28/08/2024
যদি আপনি মনে করেন যে ছাত্র সমাজের ডাকা আন্দোলনে শুধু ছাত্রদেরই যাওয়া উচিত, তাহলে তা আপনার স্বল্পবুদ্ধির পরিচয়।
মেয়েদের রাত দখলের সময় ছেলেরাও ছিল। ডাক্তারদের মিছিলে ডাক্তারদের পাশাপাশি যারা ডাক্তার নয়, তারাও ছিলেন। সেলিব্রেটিদের মিছিলে সাধারণ মানুষরাও ছিলেন। একটা আন্দোলনকে যারা সমর্থন করবেন তারা সেই আন্দোলনে থাকবেন, সেটাই তো স্বাভাবিক।
এখন আন্দোলন ভাঙার জন্যে ভাগাভাগির খেলা চলছে। যাকে বলে "divide and rule"। তাই খুব সাবধান। যেকোনো মুহূর্তে brainwashed হয়ে যেতে পারেন!
অতীতের সব দুর্নীতি ও ব্যর্থতার কথাগুলি যদি বাদ রেখেও বলি, এই ঘটনাও সরকারের চরমতম ব্যর্থতা। তিলোত্তমার মৃত্যুর পর যেভাবে দোষীদের বাঁচানোর জন্যে অনেকের প্রত্যক্ষ ও পরোক্ষ উদ্যোগের কথা সামনে আসছে, তা থেকে পরিষ্কার যে এটি চরম অন্যায় ও দুর্নীতি। যেভাবে সব প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, দোষীরা আইনগত ভাবে শাস্তি পাবে কিনা তা নিয়ে সন্দেহ হয়েছে। পদে থাকা সরকারই এর জন্যে দায়ী, তাই সরকারের বিরুদ্ধে আন্দোলন ছাড়া বিচার পাওয়ার অন্য কোনো উপায় নেই।