Astitya-Existence Digitally

Astitya-Existence Digitally astitya–a highly experienced and dedicated team of professionals who are keenly serve their skill.

DEVDUTTA MAJHIAIR 1 in JEE (Main) 2025From the moment she topped the WBBSE (Madhyamik exam) in 2023, scoring an astoundi...
19/04/2025

DEVDUTTA MAJHI
AIR 1 in JEE (Main) 2025

From the moment she topped the WBBSE (Madhyamik exam) in 2023, scoring an astounding 697/700, it was clear that she was destined for greatness.

Now, after two years, this brilliant student from Katwa, Purba Bardhaman, has done it again— this time on a national scale.

Devdutta has clinched the All India Rank 1 in the JEE (Main) 2025 Session 2 Paper 1 (BE/BTech) with a perfect NTA Score of 100 percentile.

Best wishes for her future. 🎉

বাঙ্গালীর আরো একবার গর্বিত হওয়ার ক্ষণ এলো। হিউম্যানিটিজ বিভাগে 'নোবেল' পাচ্ছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। .................
17/03/2025

বাঙ্গালীর আরো একবার গর্বিত হওয়ার ক্ষণ এলো। হিউম্যানিটিজ বিভাগে 'নোবেল' পাচ্ছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। ......................................................................

নরওয়ে থেকে প্রতিবছর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অগ্ৰগণ্য বুদ্ধিজীবীকে এই 'নোবেল' হোলবার্গ পুরস্কারে সম্মানিত করা হয়। এই পুরস্কারের অর্থমূল্য ভারতীয় মুদ্রায় সাড়ে ছয় কোটি টাকা। এই‌ পুরস্কারকেই হিউম্যানিটিজ বিভাগের নোবেল পুরস্কার বলে গণ্য করা হয়।

অধ্যাপক জগন্নাথ চক্রবর্তীর মেয়ে, প্রেসিডেন্সি প্রাক্তন গায়ত্রী চক্রবর্তী নানা কারনে বাংলার সাহিত্যপিপাষুদের কাছে পরিচিত। মহাশ্বেতা দেবী থেকে সাবঅলটার্ণ স্টাডিজ, পোস্টস্ট্রাকচারালিজম ও ডিকনস্ট্রাকশন থিয়োরি সহ বৌদ্ধিক চর্চাক্ষেত্রে তিনি গোটা বিশ্বেই আজ এক পরিচনাম। বিবাহউত্তর নাম গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।

আইওয়া বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু করলেও পরবর্তী সময়ে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত হন।

আমাদের কাছে এ এক আনন্দের খবর । অভিনন্দন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক।

The 2025 Holberg Prize has been awarded to esteemed Indian scholar Gayatri Chakravorty Spivak in recognition of her groundbreaking contributions to the fields of literary theory and philosophy.

Born in Kolkata in 1942, Spivak is an alumnus of the University of Calcutta and Cornell University. Currently holding the position of professor in the Humanities at Columbia University, Spivak is widely regarded as one of the most influential global intellectuals today.

Throughout her illustrious career, Spivak has made profound impacts on various disciplines, including comparative literature, translation, postcolonial studies, political philosophy, and feminist theory. Her seminal essay, “Can the Subaltern Speak?” (1988), has become a foundational text in postcolonial studies, challenging Western scholarship and highlighting the struggles of minoritised groups.

 #অন্য_মেয়েএই মহিলাকে নিয়ে খুব একটা কিছু বলতে শুনি না কাউকে!অথচ তৃতীয় বিশ্বের এক উন্নয়নশীল দেশ, যেখানে আজও বছরে প্রায...
12/03/2025

#অন্য_মেয়ে

এই মহিলাকে নিয়ে খুব একটা কিছু বলতে শুনি না কাউকে!

