Boroline Bangla

Boroline Bangla বোরোলীন— ৯৫ বছরেরও বেশি সময় ধরে আপনাদের ভালবাসা, বিশ্বাস ও সুরক্ষার প্রতীক

চলছে ‘পুজোর ভাষা - ভাষার পুজো’ সিরিজ! আজ তারই ষষ্ঠ এবং শেষ পর্ব। নতুন একটি পুজো-সম্পর্কিত বানানের দিকে আমরা নজর দিই তবে,...
27/09/2025

চলছে ‘পুজোর ভাষা - ভাষার পুজো’ সিরিজ! আজ তারই ষষ্ঠ এবং শেষ পর্ব। নতুন একটি পুজো-সম্পর্কিত বানানের দিকে আমরা নজর দিই তবে, চলুন!

দেখুন, দুর্গা মায়ের হাতে অসুর নিধন তো হয়ে গেলো। কিন্তু মনে করুন সেই যুদ্ধের লাইভ রিপোর্ট করার সময় অসুরের কথা লিখতে গিয়ে যদি ভুল বানানে নাম লেখা হয়? খুবই অন্যায়! নয় কি?

তাই, আমরা লিখবো মহিষাসুর, কেমন? মনে রাখার জন্য মনে মনে মহিষ আর অসুর যোগ করে নিলেও কিন্তু হবে। কিন্তু কোনওভাবেই মহিশাসুর নয়, মহিসাসুর-ও নয়— ‘মহিষাসুর’!

শব্দবাজি আর বোরোলীনের সঙ্গে ‘ভাষার পুজো’য় জড়িয়ে পুজোর আনন্দ ভাগ করে নিলেন আপনারা যাঁরা, তাঁদের অনেক ধন্যবাদ! পুজোর আনন্দে সবার দিন শুভ হোক!

‘পুজোর ভাষা - ভাষার পুজো’ সিরিজের পঞ্চম পর্বে আবার আমরা ফিরছি বানানের কথায়। আজ একটু গণেশ ঠাকুরের দিকে নজর দিই? দেখুন, দা...
26/09/2025

‘পুজোর ভাষা - ভাষার পুজো’ সিরিজের পঞ্চম পর্বে আবার আমরা ফিরছি বানানের কথায়।

আজ একটু গণেশ ঠাকুরের দিকে নজর দিই? দেখুন, দাঁত বা দন্ত সে যাঁরই হোক না কেন, আমার, আপনার বা গণেশের… তাতে ‘দন্ত্য-ন’ হবেই। কিন্তু তাই বলে গণেশের নামের বানানে কিন্তু দন্ত্য-ন জুড়ে দেবেন না। সেখানে সবসময়ই ‘মূর্ধন্য-ণ’। কেমন?

অতএব, মনের নোটবুকে নোট করে নিই আমরা সবাই— গনেশ নয়, ‘গণেশ’!

শব্দবাজি আর বোরোলীন হাতে হাত মিলিয়ে আপনাদের সাক্ষী রেখে একটু ‘ভাষার পুজো’ করছে এই বোরোলীন বাংলারই পেজে। পরবর্তী পর্ব আসছে, চোখ রাখুন!

