অরি : Ari The Vlogger

অরি : Ari The Vlogger Hello! I am Arijit, a blogger & vlogger ✌🏽 I like to write and make videos 😅

আপাতত স্কোর:নবান্ন ২ - ০ জুনিয়র ডাক্তারচালাকিতে ওনাকে টেক্কা দেওয়া মুসকিল আছে।ডাক্তারদের মানুষের চোখে খারাপ করার চেষ্ট...
14/09/2024

আপাতত স্কোর:
নবান্ন ২ - ০ জুনিয়র ডাক্তার

চালাকিতে ওনাকে টেক্কা দেওয়া মুসকিল আছে।

ডাক্তারদের মানুষের চোখে খারাপ করার চেষ্টা আগে থেকেই চলছিল ওনাদের তরফ থেকে। এবার সেই চেষ্টাকে পাকাপোক্ত করে দিলেন দিদিমনি।

আর লাইভ না করার কারণ কিছু একটা দেখিয়ে, বৈঠক না করে শেষমেষ উনি দেখালেন যে উনি তো চেষ্টা করছেন ডাক্তারদের সাথে সমঝোতা করার কিন্তু ডাক্তাররাই সমঝোতা করতে চায় না।

28/08/2024

কে বলেছে রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই? কালকে বাংলার মেয়ের সুরক্ষা বলয় দেখেননি? 😂😂
তবে ওনার মতে আমাদের সাধারণ ঘরের মহিলাদের সুরক্ষিত থাকার একমাত্র উপায় হলো নাইট ডিউটি না করা! স্যালুট ম্যাডাম 🫡

28/08/2024

চারিদিকে নজর রাখুন...
এটা দিনের আলোর মত পরিস্কার যে কার্যত সরকারি মদতেই সব প্রমাণ লোপাট করা হয়েছে, তবুও কিছু চটিচাটা লোক আরজি করের ঘটনায় লোক দেখানো প্রতিবাদের নাটক করছে সোশ্যাল মিডিয়ায়।

Send a message to learn more

28/08/2024

যদি আপনি মনে করেন যে ছাত্র সমাজের ডাকা আন্দোলনে শুধু ছাত্রদেরই যাওয়া উচিত, তাহলে তা আপনার স্বল্পবুদ্ধির পরিচয়।

মেয়েদের রাত দখলের সময় ছেলেরাও ছিল। ডাক্তারদের মিছিলে ডাক্তারদের পাশাপাশি যারা ডাক্তার নয়, তারাও ছিলেন। সেলিব্রেটিদের মিছিলে সাধারণ মানুষরাও ছিলেন। একটা আন্দোলনকে যারা সমর্থন করবেন তারা সেই আন্দোলনে থাকবেন, সেটাই তো স্বাভাবিক।

এখন আন্দোলন ভাঙার জন্যে ভাগাভাগির খেলা চলছে। যাকে বলে "divide and rule"। তাই খুব সাবধান। যেকোনো মুহূর্তে brainwashed হয়ে যেতে পারেন!

অতীতের সব দুর্নীতি ও ব্যর্থতার কথাগুলি যদি বাদ রেখেও বলি, এই ঘটনাও সরকারের চরমতম ব্যর্থতা। তিলোত্তমার মৃত্যুর পর যেভাবে দোষীদের বাঁচানোর জন্যে অনেকের প্রত্যক্ষ ও পরোক্ষ উদ্যোগের কথা সামনে আসছে, তা থেকে পরিষ্কার যে এটি চরম অন্যায় ও দুর্নীতি। যেভাবে সব প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, দোষীরা আইনগত ভাবে শাস্তি পাবে কিনা তা নিয়ে সন্দেহ হয়েছে। পদে থাকা সরকারই এর জন্যে দায়ী, তাই সরকারের বিরুদ্ধে আন্দোলন ছাড়া বিচার পাওয়ার অন্য কোনো উপায় নেই।