অথচ তৃতীয় বিশ্বের এক উন্নয়নশীল দেশ, যেখানে আজও বছরে প্রায় আধাকোটির উপর শিশু একপ্রকার বিনাচিকিৎসায় মারা যায় সেখানে ওঁর প্রাপ্য ছিল সুপার সেলিব্রিটির সম্মান!
কিন্তু দেশটার নাম ভারত। এখানে ক্রিকেটার, অভিনেতা, রাজনীতিক যতটা সেলিব্রিটি ততটা আর কেউ নয়।

তাই রাস্তাঘাটে এলোপাথাড়ি জিজ্ঞাসা করে দেখুন! পলক মুচ্ছল'কে কেউ চেনেই না প্রায়। দুয়েকজন বলবে, গান-টান গায়।
অথচ মাত্র ৩২ বছর বয়সে পলক যা যা করেছেন তা সাধারণ মানুষের কল্পনারও বাইরে!

পলক মুচ্ছল গান করেন। মাত্র চারবছর বয়সে সঙ্গীত জগতে প্রবেশ কল্যাণজী-আনন্দজী লিটল স্টার গ্রুপের হাত ধরে। মাত্র নয়বছর বয়সে প্রথম অ্যালবাম! চোদ্দবছর বয়সে ছোট্ট শহর ইন্দোর থেকে বলিউডে আগমন। ততদিনে তিনটে অ্যালবাম বেরিয়ে গেছে হইহই করে। বলিউডে পা দিয়েই টি-সিরিজের হাত ধরে চতুর্থ অ্যালবাম। আর ঐ একই বছরে প্রথম প্লেব্যাক বলিউড সিনেমায়!

এরপর "বীর', 'এক থা টাইগার', 'আশিকি ২', 'প্রেম রতন ধন পায়ো', 'এম এস ধোনি'সহ একের পর এক সিনেমায় হিট গান। 'জুম্মে কি রাত', 'নাইয়ো লাগদা' সহ অন্তত একডজন ব্লকবাস্টার গান তাঁর ঝুলিতে!

বাংলা, পাঞ্জাবী, তামিল, গুজরাটি, তেলেগু, কন্নড়, ওড়িয়াসহ ১৭টা ভারতীয় ভাষায় গান গেয়েছেন ও গাইছেন পলক।
এসব শুনেও কেউ কেউ বলবেন বলিউডে এমন কত আসে আর যায়! উনি স্পেশাল কীসে?

হ্যাঁ, সেই স্পেশালিটির গল্প বলব বলেই তো এত শিবের গীত!

কার্গিল যুদ্ধের সময় মাত্র সাতবছর বয়সে নিজের শহর ইন্দোরে পথে পথে ঘুরে গান গেয়ে ২৫,০০০/- তুলে দিয়েছিলেন আহত সেনাদের চিকিৎসার জন্য!
কে? এক ছাপোষা মধ্যবিত্ত দম্পতির সাতবছর বয়সী মেয়ে পলক!
ঐ একই বছর, ১৯৯৯তে উড়িষ্যা সাইক্লোনে ত্রাণের জন্য ইন্দোরের দোকানে দোকানে ঘুরে গান গেয়ে তুলেছিলেন ৩৮,০০০/-!
পরেরবছর ইন্দোরের এক স্কুলছাত্রের হার্ট অপারেশনের জন্য আটবছরের পলক রাস্তায় শো করে তুলে দিয়েছিলেন ৫১,০০০/-! স্রেফ পলকের ঐ উদ্যোগের কথা শুনে ডঃ দেবী শেঠি সেই ছাত্রের অপারেশন বিনামূল্যে করার সিদ্ধান্ত নেন।
কেমন রূপকথার মত লাগছে না?

রূপকথা যখন বাস্তব হয় তা বোধহয় অনেক স্বপ্ন পূরণ করতে পারে।
সেই ছাত্র, লোকেশের চিকিৎসার হিল্লে হয়ে যাওয়ার আনন্দে তার মা-বাবা স্থানীয় খবরের কাগজে জানালে চোখের নিমেষে উঠে আসে আরও তেত্রিশজন হতভাগ্য শিশুর কথা যারা হার্টের দুরারোগ্য রোগে ভুগছিল!
ঐ ২০০০ সালেই আটবছরের পলক একের পর এক স্টেজশো করে তাদের জন্য তুলে দেন ২,২৫,০০০/- যা দিয়ে পাঁচজন শিশুর সফল হার্ট অপারেশন হয়।

সেই শুরু! ২০০১এ গুজরাত ভূমিকম্পপীড়িতদের জন্য পলক স্টেজ'শো করে তুলে দেন ১০ লক্ষ টাকা। দুরারোগ্য হার্টের অসুখে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য তৈরি করেন ব্যানার - দিল সে দিল তক!

