boipattor.in

boipattor.in www.boipattor.in : the online bookstore

www.boipattor.in নির্বাচিত বইপত্রের একটি অনলাইন দোকান। এখানে মুদ্রিত বই যেমন পাওয়া যায়, তেমনি পাওয়া যায় বিভিন্ন বইয়ের ই-ভাষ্য। মুদ্রিত অধিকাংশ বই কেনার জন্য কোন ডাকখরচ দিতে হয় না।

"‘প্রগতি’ একটি সমাজসেবী সংস্থা। কলকাতার বহু প্রান্তিক অঞ্চলে তারা মানুষের উপকারে বিদেশি দয়াবানদের দানের টাকা কষ্ট করে ব্...
01/07/2025

"‘প্রগতি’ একটি সমাজসেবী সংস্থা। কলকাতার বহু প্রান্তিক অঞ্চলে তারা মানুষের উপকারে বিদেশি দয়াবানদের দানের টাকা কষ্ট করে ব্যয় করেন। এই ব্যয় বাবদ যা খরচ হয়, তা তারা ঐ অর্থ থেকে নিয়ে নেন। এই সংস্থায় চাকরি করেন আদিত্যবাবু— দিত্যদা। তাঁর উৎসাহে এখানে আমরা কয়েক জন এসেছিলাম স্কুল করতে। ‘প্রগতি’ চেয়েছিল একটা স্কুলঘর বানিয়ে দিতে এবং আমাদের মধ্যে যে দু-এক জন কলেজের ছাত্র আছে, তাদের কিছু একটা মাসোহারা দিতে। আমরা রাজি হইনি। কলকাতায় আমাদের অন্য স্কুলগুলোর মতো এখানেও চেয়েছিলাম বস্তির মানুষের নিজেদের চেষ্টাতেই গড়ে উঠুক একটা পড়াশোনার প্রাঙ্গণ। দাক্ষিণ্য-প্রাপ্তিতে স্বীকৃত এখানকার পুরুষদের অত খাটার ইচ্ছে ছিল না। ‘প্রগতি’ যদি কাজটা করে দেয়, তা হলেই তো ভালো, মনে হয়েছিল তাঁদের। অনেক বুঝিয়েও কাজ হচ্ছিল না। একসময় যখন ক্লান্ত হয়ে আমরা হাল ছেড়ে দিচ্ছিলাম, তখনই দেখা মিলেছিল কমলাদির।

সে সময়ে দিন-দশেক প্রচণ্ড ম্যালেরিয়ায় শয্যাশায়ী ছিলেন কমলাদি। তাই প্রতিদিনের সন্ধেবেলার আলোচনাচক্রে তাঁকে দেখা যায়নি। জ্বর থেকে উঠে পাইকপাড়ায় বিকেলের ঠিকে কাজ সেরে ফেরার সময়ে আমাদের মিটিংয়ে প্রথম আসেন কমলাদি। প্রথম দিন কিচ্ছু বলেননি। কিন্তু পরের দিন, আমরা যখন পুরুষদের এক-বাক্যে রাজি হতে দেখে আনন্দ পাচ্ছি নিজেদের অন্যকে ‘কনভিন্‌স’ করার ক্ষমতায়, তখন জানলাম সারাটা দিন কমলাদি কেমন করে বুঝিয়ে আমাদের কথা শুনতে সকলকে রাজি করিয়েছেন। অবশ্য, কেবল বুঝিয়েছেন বললে সবটা বলা হবে না, কমলাদির কাংস্যবিনিন্দিত কণ্ঠ এবং বাছাই-করা শব্দের প্রবল ব্যবহারও সকলকে রাজি হতে সাহায্য করেছে।

তার পরে খুব দ্রুত স্কুল তৈরির কাজ এগিয়েছে। বসতির মেয়েপুরুষ একযোগে ক-দিনের মধ্যেই ঝুপড়িপট্টির এক ধারে একটা বাড়ির পাঁচিল ঘেঁষে বানিয়ে ফেলেছে একটা ছোট্ট স্কুলঘর, যে-ঘর এই বসতির যে-কোন বাসিন্দার ঘরের তুলনায় রাজপ্রাসাদের শামিল। সেই প্রথম জেনেছিলাম, কলকাতায় পোড়া-ফাটা বাঁশ আর ফেলে-দেওয়া ছেঁড়া ত্রিপলের একটা রমরমা কারবার আছে। এক সন্ধেবেলা ছোট্ট অনুষ্ঠান করে স্কুল চালুও হয়ে গেছে।

