21/05/2025
'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত নতুন বই -------------
★ "মোহিত চট্টোপাধ্যায় : জীবন ও নাট্যভাবনা"
লেখক - ড. অরূপ শীট
মূল্য - ৫৫০্
প্রবাদপ্রতিম নাটককার মোহিত চট্টোপাধ্যায় দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে ছোটো বড়ো মিলিয়ে একশোর বেশি নাটক লিখেছেন। সেই সব নাটকগুলিতে দেশ-কাল-সমাজের চিত্র সুকৌশলে কাহিনির অভ্যন্তরে স্থানলাভ করেছে। তিনি সমকালে বয়ে চলা শোষণ, অন্যায় অত্যাচার, অপশাসনের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে নাটককে হাতিয়ার করে সূক্ষ্ম কৌশলে জনগণকে জাগ্রত করেছিলেন। এই গ্রন্থে মোহিত চট্টোপাধ্যায়ের জীবন, নাট্যভাবনার যেমন সম্যক পরিচয় তুলে ধরা হয়েছে, তেমনি তাঁর নাটকের মঞ্চাভিনয় ও শিল্পরীতির বিষয়টিও প্রস্ফুটিত করার চেষ্টা হয়েছে। সহৃদয় ছাত্র-ছাত্রী, পাঠকবর্গ, নাট্যগবেষক, নাট্যপিপাসুদের কাছে আধুনিক নাটককার মোহিত চট্টোপাধ্যায় ও তাঁর নাটক সম্পর্কে জানার, বোঝার জন্য এই গ্রন্থ কিছুটা হলেও তৃপ্তির স্বাদ এনে দেবে। সেই সঙ্গে নাটকগবেষকদের নতুন পথের উৎস সন্ধানে এনে দিতে পারবে বলে আমাদের বিশ্বাস।
আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏
যোগাযোগ নম্বর : 9830081443 🙏
ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/
" দৃঢ় হোক বই-বন্ধন"