08/09/2025
সম্পর্ক সাক্ষাৎকার সিরিজ
সম্পাদক: সুনন্দন রায়চৌধুরী
শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত জনজীবনে যাঁরা চিন্তাবিদ, শিক্ষক, অধ্যাপক, সমাজব্রতী, রাজনৈতিক নেতা, চলচ্চিত্র পরিচালক, নাট্যজন, চিত্রশিল্পী-এমন বহু মানুষ জনজীবনের সার্বিক ভাবনাকে প্রভাবিত করেন। কেউ আমাদের শিক্ষাদানের মধ্য দিয়ে মনকে প্রসারিত করেন, কেউ তীক্ষ্ণ প্রবন্ধের মধ্য দিয়ে সমাজ-রাজনীতিকে দেখার উপায় বাতলান, কেউ সিনেমার পর্দায় জীবনকে এঁকে নতুন নান্দনিকতার জন্ম দেন।
কেউ বা স্থবিরতায়, পঙ্কিলতায় মজে থাকা সরকারকে চ্যালেঞ্জ করেন, কেউ ছবির রেখার টানে নতুন ভুবনের দর্শন করান। এমনই বহু বিদগ্ধ মানুষের সাথে নেওয়া সাক্ষাৎকার আমরা ছাপবো সম্পর্ক সাক্ষাৎকার সিরিজে।
সাক্ষাৎকার সংকলনগুলো, যাঁরা সাক্ষাৎকার দেবেন তাঁদের মনকে বুঝতে যেমন সহায়ক হবে তেমনি আমাদের বেঁচে থাকার সময়ের এক অনবদ্য দলিল হয়ে থাকবে।
দেশভাগ বাঙালির মনে এক চর্চিত মাইলফলক। ভিটেমাটি ছেড়ে পূর্ব বাংলা থেকে দেশান্তরী হয়ে এসেছেন আপনার আমার পূর্বপুরুষ ও পূর্বমানুষী। কিন্তু প্রতিদিন উদ্বাস্তু হচ্ছেন হাজার হাজার মানুষ, নদী ভাঙন, বা শিল্পায়নে। এই প্রতিনিয়ত হয়ে ওঠা উদ্বাস্তু ভারত নিয়ে যে হাতেগোনা মানুষ আমাদের প্রতিনিয়ত সজাগ করছেন, তাদের অন্যতম রণবীর সমাদ্দার। সাতের দশকে প্রেসিডেন্সি কলেজের 'প্রেসিডেন্সি কনসোলিডেশন'-এর একনিষ্ঠ কর্মী, জেলে ছিলেন রাজনীতির কারণে।আশির দশকে শ্রমজীবী সংগঠন গড়ার সাথে ছিলেন। নব্বই-এর দশকে গড়ে তুলেছেন সামাজিক গবেষণা কেন্দ্র, ক্যালকাটা রিসার্চ গ্রুপ। ক্রমাগত লিখেছেন খবরের কাগজে আমাদের ভাবাচ্ছেন। সব বিষয়ে একমত না হলেও রণবীর সমাদ্দারের চিন্তা ভাবনা ও কাজকর্ম আমাদের মনকে সবসময় আলোড়িত করে।