এ কথা বলতেই হবে, এই স্কুল তৈরির কাজে ‘প্রগতি’ সাহায্য করেছে— দিত্যদার ব্যক্তিগত উৎসাহে। এই স্কুলটাও অবশ্যই ‘প্রগতি’র কাজের খতিয়ানে ঢুকে গিয়ে বিদেশে তার শক্তির উৎসকে আরও উদার করবে, কিন্তু সে নিয়ে বেশি ছুঁৎমার্গ আমরা আর করলাম না। স্কুল চালু হয়ে গেল।"

এটি একটি কাহিনির অংশ। এরকম আরও কিছু কাহিনির সংকলন
'অন্তর্ঘাত ও অন্যান্য কাহিনি', একসময়ে যা লিখেছিলেন প্রয়াত শিক্ষাবিদ সলিল বিশ্বাস।

শেষ কিছু কপি পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, 16 কানাই ধর লেন (দোতলা), কলকাতা 700012
(বুধবার ৩টে-৭টা, বৃহস্পতি ও শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা 700094,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/antorghaat-o-onyanyo-kahini/

অথবা সারা দেশে ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে : 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

পা উ লো  ফ্রে ই রিমুক্তির জন্য সাংস্কৃতিক প্রয়াস পাউলো ফ্রেইরি-র শিক্ষাচিন্তার মূল কথা হল— প্রতিটি মানুষ এক-একটি স্বতন্ত...
30/06/2025

পা উ লো ফ্রে ই রি
মুক্তির জন্য সাংস্কৃতিক প্রয়াস

পাউলো ফ্রেইরি-র শিক্ষাচিন্তার মূল কথা হল— প্রতিটি মানুষ এক-একটি স্বতন্ত্র স্বাধীন সত্তা, যিনি পৃথিবীকে পরিবর্তন করতে পারেন এবং নতুন করে গড়তে পারেন। মানুষের চেতনা রূপ পায় আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি আর মানুষটির নিজস্ব পারিপার্শ্বিকের প্রভাবে। তত্ত্ব-কর্ম-সমন্বয়ী বিশ্লেষণী চেতনা মানুষকে ভাবনা থেকে কাজে অগ্রসর হতে শেখায়। শোষকের আরোপিত নৈঃশব্দ্যের সংস্কৃতি নিপীড়ন জারি রাখতে সাহায্য করে এবং মিথ্যা কিছু ভাবনার মধ্যে মানুষকে আটকে রাখে। জ্ঞানার্জনের উদ্দেশ্যই হল শিক্ষার্থীর (সেই সঙ্গে শিক্ষকেরও) তত্ত্ব-কর্ম-সমন্বয়ী বিশ্লেষণী চেতনায়নের মাধ্যমে বাস্তব জীবনে মুক্তি অর্জনের পথ করে নেওয়া ।

পাউলো ফ্রেইরি-কে নিয়ে বিশ্লেষণমূলক কাজ এখানে বিশেষ হয়নি। তাঁর শিক্ষাতত্ত্বের প্রয়োগও খুব বিস্তারিত ও সংগঠিত ভাবে হয়নি। বিদ্যায়তনের অন্দরে বসে গবেষণা যথেষ্ট নয়। তাঁকে নিয়ে কোন অর্থপূর্ণ কাজ করতে গেলে দেওয়ালের বাইরে না এলে চলবে না। তা না হলে মূল ব্যাপারটাই থেকে যাবে অধরা। সমস্যা হল, প্রথাবহির্ভূত শিক্ষাও এদেশে প্রাতিষ্ঠানিক হয়ে পড়ে। দরকার চিন্তাভাবনাকে বাক্সের বাইরে নিয়ে আসা, জানলা দিয়ে বাইরে তাকানো। ‘শিক্ষাব্যবস্থা’ নামক জড়দ্‌গবটিকে ভাঙতে হলে, ফ্রেইরি-র শিক্ষাচিন্তা অধ্যয়ন করা তাই খুবই জরুরি। তাঁর সব বই-ই পড়া উচিত, কিন্তু প্রথমে পড়া উচিত ‘কালচারাল অ্যাকশন ফর ফ্রিডম’।