ঐ বয়সে তাঁর বন্ধুবান্ধব যখন স্কুলের পর পার্কে যাচ্ছে খেলতে, ছুটির দিনের সন্ধ্যায় যাচ্ছে আঁকার বা নাচের স্কুলে, সদ্য দশে পা দেওয়া পলক তখন স্টেজ শো করে চলেছেন সমবয়সী দুঃস্থ শিশুদের একটা সুস্থ জীবন দিতে!

২০০১ থেকে ২০০৬, পাঁচবছরে পলক তাঁর ছোটভাই পলাশকে সঙ্গে নিয়ে হাজারেরও বেশি স্টেজ'শো করে তুলেছিলেন ১ কোটি ২০ লক্ষ টাকা যা দিয়ে বাঁচানো গেছিল ২৩৪ জন শিশুর প্রাণ!

ততদিনে কিশোরী পলক নিজেই তৈরি করে ফেলেছেন 'পলক মুচ্ছল হার্ট ফাউন্ডেশন'!
আঠারোয় পা দেওয়ার আগেই পলক মুচ্ছল আয় করেছেন মোট পৌনে দু'কোটি টাকা। প্রাণ বাঁচিয়েছেন প্রায় ৩৫০ জন শিশুর!
আজ বত্রিশে পা দিয়েও পলক মুচ্ছল ঐ এক সাধনায় মেতে আছেন! ক্লান্তি নেই, অবসাদ নেই, প্রচারের ঢক্কানিনাদ নেই কোথাও!
ইন্দোর, মুম্বাই ও বেঙ্গালুরুর হার্ট স্পেশালিস্টদের হিসেব অনুযায়ী ২০২৪এর শেষ অবধি এযাবৎ ৩,০০০এরও বেশি শিশুর হৃদযন্ত্রের অপারেশন হয়েছে পলক ও পলাশের অর্জিত অর্থে!
৩,০০০এর বেশি শিশু আজ পড়ছে, খেলছে, গাইছে, নতুন স্বপ্ন নিয়ে বাঁচছে পলকের হাত ধরে!

তবু পলক মুচ্ছলকে নিয়ে কথা হয় না! এ পোড়া দেশে পলক কোনও সেলিব্রিটি নন!
ওঁর একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল, 'আপনি তো এখন একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক সিঙ্গার! তাও এত কনসার্ট বা স্টেজ শো করেন কেন?'

নির্দ্বিধায় উত্তর দিলেন - 'আমার কাছে একটা কনসার্ট মানে ১০ - ১২টা বাচ্চার হার্ট অপারেশন। করব না?'

শৈশব থেকে হাজারো অন্ধকার বুকের খাঁচায় নিরলস আলো জ্বালিয়ে যাওয়া পলক মুচ্ছল হয়ত নিজেই চান না অমন প্রচারের আলোয় আসতে! যার ছটায় আড়ম্বর থাকলেও প্রাণ নেই!

বাঙালির ছেলেবেলা হারিয়ে যাচ্ছে! হারিয়ে যাচ্ছে ‘পদিপিসির বর্মীবাক্স’ ! টং লিং , বাতাস বাড়ি সব হারিয়ে যাচ্ছে । শৈশব এখন...
26/02/2025

বাঙালির ছেলেবেলা হারিয়ে যাচ্ছে! হারিয়ে যাচ্ছে ‘পদিপিসির বর্মীবাক্স’ ! টং লিং , বাতাস বাড়ি সব হারিয়ে যাচ্ছে । শৈশব এখন আর ‘হলদে পাখির পালক’ খুঁজতে বেরোয় না। আমরাই মেরে ফেলছি আমাদের সন্তানদের শৈশবকে, আনন্দকে।

বাঙালির ছেলেবেলা মানেই সাহিত‍্যিক লীলা মজুমদার। আজ তাঁর জন্মদিন। যদি সত‍্যিই তিনি ফিরে আসতেন আবার, বাঙালির হারানো শৈশবকে আবার ফিরিয়ে দিতেন!

