27/09/2025
চলছে ‘পুজোর ভাষা - ভাষার পুজো’ সিরিজ! আজ তারই ষষ্ঠ এবং শেষ পর্ব। নতুন একটি পুজো-সম্পর্কিত বানানের দিকে আমরা নজর দিই তবে, চলুন!
দেখুন, দুর্গা মায়ের হাতে অসুর নিধন তো হয়ে গেলো। কিন্তু মনে করুন সেই যুদ্ধের লাইভ রিপোর্ট করার সময় অসুরের কথা লিখতে গিয়ে যদি ভুল বানানে নাম লেখা হয়? খুবই অন্যায়! নয় কি?
তাই, আমরা লিখবো মহিষাসুর, কেমন? মনে রাখার জন্য মনে মনে মহিষ আর অসুর যোগ করে নিলেও কিন্তু হবে। কিন্তু কোনওভাবেই মহিশাসুর নয়, মহিসাসুর-ও নয়— ‘মহিষাসুর’!
শব্দবাজি আর বোরোলীনের সঙ্গে ‘ভাষার পুজো’য় জড়িয়ে পুজোর আনন্দ ভাগ করে নিলেন আপনারা যাঁরা, তাঁদের অনেক ধন্যবাদ! পুজোর আনন্দে সবার দিন শুভ হোক!