24/09/2025

বোরোলীনের এই পুজো স্পেশ্যাল সিরিজ, ‘নবপত্রিকার ইতিকথা’য় আমরা ইতিমধ্যে জেনেছি ছয়টি গাছের কথা। আসুন আজ জেনে নেই বাকি তিন, অর্থাৎ, অশোক, হলুদ আর জয়ন্তীর গল্প।
অশোক গাছ দেবী দুর্গার শোকরহিতা রূপের প্রতীক। এই গাছের ফুল বাঙালির কাহিনী ও পুরাণে বোনা। তাই এই গাছ জড়িয়ে রয়েছে বাঙালির ইতিহাসের পরতে পরতে।
অশুভ শক্তি দূর করার প্রতীক হরিদ্রা অর্থাৎ হলুদের গাছে অধিষ্ঠান করেন দেবী উমা। জীবাণুনাশক ও পবিত্রতার রঙ হলুদ। তাই প্রতিটি পুজোয় হলুদ অপরিহার্য।
মাটিকে উর্বর করে তোলার প্রতীক জয়ন্তী গাছে অধিষ্ঠান করেন দেবী কার্তিকী। যেকোনো মাটিতে জন্মে ওঠে এই উদ্ভিদ, মাটিকে ফিরিয়ে দেয় নতুন প্রাণশক্তি। তাই জয়ন্তী হল পুনর্জাগরণের প্রতীক।
দুঃখের অবসান, জীবনের শুভ দিক আর বিজয়ের বার্তা— অশোক, হলুদ আর জয়ন্তীর এই মিলনেই ধরা পড়ে দেবীর আশীর্বাদের পূর্ণ রূপ। আর এই আশীর্বাদের মতোই প্রায় একশো বছর ধরে বাঙালির ঘরে ঘরে যত্নের নিরবিচ্ছিন্ন সঙ্গী বোরোলীন। 💚

'পুজোর ভাষা - ভাষার পুজো' সিরিজের চতুর্থ পর্বে আজ বানান নয়, শব্দের ব্যবহার দেখি একটু আমরা?পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হয়ে গিয়ে...
22/09/2025

'পুজোর ভাষা - ভাষার পুজো' সিরিজের চতুর্থ পর্বে আজ বানান নয়, শব্দের ব্যবহার দেখি একটু আমরা?

পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। আর এই দেবীপক্ষের প্রথমদিনকে বলে... না প্রথমা নয়। সে যতই শুনে মনে হোক প্রথমা-ই ঠিক, আসলে শব্দটা কিন্তু প্রতিপদ!

তবে এটা শুধু দেবীপক্ষের প্রথম দিন নয়, চাঁদের ১৫ দিনের গতির সঙ্গে মিলিয়ে, অর্থাৎ চান্দ্রপক্ষের প্রথম দিন মানেই কিন্তু 'প্রতিপদ', প্রথমা নয়!

'ভাষার পুজো' চলছে বোরোলীন বাংলার পেজে, শব্দবাজি আর বোরোলীনের যৌথ প্রয়াসে। সঙ্গে থাকুন আগামী পর্বের জন্য!

পুজোর আনন্দে একসঙ্গে শামিল হওয়ার লক্ষে, শব্দবাজির সঙ্গে হাত মিলিয়ে, আপনাদের সামনে আমরা রেখেছিলাম শব্দছকের চ্যালেঞ্জ… ‘বো...
21/09/2025

পুজোর আনন্দে একসঙ্গে শামিল হওয়ার লক্ষে, শব্দবাজির সঙ্গে হাত মিলিয়ে, আপনাদের সামনে আমরা রেখেছিলাম শব্দছকের চ্যালেঞ্জ… ‘বোরোলীন শারদীয় শব্দছক ২০২৫’।

আপনারা যেভাবে আমাদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিয়েছেন, আমরা অভিভূত। সকল অংশগ্রহণকারীকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা! 💚

১২৬ জন উত্তরদাতাদের মধ্যে ১১ জন সবকটি উত্তরের সম্পূর্ণ সঠিক সমাধান পাঠিয়েছেন। সঙ্গে দেওয়া দ্বিতীয় ছবিতে আপনাদের নাম দেওয়া রইল।

এছাড়াও ৬৫ জন ৪০টির থেকেও বেশি সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের জন্যও রয়েছে বিশেষ পুরস্কার। আপনাদের নাম আছে তৃতীয় ছবিতে।

সকল বিজয়ীদের অনুরোধ করবো আমাদের ইনবক্সে সম্পূর্ণ নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর মেসেজ করে পাঠাতে যাতে আমরা আপনাদের উপহার খুব দ্রুত পৌঁছে দিতে পারি।

সব্বাইকে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা!