স্কেচঃ বিশ্বনাথ দাশগুপ্ত Biswanath Dasgupta
✍️ Dolanchampa Dasgupta

At last they are coming back home
12/02/2025

At last they are coming back home

24/12/2024

Merry Chirstmas

ফিডে ওয়ার্ল্ড চাম্পিয়ান ২০২৪ - ডি গুকেশ! FIDE World Championship 2024 - D. Gukesh🇮🇳♥️
12/12/2024

ফিডে ওয়ার্ল্ড চাম্পিয়ান ২০২৪ - ডি গুকেশ!
FIDE World Championship 2024 - D. Gukesh
🇮🇳♥️

অনেক বড় হও দেশ ও দশের নাম করো । এমন মেয়েরা হচ্ছে দেশের গর্ব। যার ঘরে আছে সে মা হচ্ছে রত্নগর্ভা  এমন লক্ষী জন্ম দিয়ে। ...
07/10/2024

অনেক বড় হও দেশ ও দশের নাম করো । এমন মেয়েরা হচ্ছে দেশের গর্ব। যার ঘরে আছে সে মা হচ্ছে রত্নগর্ভা এমন লক্ষী জন্ম দিয়ে। এত ছোট বয়সে এইরকম মনের জোর এগিয়ে যাওয়ার ইচ্ছে তোমাকে অনেকদূর পৌঁছে দেবে। সকলের আশীর্বাদ তোমার সাথে আছে। তুমি এগিয়ে যাও সামনের দিকে নিজের কর্মের জোরে। অনেক ভাল ও থেকো সুস্থ থেকো তুমি সকলের অনুপ্রেরণা হয়ে থেকো উজ্জ্বল নক্ষত্রের মত।

অমরাবতী বলে একটি অঞ্চলের এই ছোট্ট মেয়েটির নাম "কার্তিকা", মাত্র 12 বছর বয়স.... ক্লাস সিক্স এ পড়ে।বাড়িতে শয্যাশায়ী অসুস্থ মা আর একজন বৃদ্ধা ঠাকুমা ছাড়া আর কেউ নেই।

তার পরিবারকে সহায়তা করা ও নিজের লেখাপড়া চালানোর জন্য, সে বাইক মেরামতের কাজ করে। এই কাজ করে অমরাবতী হাই স্কুলে ক্লাসের ফার্স্ট গার্ল কার্তিকা। এই অঞ্চলের সমস্ত মানুষের হৃদয়ের মনি এই ছোট্ট বোনটি।

অমরাবতী অঞ্চলের দুর্গা মোটরস বলে একটি বিখ্যাত দোকানে এই ছোট্ট বোনটি কাজ করে। রয়্যাল এনফিল্ড বুলেটের স্পেশালিস্ট , এটি মেরামত সংক্রান্ত প্রতিটি তথ্য রাখে সে। স্কুল থেকে ফিরেই কাজে লেগে যায়। গভীর রাতে হোম ওয়ার্ক করে এবং পড়ে। এই মেয়েটির পড়াশোনার প্রতি এত আগ্রহ যে সমস্ত সামাজিক বিধিনিষেধকে অস্বীকার করার সাহস রাখে সে। এই মেয়েটি অন্যদের জন্য অনুপ্রেরণা যে এত অল্প বয়সে তার পড়াশোনার খরচ তথা বাড়ির অন্যান্য আর্থিক ভার বহন করে।

তুমি অনেক বড় হও মানুষ হও এবং তোমার মাকে তুমি সুস্থ করে তোলো এবং জীবনে আরো আরো এগিয়ে যাও ।একদিন তুমি অনেক বড়ো হবে।💖

৪৫ তম দাবা অলিম্পিয়াডের আসর বসেছিল এবার হাঙ্গেরির বুদাপেস্ট শহরে। এর আয়োজন করে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন। এবারে মোট ১৯...
23/09/2024

