13/12/2025
#বঙ্গীয়সাহিত্যসংসদ
'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত #নতুন বই -------------
★ "বোলান ও জাগের গান"
লেখক - ড. মহেন্দ্র বিশ্বাস
মূল্য -৩০০্
লোকসংস্কৃতি চর্চায় সংকলনের একটা আলাদা গুরুত্ব আছে। সংকলন লোকসংস্কৃতির উপাদানগুলিকে সময়ের প্রেক্ষাপটে জীবন্ত করে ধরে রাখে। সাম্প্রতিককালে লোকসংস্কৃতির কিছু কিছু উপাদান অতিদ্রুত বিলুপ্তির পথে এগিয়ে চলেছে যা অনুরাগী ভক্তদের কাছে দুশ্চিন্তার কারণ। বর্তমান গ্রন্থে বাংলার তেমনই দুটি বিলুপ্তপ্রায় লোকসংগীত বা লোক-আঙ্গিক 'বোলান' ও 'জাগের গান' বিষয়ে দুটি স্বতন্ত্র গবেষণামূলক নিবন্ধকে যেমন স্থান দেওয়া হয়েছে, তেমনি বহুসংখ্যক 'বোলান' ও 'জাগের গান' সংকলন করে বিলুপ্তির হাত থেকে সেগুলিকে রক্ষা করার চেষ্টা স্বরূপ এই গ্রন্থ।
আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏
যোগাযোগ নম্বর : 9830081443 🙏
ই-মেল — [email protected]
ওয়েবসাইট - https://bangiyasahityasamsad.in/
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/
"দৃঢ় হোক বই-বন্ধন"