28/12/2025
'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত #নতুন বই -------------
★"বিভিন্ন ভারতীয় ভাষার ছোটোগল্পে সম্প্রীতির বহুস্বর"
লেখক - ড. মৌসুমী পাত্র
মূল্য - ৩০০
আজকের সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় সাম্প্রদায়িকতা। আজও ভারতবর্ষে স্বার্থান্বেষী, সুবিধাভোগী গোষ্ঠীগুলোর হিন্দু-মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টির আগ্রহ ও তৎপরতা সহজেই চোখে পড়ে। দেশ ও জাতির সংকটে শুভবুদ্ধিসম্পন্ন সাহিত্যিকরা বারবার তাঁদের লেখনীর মধ্য দিয়ে সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক সংস্কৃতির উন্মেষকে প্রতিহত করতে সচেষ্ট হয়েছেন। ফলে বিভিন্ন ভারতীয় ভাষার সাহিত্যে তথা ছোটোগল্পে উঠে এসেছে হিন্দু-মুসলমান পারস্পরিক সম্প্রীতির কথা তথা মানবতার কথা। এই গ্রন্থটিতে বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি সহ তেরোটি ভারতীয় ভাষার দাঙ্গা ও সাম্প্রদায়িকতাবিরোধী তথা সম্প্রীতিসূচক গল্পের আলোচনা স্থান পেয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ভাষার লেখকদের লেখা এই ছোটোগল্পগুলোতে উদার ও অসাম্প্রদায়িক পরিবেশ নির্মাণের যে সফল উদ্যোগ ধরা পড়েছে এই গ্রন্থে তার বিস্তৃত পরিচয় দেওয়া হয়েছে।
আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏
যোগাযোগ নম্বর : 9830081443 🙏
ই-মেল — [email protected]
ওয়েবসাইট - https://bangiyasahityasamsad.in/
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/
"দৃঢ় হোক বই-বন্ধন"