৪৫ তম দাবা অলিম্পিয়াডের আসর বসেছিল এবার হাঙ্গেরির বুদাপেস্ট শহরে। এর আয়োজন করে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন। এবারে মোট ১৯৫টি দেশ সহ ১৯৭টি দল অংশগ্রহণ করেছিল ‘ওপেন’ বা লিঙ্গ নির্বিশেষ বিভাগে পাশাপাশি ১৮১টি দেশ সহ ১৮৩টি মহিলা দল অংশ নিয়েছিল ১০-২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলা আন্তর্জাতিক দাবার এই মহাযজ্ঞে। বিশ্বের তাবড় তাবড় দেশগুলো সঙ্গে আমাদের ভারতের একঝাঁক তরুণ-তরুণী অংশ নিয়েছিলেন এই দাবা অলিম্পিয়াডে।

উল্লেখযোগ্য বিষয় হল এই, অংশগ্রহণের নিরিখে এই দাবা অলিম্পিয়াড ছিল সত্যিকারের বিশ্বব্যাপী। আর তাতে সোনা জিতে আমাদের অর্ধেক আকাশ আলো করেছেন গুকেশ ডোম্মারাজু এবং অর্ধেক আকাশ আলো করেছেন দিব্যা দেশমুখ।

দ্বিতীয় উল্লেখযোগ্য বিষয়, একইসঙ্গে ‘ওপেন’ এবং ‘ওমেন’ দুই বিভাগেই সোনা জিতে ভারত ইউএসএসআর (১৯৮৬) এবং চীন (২০১৮)-এর পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে যাদের ঝুলিতে রয়েছে বিরলতম এই সম্মান।

পাঁচ বছরের লেথুকুখানিয়া ম্জাজি। দক্ষিণ আফ্রিকার নাগরিক। সিঙ্গল মায়ের মেয়ে। মা দোকানে পাঠিয়েছিলেন একটা রুটি কিনে আনতে...
04/09/2024

পাঁচ বছরের লেথুকুখানিয়া ম্জাজি।
দক্ষিণ আফ্রিকার নাগরিক। সিঙ্গল মায়ের মেয়ে।
মা দোকানে পাঠিয়েছিলেন একটা রুটি কিনে আনতে।
দোকান থেকে ফেরার পথে এক আঙ্কল ওর এই ছবিটা তোলেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ওর এই অবিমিশ্র খুশির ছোঁয়াটুকু।

জনমতের চাপে ওই রুটির কোম্পানিটি ওদের রুটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে নেয় এই ছোট্ট কন্যাকে। দক্ষিণ আফ্রিকা জুড়ে রুটির বিজ্ঞাপনী বিলবোর্ডে এই ছবি।

বিনিময়ে মা-মেয়ে পেয়েছে দুকামরার একটা বাড়ি। সঙ্গে মেয়ের স্নাতক স্তর অব্দি পড়াশোনার খরচ বহন করবে কোম্পানি।

*এমনও ঘটে* !!!!!
পোস্ট ঋণ Wales Nag

আমাদের গর্ব, আমাদের মেয়ে।বঙ্গতনয়া সায়নী দাসের মুকুটে নতুন পালক। এশিয়ার প্রথম সাঁতারু হিসেবে জয় করলেন আয়ারল্যান্ডের নর্থ...
02/09/2024

আমাদের গর্ব, আমাদের মেয়ে।

বঙ্গতনয়া সায়নী দাসের মুকুটে নতুন পালক। এশিয়ার প্রথম সাঁতারু হিসেবে জয় করলেন আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল। এই চ্যানেলটি পার করতে তাঁর সময় লেগেছে ১৩ ঘন্টা ২২ মিনিট। সায়নীই প্রথম ভারতীয় মহিলা, যিনি এই চ্যানেল পার করেছেন।

Address

Kolkata
700105

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 4pm

Telephone

+919433730200

Alerts

Be the first to know and let us send you an email when Astitya-Existence Digitally posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Astitya-Existence Digitally:

Share