বাঙালি পাঠকের কাছে পাউলো ফ্রেইরি-কে একেবারে গোড়া থেকে পৌঁছে দেওয়ার জন্যই এই বইয়ের পরিকল্পনা। বাংলা ভাষায় ফ্রেইরি-র লেখা সাবলীল ভাবে পৌঁছে দেওয়ার মূল কাজটি করেছেন সবিতা বিশ্বাস এবং এ বই সম্পাদনা করেছেন সলিল বিশ্বাস, দু-জনেই ছিলেন প্রথাবহির্ভূত শিক্ষার কাজে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধবার ৩টে-৭টা, বৃহস্পতি ও শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/paulo-freire-muktir-jonyo-sanskritik-proyas/

অথবা সারা দেশে ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে : 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

আ প না কে  ব ল ছি  স্যা রবারবিয়ানা স্কুল থেকেভূমিকা ও ভাষান্তর : সলিল বিশ্বাস ইতালির টাসকানি প্রদেশে মুজেল্লো অঞ্চলের পা...
29/06/2025

আ প না কে ব ল ছি স্যা র
বারবিয়ানা স্কুল থেকে
ভূমিকা ও ভাষান্তর : সলিল বিশ্বাস

ইতালির টাসকানি প্রদেশে মুজেল্লো অঞ্চলের পার্বত্য এলাকায় গোটা-কুড়ি খামার নিয়ে গঠিত একটি জনবসতি— বারবিয়ানা। জায়গাটা রুক্ষ অথচ সুন্দর। ছোট্ট একটি গির্জা আছে এখানে। ১৯৫৪ সালে পাদ্রি দন লোরেনজো মিলানি আসেন গির্জাটির ভারপ্রাপ্ত হয়ে। বারবিয়ানাতে এসে লোরেনজো মিলানি দেখলেন এ অঞ্চলের ছেলেমেয়েদের লেখাপড়ার জগৎ বলতে প্রায় কিছুই নেই। বেশির ভাগ ছেলেমেয়েই হয় পরীক্ষায় ফেল করে স্কুল ছেড়ে দিয়েছে, অথবা যেভাবে স্কুলে শিক্ষাদান করা হয় সে বিষয়ে তাদের তিক্ততার শেষ নেই। মিলানি জড়ো করলেন দশটি ছেলেকে— এগারো থেকে তেরো বছর তাদের বয়স। তাদের দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যাবলি নিয়ে অনুশীলন আর সে-সব সমস্যার ভিতরে ঢোকার চেষ্টায় কাটত অনেকটা সময়। এই কাজের মধ্য দিয়ে এক বছর সময় ধরে বিশেষ একটা পরিকল্পনার রূপায়ণ হিসাবে এই স্কুলের আট জন ছাত্র ‘আপনাকে বলছি স্যার’ (Letter to a Teacher) বইটি লিখেছিল।

দরিদ্র, গ্রাম্য স্কুলের ছেলেদের লেখা এই বই ‘আপনাকে বলছি স্যার’ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের জীবনে আশ্চর্য পরিবর্তন এনে দিয়েছে। প্রায় সব দেশের শিক্ষাব্যবস্থার বিত্ততোষণ আর মধ্যবিত্ত মানসিকতা সৃষ্টির প্রক্রিয়ার উপর এই বইয়ের সরাসরি আক্রমণই দেশে-দেশে এই বইয়ের জনপ্রিয়তার প্রধান কারণ। এই বইয়ের ‘আমি’ আটজন তরুণ লেখকের সম্মিলিত ব্যক্তিত্ব, আর ‘আপনি’ হলেন তাদের পরিচিত সকল শিক্ষক।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধবার ৩টে-৭টা, বৃহস্পতি ও শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/apnake-bolchi-sir-2/

অথবা সারা দেশে ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে : 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

এই বইগুলি... পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় : বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২ (বুধবার ৩টে-৭টা, বৃহস্পতি ও...
28/06/2025