'পুজোর ভাষা - ভাষার পুজো' সিরিজের তৃতীয় পর্ব আজ, মহালয়ার দিনে। আর এই মহালয়ার ভোরে পিতৃপুরুষকে নিবেদন করে আমরা তর্পণ তো ক...
21/09/2025

'পুজোর ভাষা - ভাষার পুজো' সিরিজের তৃতীয় পর্ব আজ, মহালয়ার দিনে।

আর এই মহালয়ার ভোরে পিতৃপুরুষকে নিবেদন করে আমরা তর্পণ তো করে এলাম, কিন্তু লিখতে গিয়ে সেটাই যদি তর্পন হয়ে যায়? তবে তো বিপদ!

তাই, এই মহলয়ার সকাল থেকেই কিন্তু আর 'তর্পন' নয়― 'তর্পণ'!

শব্দবাজি আর বোরোলীনের যৌথ প্রয়াসে চলছে 'ভাষার পুজো', ঠিক এই বোরোলীন বাংলার পেজেই। চোখ রাখুন পরের পর্বের জন্য!

যত্ন আর ভরসার এক অটুট বন্ধন।  💚ভারত সরকারের সাম্প্রতিক জিএসটি পুনর্গঠনের ফলে আপনার পছন্দের বোরোলীন প্রোডাক্ট, তা সে প্রজ...
20/09/2025

যত্ন আর ভরসার এক অটুট বন্ধন। 💚

ভারত সরকারের সাম্প্রতিক জিএসটি পুনর্গঠনের ফলে আপনার পছন্দের বোরোলীন প্রোডাক্ট, তা সে প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা সবুজ টিউব হোক বা খাস সাবান, সুথল থেকে এলীন— সবই এখন আরও সাশ্রয়ী। আপনাদের বিশ্বাসকে সম্মান জানিয়ে ট্যাক্স কমে যাওয়ার সমস্ত সুবিধাই আমরা সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি।

সমস্ত পণ্যের নতুন দামের তালিকা সঙ্গের ছবিতে দেওয়া হ'ল। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।

'পুজোর ভাষা - ভাষার পুজো' সিরিজ়ের প্রথম পর্বে আমরা দেখেছিলাম সঠিক বানান পূজো নয়, 'পুজো'। এবার যে পুজোর আবহে এই বানানচর্...
17/09/2025

'পুজোর ভাষা - ভাষার পুজো' সিরিজ়ের প্রথম পর্বে আমরা দেখেছিলাম সঠিক বানান পূজো নয়, 'পুজো'।

এবার যে পুজোর আবহে এই বানানচর্চার আয়োজন, সেই পুজোর নাম, সেই দেবীর নাম, সর্বোপরি, মায়ের নামের বানান... সেটাও তো ঠিক লিখতেই হবে। তাই না?

অতএব, দূর্গা নয়― 'দুর্গা'।
দু'দিনের দু'টো বানান নিয়ে একত্রে, দুর্গাপুজো।

পুজোর আবহে 'ভাষার পুজো' করতে শব্দবাজি-র সঙ্গে হাত মিলিয়ে চলছে আমাদের নতুন সিরিজ়— 'পুজোর ভাষা - ভাষার পুজো', বোরোলীন বাংলার পেজে।

পুজোর আবহে একটু 'ভাষার পুজো' করতে হ'লে পুজোর সঙ্গে জড়িত অতিপরিচিত কিছু বানান-শব্দ-অক্ষর-কথাই জমবে ভাল, তাই না? ঠিক সেই জ...
13/09/2025

পুজোর আবহে একটু 'ভাষার পুজো' করতে হ'লে পুজোর সঙ্গে জড়িত অতিপরিচিত কিছু বানান-শব্দ-অক্ষর-কথাই জমবে ভাল, তাই না?

ঠিক সেই জন্যই শব্দবাজি-এর সঙ্গে হাত মিলিয়ে আমাদের নতুন সিরিজ— 'পুজোর ভাষা - ভাষার পুজো' আসছে আজ, ঠিক এইখানেই, অর্থাৎ বোরোলীন বাংলার পেজে!

Address

94, Nalini Ranjan Avenue, New Alipore
Kolkata
700053

Telephone

+918335803355

Website

http://www.shop.boroline.com/

Alerts

Be the first to know and let us send you an email when Boroline Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boroline Bangla:

Share