PriJoya's Wander

PriJoya's Wander অজানার পথে দুজনে একসাথে�

27/10/2024

পূজোর প্যান্ডেলে প্যান্ডেলে..... ✨✨✨

যত বড় বড় বুলি ই আউড়াক মানুষ স্বার্থ ছাড়া কেউ কারো নয় ভাই। যতক্ষন আপনি তাদের স্বার্থের প্রয়োজন এ আছেন ততক্ষন আপনাকে সহ আপ...
10/06/2024

যত বড় বড় বুলি ই আউড়াক মানুষ স্বার্থ ছাড়া কেউ কারো নয় ভাই। যতক্ষন আপনি তাদের স্বার্থের প্রয়োজন এ আছেন ততক্ষন আপনাকে সহ আপনার ১৪ গুস্টির কুশল বিনিময়ে তারা হারহামেশাই নিজুক্ত থাকবে। সে যত রাজ্যের ব্যস্ততাই তাদের জীবনে থাকুক। যেই কোন একদিন আপনি নিজ মুখে কিংবা কার্যে উপস্থাপন করবেন যে আপনি প্রত্যক্ষ ভাবে আর তাদের স্বার্থ উদ্ধারে নেই সেই মুহুর্ত থেকে তারা আপনাকে সহ আপনার ১৪ গুস্টি কে ত্যাজ্য করে দেবে। একবার ও ভাববে না হয়তো পরোক্ষভাবে আপনি তার স্বার্থে আসতে পারেন বা আসেন। যাই হোক ওসব টান ফান বলে কিছু হয় না ভাই। ওসব মহান সাজার বুলি আওড়ানো সবটাই স্বার্থ। তাই তো আমি কারো সাথেই নিজ উদ্যোগে যোগাযোগ করি না। আমার স্বার্থে ও কাউকে চাই না নি:স্বার্থেও না৷ মা বাবা ভাই এবং বর আর এই সংক্রান্ত প্রথম সারির মানুষরাই আমার কাছে ঢের। তাদের কাছে আমার বা আমার কাছে তাদের স্বার্থ হয়তো থাকতে পারে কিন্তু দিন শেষে তারা আমার বা আমাদের প্রায়োরিটির উপর নির্ভর করে সম্পর্কের মাপকাঠিতে তোলে না। অনেক কিছুই শুনেছি অনেক কিছুই জানি। তাই কোনরা টান আর কোন টা উপর উপর আলগা পি*রীত সবটাই বুঝি।
কথার ধরন অসভ্যের মতো লাগতে পারে কিন্তু ঐ টাইপস মানুষদের কাছে আমার সভ্য ভদ্রলোক হওয়ার দায় নাই। এতো হিংসা বিত্তা মনে তাইতো কারো সাথে বনে না। জীবনে সুখী হতে হলে হিংসা পরশ্রীকাতরতা আর এসব নাটকীয়তা বাদ দিয়ে একটু পজিটিভ হোন জীবনে অনেক উন্নতি করতে পারবেন৷ সৎ আর পজিটিভ থাকলে জীবনে ফ্রাস্ট্রেশন ও আসবে না আর এসকল নাটকবাজী করার মনোভাব ও তৈরি হবে না।
বি:দ্র: স্ট্যাটাস টা পড়ে যার বা যাদের সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে তারা এটা গায়ে মেখে জ্বালা আরো বাড়িয়ে দিন। জ্বলে পুড়ে যদি একটু সৎ বুদ্ধির উদয় হয়।

ছবিটার লুক টা তাদের জন্য-ই 😁

ওঁম শান্তি 🥰

27/04/2024

গরমের আরাম রিফ্রেশিং কাঁচা আম শিকাঞ্জী🍹

25/04/2024

ফাঁকিবাজি healthy মজাদার breakfast আমি কি করি🫣? যা আবার ওজন কমাতেও সাহায্য করে!!🤗
বাচ্চাদের পিৎজা এখন রেডি হবে অনায়াসে কোনো প্রকার ক্ষতিকর উপাদান ছাড়াই😍

23/04/2024

কেমনে চিনিবো তোমারে!!

মাঝে মাঝে খুব বোর লাগে😥, তাই একটু টুকটাক চেস্টা করি।
নাচ নিয়ে একাডেমিক কিংবা কোন শিক্ষা আমার নেই, নিজের মতো করে করি তাই ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো 🥰

22/04/2024

এই গরমে সেদ্ধ হতে হতে বানিয়ে নিলাম রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ নুডলস্😁
গরম তো কি জিভ তো লক লক করেই😋😋

20/04/2024

গরমে অতিষ্ঠ হয়ে সামার কালেকশন নিতে চলে গেলাম তে... তোমরাও দেখে নাও ঘরে বসেই কিছু কালেকশন হাইলাইট🤗

*



Address

Kolkata
700126

Website

Alerts

Be the first to know and let us send you an email when PriJoya's Wander posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share