এই বইগুলি...
পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধবার ৩টে-৭টা, বৃহস্পতি ও শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product-category/other-publishers/

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

মার্গারেট র‍্যান্ডালভা ব না  জু ড়ে  চেভূমিকা ও ভাষান্তর : সলিল বিশ্বাসসাম্রাজ্যবাদ আজও তাঁকে দেখে অসীম ভীতি আর অসীম ঘৃণা...
25/06/2025

মার্গারেট র‍্যান্ডাল
ভা ব না জু ড়ে চে
ভূমিকা ও ভাষান্তর : সলিল বিশ্বাস

সাম্রাজ্যবাদ আজও তাঁকে দেখে অসীম ভীতি আর অসীম ঘৃণায়। কেননা, যে-স্বাধীনতা আর মানবিকতার তারা চিরশত্রু, তারই পরম মিত্র আর চিরস্থায়ী প্রতীক হলেন চে। তৎকালীন বলিভিয়া সরকার আর সিআইএ তাঁকে খুন করে গোপন কবরে লুকিয়ে ফেলেছিল তাঁর মৃতদেহ। সাম্রাজ্যবাদ এতই সন্ত্রস্ত যে চে-র সব স্মৃতি মুছে ফেলতে চেয়েছে তারা। কিন্তু স্বপ্ন আর দৃষ্টান্তকে যে খুন করা যায় না, তার অমর উদাহরণ স্বয়ং চে।

এই বইয়ের লেখক মার্গারেট র‍্যান্ডাল নারীবাদী কবি, লেখক, আলোকচিত্রী এবং সমাজ-পরিবর্তনের লড়াইয়ে দীর্ঘদিনের সৈনিক। কিউবা বিপ্লবের দ্বিতীয় দশকে ঐ দেশে তিনি বাস করেছেন। চে-র পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই এই বই লেখা, কিন্তু তা সত্ত্বেও এখানে চে-র নিছক বন্দনা করেননি তিনি, প্রয়োজনে সমালোচনা করেছেন, ভুলত্রুটি নিয়ে মুক্তমনে সমালোচনা করেছেন, করেছেন গভীর আন্তরিকতা আর ভালোবাসার সঙ্গে, বুঝতে চেষ্টা করেছেন চে-র জীবন ও সংগ্রামকে। এ কারণেই এই বইটিকে ভাষান্তরের জন্য বেছে নিয়েছিলেন বিশিষ্ট লেখক ও অধ্যাপক সলিল বিশ্বাস। চে-অনুরাগী সকলেরই এ বই অবশ্যপাঠ্য।

নতুন প্রচ্ছদ, নতুন মুদ্রণ

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধবার ৩টে-৭টা, বৃহস্পতি ও শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/3893/

অথবা সারা দেশে ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে : 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

প্রমথ চৌধুরীর বী ন্দ্র না থনিজের স্বভাব ব্যাখ্যা করে রবীন্দ্রনাথ একদা লিখেছিলেন– ‘আমি কঠিনত্বক্‌ ফলের মত– নিজের অন্তরকে ...
24/06/2025

প্রমথ চৌধুরী
র বী ন্দ্র না থ

নিজের স্বভাব ব্যাখ্যা করে রবীন্দ্রনাথ একদা লিখেছিলেন– ‘আমি কঠিনত্বক্‌ ফলের মত– নিজের অন্তরকে আমি নিজের বাহিরে আনিতে পারি না। যদি আমার ভিতরে কোনও রসশস্য থাকে, যে ব্যক্তি বলপূর্বক ভাঙ্গিয়া আদায় করিতে পারে সেই পায়।’

প্রমথ চৌধুরী ছিলেন নিঃসন্দেহে সেই ব্যক্তি, যিনি রবীন্দ্রনাথের সেই রসশস্য আদায় করতে পেরেছিলেন। রবীন্দ্রনাথ নিয়ে তাঁর সমস্ত লেখাই এ বইয়ে সংকলিত হয়েছে।

নতুন প্রচ্ছদ, নতুন সংস্করণ

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধবার ৩টে-৭টা, বৃহস্পতি ও শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/rabindranath/

অথবা সারা দেশে ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে : 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

