাত্য বসু বলেন, আমরা যেখানে মন্ত্রীদের রেয়াত করিনি, সেখানে একজন যিনি মন্ত্রী নন তার পাশে দল দাঁড়াচ্ছে! এটা ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এটা নিয়ে আমরা আদালতের উপর এবার আস্থা রেখে ধন্যবাদ জানাচ্ছি।
মন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে ওখানে আগেই অনেকে গ্রেফতার হয়েছে। পুলিশ যদি আবার মনে করে কাউকে আরও গ্রেফতার করার দরকার। শাহজাহানের মতো তাহলে করতে পারে। তাহলে কি শাহজাহানকে গ্রেফতারের ছাড়পত্র দেওয়া হল?
দলের পক্ষ থেকে আরও বার্তা দেওয়া হয়েছে। দলের তরফ থেকে দুর্বৃত্তের পাশে দাঁড়ানো হবে না। এই বার্তা দেওয়া হয়েছে। মন্ত্রীর কথায়, "আমাদের দলই অন্যায়কারী কাউকে ধরার চেষ্টা করেছে। ধরা যাচ্ছিল না বলে অভিষেক ভুল ধরিয়ে দিয়েছেন। তার জেরেই রায় সামনে এসেছে। দলগতভাবে প্রশাসনগতভাবে কোনও দুর্বৃত্তের পাশে আমরা দাঁড়াইনি, দাঁড়াবও না।"
তৃণমূল মুখমাত্র কুণাল ঘোষ দাবি করেন, এলাকাটিকে ডিস্টার্ব করার জন্য আজ একজন নেতা যাচ্ছে, পর দিন আরেকজন। এরা কি একদিন যেতে পারে না? না কি গোষ্ঠীদ্বন্দ্বের জন্য যেতে পারছেন না? না কি প্রধানমন্ত্রী আসা পর্যন্ত অপেক্ষা করছিলেন।
কাল্পনিক কিছু অভিযোগ সামনে রেখে এলাকা অশান্ত করা হচ্ছে। জমি, টাকা না পাওয়া নিয়ে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু রাতের পর রাত ধর্ষণ এসব অভিযোগ সামনে রেখে বাড়ি ভাঙচুর চলবে না ।
এই শেখ শাহজাহানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হননি। ১৩ সালে এরা তৃণমূলে এসেছে। তার আগে এরা কোথায় ছিল? নিরাপদ সর্দার শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিল। এরা সিপিএমের প্রোডাক্ট। তখন থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে মাখামাখি। তীব্র কটাক্ষ কুণাল ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শাস্তি হবে কিন্তু তার জন্য এভাবে তালগোল পাকিয়ে দেওয়ার কারণ কী? প্রশ্ন তৃণমূল মুখপাত্রের।
পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকরা মন্ত্রী থাকাকালীন গ্রেফতার হয়েছিলেন। মানিক ভট্টাচার্য বিধায়ক ও পর্ষদ সভাপতির পদে থাকা অবস্থায় গ্রেফতার হন। দল তাদের বিরুদ্ধে পরবর্তীকালে কড়া ব্যবস্থা নেয়। সে কথাই শেখ শাহজাহানের ইস্যুতে মনে করিয়ে দিচ্ছে তৃণমূল।।।

12/03/2024

দুমাস কোথায় লুকিয়ে ছিলেন-সিআইডি-র চাপে প্রথম মুখ খুললেন শাহজাহান.... মুক্তিযোদ্ধাঃ গ্রেফতারির পরেও বহাল ছিল সন্দেশখালির 'বাঘে'র ঔদ্ধত্য। যার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ তার শরীরী ভাষা দেখে সেকথা বোঝা দায়! তদন্তেও বিশেষ সহযোগিতা করছিলেন না তিনি! তবে ভবানী ভবনে দুঁদে সিআইডি অফিসারদের জেরার মুখে আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছেন শেখ শাহজাহান।
গ্রেফতারির পর সন্দেশখালির 'বেতাজ বাদশা'র মধ্যে যে ঔদ্ধত্য দেখা যাচ্ছিল, সেটা এখন অনেকটা কমেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ইডির (ED) ওপর হামলার পর ৫৫ দিন কোথায় ছিলেন সেকথাও জেরায় 'ফাঁস' করেছেন তিনি। শাহজাহান জানিয়েছেন, গত ৫ জানুয়ারি ইডি-র আধিকারিকদের ওপর হামলার পর বাড়ির সামনে দাঁড়িয়েই অনুগামীদের সঙ্গে বৈঠক করেছিলেন। পরবর্তী পদক্ষেপ কী হবে তখনই ঠিক করা হয়।
সিআইডির (CID) জেরার প্রথম দিকে শাহজাহান বেশ ঔদ্ধত্য দেখাচ্ছিলেন বলে খবর। এক প্রশ্নের উত্তর বারবার দিতে পারবেন না বলেও নাকি জানিয়ে দিয়েছিলেন তিনি। খাওয়াদাওয়া নিয়েও বেশ কিছু দাবিদাওয়া করেছিলেন। তবে লাগাতার জেরার মুখে আস্তে আস্তে তাঁর ভোলবদল হতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। এবার মুখ খুলতে শুরু করেছেন তিনি। কারণ একটা পর্যায়ে শাহজাহান বুঝে গিয়েছেন দল আর তাঁর পাশে নেই। সূত্রের খবর, ভবানীভবনে জেরায় শাহজাহান জানিয়েছেন, হামলা-পরবর্তী ৫৫ দিন সন্দেশখালিতেই ছিলেন তিনি। নানান দ্বীপে অনুগামীদের বাড়িতে গা ঢাকা দিয়ে থাকছিলেন। সেই সঙ্গেই অনুগামীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন। কাকে কোথায় কী বলতে হবে তিনি সবাইকে শিখিয়ে দিতেন।এত কিছুর পরেও অবশ্য শেষরক্ষা হয়নি! ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন সন্দেশখালির 'বাঘ'। অন্যদিকে গৌরব ভারিল নামের যে ইডি কর্তা সন্দেশখালির এই নেতার বিরুদ্ধে মামলা করেছিলেন তাঁকেও সিআইডির তরফ থেকে তলব করা হয়েছে। সংশ্লিষ্ট ইডি কর্তার বয়ানও রেকর্ড করা হবে বলে জানা যাচ্ছে।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Muktijodhya News Paper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muktijodhya News Paper:

Share