Boroline Bangla

Boroline Bangla বোরোলীন— ৯৫ বছরেরও বেশি সময় ধরে আপনাদের ভালবাসা, বিশ্বাস ও সুরক্ষার প্রতীক

28/08/2025

‘মেলোডি না রিদম’— কোনটা বাঙালির বেশি পছন্দ, তা নিয়ে দ্বন্দ্ব থাকুক বা না থাকুক... বাংলার ঘরের যত্নের প্রথম ঠিকানা এবং সর্বক্ষণের সঙ্গী কে, তা নিয়ে কোনও প্রশ্নই থাকতে পারে না।

‘বৃষ্টি পায়ে পায়ে’-র কুড়ি বছরের উদযাপনে হতে চলা বোরোলীন নিবেদিত গানের সন্ধে 'বৃষ্টি পায়ে পায়ে— ২০ বছর পার'-এর আগে আমাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বসে এরকমই কিছু কথা বললেন সুরকার জয় সরকার!

আমাদের শতবর্ষের যাত্রাকে আরও সমৃদ্ধ করল আপনার এই আন্তরিক শুভেচ্ছাবার্তা। এই দীর্ঘ পথে সঙ্গী হিসেবে আপনাদের সবার বিশ্বাস আর ভালবাসাই আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি। ধন্যবাদ!



24/08/2025

২০ বছর আগে বাঙালির হৃদয়ে ঝড় তুলে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল অপূর্ব এক আনকোরা গান— ‘বৃষ্টি পায়ে পায়ে’।

অর্ণা শীলের লেখা, জয় সরকারের সুরে, আর শুভমিতা ব্যানার্জীর কণ্ঠে তৈরী এই গান বিগত কুড়ি বছরে কালের সীমানা ছাড়িয়ে চিরকালীন হয়ে উঠেছে বাঙালি জীবনে। এবং এই দু'দশকের নস্ট্যালজিয়ার উদ্‌যাপনেই আসছে বোরোলীন নিবেদিত গানের সন্ধে 'বৃষ্টি পায়ে পায়ে— ২০ বছর পার'।

আর তার আগে বোরোলীনের সঙ্গে স্রষ্টা-ত্রয়ীর সাম্প্রতিক আড্ডায় উঠে এলো গান তৈরির অজানা গল্প থেকে শুরু করে, গানটির আজও একই ভাবে প্রাসঙ্গিক থাকার কথা।

এই আলাপচারিতা আরও একবার প্রমাণ করল, কিছু বন্ধন চিরকালীন— তা ২০ বছরের সুরের সঙ্গেই হোক বা ৯৬ বছর ধরে চলা বোরোলীনের যত্নের। ধন্যবাদ এই আন্তরিক আড্ডার জন্য!



21/08/2025

সংগীতের শিকড় কোথায়? ‘সহজ পরব’-এ পণ্ডিত তন্ময় বোস বলছিলেন সেই আদি শিকড়ের কথা। আমরা গিয়েছিলাম তাঁকে বোরোলীনের টিউব উপহার দিতে আর তাঁর কথা শুনতে। উল্টে তিনিই পকেট থেকে বোরোলীনের সবুজ কৌটো বের করে আমাদের চমকে দিলেন!

আর এভাবেই শিল্পের শিকড় আর যত্নের গল্প মিলেমিশে একাকার হয়ে যায়। তাঁর মতো কিংবদন্তীর এই ভালবাসা আমাদের কাছে অমূল্য আশীর্বাদ! সেদিনের সেই অমূল্য আলাপচারিতার কিছু মুহূর্ত আমরা তুলে আনলাম আপনাদের জন‍্য।

সহজ পরবে এমন আরও কিছু দামী মুহূর্ত পাওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের। এক এক করে আপনাদের জন‍্য সেগুলোও নিয়ে আসব আমরা।

“Good morning… At the top of Mt. Churdoul & Mt. Abhaya with the Boroline First Aid Pouch” We received this wonderful mes...
18/08/2025

“Good morning… At the top of Mt. Churdoul & Mt. Abhaya with the Boroline First Aid Pouch”
We received this wonderful message from Shri Debashis Biswas.

These photos come from the Rupshu Valley & Tso-Moriri expedition, led by noted mountaineer Shri Debashis Biswas— an expedition proudly supported by Boroline.

For us, this journey was never just about reaching summits. It was about carrying care into the remotest corners, where health awareness, medical camps, education, environment, and local livelihoods come together.

To see Boroline travel to such heights, through snow and silence, is a moment of pride; and a reflection of the trust you have placed in us for generations.

Here’s to journeys that push limits, uplift lives, and etch memories as lasting as the mountains themselves.