সুহৃদকুমার ভৌমিকঝা ড় খ ণ্ডে র  ডা য়ে রি অধ্যাপক সুহৃদকুমার ভৌমিক (জন্ম ১৯৪০) প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে ভারতের প্র...
23/06/2025

সুহৃদকুমার ভৌমিক
ঝা ড় খ ণ্ডে র ডা য়ে রি

অধ্যাপক সুহৃদকুমার ভৌমিক (জন্ম ১৯৪০) প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রাচীনতম নরগোষ্ঠী সাঁওতাল, কোল, মুণ্ডা প্রভৃতির সংস্কৃতির উপর কাজ করছেন। তাঁর মতে, বাঙলা ভাষা ও সংস্কৃতি মূলত দাঁড়িয়ে আছে এই সমস্ত আদিবাসী গোষ্ঠীর ভাষা ও ধারণার উপর। বাঙালির উচ্চারণ ও ছন্দ এবং ভাব বিনিময়ের জন্য গদ্যের ভঙ্গি, উভয়ই তৈরি হয়েছিল খেরোয়াল অর্থাৎ সাঁওতাল প্রমুখ মানুষের দ্বারা – এই কেন্দ্রীয় ধারণা তিনি প্রকাশিত বহু রচনায় বিশদ করেছেন। সাম্প্রতিক এই বইয়ে রয়েছে বিশেষ করে ঝাড়খণ্ড অঞ্চলে লেখকের গবেষণাসূত্রে পরিভ্রমণের ফলস্বরূপ নানা স্বাদের কয়েকটি রচনা। তার মধ্যে তাঁর রাঁচি ভ্রমণের স্মৃতিও যেমন আছে, তেমনই আছে বিহারের টুসু উৎসব নিয়ে তাঁর দীর্ঘ অনুসন্ধানের বিবরণ, তাঁর সাঁওতালি ভাষা চর্চার প্রথম যুগের কথা যেমন আছে, তেমনই আছে ওঁরাওদের কারাম পরবের কথা। সব মিলিয়ে, পাঠকদের এ বই এক অন্য জগতের সন্ধান দেবে বলেই আমাদের ধারণা।

নতুন প্রচ্ছদ, নতুন মুদ্রণ

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধবার ৩টে-৭টা, বৃহস্পতি ও শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/jharkhander-diary/

অথবা সারা দেশে ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে : 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

এ সপ্তাহের চারটি বই পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় : বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২ (বুধবার ৩টে-৭টা, বৃহ...
18/06/2025

এ সপ্তাহের চারটি বই

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধবার ৩টে-৭টা, বৃহস্পতি ও শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/

অথবা সারা দেশে ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে : 84209 29111

ব ধ্য ভূ মি  গা জাপ্রত্যক্ষ অভিজ্ঞতার বয়ানসংকলন ও ভাষান্তর : ত্রিয়াশা লাহিড়ীপালেস্তাইন ও ইজরায়েলের সংঘাত ও সংঘর্ষের ইতিহ...
17/06/2025

ব ধ্য ভূ মি গা জা
প্রত্যক্ষ অভিজ্ঞতার বয়ান
সংকলন ও ভাষান্তর : ত্রিয়াশা লাহিড়ী

পালেস্তাইন ও ইজরায়েলের সংঘাত ও সংঘর্ষের ইতিহাস আজকের নয়। গত বছর ইজরায়েলের দিক থেকে তা সংঘর্ষের নতুন স্তরে পৌঁছয়।
কিন্তু যুদ্ধের তথ্যগত রিপোর্ট পড়া এক, আর যুদ্ধের নির্মমতায় দিনযাপন করা আর-এক। এই বইতে মনুষ্যেতর দিনযাপনের সেই অভিজ্ঞতার বয়ানই রয়েছে।

এখানে যাঁদের লেখা আছে তাঁদের মধ্যে একেবারে অল্পবয়সী পড়ুয়া থেকে সাংবাদিক, গায়ক, লেখক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, মানবাধিকার আন্দোলনের কর্মী— অনেকেই রয়েছেন। যাঁদের জবানবন্দি একত্র করা হয়েছে, খোঁজ নিলে দেখা যাবে আর-পাঁচজন নিরস্ত্র সাধারণ ফিলিস্তিনির মতো তারা অনেকে হয়তো ইতিমধ্যেই শহিদ হয়েছেন! অথবা অনেকে রাজনৈতিক বন্দির তকমা পেয়ে এখন জেলের গরাদের ওপারে!