21/08/2024

সুপ্রিম কোর্টের উদ্যোগ দেখে অনেকে মাথা ঠান্ডা করে নিয়েছে কিন্তু আগের ঘটনাগুলোর মতোই এবারও কোর্ট শুধু গরম গরম কথাই বলবে। কাজের কাজ কিছু হবে না, কারো শাস্তি হবে না। এই কেসও ঠান্ডা ঘরে ঢুকে যাবে। কারণ বিভিন্ন কৌশলে, চালাকি করে সমস্ত প্রমাণ লোপাট করা হয়ে গেছে। একমাত্র জনজাগরণ ও আন্দোলন ছাড়া এক্ষেত্রে ন্যায়বিচার পাওয়া অসম্ভব।

10/08/2024

ঠেলার নাম বাবাজি।

পিসি বলছেন সিবিআই তদন্তে আপত্তি নেই (আপত্তি শুধু ওনার চ্যালাদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে)।

ভাইপো বলছেন এনকাউন্টার করে দোষীকে মারা উচিত (যোগীর রাজ্যে এনকাউন্টার হলে সেটা ভুল)।

এমনকি পিসিমনি এটাও বলেছেন যে আরজি কর হাসপাতালে তৈরি হতে চলা নতুন ভবনের একটি ফ্লোরের নামকরণ হবে মৃতা চিকিৎসকের নামে।

এটা স্বাস্থ্যব্যবস্থা এবং প্রশাসনের ব্যর্থতা। আর মজার ব্যাপার হলো, এই দুটির দায়িত্বেই পিসি! পুলিশমন্ত্রী
এবং স্বাস্থ্যমন্ত্রী দুটিই পিসিমনি। 🤦🏻

প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে দিয়ে উল্টোপাল্টা কথা বলিয়ে মেয়েটির পরিবার ও বাকিদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। ডেডবডি নিয়ে নাটক চলেছে। তদন্ত ঘোরানোর বা আটকানোর অনেক চেষ্টা চলেছে। তারপর আন্দোলনের গুঁতোয় উনি নমনীয় হতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের ঘটনা এখনো টাটকা!

বিদেহী আত্মার শান্তি কামনা করি।

06/08/2024

বাংলাদেশ যেই ললিপপটা মুখে নিলো, সেটা কি মার্কিন, না পাকিস্থানি না চাইনিজ? মানে, পেছনে মদতটা কার ছিল? 🤔

সেন্ট মার্টিনস্ দ্বীপে কি মার্কিন সৈন্য ঘাঁটি তৈরি হবে তাহলে এবার? মৌলবাদীদের আধিপত্য কি আরো বাড়বে এবার বাংলাদেশে? চীনের সাথে কি নতুন বাণিজ্যিক, রাস্তা, ও বন্দরের চুক্তি হবে তাহলে? এই প্রশ্নগুলো উঠছে কারণ এই ঘটনায় এই ৩ দেশেরই লাভ।

রাজনৈতিক পালাবদল ঘটানোয় সাহায্য কে করলো? ছাত্র আন্দোলনকে হাইজ্যাক করে কিভাবে বিএনপি এবং জামাত তাদের স্বার্থসিদ্ধি করলো?

ক্ষতি হচ্ছে শুধু দেশের সাধারণ নাগরিকদের। কত শত মানুষ হিংসায় আক্রান্ত! এই দিন দেখার জন্যে এত আন্দোলনকারীরা প্রাণ দিলো? সংখ্যালঘু হিন্দুরা বিনা কারণে আক্রান্ত হচ্ছে। যা নোংরামি চলছে তাতে সমগ্র বিশ্বের কাছে বাংলাদেশের মাথা হেঁট হয়ে যাচ্ছে।

#বাংলাদেশ

08/07/2023

৮ই জুলাই। যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনে এদিন মারা গেছেন ১২ জন।

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে মারা গেছেন ১৮ জন।

বাঙালি নাকি ভদ্রলোকের জাত!

07/06/2023

পৌরসভায় গেছিলাম কিছু কাজে। গিয়ে দেখি সিবিআই এসেছে 🤦🏻

পৌরসভার এক কর্মচারী দাদু বললেন "বাবা কাল এসো"। তাই বাড়ি ফিরে এলাম 😭

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when অরি : Ari The Vlogger posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অরি : Ari The Vlogger:

Share

Category