20 years apart… yet the same rain, the same song.This 5th September, Brishti Paye Paye returns — not just as music, but ...
17/08/2025

20 years apart… yet the same rain, the same song.
This 5th September, Brishti Paye Paye returns — not just as music, but as a feeling you’ve carried in your heart.
From the first note to the last echo, Shubhomita will take you through time — joined by Joy Arna in an intimate opening, before she paints the stage with her own timeless melodies.
📍 Birla Sabhagar
🎯 5th September 2025
🕡 6:30 PM
Two segments, one journey — where the rain is not outside, but within.
Joy Sarkar Boroline Bangla

17/08/2025

১১ জুলাই, জি ডি বিড়লা সভাঘরের আয়োজিত হয়েছিল— খাস একক ৩
ফিরে দ্যাখা সেই রাতের কিছু মুহূর্ত!

ভিডিও: Anjan Reek Basu




 -তে আমরা বোরোলীনের সঙ্গে জড়িয়ে থাকা আপনাদের গল্প এবং স্মৃতিচারণা শুনতে চেয়েছিলাম। উত্তরে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, ...
17/08/2025

-তে আমরা বোরোলীনের সঙ্গে জড়িয়ে থাকা আপনাদের গল্প এবং স্মৃতিচারণা শুনতে চেয়েছিলাম। উত্তরে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, তা অপ্রত্যাশিত! তাই ৫ জন জয়ী বেছে নেওয়ার পরিকল্পনা থাকলেও আমরা ৮ জনকে বেছে নিতে বাধ‍্য হয়েছি!

ছোট্ট মজার গল্প থেকে শুরু করে একান্তই ব্যক্তিগত স্মৃতি, ছোটবেলার নস্ট্যালজিয়া থেকে রোজকার অভ্যাসে বোরোলীন— প্রতিটি গল্পই আমাদের মুখে হাসি এনে দিয়েছে, একই নস্ট্যালজিয়ায় ভাসিয়ে নিয়ে গিয়েছে আমাদেরও। এই সবকিছু বারবার মনে করিয়ে দেয় যে বোরোলীন কতটা দীর্ঘ পথ আপনাদের সঙ্গে পেরিয়ে এসেছে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আপনাদের জীবনে বোরোলীনের এই উপস্থিতিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

এই বিশ্বাস ও ভালবাসার জন‍্য সকলকে আন্তরিক ধন্যবাদ!

সবশেষে, বিজয়ীদের নাম দেওয়া রইল ছবিতে। আপনাদের সম্পূর্ণ নাম, ঠিকানা, এবং যোগাযোগের নম্বর জানিয়ে দিন আমাদের ইনবক্সে। বোরোলীনের গিফট বক্স পৌঁছে যাবে আপনার ঠিকানায়।

যাঁদের নাম এই তালিকায় নেই, তাঁদের গল্পও আমাদের কাছে অমূল্য! এই ভালবাসা আমরা আবারও সেলিব্রেট করার সুযোগ নিয়ে আসব তাড়াতাড়িই। 💚

15/08/2025

স্বাধীনতার ৭৯ বছর!
এই ৭৯ বছরে স্টিম ইঞ্জিনের কু-ঝিকঝিক থেকে চন্দ্রাভিযান-মঙ্গল অভিযানের মধ্যে দেশ এগিয়ে গেছে প্রায় কয়েক শতাব্দী।

আর এই গোটা যাত্রার সাক্ষী হয়ে থেকে গেছে বোরোলীনের ছোট্ট সবুজ টিউব, প্রতিটি বাড়িতে সুরক্ষা ও যত্নের আশ্বাস হিসেবে।

তাই, এই স্বাধীনতা দিবসে দেশের অগ্রগতির পাশাপাশি আমরা উদ্‌যাপন করছি আপনাদের থেকে পাওয়া এক শতাব্দী সমান ভালবাসা, বিশ্বাস, আর আবেগকেও!

শুভ স্বাধীনতা দিবস! 🇮🇳


১৯২৯-এর স্বদেশী আন্দোলন থেকে শুরু করে প্রায় এক শতাব্দী বোরোলীনের গল্প পায়ে পায়ে হেঁটেছে ভারতের সঙ্গেই। স্বাধীনতার সপ্তাহ...
14/08/2025

১৯২৯-এর স্বদেশী আন্দোলন থেকে শুরু করে প্রায় এক শতাব্দী বোরোলীনের গল্প পায়ে পায়ে হেঁটেছে ভারতের সঙ্গেই।

স্বাধীনতার সপ্তাহে তাই আমাদের ৯৬ বছরের গল্পের বিশেষ কিছু মুহূর্ত— আমাদের দৃঢ়তা, একতা, দেশ ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা, এবং যত্নের প্রতিশ্রুতির কিছু মুহূর্তের ঝলক আপনাদের জন্য।

অবশ্য, এই গল্প তো শুধু আমাদের নয়। আপনার ভরসার হাত ধরেই বোরোলীন আজ প্রতিটি ঘরের অংশ। তাই এই গল্প আপনাদেরও।


Address

94, Nalini Ranjan Avenue, New Alipore
Kolkata
700053

Telephone

+918335803355

Website

http://www.shop.boroline.com/

Alerts

Be the first to know and let us send you an email when Boroline Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boroline Bangla:

Share