তবু পালেস্তাইনের অধিবাসীরা সাহসের সঙ্গে কলম ধরেছেন। নিজেদের কথা জোরের সঙ্গে জানিয়েছেন। তাঁরা প্রমাণ করেছেন, ইজরায়েলি সৈন্যরা প্রতিবাদী জনতার কণ্ঠস্বরকে শেষ পর্যন্ত রুদ্ধ করতে অক্ষম। প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানিকে অস্বীকার করে, স্রেফ অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তাঁদের এই নিরন্তর লড়াইয়ের স্পর্ধাকে সেলাম। তাঁদের লেখা সমস্ত অক্ষর সীমান্ত পেরিয়ে যেন সকলের কাছে পৌঁছয়, এই এ-বইয়ের উদ্দেশ্য। ফিলিস্তিনিদের প্রতিরোধই পারে, এই বর্বর গণহত্যা বন্ধ করতে, যুদ্ধ বন্ধ করতে, সর্বোপরি পালেস্তাইনকে স্বাধীন করতে।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধবার ৩টে-৭টা, বৃহস্পতি ও শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/bodhyobhumi-gaza/

অথবা সারা দেশে ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে : 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

সৌম্যেন্দ্রনাথ ঠাকুরফ্যা সি জ মসৌম্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা এই বই বাংলা ভাষায় লিখিত, মুদ্রিত ও প্রকাশিত প্রথম ফ্যাসিবিরোধ...
16/06/2025

সৌম্যেন্দ্রনাথ ঠাকুর
ফ্যা সি জ ম

সৌম্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা এই বই বাংলা ভাষায় লিখিত, মুদ্রিত ও প্রকাশিত প্রথম ফ্যাসিবিরোধী বই। ১৯৩৪ সালে প্রকাশিত হলেও এর প্রস্তুতি চলেছিল ইতালিতে সৌম্যেন্দ্রনাথের বসবাসকালে। সোভিয়েত রাশিয়ার পর তাঁর রাজনৈতিক কাজকর্মের মূল কেন্দ্র ছিল জার্মানি। সেখানে অসুস্থ হয়ে পড়ায় তিনি ইতালির আল্পস ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের স্যানাটরিয়ামে চিকিৎসার জন্য আসেন ১৯৩১ সালের শেষার্ধে। ইতালিতে তখন ঘোর ফ্যাসিস্ট যুগ। ফ্যাসিস্ট তত্ত্ব ও প্রয়োগের অনুসন্ধানে ব্যাপৃত হয়ে তার ফাঁকির দিকটা বুঝে নিতে তাঁর দেরি হয়নি।

মার্কসবাদী দৃষ্টিতে নিটোল যুক্তিতে ফ্যাসিস্ট তত্ত্বকে খণ্ডন করার সূত্রে এ বই আজ ঐতিহাসিক দলিল।

আমাদের দুর্ভাগ্য যে এ বইয়ের পুনঃপ্রকাশ ও পুনঃপাঠ বারে-বারেই জরুরি হয়ে পড়ে।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধবার ৩টে-৭টা, বৃহস্পতি ও শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/fascism-2/

অথবা সারা দেশে ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে : 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

নোয়াম চমস্কি গ ণ মা ধ্য মে র  চ রি ত্র  “জন–সংযোগ এক বৃহৎ শিল্প। এ বাবদে এখন বছরে বিলিয়ন ডলারের হিসেবে খরচ হয়। জনতার মন...
15/06/2025

নোয়াম চমস্কি
গ ণ মা ধ্য মে র চ রি ত্র

“জন–সংযোগ এক বৃহৎ শিল্প। এ বাবদে এখন বছরে বিলিয়ন ডলারের হিসেবে খরচ হয়। জনতার মনকে নিয়ন্ত্রণ করাটাই তার বরাবরের দায়। জন–সংযোগকে ইন্ডাস্ট্রির পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে পথিকৃৎ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।… জন–সংযোগের শিল্পক্ষেত্রে যারা আছেন, তারা কেউ সেখানে মজা মারার জন্য বসে নেই। তারা রীতিমতো কাজ করছেন সেখানে। তারা লোকের মনে সঠিক মূল্যবোধ চারিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বস্তুত, প্রকৃত গণতন্ত্র সম্পর্কে তাদের একটা ধারণা আছে : এ ব্যবস্থা এমন হওয়া উচিত যেখানে বিশেষজ্ঞদের প্রভুর স্বার্থে কাজ করার শিক্ষা দেওয়া হয়। প্রভু মানে এই সমাজটা যাদের। জনগণের বাদবাকি অংশকে সংগঠিত হওয়া থেকে দূরে সরিয়ে রাখতে হবে, কারণ সংগঠন মাত্রেই ঝামেলা পাকায়। টিভির সামনে এদের একা বসিয়ে রাখতে হবে, আর মাথায় এ কথা ঢুকিয়ে দিতে হবে যে জীবনের একমাত্র অর্থ হল চারপাশে আরও–আরও পণ্য জোটাও বা ঐ ধনী মধ্যবিত্ত পরিবারের মতো জীবন কাটাও, যা তুমি টিভির পর্দায় দেখছ…।” লিখেছেন নোয়াম চমস্কি।

রাষ্ট্রশাসনের অন্যতম হাতিয়ার এই গণমাধ্যম। সমকালীন রাজনীতিতে তার ভূমিকা, মিথ্যে প্রচার আর তথ্যগোপনের কূটকৌশলে ব্যাপ্ত সে এক ষড়যন্ত্রের ইতিবৃত্ত। এ নিয়ে লেখার যোগ্যতম যিনি, তাঁর কলমে ক্ষুরধার এই বই।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধবার ৩টে-৭টা, বৃহস্পতি ও শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/ganomadhyomer-choritro/

অথবা সারা দেশে ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে : 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

জাঁ-পল সার্ত্রগ ণ হ ত্যাভিয়েতনামে মার্কিন যুদ্ধাপরাধের বিচার করতে গণ-উদ্যোগে গঠিত ট্রাইবুনাল-এর (বার্ট্রান্ড রাসেল-এর স...
14/06/2025

জাঁ-পল সার্ত্র
গ ণ হ ত্যা

ভিয়েতনামে মার্কিন যুদ্ধাপরাধের বিচার করতে গণ-উদ্যোগে গঠিত ট্রাইবুনাল-এর (বার্ট্রান্ড রাসেল-এর সক্রিয় উদ্যোগে হয়েছিল বলে যাকে সংক্ষেপে রাসেল ট্রাইবুনাল-ও বলে) দ্বিতীয় অধিবেশনের (ডেনমার্ক, ২০ নভেম্বর – ১ ডিসেম্বর ১৯৬৭) একেবারে শেষ পর্বে সার্ত্র গণহত্যা নিয়ে যে-অসাধারণ ভাষণটি দিয়েছিলেন, বাংলায় ভাষান্তরিত তার বয়ানটিই এ বইয়ের একমাত্র উপজীব্য। আজও এর প্রাসঙ্গিকতা কিছুমাত্র হারায়নি। ভাষান্তরের প্রেরণা সেটাই।

পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিট বইপাড়ায় :
বইছবিঘর, ১৬ কানাই ধর লেন (দোতলা), কলকাতা ১২
(বুধবার ৩টে-৭টা, বৃহস্পতি ও শুক্র ১টা-৬টা,
ফোন করে নিন : 84209 29111)

দক্ষিণ কলকাতায় পাওয়া যাবে :
হারিত, H/345, বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ, কলকাতা ৭০০০৯৪,
ফোন 8336941108

অনলাইনে সংগ্রহের জন্য (ডেলিভারি ফ্রি) এবং
দাম ও অন্যান্য তথ্য জানার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে : https://boipattor.in/product/ganohotya/

অথবা সারা দেশে ফ্রি ডেলিভারির জন্য
WhatsApp করা যাবে এই নম্বরে : 84209 29111

প্রকাশিত অন্যান্য বইয়ের জন্য দ্রষ্টব্য : https://boipattor.in/

Address

Kolkata
700099

Alerts

Be the first to know and let us send you an email when boipattor.in posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to boipattor.in:

Share

Category